আমি তো ভাবলাম সায়ন আমার ফোনের খবরে চিঁহি করে হাসছেঃ-X
m | ১৯ আগস্ট ২০১১ ১০:১১ | 117.194.32.70
বাইরে একজন 'বাইরের' ফোন ঠিক হবে না বলে দিয়েছেঃ(
siki | ১৯ আগস্ট ২০১১ ১০:১০ | 123.242.248.130
নোকিয়ার ফোন নাও। নোকিয়া ovi.comএ সমস্ত অ্যাড্রেস ফোন্নং সেভ বা সিঙ্ক করে রাখো। তারপরে যতবার খুশি ফোন হারাও, কোই পরোয়া নেহি।
byaang | ১৯ আগস্ট ২০১১ ১০:১০ | 122.178.240.245
কেউ সায়নকে চাট্টি ঘাস দাও না! বেচারার খিদে পেয়েছে
i | ১৯ আগস্ট ২০১১ ১০:০৯ | 137.157.8.253
চন্দ্রবিন্দুর টইতে যাবে।
sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:০৫ | 160.83.97.83
চিঁ হিঁ হিঁ হিঁ
ppn | ১৯ আগস্ট ২০১১ ০৯:৫৫ | 112.133.206.18
মামী, স্যামসুঙের সার্ভিস সেন্টার খুব বাজে। বাইরে ঠিক করানো ভালো। তবে কলকাতায় কোথায় ঠিক হয় জানি না। লুরুতে একটা ঠেক জানি।
m | ১৯ আগস্ট ২০১১ ০৯:৫৩ | 117.194.32.70
পাতা উলটে শোক আরো উথলে উঠলো। আমার তিনবছরের বিশ্বস্ত 'ছালওঠা' মোবাইল সোমবার দেহ রেখেছেন, সঙ্গে সমস্ত ইনফরমেশান, ছবিছাবব্বা,গানবাজনা সব নিয়ে গেছেন। বহুলোকের সঙ্গে জাস্ট যোগাযোগের কোনো উপায় নেই- কারুর দরকার হলে আমাকে ফোন করে নেবে/ন।বর্তমান সেটটিতে আবার আদ্ধেক শুনতে পাই নাঃ(
কোনো সহৃদয় ব্যক্তি স্যামাস্যাং বিশেষজ্ঞের খোঁজ জানা থাকলে জানাবেন। এখানে দুজন হাত তুলে দিয়েছেন।
byaang | ১৯ আগস্ট ২০১১ ০৯:৪০ | 122.178.240.245
আমার ৯ঃ৩২ এর পোস্টটার শেষ লাইনটা বেশ হুমকির মতই লাগছে। হুমকি দিতে না চাইলেও, দেখতে সেরকমই লাগছে (স্বভাব যাবে কোথায়!)। আমি শুধু এটুকু জানাচ্ছি যে আমি তিতিবিরক্ত হয়ে গেছি এবং বিরক্তিকর ফোন এবং এসেমেসের চাপ এর থেকে বেশি নেওয়া অসম্ভব আমার পক্ষে।
byaang | ১৯ আগস্ট ২০১১ ০৯:৩২ | 122.178.240.245
গতকাল জম্পেস আড্ডা হচ্ছিল ভাটে আর টইতে, তাই সুর কেটে দিতে চাই নি বলে লিখি নি। তাছাড়া একটু দ্বিধাতেও ছিলাম, এটা লিখবো কিনা! গতকাল ভারতীয় সময়ে দুপুর আড়াইটে নাগাদ আমি একটি এসেমেস পাই, আমার মোবাইলে। প্রেরক বা প্রেরিকাটি গুরুর নিয়মিত। আমি জানি, তিনি কে; কিন্তু ওনাকে লজ্জায় ফেলতে চাই না বলে বাকিসব কোঅর্ডিনেট্স লিখছি না, এটুকু ছাড়া যে তিনি বিদেশে থাকেন। যাই হোক, ওনার এসেমেসটি আমার অত্যন্ত অস্বস্তিকর মনে হয়েছে এবং ওনার থেকে এধরণের কিছু ভবিষ্যতে না পেলেই ভালো হয়। পাল্টা এসেমেস করতেই পারতাম যে ""আমাকে এসব পাঠাবেন না'' কিন্তু অন্য দেশে এসেমেস পাঠানোটা একটু বেশি খরচসাপেক্ষ বলে, সেই খরচটুকু বাঁচাতে ভাটের পাতাতেই লিখে গেলাম। আমাকে ওনার কনট্যাক্ট লিস্টি থেকে ডিলিট করে দিলে খুবই খুশি হব। আমাকে পাল্টা এসেমেস, ইমেল, চিঠি পাঠিয়ে কোনো এক্সপ্ল্যানেশন দেওয়ার দরকার নেই, এবং প্লিজ যখনতখন ফোনও নয়; আমি অত্যন্ত অকৃতজ্ঞ, বেইমান, বজ্জাত, নুন খেয়ে নুনের দাম দিতে জানিনা টাইপের মানুষ, তাই ওনাকে অনুরোধ করছি আমাকে এরপরে আর কোনোভাবে বিরক্ত না করতে।
মাছের মতন পিছলে যাও তোমরা। বড়াই ও ঠিক এভাবেই পিছলে যায়। ঃ-) আসলে তোমার লেখাগুলো পড়লে একটা ম্যাজিক ম্যাজিক সিনেমার কথা মনে হয়, যেরকম আজো কেউ বানায় নি, আলো ছায়া রঙ শব্দ সব কিছু অদ্ভুত মাপে মাপে দিয়ে পঞ্চেন্দ্রিয় ভরে তুলছে যেন, তারপরে ছাপিয়ে চলে যাচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে, ফ্ল্যাটল্যান্ডের স্কোয়ার যেভাবে চলে গেছিলো ত্রিমাত্রায়। ঃ-)
kk | ১৯ আগস্ট ২০১১ ০২:৫১ | 69.245.42.244
না রে ভাই, বিনয় নয়। আমার ধৈর্য্য বড়ই কম। ঐটুকুর বেশি আমার দ্বারা হয়না। ওটুকুও সব সময় হয় না।
nk | ১৯ আগস্ট ২০১১ ০২:৪৮ | 151.141.84.194
সে কি তুমিও??? হায়, ব্রুটাস তুমিও? এত বিনয় কি ভালো???? ঃ-)
kk | ১৯ আগস্ট ২০১১ ০২:৪৬ | 69.245.42.244
দু প্যারা লিখতেই যার জীবন বেরিয়ে যায় সে কি করে উপন্যাস লিখবে বাছা?
nk | ১৯ আগস্ট ২০১১ ০২:৪৩ | 151.141.84.194
মাঝে মাঝে জানতে ইচ্ছে করে উপন্যাস যদি কখনো লেখো, কেমন হবে। অদ্ভুত সেই যাদুকর কলমটার উপন্যাস কীরকম হবে? হয়তো সেই মাঝরাত্রির বাঁশিওয়ালা র মতন! খুব পড়তে ইচ্ছে করে। লিখবে?
nk | ১৯ আগস্ট ২০১১ ০২:৪০ | 151.141.84.194
না না, এটা না, দ্য আদার সাইড। ঃ-)
kk | ১৯ আগস্ট ২০১১ ০২:৪০ | 69.245.42.244
ওঃ, ঠিক বুইতে পাই নি ঃ)।
kk | ১৯ আগস্ট ২০১১ ০২:৩৯ | 69.245.42.244
এই এন কে যে কি বলে! এতদিনে পড়লে আবার কি? আজই তো লিখেছি।
ট্রিক প্লে - ছলেবলে, কৌশলে, খেলার ছলে ??? এর থেকেও বেটার কিছু থাকবে।
nk | ১৯ আগস্ট ২০১১ ০২:১৬ | 151.141.84.194
ওটা বোঝা ভালো নয়। ঃ-) রিমান্ডে গেলে বুঝবেন প্রত্যক্ষ। রিমান্ড হলো বাংলাদেশের স্বীকারোক্তি-কক্ষ। তবে ভারতেও স্বীকারোক্তি কক্ষ আছে বলেই প্রত্যয় হয়, সেখানেও ইকুইভ্যালেন্ট কিছু থাকার কথা।
RATssss | ১৯ আগস্ট ২০১১ ০২:১২ | 63.192.82.30
গরম ডিম চিকিচ্ছে-টা কি জিনিষ? পিছিয়ে রয়েছি তো জানি, তবে কতটা পিছিয়ে বুঝছি না।
nk | ১৯ আগস্ট ২০১১ ০১:৪৫ | 151.141.84.194
বাচ্চারা আজকাল বড়োদের অনেক বক্তৃতাও দিয়ে দেয়। সেসব যা তা নয়, নানারকম সুগভীর মনস্তঙ্কÄ বিষয়ক লেকচার। শিশুদের মনের উপর বকুনির প্রভাব, অন্যায় শাসনের নানা কুফল, শিশুদের মানবাধিকার- এইসব বিষয়ে। কল্কি অবতারের অবতরণ, কলির সমাপন ও নবসত্যযুগ আসন্ন। ঃ-) (আমার খুবই ভালো লাগে এই ট্রেন্ড, আগেকার কাকামামাশালা আর নির্বোধ মাষ্টারমশায়দের বিনা কৃতিত্বে কেবল বয়সে বড়ো হবার জন্য নানা ইয়েগিরি ফলানো আর গোটা জেনারেশনকে মুন্ডু কাত করা ইয়েস ম্যান বানিয়ে দেওয়া খুবই বিশ্রী ব্যাপার ছিলো। তবে গ্রামের দিকের ইস্কুলে এখনো মারধোর বন্ধ হয় নি যেটা খুবই বিশ্রী ব্যাপার। ঃ-( আর সেসব দিকে বাপখুড়োরাও শিশুর মানবাধিকার ব্যাপারটার গুরুত্ব দেয় না অনেকেই, গুরুজনগিরি ফলাতে আজো শুনে তেনারা বাঁশ ব্যবহার করেন। এইসবদের সবার আগে পুলিশে দেওয়া আর গরম ডিম চিকিৎসার ব্যবস্থা হওয়া উচিত )
চিরকাল দেখেছি টাইমিং এ গন্ডগোল কিভাবে সব পাল্টে দ্যায়। আমরা যখন বড়ো হচ্চিলাম, তখন ছাত্রদের পড়ালেখা করা উচিত, পিঠ সোজা করে কেঠো বেঞ্চে বসে পড়া উচিত, যাবতীয় কৃচ্ছসাধন করে ""মানুষ"" হওয়া উচিত। তখন বড়দা কান টেনে দিতেই পারে, জ্যাঠা-কাকা তো দূরস্থান, দাদা-দিদিদের শাসনই শেষ কথা। ভাবতাম, যাহোক, বড়ো হয়ে কেউকেটা হবো। লোকে মান্যি করবে। সিনিয়রিটির উপর কুনো কথা নাই। যেই বড়ো হয়ে গেলাম, অমনি নিয়ম পাল্টে গ্যালো। তখন বাচ্চাদের জন্য আধুনিক শিক্ষাপদ্ধতি, শাসন নৈব নৈব চ (ঈশ্বরকে ধইন্যবাদ) আর বড়োদের কথা কেউ বিশ্বাস করেনা। এখন দাদারা ভয়ে সিঁটিয়ে থাকে, দিদিরা কথা কয় য্যানো সংসদে ভাষণ দিচ্ছে। এখন সিনিয়র মানেই খিল্লিযোগ্য.....ঃ-)
Tim | ১৯ আগস্ট ২০১১ ০১:১৫ | 198.82.20.135
পড়ালেখা কত্তে বলা না গেলে আর পড়ালেখা করে ক্ষি লাভ! ;-)
kc | ১৯ আগস্ট ২০১১ ০১:০৮ | 178.61.96.29
পড়ালেখাতো করাই উচিত। কিন্তু কাউকে পড়াশোনা করতে বলা উচিত নয়। ঃ-)
Tim | ১৯ আগস্ট ২০১১ ০১:০১ | 198.82.20.135
গুরুর পড়ালেখা সংক্রান্ত স্ট্যান্ডটা ভারি কনফিউজিং হয়ে যাচ্ছে। পড়াশোনা করা উচিত কিনা সেটাই বুইতে পারছি না।
kc | ১৯ আগস্ট ২০১১ ০০:৫৫ | 178.61.96.29
আমি নিজেকে করা পিতিজ্ঞেতে এখনও অটল, হাজার লিং দিলেও আজকাল পড়বনা। ঘটি বাঙালের খেলা দেখতে হলেও কিছুতেই ২৪ ঘন্টা দেখবনা। ঃ-)
বেসিক্যালি আমার অবস্থা হল সেই কোয়েটজির লোকটার মতন (একটু সমালোচনা কত্তেই ইন্দো চেপে গেল)। ওয়েটিং ফর দ্য বারবেরিয়ানস। ''The waiting is an anticipation of the imperial self prophecy, a form of justification that is also self-negation. The barberians fail to arrive- they cease to exist- and no longer embody 'a kind of solution'''
আমি একাধরে সিপিএমের প্রতি অনুরক্ত এবং তাদের বর্তমান কর্মকান্ডের ও বিরোধিতার প্রতি মানসিকভাবে ভীষনভাবে বিযুক্ত। এখন বল পালাই কোথা ঃ-))
sayan | ১৯ আগস্ট ২০১১ ০০:৫২ | 115.184.74.77
সেন্নাই থেকে যে তরতাজা যুবকটি লেখেন, তাঁর ক'দিন সাড়াশব্দ পাই না। দিদিডাআআআ......
ppn | ১৯ আগস্ট ২০১১ ০০:৪৫ | 112.133.206.18
কারণ উনিই ভোটের রেজাল্ট বেরোবার পরে বলেছিলেন উনি চ্যানেলটাকে ব্লক করে দিলেন। বলে বাজারে বেরিয়ে পড়েছিলেন।
Sibu | ১৯ আগস্ট ২০১১ ০০:৪২ | 66.102.14.1
নুকিয়ে কেন? ২৪ ঘন্টা দেখলে পুলুস ধরে?
ppn | ১৯ আগস্ট ২০১১ ০০:৩৭ | 112.133.206.22
কারণ প্রত্যক্ষদর্শী বলেছেন কেসি নুকিয়ে নুকিয়ে এখনো ২৪ ঘন্টা দ্যাখে।
Sibu | ১৯ আগস্ট ২০১১ ০০:৩৬ | 66.102.14.1
কেন নেয় এবং কি নেয়?
Tim | ১৯ আগস্ট ২০১১ ০০:৩৪ | 198.82.20.135
ঃ-)
aka | ১৯ আগস্ট ২০১১ ০০:৩৩ | 168.26.215.13
কেসি ভেতরে নেয়ই বা কেন? ;)
Tim | ১৯ আগস্ট ২০১১ ০০:২৭ | 198.82.20.135
ফর্মের জুজুতেই বা আল্টিমেটলি কি কাজ হলো। এবার সত্যিই ছেড়ে দিতে হবে। ঃ-(
Sibu | ১৯ আগস্ট ২০১১ ০০:২৬ | 66.102.14.1
কেসির ভতরে নিতে অসুবিধে হচ্ছে কেন?
Sibu | ১৯ আগস্ট ২০১১ ০০:২৫ | 66.102.14.1
মশারির দড়ি অনেক কারনে ছে১নে্ড় হে কেসি। আমার ছিঁড়ত মালের ঘোরে গড়িয়ে পড়ে গেলে। আমার এক বন্ধুর ছিঁড়ত ... নাঃ, অসইব্য কতা কইবো না। < এখানে লজ্জার স্মাইলি >
kc | ১৯ আগস্ট ২০১১ ০০:২৫ | 178.61.96.29
আকাকে মোটেই ক্যালাবনা। আকা ঠিক কথাই কয়েছে, তবে মুখের উপরে কইছে বলে ভিতরে নিতে বেজায় অসুবিধে হচ্ছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন