সিকির আবার তিন্দিন ছুটি?????? আর আমার আপিস কাল এম্নিতেই খোলা, কৃতঘ্ন, পামররা প্ল্যান কচ্চে রোব্বারও খোলা রাখার,সোম্বার ছুটি দিতে হবেই, তাই। রাগের চোটে লুঙ্গীর টইতে যেতেও ইচ্ছে হচ্ছে না।
dukhe | ১৯ আগস্ট ২০১১ ১৫:১১ | 122.160.114.85
বাঁদর তো এবার বাঁশ থেকে আছাড় খেয়ে পড়ে মাটি ফুঁড়ে ভূগর্ভের দিকে ধাবমান হতে চলেছে । একে কি কেউ ওপর দিকে ঠেলবে না ? কে আছ জোয়ান ।
m | ১৯ আগস্ট ২০১১ ১৫:০৮ | 117.194.32.70
নাঃ, ছেলে জ্বর কাবু- বাবা বাড়ি থেকে নীল জামা পরে 'আপিশ' করছেঃ)
siki | ১৯ আগস্ট ২০১১ ১৪:৪৫ | 123.242.248.130
ইশেন কি আজ কালো টিশার্ট পরে আপিসে এসেছো?
dd | ১৯ আগস্ট ২০১১ ১৪:৩৭ | 124.247.203.12
হে ব্যাং,
কে সে অভাগা যে ছেন্নাইতে আসবে ? তার কি আর কোনো ঠাঁই নেই? একেবারেই না।
Netai | ১৯ আগস্ট ২০১১ ১৪:২৪ | 121.241.98.225
ঃ-)
siki | ১৯ আগস্ট ২০১১ ১৪:১৭ | 123.242.248.130
এ তো সেই শিব্রামীয় ছড়া --
শিশির ভাদুড়ী তুমি, নহ বোতলের।
pharida | ১৯ আগস্ট ২০১১ ১৪:১০ | 61.16.232.26
কেডিদা, তোমার পোস্ট পড়ে একটা কথা মনে এলো - একবার ওক্কুটে দেখেছিলাম (কার রচনা তার নাম ভুলে গেছি ) - বাংলা প্রবাদ নিয়ে বাক্য রচনায় একজন লিখেছিল -
ব্ল্যাঙ্ক নামে ক্ষেউ ল্যাখেনি। নামের ঘরটা ব্ল্যাঙ্ক রেখে একজন ন্যাড়াদাকে উত্যক্ত করবার কোশিস করছিলেন। সেটার কথাই বুনান বোধহয় কইতে চেয়েছে।
Netai | ১৯ আগস্ট ২০১১ ১৪:০৪ | 121.241.98.225
এখানে ইলিশ ৫৫০ হয়ে গেছে। মাগ্যিগন্ডার বাজারে বাজার ঘুরে মুখ হয় ব্যাজারে। লোকজন দলে দলে মাছ খাওয়া ছেড়ে দিন। চাহিদা হ্রাস পেলে দাম যদি কিছু কমে।
siki | ১৯ আগস্ট ২০১১ ১৪:০০ | 123.242.248.130
এখানে ব্ল্যাঙ্ক নামে কেউ কিছু লিখেছে? কোথায়? দেখি নি তো!
kd | ১৯ আগস্ট ২০১১ ১৪:০০ | 59.93.197.140
বুড়োরা সব ব্যাপারেই একটু তাড়াহুড়ো করে। মানে সাবধানের মার নেই ইত্যাদি প্রভৃতি। ঃ-)
kumu | ১৯ আগস্ট ২০১১ ১৩:৫৬ | 122.160.159.184
কেডিদা হুতোকে বের করে দিচ্চে।ক্যানো?
byaang | ১৯ আগস্ট ২০১১ ১৩:৫০ | 122.178.240.245
তবে ডিডিদা আর পিনাকী মিত্তিরের জন্য একটি ভারি আমোদের খবর আছে। অদূর ভবিষ্যতে হয়তো আপনারা একজন নতুন প্রতিবেশী পেতে চলেছেন।
Kaju | ১৯ আগস্ট ২০১১ ১৩:২০ | 121.244.209.245
যে লিকেচে, তাকে ব্ল্যাঙ্ক ফায়ার করে ভাগিয়ে দাও।
গুড়ুম...ফিস।
Blank | ১৯ আগস্ট ২০১১ ১৩:০৬ | 170.153.65.102
আমায় একজন ফোন করে জানালেন যে এখানে নাকি ব্ল্যাঙ্ক নামে কেউ কিছু কোথাও লিখেছে, তাতে কিছু কনফিউশান তৈরী হয়েছে। আমি এখানে বহুযুগ লিখিনা, তাই অন্য কেউ আমার নাম নিয়ে কিছু লিখলে আমার কোনো দায়িঙ্কÄ নেই। কারুর কিছু বলারা থাকলে আমাকে ফোন, মেল বা মুখ বই তে কনট্যাক্ট করবেন।
de | ১৯ আগস্ট ২০১১ ১২:৫৯ | 59.163.30.4
আমি আবার পুনশ্চ টা আগে পড়লাম -- আগের হাসিটা তারপরে --
কেমং গুইলে গ্যালো --
pharida | ১৯ আগস্ট ২০১১ ১২:৩৯ | 61.16.232.26
আহা, ব্যাঙের লেখাগুলো দেখে আমি হুতোর আঁকা ছবি অবধি দেখতে পাচ্ছি - হুতো, আঁকবি না?
Du | ১৯ আগস্ট ২০১১ ১২:৩৯ | 14.96.16.181
পুনশ্চটা সুপার লাইকিয়ে গেলাম ঃ)
byaang | ১৯ আগস্ট ২০১১ ১২:৩৩ | 122.178.240.245
তবে এই গল্পের একটা পুনশ্চ আছে । আমি ড্যামেজ ক®¾ট্রালের চেষ্টায় বাড়িতে জানিয়ে দিলাম - তিনি মাছ খান না। কী জানি কেন, হয়তো ভদ্রতার খাতিরে তিনি ওদিন খেয়েছেন। ইতিমধ্যে দুইহবু বেয়ানে অনেকবার ফোনে কথা হয়েছে, তো ঐদিক থেকেও ""মাছ খায় না'' এই সত্যিটা আমার মাকে জানানো হয়েছে। মাও নিজের চোখ-বুদ্ধি সবকিছুকে অবিশ্বাস করে ""মাছ খায় না'' এটাই বিশ্বাস করতে শুরু করেছে। মাঝে মাঝে মনখারাপও করছে, নিজের মেয়েকে এতদিন ধরে "মেছো কুমীর' বলে গঞ্জনা দেওয়া ঠিক হয় নি, হয়তো জামাইয়ের পাল্লায় পড়ে মেয়েও আর ঐভাবে মাছ খেতে পাবে না। যাই হোক বিয়ের পরে নতুন বরের পাওনা বিশাল মাছের মুড়োটি যেই সাজিয়ে দেওয়া হয়েছে, অমনি বিভীষণ বলে উঠেছে, "আমি মাছের মুড়ো খাই না।'' যেই না বলেছে, অমনি আমার মা স্থান-কাল-পাত্র সব ভুলে চিরকালের মতন পর হয়ে যাওয়া, এক কপাল সিঁদুর মাখা মেয়ের পাতে মাছের মুড়োটা ট্রান্সফার করে দিয়েছে। মায়ের এই কাণ্ডটির জন্য মায়ের মেয়েকে তারপর অনেকদিন ধরে এই নিয়ে শুনতে হয়েছে।
dd | ১৯ আগস্ট ২০১১ ১২:২৩ | 124.247.203.12
"বিভীষণের শ্বশুরগৃহে প্রবেশ" একটি রীতিমতন খ্যাঃ খ্যাঃ খ্যাঃ মুলক রচনা।
ইটিকে অবিলম্বে টইভুক্ত করা হোক।
pi | ১৯ আগস্ট ২০১১ ১২:২১ | 72.83.74.17
ব্যাঙদি, ঃ)
তবে মশামেসোর প্রথম ইন্টারভ্যিউটি খুব সুবিধে হয়নি। বন্ধুবান্ধবদের কাছ থেকে চেয়েচিন্তে জোগাড় কর (এবং কিছু শুভাকাঙ্খী বন্ধুর স্বতঃপ্রণোদিতে হয়ে দেওয়া) সাজেশনসমগ্র থেকে মাত্র ৩০% কমন পড়েছিল বলে তিনি খুব নার্ভাস হয়ে পড়েছিলেন ঃ(
byaang | ১৯ আগস্ট ২০১১ ১২:২১ | 122.178.240.245
সিকি, সবই খান। ভীষণ রকম খান।
siki | ১৯ আগস্ট ২০১১ ১২:১৯ | 123.242.248.130
ব্যাং, পড়ে থেকে আমি খ্যাখ্যা করে হাসছি। ঃ)
বিভীষণ কি এখনও ঐরকম? চিংড়ি ডিম খান টান?
pharida | ১৯ আগস্ট ২০১১ ১২:১৮ | 61.16.232.26
কী ভীষণ !!! ঃ))
pi | ১৯ আগস্ট ২০১১ ১২:১৭ | 72.83.74.17
টিবি নিয়ে কী বলে ?
এইডস নিয়ে কোন অ্যাওয়ারনেস ক্যাম্পেন হয়না ? কী কাণ্ড ।
byaang | ১৯ আগস্ট ২০১১ ১২:১৬ | 122.178.240.245
অনেক বানান ভুল হল। ঠিক করার ধৈর্য্য নেই।
de | ১৯ আগস্ট ২০১১ ১২:১২ | 59.163.30.4
বম্বেতে বাংলাদেশের ইলিশ আসছে -- মাছওলা স্ট্যাম্পও দেখালো -- ৮০০ করে নিচ্ছে, দারুণ টেস্ট!
siki | ১৯ আগস্ট ২০১১ ১২:১২ | 123.242.248.130
টিবি নিয়ে তো গুচ্ছ প্রচার চলে। বাকি কিছু দেখি নি।
byaang | ১৯ আগস্ট ২০১১ ১২:১২ | 122.178.240.245
পাইয়ের ১১ঃ২৮এর অভিজ্ঞতা আমারও আছে। আমাকে আবার সেই পর্ব্বে আমার হবু ননদ, হবু শাশুড়ি, হবু শ্বশুর সবাই অগে দেখেছিলেন তবে আলাদাভাবে আর সবাই তাদের গোপালঠাকুরটির স্বাঙ্কিÄক স্বভাব, মাছ খেতে খেতে চোখ দিয়ে জল পড়ত, চিংড়ি আর ডিম খেলে গায়ে লাল লাল হয়ে ফুলে ওঠে, এইসব গল্প শুনিয়ে রেখেছিলেন। আর আমি চিরহ্যাংলা শুনতুম আর ভাবতুম - বাঃ খাসা মজা তো, উনি না খেলে ওনার ভাগে মাছটি আমি খাব! তো যাই হোক, এবারে বিভীষণ যেদিন আমাদের বাড়িতে গেলেন, আমি আগে থেকে মাকে কিছু জানাই নি, আসার পনেরো মিনিট আগে বললাম। মা যথারীতি দাঁতমুখ খিঁচিয়ে নিজের ভাগ্যকে দোষী ঠাউরে বললো - "যেদিন ঘরে কিছু নেই, বাজার হয় নি, সেইদিনটাতেই তুমি ডেকেছ?''। ভাইকে বললো মিষ্টি কিনে আনতে, ভাই উল্টে বললো - বাড়িতে কেউ এলে, তারই তো হাতে করে মিষ্টি আনার কথা। মা আবার একপ্রস্থ আপশোস করল - কত পাপ করলে কোনো মানুষের এরকম ছেলেমেয়ে থাকতে পারে! তারপর ফ্রিজ হাঁটকে দেখা গেল কাঁচা চিংড়ি মাছ আর ভেটকি মাছ আছে অনেকটা। মা তখন আর কিছু না পেরে চিংড়িমাছের বড়া আর মাছের চপ ভাজতে বসল। আমি ভাবলাম, ভালৈ হল, এখন কিছু বলব না, যার জন্য ভাজা হচ্ছে, তিনি তো খাবেন না, আমি আর ভাইই খাব। যাই হোক বিভীষণ এল, কথা বললো (মিষ্টি অবিশ্যিই আনে নি হাতে করে), মা কিছুক্ষণ বাদে এক প্লেট চিংড়িমাছের বড়া এনে ধরল, তিনি একটি মুখে তুললেন। আমি বললাম ওটা কিন্তু চিংড়িমাছ। তিনি মধুর হেসে বললেন - এক-দুটো খেলে কিছু হবে না। মা আবার হাঁহাঁ করে উঠল - চিংড়িমাছ খায় না জেনেও আগে বলিস নি কেন? এদিকে আমি দেখছি - তিনি একটা খেলেন, দুটো খেলেন, তিনটে খেলেন, তারপর খেয়েই চললেন, থালা খালি হয়ে গেল। এবারে এল মাছের চপ। সেও দেখতে দেখতে খালি হয়ে গেল। আমি বুঝতেই পারছি না, একি শুধুই হবু জামাইয়ের বিনয়, নাকি আমার শ্বশুরবাড়ির লোকগুলো এরকম বিদঘুটে! ভাই কিছুক্ষণ উসখুস করে আর থাকতে না পেরে বললো - মা, আমি খেলতে যাচ্ছি, আমাকে কি কিছু খেতে দেবে? মা বললো - টেবিলে কলা রাখা আছে, খেয়ে নাও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ভাই করুণমুখে কলা না খেয়েই চলে গেল। কিছুক্ষণ বাদে বিভীষণও চলে গেল। আমি ভাবছি এবার আমাদের ভাগেরগুলো মা আমাদের দেবে। মা সেসব না করে উত্তেজিত হয়ে মামীকে ফোন করে গম্ভীর সব আলোচনা করতে লাগলো। ভাবলাম তাহলে বোধ হয় রাতের খাবারের সঙ্গে দেবে। রাতে দেখি খিচুড়ি আর ডিমভাজা। "মা আমাদের চিংড়িমাছের বড়াগুলো দেবে না?'' মা খুব লজ্জা পেয়ে বললো - বেশি তো ছিল না, তখনই শেষ হয়ে গেছে। ভারি ভালোমানুষ ছেলেটি। তোমাদের মত এরকম অসভ্য নয়। যা দেওয়া হয়, সোনামুখ করে খেয়ে নেয়।
siki | ১৯ আগস্ট ২০১১ ১২:১১ | 123.242.248.130
আমারো এ সিজনে খাওয়া হল না। এত্ত গরীব মানুষ ...
pi | ১৯ আগস্ট ২০১১ ১২:১১ | 72.83.74.17
একটা ইনফো দরকার ছিল। দেশে সরকারি বেসরকারি চ্যালেনগুলোতে ম্যালারিয়া , এইডস, টিবি, কলেরা , তারপর গুড হাইজিন প্র্যাকটিস - এইসব নিয়ে সরকারের তরফে কোন প্রচার করা হয় ? জনস্বার্থে প্রচারিত অ্যাড - ঐ বুলাদির মত, আর কিছু ?
আমারো তাই বক্তব্য ছিল। ছুটির দিন কেন, যে কোন দিন ই কেন মাছ মাছ করো । তবে তাই বলে মুলী ফ্রাই উশ্চারণ করার মত পাপ করি নাই।
pharida | ১৯ আগস্ট ২০১১ ১১:৫২ | 61.16.232.26
একবার শুনলাম সে তার মাকে বোঝাচ্ছে - কী তোমরা ছুটির দিনেও শুধু মাছ মাছ করো - ছুটির দিনে কি খেতে জানো - যেমন মুলী ফ্রাই....
বাকিটা আর প্রাণে ধরে শুনিনি। এক রোব্বার, বাড়িতে সেদিন দই ইলিশ হয়ছিল আর তার মা সেটাকে একটু টেস্ট করানার জন্য সাধ্যসাধনা করছিল।
kumu | ১৯ আগস্ট ২০১১ ১১:৪১ | 122.160.159.184
পাইএর ১১-২৮ এর মত এক্ষপিরিয়েন্স আমারো আচে,দাঁড়াও, লিখচি।
siki | ১৯ আগস্ট ২০১১ ১১:৪১ | 123.242.248.130
ব্যাং, তুলে দিয়েছি। পাইয়ের পারিবারিক গপ্পো।
siki | ১৯ আগস্ট ২০১১ ১১:৩৯ | 123.242.248.130
আমি জ্ঞান হবার পর থেকে কোনওদিন মাছ মাংস অপছন্দ করেছি বলে মনে পড়ে না ঃ)
অবশ্য বিয়ের আগে মোচা আর বাঁধাকপি খেতাম না। এখন খাই। ঃ)
kumu | ১৯ আগস্ট ২০১১ ১১:৩৯ | 122.160.159.184
সায়ন,মোবাইল নয়,এলসিডি টিভি।সে দুক্কের ইতিহাস লিকেচিনু একবার।
আর আমি কোনদিন ফোন হারাইনি,ভাবা যায়?
de | ১৯ আগস্ট ২০১১ ১১:৩৯ | 59.163.30.4
সাঁঝের সাথে আমার মেয়ের কি সাংঘাতিক মিল -- সেও মাছ, চিকেন সব আগে খেয়ে ফ্যালে -- পরে এমনি এমনি ঝোলমাখা ভাত খায়! আর বন্ধুদের বার্থডে তেও একই ব্যাপার -- ঘরের খাবার না হলে কিচ্ছু খায় না!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন