হে হে বিএসেনেল? আম্মো বলবো। আমাদের বাড়ির ফোনটা মাঝে মাঝেই কাজ কত্তোনা। বাবা-মা দুজনেরই পালা করে দুপুরের দিকে যেত, বারম্বার অভিযোগ করে করে ঠিক করতো। অতঃপর ব্রডব্যান্ড নেওয়া হলো। তাও আদ্দেক সময় থাকেনা, নানান হ্যাপা। তখন প্রায় হপ্তায় যেতে হতো। একেক সময় হপ্তায় তিনদিন পজ্জন্ত। প্রতিবারই সমস্ত হায়ারার্কিটা চেনা হয়ে যাওয়ার পরে সারিয়ে দিতো কেউ। এছাড়াও অন্য সমস্যা ছিলো, যেমন কিনা ডাউনলোড লিমিট ক্রস করে যাওয়া, ( আমার বাবা ভালো করে নেট ব্রাউজ করতেই পারেনা), ল্যান্ডলাইনের একগাদা পয়সা দিয়ে নেওয়া এক্সট্রা কলও ফুরিয়ে গিয়ে অতিরিক্ত কল চার্জ গোনা ইত্যাদি প্রভৃতি। এরপর একদিন মা রেগেমেগে জানালো যে ব্রডব্যান্ড ছেড়ে দেবে। সেইমত ফর্ম এনে ভর্তি করে জমা দেওয়া মাত্রই, ই আশ্চর্য! অসম্ভব তৎপর হয়ে লোকজন কাজ করতে শুরু করে দিলো। সিনিয়র অফিসারেরা পালা করে ফোন করে অনুরোধ কল্লেন, পিলিজ ম্যাডাম, লাইনটা ছাড়বেন না। সেকথা না মানায়, ফোনেই শোনা গ্যালো কর্মীরা ঝগড়া করছেন নিজেদের মধ্যে। এরপর এক রবিবার এক্সচেঞ্জ থেকে একজন বাইকে করে বিষ্টি মাথায় নতুন রিসিভার এনে আবার অনুরোধ কল্লেন ফর্ম উইথড্র করার। এতে আমাদের মনে হয় যে ওঁদের আরেকটা সুযোগ দেওয়া উচিত। দেওয়া হয়, এবং তারপর থেকে আবার একই ট্র্যাডিশন চলছে। এই মুহূর্তে ফোনটা খারাপ ( গত তিনদিন ধরেই)। আবার অভিযোগ, দৌড়োদৌড়ি..... ঃ-)
ppn | ১৯ আগস্ট ২০১১ ০০:১৬ | 112.133.206.22
এইবার কেসি আকাকে কেলাবে। কমরেড বলে কিনা পঃবঙ্গের এখনকার অবস্থা ক্যান্সার আক্রান্ত রুগীর মত। ;-)
mita | ১৯ আগস্ট ২০১১ ০০:১০ | 64.191.211.55
কোনো মানে হয়ে। এদের ধরে মারতে হয় । সবে খেতে বেরোবো, এমন সময়ে! ম্যাগো ঃ(
aka | ১৯ আগস্ট ২০১১ ০০:০৭ | 168.26.215.13
শালা আকা কি ক্ষুদিরাম নাকি?
ppn | ১৯ আগস্ট ২০১১ ০০:০৭ | 112.133.206.22
* বলা হয়
kc | ১৯ আগস্ট ২০১১ ০০:০৬ | 178.61.96.29
কমরেডরা, টইটাতে নজর রাখুন, আঙ্গুল ক্রস করে বসে পড়ুন। অনেক অনেক অনেকদিন পর ইশেন ফর্মে ফিরতে চলেছে। আরএকটু চালিয়ে খেললেই গুরুতে হারিয়ে যাওয়া সিরিয়াস অ্যাকাডেমিক ডিবেটের দেখা পেতে পারি।
ppn | ১৯ আগস্ট ২০১১ ০০:০৬ | 112.133.206.22
ঃ)
আমার এক সহকর্মী বিএসএনএল থ্রিজির জন্য অ্যাপ্লাই করেছিলেন। তাঁকে বিএসএনএল থেকে টাকা জমা দিতে বলা হয়। তিনি জমা দেবার দু হপ্তা পরেও থ্রিজি কানেকশন না পেয়ে পুনরায় কাজ ফেলে উইকডেতে ওঁয়াদের এরিয়া আপিসে যান। গিয়ে শোনেন ওটা ভুল করে অন্য একজনের অ্যাকাউন্টে চলে গেছে। বিস্ময়ের তখনো বাকি ছিল। সহকর্মীটিকে বলা পুনরায় টাকা জমা করতে এবং আগের টাকা ফেরত পাবার জন্য অন্য গ্রাহকটিকে ফোন করে অনুরোধ জানাতে।
ইনক্রেডিবল ইন্ডিয়ার টইতেও দেওয়া যেত।
siki | ১৮ আগস্ট ২০১১ ২৩:১৬ | 80.239.243.53
hyaa: BSNL. er sambondhe kichhu koite paarbo naa, bangla chharar por theke bsnl chhuyeo dekhi ni. Bsnl ke standard dhorben na comrade, ota exception.
nk | ১৮ আগস্ট ২০১১ ২৩:১৫ | 151.141.84.194
পঙ্গপাল নাকি আসে বহু, পাশাপাশে ঘেঁষাঘেঁষি উড়তে উড়তে বড়োসড় চাদরের মতন হয়ে। সেগুলোকে পাকড়াও করতে পারলে চিংড়ির মতন মালাইকারি করে খাওয়া যেতো গোটা পাড়ার লোকের হপ্তাখানেক চলে যেতো ঐ পঙ্গেপালে। ঃ-)
kc | ১৮ আগস্ট ২০১১ ২৩:১২ | 178.61.96.29
টইটাকে ঘাঁটছিনা, তাই শমীককে এখানেই জানাই, বছর ছয়েক আগে লালগোলার ট্রেনে আমি মোবাইলটা হারাই। বিএসেনেলকে গিয়ে বলাতে বলল, থানার এফআইআরের কাগজ লাগবে। তা থানার পাশেই এক লোকের সঙ্গে দেখা হল সে বলল দেড়শো টাকা দিলেই হাতে হাতে কাগজ পাওয়া যাবে। তাই করেছিলাম, আধ ঘন্টায় কাগজও পেয়ে গেছিলাম। বিসেনেলকে দিতেই সেকেন্ড সিম কার্ডও দিয়ে দিয়েছিল। এখন যেহেতু গুরু ক্ষ্যামতার খুব কাছাকাছি চলে এসেছে তাই অবভিয়াস কারণেই থানার নাম ধাম বললাম না। ;-)
Tim | ১৮ আগস্ট ২০১১ ২৩:১১ | 198.82.20.135
তাইলে ভালো করে ধুয়ে নিও। লেটুস, টমেটম ( ডিডিদাকে নকল কল্লাম) আর গাজর নিও সাথে। ড্রেসিং ইতালিয়ান।
nk | ১৮ আগস্ট ২০১১ ২৩:১১ | 151.141.84.194
আহারে মোটা মোটা টুবো টুবো ভীমরুল। কী চমৎকার হবে বেসনে ডুবিয়ে ভাজলে। চায়ের সঙ্গে হুস্কির সঙ্গে রামের সঙ্গেও চলবে। ঃ-)
aka | ১৮ আগস্ট ২০১১ ২৩:১০ | 168.26.215.13
কিছুক্ষণ বরফে রেখে দিয়ে তারপরে।
aka | ১৮ আগস্ট ২০১১ ২৩:০৮ | 168.26.215.13
মাকড়সা খেতে হবে, শুধু সশে ডুবিয়ে।
Tim | ১৮ আগস্ট ২০১১ ২৩:০৫ | 198.82.20.135
মাকড়শা একটু মচমচে করে ভেজে খেতে হয়। মন খুঁতখুঁত করলে বেসনে ডুবিয়ে ছাঁকা তেলে ভাজুন।
nk | ১৮ আগস্ট ২০১১ ২৩:০২ | 151.141.84.194
মাকড়সা পুষলে ও হয়। বা এভিয়ারী বানিয়ে অনেক পাখি রাখলে।
Tim | ১৮ আগস্ট ২০১১ ২৩:০০ | 198.82.20.135
আর্শোলায় প্রোটিন আছে। মাথাটা খেওনা, ওখানে ফ্যাট রিজার্ভ থাকে। আর্শোলা আর শ্রিম্পে তেমন তফাৎ নাই, খেতেই পারো। রেসিপি গুগলিয়ে নাও।
aka | ১৮ আগস্ট ২০১১ ২২:৫৫ | 168.26.215.13
আর্শোলা খেতে খেতে ওবিজ হয়ে যাবে, কিন্তু আর্শোলা পালাবে না।
ডিডির খোঁজে ছিলাম। এদিকে একদিন স্বপ্নে দেখলাম পুরী যাচ্ছি আর ট্রেনে কেডি র সঙ্গে দেখা। আরেকজন খুব ভালো প্রৌঢ়া মহিলাও আমাদের সহযাত্রী। অনেক খাবার দিচ্ছিলেন। এদিকে পুরী গিয়ে কী হোলো কিছুই বুঝলাম না স্বপ্নে, কেবল দেখলাম আমার ফেরার ট্রেনে গন্ডগোল, কেডিরা সকালের ট্রেনে আসবেন, আমার বিকালের ট্রেন, এদিকে টিকিটে আমারো ছিলো সকালের। এইসব জটিল স্বপ্ন। আমি আরেক্টু ঘুমিয়ে বাকীটা দেখার চেষ্টা করছিলাম, হোলো না।ঃ-)
Nina | ১৮ আগস্ট ২০১১ ২২:৩৬ | 12.149.39.84
ওক্কে টা টা লাঞ্চ সমাপন--
Nina | ১৮ আগস্ট ২০১১ ২২:৩৫ | 12.149.39.84
কিন্তু আমাদের কোল্কেতের মতন বড় বড় হয় কি? হ্যা আম্মো জিগাই--ওড়ে? দূগ্গাশ্রীহরি-
nk | ১৮ আগস্ট ২০১১ ২২:২৯ | 151.141.84.194
ওড়ে? ওরা ওড়ে????
aka | ১৮ আগস্ট ২০১১ ২২:২৮ | 168.26.215.13
প্রথমে উহার ডিম অবস্থায় থাকে, তারপর ছোট হয়, তারপরে সেই ছোট আরশোলা বড় হয়। তিনটি স্তরেই উহারা জীবন অতিষ্ঠ করে মারে।
Nina | ১৮ আগস্ট ২০১১ ২২:২৬ | 12.149.39.84
সব্বনাশ! এটা তো জানতাম না--আরশোলার রাজধানী ওটা--ছোটগুলো না ধেড়ে?
Nina | ১৮ আগস্ট ২০১১ ২২:২৫ | 12.149.39.84
কি বিপদ শোন শোন--বলে যা কার ওপর কেন এত রাগ
aka | ১৮ আগস্ট ২০১১ ২২:২৪ | 168.26.215.13
এরকম প্রিসিশন তো মেশিনেও হয় না।
kiki | ১৮ আগস্ট ২০১১ ২২:২২ | 59.93.204.43
ঈশেন, ভালো। তেমন জোরদার কিছু হলে কইয়ো তো, আমিও যাবো। তবে জেলে পুরে নিতে হবে চোদ্দ বছর তেরো দিন সাত ঘন্টা আট সেকেন্ডের জন্য, নইলে সাইবেরিয়া চালান দিতে হবে।আমাকে। তবেই।
দিদিয়া, খুব রেগে আছি, এয়ার্কি করোনা।ফাজলামোর সময় এয়ার্কি ভালো জিনিস নয়। আমি এখন মনিদির কথা মেনে কী বোর্ড থেকে বিদেয় নিলাম,নইলে আবার কী কেলো পাকাবো কে জানে!
aka | ১৮ আগস্ট ২০১১ ২২:২২ | 168.26.215.13
হাড়ে হাড়ে চেনে, জর্জিয়ায় এত আরশোলা জীবন জের্বার হয়ে গেল।
Nina | ১৮ আগস্ট ২০১১ ২২:২০ | 12.149.39.84
আরশোলা চেনে? ঃ-০
aka | ১৮ আগস্ট ২০১১ ২২:১৮ | 168.26.215.13
আমার ছেলের আজ সকালে খাবারে ঘেন্না ধরেছিল, তার মনে হচ্ছিল সে নাকি আরশোলা চিবোচ্ছে।
nina | ১৮ আগস্ট ২০১১ ২২:১৮ | 12.149.39.84
*আবার :X
Nina | ১৮ আগস্ট ২০১১ ২২:১৭ | 12.149.39.84
সে কি ইইইই কেন?? এটা আনার কি ক্রাই? সিস?
Ishan | ১৮ আগস্ট ২০১১ ২২:১৭ | 117.194.38.97
আমারও। ঐ জন্যই আমি অণ্না হাযাড়ের (বানামবিধি কপিলেফটেড)সাপোর্টার।
অনেক কারণেই ছিঁড়তে পারে। যেমন ধর, মশারির ছাদে বেড়াল লাফালো। বা, মশাদের বডিওয়েট বেড়ে গ্যালো। ইত্যাদি প্রভৃতি। ;-)
kc | ১৮ আগস্ট ২০১১ ২০:৪১ | 178.61.96.29
মশারির দড়ি হঠাৎ করে রাত্রে ছিঁড়বেই বা কেন? আর কীকী ছিঁড়ে গেলে পৈতে দিয়ে কাজ চালানো যায়? শিবুদা?
Sibu | ১৮ আগস্ট ২০১১ ১৯:৫৪ | 71.103.149.170
রাত্রে মশারির দড়ি ছিঁড়ে গেলে পৈতে দিয়ে কাজ চালানো যায়।
pi | ১৮ আগস্ট ২০১১ ১৯:৪৯ | 72.83.74.17
লোকে বলতো আমি আমার ফোন, দিব্বি সংগঠন। ফেভিকল কা মজবুত জোড় ইত্যাদি।
সেবার ফিলাডেলফিয়ার ক্যাব ড্রাইভার পোস্ট করে ফেরত পাঠালেন। পাকিস্তানের সেই আমীন ভাই আবার হেব্বি দাদা ভক্ত। দাদাকে নিয়ে সে কত্ত প্রশ্ন তাঁর। তখন আবার ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ ও চলছে। বানিয়ে বানিয়ে যা পারতাম উত্তর দিতাম। শারুখ খান ছাড়া বিদেশে আর কাউকে নিয়ে এই এত কৌতূহল নিরসন করতে হয়নি। সেগুলোও অবশ্য বানিয়ে বানিয়ে বলতাম।
এই আমীন ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন দিল্লির এক ক্যাব ড্রাইভার। কনফারেন্সের ছ'টা দিন এঁদের মধ্যে কেউ না কেউ, নয়তো এঁদের কোন বন্ধু নিতে চলে আসতেন। লেট লতিফ আমার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতেন। হোটেলটা আসলে কনফারেন্সের জায়গা থেকে অনেক দূরে ছিল। একেকদিন একেক পথে নিয়ে যেতেন। শহর ঘুরিয়ে দেখাবেন বলে। আর সব কজন ছিলেন ক্রিকেট পাগল। দিল্লির উনিও বেজায় দাদা ভক্ত ! ঃ)
দিল্লি-লাহোরের নিজেদের মধ্যে কথাতেও, যেটুকু যা শুনেছি, সেই ঝিঁঝি।
যাইহোক, ফিলি ট্রিপে ফিরি গাইড থেকে হারা মোবাইল উদ্ধার , সবই দাদার কল্যাণে। খোলাপাতায় দাদাকে একটা অতি বিলেটেড থ্যাংকু দিয়ে দিলাম ঃ)
aka | ১৮ আগস্ট ২০১১ ১৯:৪৯ | 168.26.215.13
হ্যাঁ আমিই হারিয়েছি গোটা তিনেক নতুন পৈতে।
kc | ১৮ আগস্ট ২০১১ ১৯:৪৬ | 178.61.96.29
কিছুকিছু বামুনের পোলা আবার পৈতে হারায়।
ppn | ১৮ আগস্ট ২০১১ ১৯:৩৯ | 204.138.240.254
হুম, ওই মডেলটা আসলে জলবিদ্যুতে চলত। বালতিতে থেকে চার্জড হচ্ছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন