নিনাদি, সবাইকে মিলে বেরোনোর প্ল্যান ছিল তো। সব চৌপাট।
mita | ২৪ আগস্ট ২০১১ ০৩:৩৪ | 64.191.211.55
চিন্তা নেই, দ্রি তো বল্লো আসলটা আসছে, তখন নাহয় আমরা place swap কর্বো ঃ) নাহ, এবার বেরিয়ে দেখি, রাস্তার কি অবস্থা।
Tim | ২৪ আগস্ট ২০১১ ০৩:৩৩ | 198.82.19.219
ইকিরে কেউ বিশ্বাস করে না। অনেকেই টের পায়নি। ল্যাবমেটকে বল্লাম, সে চেয়ার থেকে উল্টে পড়ে যাচ্ছিলো। তারপর নেট খুলে দেখানোয় বিশ্বাস করেছে। এদিকে ইউনি থেকে একটার পর একটা অ্যালার্ট দিচ্ছিলো। ঃ-)
Nina | ২৪ আগস্ট ২০১১ ০৩:২৪ | 68.45.76.170
মিতা , টিমি আজ জেনুইন ভাটাচ্চে আর নয়তো সারা অপিশ গাঁজা খায় !!
ইস দিব্যেন্দুর দুলুনি খাওয়া হলনা ঃ-)
mita | ২৪ আগস্ট ২০১১ ০৩:০৭ | 64.191.211.55
পাই, রাস্তার, বিশেষ করে মেট্রোর অবস্থা খুব ই খারাপ। যারা বেরিয়েছে, নানান জায়্গায় আটকে রয়েছে। তুই যদি ল্যাবে থাকতে পারিস কিছুখন, তাহলে বেরোস না। আর ক্লাসের কথা ভুলে যা। আর একটা কথা, তোর রাইড লাগলে এখানে জানিয়ে দে, ফোন তো কাজ করছে না, আমি যাবার পথে তুলে নেবো। কারন ট্রেনের উপর ভরসা করিস না।
টিম, তোদের ওখানের লোকেদের বলিহারি যাই!!!
নিনা, তিনি তো দেশে, কাল সকালে খবর পাবেন আর after the fact প্রচুর advice দেবেন ঃ)
খুবই বাজে অবস্থা, সমস্ত স্বাভাবিক। আদ্দেক লোক টেরই পায়নি। ঃ-(
Nina | ২৪ আগস্ট ২০১১ ০২:৫৮ | 68.45.76.170
পাই নিউজ চ্যানেলগুলো ও ভাটাচ্ছে ---শুনলে ভয় করে বন্ধ করে দিয়েছি। অমিত কে বল্লাম বাড়ী আসবে কখন ---বল্ল বেজায় ভীড় রাস্তায় বসে লাভ নেই---তুমি বেশ মন দিয়ে রান্না কর--গুরু খুলে বসে যেও না প্লিজ ঃ-)))))
Nina | ২৪ আগস্ট ২০১১ ০২:৫৫ | 68.45.76.170
একি শাস্তি রে মিতা---গান শোন আর ভাটা নাহ্য--দিব্যেন্দু কোথায়??
pie | ২৪ আগস্ট ২০১১ ০২:৫৫ | 128.231.22.133
এদিকে নানাবিধ মায়া র( মানে,মনে হতে থাকলো, যাচ্ছিই যখন, আর বিল্ডিং যদি ভেঙ্গেই পড়ে তো এটা নিয়ে নি, এটা করেনি) কারণে আমি শেষ্মেশ বেরিয়েই উঠতে পারলাম না।
মেট্রো রেলের অবস্থা তো খুব খারাপ। পুরো শম্বুক গতি করে দিয়েছে। মিতাদি, রাস্তার কী দশা বুঝছো? কোথা থেকেই বা আপডেট পাওয়া যায় ? মানে, রেডিও কি টিভির অ্যাকসেস তো নেই।
ভারি ধন্দে আছি। একটা কোর্সের রেজিস্ট্রেশন করানোর জন্য আজ ওপেন হাউস। পরে ওয়াক ইন ও আছে, যদি না আজ কোটা ফুল হয়ে যা। এদিকে যা দেরি করেছি, আর রাস্তার যা অবস্থা শুনছি, বেরোনোর চাপ আর নেবো কিনা ভাবছি। সবাই যদি আমার মত ভেবে আর না যায় তো কী ভাল হয়। কোর্স ভর্তি হয়ে যাবার ভয় আর থাকেনা ।
mita | ২৪ আগস্ট ২০১১ ০২:৫৪ | 64.191.211.55
নিনা, পাওয়ার সিটি'র অনেক জায়গায় বলছে বেশ ড্যামেজ হয়েছে।
mita | ২৪ আগস্ট ২০১১ ০২:৫২ | 64.191.211.55
না রে, বেরোয় নি এখোনো, ঘন্টা দেড়েক আগে একজন কলিগ আমার রুটে গ্যাছেন, তিনি এখোনো এক ই জায়্গায় stuck, আমায় বল্লেন I will let you know when the jam clears, আমি তাঁর ভরসায় অপেক্ষা কর্ছি ঃ)
Nina | ২৪ আগস্ট ২০১১ ০২:৫২ | 68.45.76.170
টিমটিম, তোদের ওখানে কি অবস্থা রে?
Nina | ২৪ আগস্ট ২০১১ ০২:৪৯ | 68.45.76.170
জ্যাম তো হয়েইছে---মিতা যেই না বলা আমি তো পগার পার-----রোজকার চেয়ে অবশ্য আধঘন্টা বেশি লাগল--আরে এদিকটা তো গেরাম--তোমরা থাক গিয়ে পাওয়ার সিটির কাছে
nk | ২৪ আগস্ট ২০১১ ০২:৪৫ | 151.141.84.114
আমাদের এক স্যর আছেন, ইকবাল স্যর। ইনি দরজার হাতলে তোয়ালে রাখতেন, তেমন হলে অন্তত সেটা টেনে নিয়ে বেরিয়ে পড়তে পারবেন। ওনারা খুব ভূমিকম্পপ্রবণ জায়্গায় থাকতেন তখন। খুব সম্ভব এল এ তে। একবার খুব সমুদ্রের মতন দোলানি হয়েছিলো, ওনারা ভয় পেয়ে ভাবলেন, এটা লগ স্কেল, কী হবে, এর চেয়ে বেশী হলে! শেষে বইপত্র এনে পড়ে সব বুঝে শান্তিতে ঘুমালেন।
Tim | ২৪ আগস্ট ২০১১ ০২:৪৫ | 198.82.19.219
গাড়ি চালাতে চালাতে ভাট কচ্চো? :O
mita | ২৪ আগস্ট ২০১১ ০২:৪৩ | 64.191.211.55
নিনা, তোমাদের ওখানে রাস্তায় জ্যাম হয় নি? আমি তো এখোনো wait কর্ছি, রাস্তার অবস্থা বেশ বাজে ঃ(
Nina | ২৪ আগস্ট ২০১১ ০২:৪১ | 68.45.76.170
নান্নাবান্না সব হয়ে গেল----কারুর সব্বনাশ তো কারো পৌষমাস----কিন্তু বাপু কাঁপছিল কেমন অদ্ভুত --বেশ একটা কেমন যেন ফিলিংস--মাগো যাদের বেশি করে হয়---ভাবলেই ভয় করছে
nk | ২৪ আগস্ট ২০১১ ০২:৪০ | 151.141.84.114
ছোট্টোমতন চালা করে শুরু করে দাও, কিছু বেকার এনজিনিয়ার আর মেকানিককে এমপ্লয় করো, ছোটো ছোটো দুই সীটের গাড়ী বানাও, সোলার সেলে চলে, গাড়ীর ছাদ আর চারপাশ সোলার সেলে ঢাকা, কোনো অসুবিধা নেই, গ্যাস পেট্রোল কিচ্ছু লাগে না, রোদে পার্ক করা থাকলেই চার্জ হতে থাকে, সুইচ মেরে পাঁই পাঁই করে চালাও।
nk | ২৪ আগস্ট ২০১১ ০২:৩৬ | 151.141.84.114
আরে আকা, তোমাকে বিজনেস আইডিয়া দিই শোনো, একটা সোলার পাওয়ার্ড গাড়ীর ম্যানুফ্যাকচারিং কোম্পানী খোলো, সোলাকালেক্স। ঃ-) এখনি যা অবস্থা এনার্জী আর ইকোনোমির, তাক বুঝে ব্যবসা লাগাতে পারলে হুলুস্থুলু কান্ড হয়ে যাবে পরে। তখন আস্তে আস্তে একস্প্যান্ড করবে বিজনেস, কেমন আইডিয়া?????
Tim | ২৪ আগস্ট ২০১১ ০২:৩৩ | 198.82.19.219
সলুমিনা শুনতে কেমন যেন তরল গাড়ি লাগছে।
aka | ২৪ আগস্ট ২০১১ ০২:৩০ | 168.26.215.13
হ্যাঁ যেন আলোর গাড়ি অ্যালুমিনা।
nk | ২৪ আগস্ট ২০১১ ০২:০১ | 151.141.84.114
সোলার গাড়ী কেনো, সলুমিনা। ঃ-)
Tim | ২৪ আগস্ট ২০১১ ০১:৩০ | 198.82.19.219
সবুজ হতে গেলে ড্রাইভারই বেটার। বেশ আমি অ্যাপ্লাই করে রাখলাম।
Tim | ২৪ আগস্ট ২০১১ ০১:২৯ | 198.82.19.219
মোটরচালিত বাইসাইকেল, না সাথে ড্রাইভারও রাখবে?
aka | ২৪ আগস্ট ২০১১ ০১:২৬ | 168.26.215.13
পৃথিবীকে সবুজ করতে এবং এইসব হ্যাজার্ড থেকে দুরে থাকতে ভাবছি বাইসাইকেল কিনব।
r2h | ২৪ আগস্ট ২০১১ ০১:২৫ | 198.175.62.19
আমাদের কেউ ইভ্যাকুয়েট করলো না ঃ( প্রাণের কোন দামই নেই। আমি একবার কলকাতা থেকে দিল্লী যাচ্ছি রাজধানীতে, এমন সময় ঐ বন জঙ্গলের পথে ট্রেনে আগুন লাগলো। মানে ধোঁয়া আরকি, তো সবাই প্রাণ নিয়ে পালাচ্ছে, আমিও পালাতে গিয়ে আবার জুতো জোড়া আর ল্যাপী নিতে ফেরত চলে এলাম। তো অন্য লোকে আর কি প্রাণের দাম দেবে ঃ(
এদিকে নর্থার্ন ভার্জিনিয়া আর ডিসি'র পাবলিক ট্রান্স্পর্ট আপাতত বন্ধ করে দিয়েছে, সেল বন্ধ, রাস্তায় সাংঘাতিক জ্যাম! থেকে গেলাম, এম্নিতেও ৩ ঘন্টার আগে রাস্তা খালি হবে না ঃ(
আর আকা কিনা ভুমিকম্প চায়!
nk | ২৪ আগস্ট ২০১১ ০১:১৪ | 151.141.84.114
আমরা কিচ্ছুটি টের পেলুম না। ইদিগে আম্রা টিমের ঘন্টাচারেক দূরেই। ব্যাপার কী দ্রি? সিলেক্টিভ টেস্ট করছে নাকি ফ্রীম্যাসনরা??????
Tim | ২৪ আগস্ট ২০১১ ০১:০৩ | 198.82.19.219
পুলুসের পিজেটা কেউ পাল্লো না তো? যাক বলে দিই।
উত্তর হলো, ইপিস্তা নিজেই পুলিশ ডেকেছে। ক্যানোনা, ইপিস্তার বাড়িতে ইপিস্তা বাদে বাকি সব্বাই ফিশি।
Su | ২৪ আগস্ট ২০১১ ০০:৪৮ | 86.160.15.140
সাবধানে থেকো বাবা সক্কলে! আমার বোন বললো বস্টনেও হয়েছে -
hu | ২৪ আগস্ট ২০১১ ০০:৪৬ | 12.34.246.72
দক্ষিণে তো তবু ঝড়-টড় আসে। মিডওয়েস্টে কিসুই নেই। বরফে ডুবে গেলেও ছুটি নেই। গরমে পুড়ে গেলেও নেই। ভূমিকম্প বা ঝড় তো দূরস্ত!
mita | ২৪ আগস্ট ২০১১ ০০:৪৫ | 64.191.211.55
টিম, তোদের ওখনে ভালো লোক সব, কেউ ইউনি কে স্যু করবে না, তাই ছুটি ও পেলি না ঃ)
Sankha | ২৪ আগস্ট ২০১১ ০০:৪৪ | 198.45.19.95
নিউ ইয়র্কে তেমন কিছু টের পেলুম না তো!
লাঞ্চ সেরে হাত মুখ ধুতে টয়লেট গেলুম, বেরিয়ে দেখি জনগণ ব্যাগ গুছিয়ে কেটে পড়ছে। তারপর যাহোক করে এক জনকে পেলুম, সে বললো অস্থাবর সম্পত্তি কিছু থাকলে নিয়ে ভাগো।
নিচে গিয়ে দেখি দিব্ব্যি চড়কের মেলা বসেছে। ভিয়েত ভেটের ফাঁকা চত্বরে লাল লাল চেয়ার দিয়ে গেছে, লোকজন মস্তিতে ২০১২ র প্রফেসি নিয়ে ভাট দিচ্ছে। তা ভালো, ফিনান্সিয়ার থেকে একটা কফি নিয়ে এলুম।
এখন আবার সবাই ঠান্ডা। ফাঁকতালে আমার ম্যানেজার কেটে পড়েছে ঃ-)
আম্মো পালাবো একটু বাদেই। চল চলে আপনে ঘর... ইত্যাদি।
Tim | ২৪ আগস্ট ২০১১ ০০:৪০ | 198.82.19.219
আমাদের মত ইউনি হলে ভূমিকম্প হলেও রেহাই নেই। বরম এমনি ছুটি চাও।
aka | ২৪ আগস্ট ২০১১ ০০:৩৯ | 168.26.215.13
দেখেচো দক্ষিণ বলে কি একটু ভূমিকম্পও হতে নেই?
Nina | ২৪ আগস্ট ২০১১ ০০:৩২ | 12.149.39.84
ইক্কিরে, আমাদের আপিশ বন্ধ করে দিল--সব বাড়ী চল্লুম--কি মজা ঃ-)))))
Nina | ২৪ আগস্ট ২০১১ ০০:৩১ | 12.149.39.84
টিম্ভাই তুই ভার্জিনিয়ায় না?? ওখানে তো 5.9 বলছে---আমাদের এখানেই তো বের করে দিল--কাঁপছিল বেশ জোর কিন্তু
Nina | ২৪ আগস্ট ২০১১ ০০:৩০ | 12.149.39.84
ঃ-)) আকা--ভাল সাজেশন----
Tim | ২৪ আগস্ট ২০১১ ০০:২৯ | 198.82.19.219
বলবো? বলেই দেবো? ঃ-)
আমাদের ক্যানো বেরোতে বলেনা? আমাদের প্রাণের ক্ষি কোনই দাম নেই?
achintyarup | ২৪ আগস্ট ২০১১ ০০:২৮ | 121.241.214.34
কি সব্বোনাশ। বেরিয়ে যাও তাড়াতাড়ি। ভূমিকম্প বড় ভয়ানক জিনিস
aka | ২৪ আগস্ট ২০১১ ০০:২৮ | 168.26.215.13
ওদিকে ভূমিকম্প এদিকে হারিকেন। আকবা
এমন ভয়ানক দিনে বাড়ি ফেরো ভদকা কিনে
pi | ২৪ আগস্ট ২০১১ ০০:২৪ | 128.231.22.133
নাঃ, এবার সিকিওরিটি এসেছে । বেরোতেই হবে। অর্ডার। কীসব স্ট্রাকচারাল ড্যামেজ ফ্যামেজের কথা বলছে।
বেরোবো তো । কিন্তু যাবো কোথা ? কোন ফোনে কাউকে পাচ্ছিনা।
mita | ২৪ আগস্ট ২০১১ ০০:২২ | 64.191.211.55
আমাদের এখানে পাওয়ার আছে obviously, :) , কিন্তু ফোন লাইন জ্যামঃ(
dri | ২৪ আগস্ট ২০১১ ০০:২২ | 117.194.225.69
না না বেরোনোর কিছু নেই। ৫.৯ এর আফটারশক নিশ্চয়ই ৫.৯ এর চেয়ে কম হবে। ৫.৯ এ বিল্ডিং বেঁচে গেলে ৫.৯ এর কমেও নিশ্চয়ই বেঁচে যাবে।
আমার মনে হয় খেয়ে নেওয়াই ভালো। সিকিউরিটিরা বেশী বাওয়াল না করলে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন