এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১৪:০৪ | 123.242.248.130
  • নাঃ। তবে বানান ভুলে কখনও বোঝার অসুবিধে হলে কারেকশন করে দেওয়াটাই বাঞ্ছনীয়। সিদিন কে যেন ছারপোকা লিখতে গিয়ে লিখে দিল চার পোকা। তারপর কারেকশন করে দিল ঃ-)
  • kd | ২৯ আগস্ট ২০১১ ১৩:৫১ | 59.93.206.8
  • একটা জিনিস এখানে প্রায়ই দেখি - অনেকেই (প্রায় সকলেই) পোস্টে টাইপো হ'লে সঙ্গে সঙ্গে ঠিক কথাতা জানিয়ে আবার পোস্ট করে। আমার প্রশ্ন, অবভিয়াস টাইপোর (মানে ঠিকটা বুঝতে আমাদের কারুরই অসুবিধে হওয়ার কথা নয়) কেসে তার দরকার আছে কি? বরং বড় বড় পোস্টে ভুলটা কোথায় খুঁজে পেতেই হিমসিম হই।
    তবে হ্যাঁ, কোন কোন কেসে কারেকশান বাঞ্ছনীয় - মানে 'খানিক' লিখতে গিয়ে যদি 'ই'টা একঘর পরে পড়ে যায়।

    উদাঃ এই লেখায় 'কথাতা' কি কারেক্ট করার কোনো প্রয়োজন আছে?
  • k | ২৯ আগস্ট ২০১১ ১৩:১৬ | 61.12.12.83
  • আমার তরফ থেকেও। ইন বোরোলিন উই ট্রাস্ট ঃ-P
  • til | ২৯ আগস্ট ২০১১ ১৩:০৩ | 165.12.252.211
  • সিকি, স্ক্রীনশট বাড়ী ফিরে পাঠাবো।
  • stoic | ২৯ আগস্ট ২০১১ ১২:৪২ | 160.103.2.224
  • আজকাল এই পাতায় বেশি আসা হয় না। তবে আজ অপ্পনবাবুকে একটা বোরোলীন দেবার জন্য আসতেই হল।
    ঃ-))
  • til | ২৯ আগস্ট ২০১১ ১২:৪১ | 165.12.252.211
  • একটা প্রশ্ন ছিল।
    বিজ্ঞাঅন ঘটিত।
    --
    এক বাথটব জল, কানায় কানায়। আমাদের পাদিদিমণি সেই টবে ডুবিলেন।
    (১) বাথরুমের মেঝে কি ভেজা না শুষ্ক থাকিবে?
    (২) (পাইদিদি কি ইউরেকা বলিবেন?)
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১২:৩০ | 123.242.248.130
  • পোথোম ছবিটাই কী অসইব্য ঃ-X
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১১:৩৮ | 123.242.248.130
  • না, আমি তো আগস্ট ২০০০ ব্যাচ। সাইক্লোনের সেই দিন আমি সল্লেকে। বাইপাস নিক্কো পার্ক জলের নিচে চলে যেতে দেখলাম ঃ-)
  • ppn | ২৯ আগস্ট ২০১১ ১১:৩৫ | 216.52.215.232
  • হবে, হবে, লেগে থেকে লিখে দেব। (দ্বিতীয়টি)

    তুমি কি তখনো হেথায় পা রাখোনি?
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১১:৩১ | 123.242.248.130
  • দুটি খোয়াইশ।

    মোটা পাইয়ের ছবি দেখতে চাই। ঃ)

    ৯৯ সুপার সাইক্লোন থেকে অর্পণের বেঁচে ফেরার গল্প একটু শুনতে চাই।
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১১:০২ | 123.242.248.130
  • তিলুবাবু, ঝামেলা তো বাইপাস করলেন। ঝামেলা তো মেটে নাই। আমি নিজে ফায়ারফক্স ব্যবহার করি।

    আমাকে একটিবার স্ক্রিনশট পাঠান, দেখি কতটা কী করা যায়। আগের মেলে ছবি আসেনি।
  • ppn | ২৯ আগস্ট ২০১১ ১০:৫৮ | 204.138.240.254
  • হায় তিলুদা, এমন দিন কবে আসিবে যেদিন দ্যাশে সোসন বলে কিছু থাকিবে না, উইকেন্ডে বিনা পহায় কাজ করতে বা ইন্টারভিউ নিতে অফিস যেতে হবে না, এমন পহাকড়ি পাবো গাড়ি চলানো ঘরের বাইরের কাজ সব আউটসোর্স করে দিতে পারব বিনিময়ে সবার জন্য সাহায্যের হাতটি সদাসর্বদা প্রসারিত করিতে সমর্থ হইব।

    এমন দিনটি কবে আসবে, সুপর্ণা?
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১০:৪৯ | 123.242.248.130
  • আমার অস্ট্রেলিয়ায় গিয়ে সেটেল করাটাই যা বাকি রয়ে গেল। ঃ-)
  • I | ২৯ আগস্ট ২০১১ ১০:৩৮ | 14.96.176.250
  • আকা, শীঘ্র মেল দেখহ।
  • dd | ২৯ আগস্ট ২০১১ ১০:৩৪ | 124.247.203.12
  • কিছু একটা জটিল কুটিল ঘনঘটা আমি কিন্তু দেখতে পাচ্ছি।

    একবার সিকোয়েন্সটা দেখুন।
    বাড়ীতে পুলুশ ঢুকলো, তাল গাছের মতন (তার শিং ছিলো কি না, গায়ে চাকা চাকা দাগ ছিলো কিনা জানি না)। এর পরেই পাইদির ক্যামেরাতে রিকার্সিভ লুপ লেগে গ্যালো। পুরো ম্যালিগন্যান্ট কেস।
    এর পরেই এসেছে ঝড় এসেছে আজ কি মহা সমারোহে। তখনই চেতনার রংএ সবুজ হয়ে গেলো সারা আকাশ, হয়তো সে সমতে ঘাসের রং হয়ে গেছিলো কুচকুচে নীল, কিন্তু সঠিক জানি না।

    সব মিলিয়ে কেমন একটা এলিয়েন টাইপের ব্যাপার।
    সকলেই সাবধান থাকবেন।
  • til | ২৯ আগস্ট ২০১১ ১০:২১ | 165.12.252.211
  • সিকি, ইমেলের উত্তর দিয়েছি জিমেলে। ঝামেলা এড়াতে আমি IE তে ব্যাক, বাঙলা আসছে ডানদিকে (এটা অফিসের, এখানে ডানকানা সর্বদা, জাভা ডাউনলোড করতে বলে, আহস পাইনা)।
    --
    জনগণ, সিকির এই গুণের প্রশংসা যদি না লিপিবদ্ধ করি তবে মহাপাতক হবো। সময়ে অসময়ে সিকির এই সাহায্যের হাত সর্বদাই মেলে, এমনকি উইকেন্ডেও। এটা আমার/আমাদের প্রজাতির লোকেদের মধ্যে কমই দেখা যায়; হচ্ছে , হবে, একটু সবুর করুন ইত্যাদিতেই অভ্যস্ত! এই গুণটা এদেশের লোকের মধ্যে খুব দেখি, কাল হবে, দেখছি নেই। রাস্তায় গাড়ী ব্রেকডাউন হলে মুহূর্তের মধ্যে লোকে দাঁড়িয়ে হেল্প করতে আসে। রাস্তা ভুলে গেছেন, এক ফর্লং হেঁটে দেখিয়ে আসবে।
    সিকি ডিজার্ভস দিস, (সকলেই জানেন) তবু আমি লিখে দিলাম আর কি!
  • pi | ২৯ আগস্ট ২০১১ ০৯:৪৪ | 72.83.92.218
  • বলবো, বলবো !
  • siki | ২৯ আগস্ট ২০১১ ০৯:৩৬ | 123.242.248.130
  • পাইয়ের বাড়ি পুলিশ কেন এসেছিল, পাই কিন্তু সেটা বল্লো না ঃ(
  • pi | ২৯ আগস্ট ২০১১ ০৯:২০ | 72.83.92.218
  • সুহাসিনীদির কেসটার কিছু গতি হল ?
  • pi | ২৯ আগস্ট ২০১১ ০৯:১৭ | 72.83.92.218
  • রাজদীপকে জন্মদিনের শুভেচ্ছা।
  • prateek | ২৯ আগস্ট ২০১১ ০৮:২০ | 180.151.34.130
  • এই ফ্রিমপঙ্গ টা কে রে ভাই?? অপ্পন রে ক,আম্মো ম্যান সিটিরে সাপর্টাবো
  • kc | ২৯ আগস্ট ২০১১ ০১:২৯ | 178.61.96.29
  • রাজদীপকে হ্যাবাড্ডি। আর্সেনালের জন্য একটু সমবেদনাও।
  • ppn | ২৮ আগস্ট ২০১১ ২৩:৪৮ | 112.133.206.18
  • কমরেড রাজদীপ কি এই পাতায় আসে আর? তারে জন্মদিনের অজস্র শুভেচ্ছা রইল।

    এইবার সত্যি সত্যি কাটলাম।
  • siki | ২৮ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 80.239.243.174
  • ঘুমিয়ে পড়ব এক্ষুনি, তাই একটু আগেই জানিয়ে যাই

    শুভ জন্মদিন, রাজদীপ।
  • ppn | ২৮ আগস্ট ২০১১ ২৩:৪১ | 112.133.206.18
  • "কেপ লুকআউটে আছড়ে পড়ার পর আইরিন ধীরে ধীরে দুর্বল হচ্ছে বলে আবহবিদেরা জানিয়েছেন। তাঁদের আশা, 'ক্যাটিগরি ওয়ান' থেকে 'ক্যাটিগরি টু'-তে নেমেও আসতে পারে আইরিন।'

    আবাপ পড়লে কত কী জানা যায়!
  • siki | ২৮ আগস্ট ২০১১ ২৩:৩১ | 122.162.75.228
  • তিল, মেল করেছিলম, উত্তর পাই নি। আরেকবার মেল দেখবেন প্লিজ।
  • kc | ২৮ আগস্ট ২০১১ ২৩:০০ | 178.61.96.29
  • আজকের খেলা দেখে ধেইধেই করে নাচলাম।
  • aka | ২৮ আগস্ট ২০১১ ২২:৪১ | 75.76.118.96
  • বিগাই প্রত্যুত্তর দিয়েছি।

    আমাদের ক্যাটাগরি ফাইভ মুভ প্রায় শেষ এখন শুধু ক্লিন আপ, ফাইট ফাইট।
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২২:২৪ | 115.242.188.159
  • আর্সেনালের গোলক্ষুধা আপাতত মিটল আশা করা যায় ;-)
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২২:২১ | 115.242.188.159
  • আট্টা। অ্যাশলি ইয়াংএর দুরপাল্লাগুলো বাঁধিয়ে রাখার মত। দুটো আইডেন্টিক্যাল গোল!
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২২:১১ | 115.242.188.159
  • অঁরিরে ফিরিয়ে আনো ঃ-)
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২২:১১ | 115.242.188.159
  • সাতটা হল। এবং রুনির হ্যাটট্রিক ঃ-)
  • ppn | ২৮ আগস্ট ২০১১ ২২:১০ | 122.252.231.10
  • ওয়েঙ্গার এইবারে স্যাক্‌ড হবে। আমার বেশ আনন্দ হচ্ছে।
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২২:১০ | 115.242.188.159
  • সাত নম্বর কামিং আপ!
  • ppn | ২৮ আগস্ট ২০১১ ২২:০৮ | 122.252.231.10
  • হালায় এই সিজনে মনপ্রাণ দিয়ে ম্যান সিটিকে সাপোট করুম। অগোরে লিগ জিতাইয়া দিয়া যদি কিছু জ্বালা জুড়ায়।
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২২:০৭ | 115.242.188.159
  • এই ম্যাচেও রেড কার্ড খেলো! লিভারপুলের সঙ্গে ফ্রিমপং খেয়েছিলো। আর্সেনালের অ্যামন দশা হল কী করে!
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২২:০৩ | 115.242.188.159
  • এইত্তো! একটু আনন্দ করে নাও। রুনি পরে হ্যাটট্রিক কল্লে আবার দুঃখু পাবে ঃ-)
  • Tim | ২৮ আগস্ট ২০১১ ২২:০৩ | 198.82.17.200
  • আধ ডজন। প্পনের ব্যাডলাকটা বেশ খারাপ যাচ্ছে। ;-)
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২১:৫৯ | 115.241.94.180
  • ছ'টা হল।
  • ppn | ২৮ আগস্ট ২০১১ ২১:৫৯ | 122.252.231.10
  • এইবার বউও আওয়াজ দিয়ে গেল! ঃ((
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২১:৫৭ | 115.241.94.180
  • পাঁচটা পুরে দিল অলরেডি! এখনও আধঘন্টা বাকি।
  • amit | ২৮ আগস্ট ২০১১ ২১:৫০ | 216.15.112.42
  • ব্যালকনি দিয়ে দেখতে আছি, এখন ও একটাও গাছ পড়ে নাই, শুধু কিছু ছোট ছোট ডাল পাতা সমেত।
  • ppn | ২৮ আগস্ট ২০১১ ২১:৪০ | 122.252.231.10
  • আমি রব নিষ্ফলের, হতাশের দলে। ঃ(
  • sayan | ২৮ আগস্ট ২০১১ ২১:০৩ | 115.241.94.180
  • দ্য রেড ডেভিলস - অ্যাশলি ইয়াং, পুরো ছবি গোল! স্টৈক দেখছেন? ঃ-)
  • mita | ২৮ আগস্ট ২০১১ ২০:৪২ | 71.191.42.195
  • বরাবর জানি, আকা is way wise beyond his age!

    পাইদিদি, রাস্তায় এখোনো বেরই নি, তবে মনে হয় সব ঠিক ঠাক।

    কাজু, নীড়ে চীড় ধরে নাই, বড় বড় ফাটল ধরিয়াছে। কিন্তু আইসবো বলিলেই কি আর আসা যায়! অগত্যা ফাটল মেরামতের চেষ্টা!
  • I | ২৮ আগস্ট ২০১১ ২০:৩৮ | 14.99.33.125
  • আকা, মেল দেখো।
  • pi | ২৮ আগস্ট ২০১১ ২০:১২ | 72.83.92.218
  • উফ্‌ফ ! এখন আবার ফোনটাই পাচ্ছিনা !
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত