এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৩ | 14.96.5.52
  • পাইকে ধন্যবাদ। লিংটা দারুণ।
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭ | 122.162.75.251
  • রঞ্জনদার ঠিক মোবাইল নম্বর বোধ হয় আমার কাছে নেই। কল করলাম, বলল আউট অফ সার্ভিস।
  • kiki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:১১ | 59.93.241.88
  • রঞ্জনদা,
    আপনি ভাট দেখেন কিনা জানিনা! কোনো টইতে(ভুলে গেছি কোনটা) ভীমবেটকা নিয়ে কথা হয়েছিলো। আজ এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো, সে সদ্য ঘুরে এসেছে, বললো, সেখানে শুধু কয়েকজন সিকিউরিটি গার্ড আছে, আর সেটা হেরিটেজের উপাধিমাত্র পেয়েছে, সেখানে যাতয়াতের বা ফটো তোলার কোনো বারন নেই।আমি যতটা মনে করতে পারছি, নবনীতা দেবসেনের কোন লেখা থেকে পড়েছিলাম, বইয়ের নামটা খুঁজে পেলামনা,উনি সম্ভতঃ আমেরিকার কোনো গুহায়(বাপরে এত কম মনে রাখতে পারি যে কেবল সম্ভবত, এই সেই......)এই রকম আদীম মানুষদের শিল্পকর্ম দেখেছিলেন যেখানে তার কিছু মাস পরেই সেই আসল গুহাটি বন্ধ করে দেওয়া হয় আর একটি নকল গুহা তৈরী করে দেওয়া হয় সর্বসাধারনদের জন্য। কেননা মানুষের নিঃশ্বাস ইত্যাদি তে আঁকা গুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। আমাদের এখানে বোধহয় সেরকম কোনো সতর্কতা নেওয়া হয়নি।
  • pharida | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৯ | 182.68.74.76
  • ঠকাস!!
    উফ্‌ফ!!!

    তিমির পোস্ট দেখে সোজা ঘরের সিলিঙে মাথা ঠুকে গেল ঃ))
  • kiki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৩ | 59.93.241.88
  • দিদিয়া,
    মেল দেখো।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২১:২৫ | 117.194.35.203
  • হ্যাঁ পামিতা আর রঞ্জন্দা দুজনকেই অনেক টমেটো। লা টোমাটিনা। ঃ)

    আর পিপিকে বাতের ওষুধ। এটা মিস করে গেছি। ঃ)
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২১:১৫ | 122.178.205.233
  • সিকি, একবার জিটক দেখবি?
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২১:১৩ | 122.162.75.251
  • টিমকে ক।

    দেশ জাতে ওঠার চেষ্টা করছে ঃ-)
  • Abhyu | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২১:০৪ | 97.80.159.233
  • পারমিতাদি হ্যাপি বার্থডে!
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৪ | 122.178.205.233
  • ফরিদার কবিতা কোন সংখ্যায় বেরিয়েছে? কালই যাব কিনতে।
  • m | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 117.194.35.203
  • তিমিকে বুড়ো আঙ্গুলঃ)
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৮ | 198.82.18.179
  • সবাই ফরিদাকে কনগ্র্যাচুলেট করছে ক্যানো?
    ""দেশ"" কে কনগ্র্যাটস। ফরিদা ওখানে কবিতা দিয়েছে বলে। ঃ-)
  • ppn | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:১৬ | 112.133.206.22
  • পামিদি আর রঞ্জনদা দুজনকেই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:১৪ | 122.178.205.233
  • বাঃ, ভপাইয়ের এই লিংটা ভারি সুন্দর তো!
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:১২ | 67.51.194.235
  • মিতিনমাসির ঐ ঘরগুলোর ভাড়া কত ছিলো ! মাত্র বারো দিন থেকেই দুষ্টু লোকদের লাখ লাখ টাকা খরচ !! উত্তর পেলে বাকিটাতে এগোনোর চেষ্টা দিতে পারি।
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:১০ | 67.51.194.235
  • পামিতাদি আর রঞ্জনদা, দুজনকেই অনেক শুভেচ্ছা।

    এই নেটিভ আমেরিকান মিউজিক যত শুনছি, তত ভাল্লাগছে।

    জন্মদিনে এটাই দিলাম ঃ)

  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩৫ | 122.178.205.233
  • নাঃ, সন্দেশ আর জ্ঞানবিজ্ঞান কোলকাতা ছাড়াও আর কোথাও পাওয়া যায় বলে মনে হয় না।

    আমি কাল আরক্ষণ দেখে এলুম।
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩২ | 121.241.98.225
  • দিল্লী নয়, নয়ডাতে পাওয়া যাচ্ছেনা। সি আর পার্কের খপর জানিনা।
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩০ | 121.241.98.225
  • দিল্লীতে ছোটোদের বলতে আনন্দমেলা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছেনা।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৮ | 122.178.205.233
  • সন্দেশ আর কিশোর জ্ঞানবিজ্ঞান কি বেরিয়ে গেছে?
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৬ | 121.241.98.225
  • যখন স্কুলে পড়তাম তখন লুকিয়ে লুকিয়ে দেশ, আনন্দলোক, নবকল্লোল পড়েছি এন্তার। আর এখন পড়ি শুকতারা, আনন্দমেলা। মন ভরেনা। তাও কিনি। পড়ি। আবার কিনি।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৯:১২ | 122.178.205.233
  • নেত্য, ঃ-))
    আমি এখনো অব্দি মেলা,বাজার, পত্রিকা আর উনিশ-কুড়ি কিনে উঠতে পেরেছি। এর মধ্যে একমাত্র উনিশ-কুড়িটাই যা পড়া যাচ্ছে।
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫১ | 121.241.98.225
  • তবে কিনে ফেলতে পারেন। না কিনলে বুঝবেন কি করে যে আপনি ঠকেছেন। ঃ)
  • k | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪১ | 61.12.12.83
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৮:২৫ | 121.241.98.225
  • শীর্ষেন্দু বাবুর লেখা ১০০ য় ৩৫ পাবে। সুনীল গঙ্গো বাবু ২৫।
  • k | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৮:২২ | 61.12.12.83
  • সেটাই তো জিজ্ঞেস করছি। শীর্ষেন্দুবাবু কেমন লিখেছেন?
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৮:২০ | 121.241.98.225
  • আমার অটোগ্রাফ নেবার অনেক দিনের সখ। আমার একটা অটোগ্রাফ খাতা আছে। কিন্তু দুঃখের কথা এখনো পর্যন্ত একটাই অটোগ্রাফ আমি সংগ্রহ করতে পেরেছি। সেটি দেবশংকর হালদারের। ব্রাত্য বসু ফসকে গেছিল।

    অথচ আমাকে দেবার জন্য খাতাটা কেনার ও আমাকে দেবার মাঝে দিদি তিন পাতা অটোগ্রাফ জোগাড় করে ফেলেছিল। এক পাতায় চন্দ্রিল, এক পাতায় অনিন্দ্য, আরেক পাতায় .....................
    ....

    ছোট্ট একটা মুখের অবয়ব আঁকা আর নীচে লেখা 'অনেক ভালোবাসা-তসলিমা নাসরিন'।
    ঃ))
  • dukhe | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৮:১৪ | 122.160.114.85
  • কেন?
  • k | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৮:১২ | 61.12.12.83
  • আনন্দমেলা পুজোবার্ষিকীটা কিনব?
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৮:০১ | 121.241.98.225
  • নাহ। সিকিদার পাড়া নেহেরু প্লেস নহে। এছাড়াও নেহেরু প্লেসে বাংলা বই বা ম্যাগাজিন কিছুই মনে হয় পাওয়া যায়না।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৯ | 122.178.205.233
  • ঠিক তাই, এনাফ ইজ এনাফ। অন্ততঃ একটা বিষয়ে একমত হলাম। থেমে যান, নয়তো নিজের মিথ্যের ফাঁদে, নিজেই আরো বেশি করে জড়িয়ে পড়বেন।
    এখানে আরো অনেকে আছেন যার অন্য দেশ থেকে লেখেন, এমন কি আমার প্রথম পোস্টে আমি লিখেছিলাম প্রেরক বা প্রেরিকা, পরিষ্কার করে কারো প্রতি অভিযোগটা স্পষ্ট হতে দিই নি। তো এখানে তো আরো অনেকেই বিদেশ থেকে লেখেন - তিমি, আকা, মিতাদি, ছোটাই, পাই, শিবুদা, তাদের কারো মনে হল না অভিযোগের তীর তাদের দিকে, বিদেশের রেফারেন্স মাত্রই তারা কেউ চমকেও ওঠেন নি। খোলাপাতায় আমাকে এত বড় অভিযোগ করলেন বলে হাঁ হাঁ করেও তেড়ে আসেন নি। আর কে কাকে ফোন করেছে সেই অভিজ্ঞতা ভাটের পাতাতেই আরো অনেকের হয়েছে, তাই এই বিষয়ে আপনি যত কম কথা বলেন, ততই ভালো আপনার নিজের জন্য, অন্যদের চোখে আপনার বিশ্বাসযোগ্য থাকর জন্য। আপনি যতবার যতজনের থেকে আমার নম্বর চেয়েছেন তারা প্রায় সবাইই আমাকে ফোন করে বলেছে, আমার নম্বর চেয়েছেন। আপনার অস্বস্তিকর মেলের হাত থেকে বাঁচতে অনেকদিন আগেই আপনাকে ব্লক করেছি।
  • abastab | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫২ | 61.95.189.252
  • নেতাই, সিকির Date :05 Sep 2011 -- 02:12 PM পোস্ত দেখ, একি নেহেরু প্লেস।
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৯ | 121.241.98.225
  • শিবরামের গল্প এবার আনন্দমেলায় কমিকসের আকারে বেরিয়েছে। অখাদ্য বানিয়েছে কমিকসটা।

    আনন্দমেলার ভর্তি পাতার মধ্যে উল্লাস মল্লিকের ছোটগল্পটা বেশ লেগেছে।
  • til | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৮ | 114.198.46.155
  • ব্যাঙ, ঝগড়াশিল্পে আপনার পারদর্শিতার সঙ্গে টক্কর নেয়া দুরূহ। আপনি কিন্তু এখনও প্রমাণ দেননি। ঠাকুরঘরে কে অত্যন্ত পুরোনো ক্লিশে!
    আপনি নিজে থেকেই স্ট্যাম্প চেয়েছিলেন, গুরু সার্চ করলেই মিলবে, আমি যেচে উবগার করতে যাইনি। ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এবং ব্যাঙ্গালোরে আপনিই ফোন করেন, আমি নয়। গুরুর সূত্রে দু চারজনের সঙ্গে বন্ধুত্ব হয়নি?
    আর ল্যান্ডলাইন চেয়েছিলাম সে মাসে (জুন) এ ল্যান্ডলাইনে কল ফ্রী ছিল + ফ্ল্যাগফল। ঠিকানা ঠিক থাকতেও খাম পৌঁছোয় না কেন জানতে।
    যাক, এনাফ ইজ এনাফ। খুবই দুর্ভাগ্যজনক!
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪২ | 121.241.98.225
  • ব্রাম ব্রাম করে শিব্রামীয়ান ঝাড়বো?
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪১ | 121.241.98.225
  • সস্তায় বই বলতে নেহেরু প্লেসের মতন? ঢেলে বিক্কিরি ২০-২৫ টাকায়?
  • abastab | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৭ | 61.95.189.252
  • ইস কালকেই দিল্লি থেকে ফিরলাম আর আজ জানা যাচ্ছে সিকির পাড়ায় সস্তায় বই বিক্রী হয়। তা পাড়াটা কোথায়। এ বছরে অবশ্য আর যাওয়া হবে না। দরিয়াগঞ্জে একদা যা এক খানা ডিল পেয়েছিলাম না, খালি বলতে হবে কোন কোন বইগুলো বেশি বিক্রী হবে আর তার পরে বিনাপয়সায় যেগুলোর বিক্রী কম তেমন গোটা কতক Springer মিলবে।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৮ | 122.178.205.233
  • অন্যদেরকে বোর করার জন্য দুঃখিত।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৭ | 122.178.205.233
  • তিলবাবু, আপনার পোস্ট পড়ে খুব হাসি পেল। যাগ্গে, অ্যাত্তো উত্তেজিত হবেন না। কেউ ঠাকুরঘরে কে জিজ্ঞেস করার আগেই ""আমি তো কলা খাই নি'' বলে চেঁচাতে লেগেছেন কেন?
    ২) একবারের জন্যও আমি তো খোলাপাতায় লিখিনি যে আপনি আমাকে অসম্মান করেছেন। যেই পোস্টটার উল্লেখ করেছেন সে পোস্টটা আরো কয়েকবার পড়ুন। তারপর ""আমি কোথায়, কবে আপনাকে অসম্মান করেছি। প্রমাণ দিন, খোলাপাতায় এতবড় অভিযোগ করলেন, অপমান করলেন, প্রমাণ দেবেন না!'' এসব বলে নেত্য করবেন। আমি ঐ পোস্টটায় পরিষ্কার লিখেছিলাম আপনার ভদ্র কুশলপ্রশ্নের ভদ্র উত্তর দিতে পারছি না সে আমারই অক্ষমতা।
    ৩) আমার লেখা পড়ে আপনার নিজের প্রতি কী সন্দেহ হবে, সে আপনার দায়, আমার নয়।
    ৪) আবারও একই কথা বলব, আমার পোস্ট পড়ে আপনার সন্দেহের তীর নিজের দিকে ঘুরবে কিনা বা আগে থেকেই জানা ছিল কিনা এইসব প্রশ্নের উত্তর আপনারই সবচেয়ে ভালো জানা আছে। আমার ভেবে দেখারও কিছু নেই, যাচাই ই বা করতে যাব কেন, তাও বুঝলাম না। আপনি নিষ্কলঙ্ক এ প্রমাণ করার দায় আমার নাকি যে যাচাই করতে যাব!!
    রাতারাতি দুষ্টলোকে পরিণত হবেন কেন? রাতারাতি এসব হয় নাকি? আপনি অত্যন্ত সৎমানুষ নাহলে কেনই বা লিখবেন যে আমি নিজে থেকে আপনাকে ব্যাঙ্গালোর থেকে ফোন করে বলেছি আমার ছেলে আপনার সঙ্গে আলাপ করতে চায়! অতি উত্তেজিত হলে এই অবস্থাই হয় অন্যের মুখে মিথ্যে কথা বসাতে হয়, কল্পনাশক্তি ডানা মেলে। আপনার বাগানে কি বিছুটিগাছ আছে, এমত অবস্থায় ভারি কাজ দেয়, চেষ্টা করে দেখতে পারেন। আপনার সঙ্গে আমার ফোনে যতবার কথা হয়েছে, তার মধ্যে আমার ছেলেকে নিয়ে ফোনে একবারই কথা হয়েছে, সেই যেবার আপনি ব্যাঙ্গালোর এসে সবার সঙ্গে দেখা করার জন্য হন্যে হয়ে যাচ্ছিলেন, বিশেষ করে আমার সঙ্গে, সেই সেবারই আপনি ফোন করে বলেছিলেন আপনার নাকি আমার সঙ্গে দেখা করার ভয়ানক ইচ্ছে, আর আমিও ভদ্রতাবশতঃ আমার যে দেখা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই সেটা প্রকাশ না করে বলেছিলাম - ""আমার ছেলেও খুব অবাক, কে ওকে দুইবার স্ট্যাম্প পাঠিয়েছে সেই ভেবে''। আর সেবারও আমি নিজে আপনাকে ফোন করি নি, কোনোদিনই করি নি, নষ্ট করার মত সময় বা পয়সা কোনোটাই আমার নেই। আপনিই বরং অন্য কারো থেকে আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করেছিলেন।
    ৫) আমার পোস্ট পড়ে স্তম্ভিত হয়েছেন দেখলাম, আপনার নাকি আত্মজিজ্ঞাসা জেগেছে আমার মত মানুষকে কেন বন্ধু হিসেবে নিয়েছিলেন সেই ভেবে। এইটা আমারও প্রশ্ন, জানেন তো, এত লোক থাকতে হঠাৎ আমাকে কেন আপনার বন্ধু মনে হল!! দয়া করে আপনার বন্ধুর লিস্ট থেকে আমাকে বাদ দেবেন। আর রইল বাকি স্ট্যাম্পের কথা। এর আগে অব্দি অনেকবার আমাকে ভাটের পাতায় চার্জ করেছেন কেন আমি বলি দুটো খাম পেয়েছি যেখানে আপনি তারপরে আরো দুটো খাম পাঠিয়েছেন, একই সঙ্গে ব্রতীনকে পাঠানো খাম ব্রতীন পেয়েছে, আমি কেন পাই নি! তো সেই অব্দি হিসেব ছিল চারে, আজ দুম করে কমপক্ষে ছয়বার এ গিয়ে দাঁড়িয়েছেন। বলি কি মশাই! এবার থামুন। আমি অতি বদ্‌টাইপের মিথ্যেবাদী মানুষ তো বুঝতেই পারছেন, এবার ক্ষ্যামা দিন। গায়ে পড়ে অন্যের জন্য ট্রাবল নেওয়ার শিক্ষেটি পেলেন তো এবার? আর ভুলেও অমন ভুল করবেন না। আর হ্যাঁ যে দুটো খাম পাঠিয়েছিলেন, সেইদুটো খামে যেকটা স্ট্যাম্প আছে, সবশুদ্ধু ফেরত পাঠাতে পারি। ঐ খামে যে বক্স নম্বর লেখা আছে সেই নম্বরেই। কটা দিন সময় দিন।
    ৬) আমাকে ইমেল পাঠাবেন না, পাঠিয়ে লাভ নেই। শুধু পারলে এখানেই একটু লিখে দেবেন, আপনি নিজে থেকে এখানে বা ইমেলে আমার ফোন নম্বর আমার থেকে না চেয়ে কেন কল্লোলদার থেকে চেয়েছিলেন আর কল্লোলদা আমার মোবাইল নম্বর দেওয়া সঙ্কেÄও কেনই বা ব্রতীনের থেকে আমার ল্যান্ডলাইন নম্বর চাওয়ার দরকার হয়েছিল!
  • aka | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৮ | 75.76.118.96
  • পামিতাদি হ্যাবাডে, আজকের মেনু কি? চাট্টি রসম সহ ভাত।
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৪ | 123.242.248.130
  • না, ঠিক আছে, জরুরি কিছু নয়। পরে কথা বলব।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৩ | 122.178.205.233
  • রঞ্জনদাকেও জন্মদিনের শুভেচ্ছা।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:১২ | 122.178.205.233
  • পামিতা, হ্যাপ্পি বাড্ডে। জন্মদিন খুব ভালো কাটুক।
  • m | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:০০ | 117.194.35.203
  • শমীক, তোমার লেখাটাএইমাত্র দেখলাম।কোনো জরুরি দরকার থাকলে ফোন কোরো।
  • de | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৮ | 203.197.30.2
  • ঘোল এনিটাইম দুধের থেকে ভালো খেতে --
  • dipu | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৪ | 61.12.12.83
  • পারমিতাদি, হ্যাবাড্ডে ঃ-)
  • Kaju | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩২ | 121.244.209.245
  • নেত্য, অ নেত্য, বলি দুচাট্টে মুচমুচে শিব্রামীয়ান ঝাড়ো।
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৯ | 121.241.98.225
  • দুধের স্বাদ ঘোলে?
  • pharida | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৮ | 61.16.232.26
  • কুড়ি নেই বলেই আজ "দুখে"র খোঁজ হচ্ছিল ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত