নীনাদি, বেরিয়ে গেছি। ভপাই, একটু আগে হাতেগরম চেক করলাম, নোটিফিকেশন আসা বন্ধ হয়েছে ফাইনালি।
byaang | ৩০ আগস্ট ২০১১ ২২:৪৭ | 122.178.199.50
অচিন্টি, কিছুদিন আগে দু তোকে এই ভাটের পাতাতেই বলেছিল, কোলকাতার বিখ্যাত স্কুলগুলোয় বাচ্চাদের কীভাবে মারা হয়, শাস্তি দেওয়া হয় সেই নিয়ে লিখতে। আর আমি দুয়ের এই অনুরোধটাকেই টেনে লম্বা করে বলছি, শুধু কোলকাতাই নয়, দেশের বেশ কিছু শহরে বিখ্যাত স্কুলগুলোয় খোঁজখবর নিয়ে কি দেখা যায় যে স্কুলগুলো সুপ্রীমে কোর্টের নির্দেশ থাকা সঙ্কেÄও কীভাবে বাবচ্চাদের কর্পোরাল পানিশমেন্ট দিচ্ছে? এটা খোলা পাতায় এই জন্য লিখলাম যে আরো অনেক বাবা-মা হয়তো এইটা দেখে এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেন।
Shn | ৩০ আগস্ট ২০১১ ২২:৪৬ | 117.192.144.237
পাই, সাইবার পুলিস নিয়ে এক্ষপিরিএন্স নেই গো। এই ঝামেলা শেষ হলে সত্যি বাঁচি।
Shn | ৩০ আগস্ট ২০১১ ২২:৪৩ | 117.192.144.237
ব্যাংদি, ধন্যযোগ। কিছুটা ধারণা হল।
আর একটা কথা লিখতে ভুলে যাচ্ছি। গাড়িটা রাইটমোস্ট লেনে ছিল আর আমি ছিলাম ঠিক তার বাঁ পাশে। পোজিশনের জন্য আমি ধরেই নিয়েছিলাম ও আমারই মতো ডানদিকে যাবে। সেই হিসেবে আমি বাঁদিক থেকে ওভারটেক করেছি। এখন বাড়ির লোকের মতে সেটা বেআইনি। এই ক্ষেত্রে আইডিয়ালি কী করা উচিত ছিল আমার? সময় রাত ন'টা হলেও ভিড়ে ঠাসা ইনার রিং রোড, ফেরার তাড়ায় সোনি ওয়ার্ল্ড সিগন্যাল এড়াতে ইজিপুরা দিয়ে কিছুটা এসে আমি সাধারণত কোরামঙ্গলা টার্মিনাসের কাছে পিৎজা হাটের সামনের গলি দিয়ে বেরিয়ে 80 ফিট রোডে উঠি। সেদিনও একই উদ্দেশ্য ছিল...
Nina | ৩০ আগস্ট ২০১১ ২২:৩৪ | 12.149.39.84
আরে এই যো চিন্টুবাবু, দেখনা একটু ঐ গৌতম রায়ের লিঙ্কটা----প্লিজ। যদি কিছু করা যায় ঃ-(
achintyarup | ৩০ আগস্ট ২০১১ ২২:৩৩ | 121.241.214.34
কি আবার দাবিদাওয়া?
Nina | ৩০ আগস্ট ২০১১ ২২:৩২ | 12.149.39.84
পাই, তাইলে আজ আবার বাড়ী গিয়ে গ্রুপে অ্যাড হতে রিকোয়েস্ট পাঠাব।
pi | ৩০ আগস্ট ২০১১ ২২:২৮ | 128.231.22.133
আমি গ্রুপ থেকে না বেরোনো সঙ্কেÄও আসছেনা। এবং গ্রুপের আর কারুরই আসছে না মনে হয়।
aka | ৩০ আগস্ট ২০১১ ২২:২৮ | 168.26.215.13
wiley-blackwell তাদের পেপারে মেটালার্জির কোন একটা পেপারের কপিরাইট পার্মিশন চেয়ে ইমেল করেছে। ভেবে দেখার চেষ্টা করছি সত্যি কি আমার মেটালার্জিতে কোনো পেপার নাই? মানে থাকতেও তো পারে, কত কিই তো হয়, সব কি মানুষ জানে?
Nina | ৩০ আগস্ট ২০১১ ২২:২৫ | 12.149.39.84
পাই , আমরও আর আসছেনা --আমি গ্রুপ থেকে বেরিয়ে যাবার পর।
ব্যাঙ কি গ্রুপ থেকে বেরিয়েছিস?
pi | ৩০ আগস্ট ২০১১ ২২:২৩ | 128.231.22.133
এটা আমার ভীষণ অপছন্দ। ভন্তুসির থেকেও এটা খারাপ।
sayan | ৩০ আগস্ট ২০১১ ২২:২২ | 115.184.47.161
ভপাইদেবীটা একদম ভাপাদই ভাপাদই (শুনতে) ঃ-)
Nina | ৩০ আগস্ট ২০১১ ২২:২১ | 12.149.39.84
গোতম রায়ের খবরটা পড়ে খুব হতাশ লাগছে ----আশা করি ঠিক কোনও উপায় এর সুরাহা হবে --কোনও গুরু-জন নিশ্চই কোনও পথের সন্ধান দিতে পারবেন।
কারা এই প্রবাদবাক্যগুলি চালু করেছিল তাই ভাবি-- যে যায় লঙ্কায় সেই হয় রাবণ !
pi | ৩০ আগস্ট ২০১১ ২২:১৮ | 128.231.22.133
কিন্তু এরকম কি আর কারো হচ্ছে ? নোটিফিকেশন এসেই যাচ্ছে ? আমার কিন্তু আর আসছে না।আরো কয়েকজন তাই বললো।
byaang | ৩০ আগস্ট ২০১১ ২২:১৫ | 122.178.199.50
পারা নিয়ে তো কথা নয়। পারার পরেও নোটিফিকেশন আসা কীভাবে বন্ধ করা যায়, সেটাই জানতে চেয়েছিলাম ভপাইদেবী!
pi | ৩০ আগস্ট ২০১১ ২২:১৩ | 128.231.22.133
ব্যাঙদি, বেরোতে পারলে ? ঃ)
sayan | ৩০ আগস্ট ২০১১ ২২:১৩ | 115.184.47.161
টিমের গিতা এত্তোওওও সুইট! মন ভালো করে দেওয়া গান, একবর্ণও না বুঝলেই বা কী! ঃ-)
byaang | ৩০ আগস্ট ২০১১ ২২:০৫ | 122.178.199.50
যাই হোক, অচিন্টি আছিস নাকি? থাকলে একটু সাড়া দিস। কিছু দাবিদাওয়া ছিল।
byaang | ৩০ আগস্ট ২০১১ ২২:০৩ | 122.178.199.50
আর হ্যাঁ, লুরুর পুলিশরা ভারি খোলামেলা, সুপারফ্রেন্ডলি পুলিশ। কোনো ঢাক ঢাক গুড়গুড় নাই। আমি থানায় গেছি নালিশ জানাতে। তারা তো ভারি উৎসাহ দেখালো কেস লেখার জন্য। আমাকে চা খেতে বললো, এমনকি পুলিশের গাড়িতে করে হাসপতালে গিয়ে চিকিৎসাও করিয়ে আসতে বললো। কেস লেখার সময়ে আমার পাড়ার নাম-ঠিকানা শুনে ভারি খুশি হয়ে আমাদের পাড়ার যত কেস ছিল, সেগুলোর কাগজপত্র আমাকে দেখিয়ে দিল, এমনকি কিছু কিছু মহিলারা তাদের বরদের অবৈধ সম্পর্ক নিয়ে যেসব কমপ্লেন করে গেছে সেগুলো শুদ্ধু!
byaang | ৩০ আগস্ট ২০১১ ২১:৫৮ | 122.178.199.50
চার্জশিট দেওয়ার পরে আরেকদিন তোকে হয়তো পুলিশ ডাকবে, ঠিক কোন জায়গায়, কীভাবে হয়েছিল সেটার একটা ডেমো দিয়ে আসার জন্য। কষ্ট করে যাস। আর তারপর কোর্টে কেস উঠলে, তখন তোকে যেতে হবে। মানে আমাকে এইরকম ক্ষেত্রে যা যা করতে হয়, সেগুলো আগে থেকে জানিয়ে দিলাম তোকে। ঃ-)
pi | ৩০ আগস্ট ২০১১ ২১:৫৭ | 128.231.22.133
সুহাসিনীদি, পুলিশে কাজকম্ম করছে, শুনেও ভাল লাগছে। সাইবার পুলিশ নিয়ে আরো অভিজ্ঞতা আছে ? কীভাবে কি অভিযোগ টোগ করা যায় ...
পুলিশপর্বের দ্বিতীয়ভাগে গিয়ে দেখা গেল যে ফোন নং এর খোঁজ পাওয়া বিশেষ কঠিন নয়। আমি থানায় গিয়ে বললাম, আমার ফোন নং কি করে বাইরে গেল। তা পুলিশ অফিসার হাত তুলে বলে দিল, কি জানি, কেমন করে পেল, আমরা তো দিই নি...
যাই হোক, শনিবার বিকেলে হুমকি ফোনের সূত্রে আডুগোড়ি থানা গিয়ে শুনলাম, সেই লোককে "ধরা" হয়েছিলো, আর "ছেড়ে"ও দেওয়া হয়েছে। কিছুদিন পরে "চার্জশিট" দেওয়া হবে। এখন এইগুলোর ব্যাপারে আমার বিশেষ ধারণা নেই। আমার ইন্সিওরেন্সের কপি দেওয়ার ছিলো। তা জমা দিতে গিয়ে পুলিশের রাইটার খুবই আগ্রহ করে আমাকে দেখালো কে আমায় ধাক্কা মেরেছিল, তার নাম, ধাম, ছবি সব। তাতেই বোঝা গেল আমার ফোন নং ও হয়ত এই পথেই সেই লোকের হাতে গেছে।
আগে যা লিখেছিলাম, কোনও পাড়ার দাদা নয়। নাম জেনে আর লিংকড ইনে সার্চিয়ে দেখলাম আইবিএম এর টেকি। মায়াপাতায় আর নাম উল্লেখ করছি না...
আমি হুমকি ফোনের ব্যাপারে কমপ্লেন লিখে নিয়ে গেছিলাম। তবে থানায় গিয়ে বাড়ির লোকের প্ররোচনায় সে আর জমা দেওয়া হল না। কে জানে, সে লোকও অফিস থেকে ফেরার পথে রাস্তায় কাউকে ধাক্কা মেরেছিল কিনা!
আপাতত এই অবস্থায় রয়েছে। জানিনা, কোর্টে কেস উঠলে আবার কি হবে। তবে একটা কথা উল্লেখ না করলে খুব অন্যায় হবে। এখনও পর্যন্ত পুলিশ খুব সাহায্য করেছে, কোনও ঘুষ-টুষও চায়নি।
আরও একটা কথা না বললেও বেশ খারাপ হবে - সেদিন আমি সত্যি সত্যি পায়ের নীচে মাটি খুঁজে পেয়েছিলাম গুরুর পাতায়।
aranya | ৩০ আগস্ট ২০১১ ২১:০৯ | 144.160.98.31
বাঃ দু,খুব ভাল লাগছে শুনে। পড়া আর খেলা দুটো সামলানো শক্ত তো বটেই। আমার এক মামাতো ভাই সম্বরণের ক্রিকেট একাডেমিতে খেলত, দারুণ ফাস্ট বল করত, বেঙ্গল সাবজুনিয়র টিমে ছিল - ক্লাস নাইন হবার পর মামা খেলা ছাড়িয়ে দিলেন, পড়ার ক্ষতি হচ্ছে বলে। তাকেও দোষ দিতে পারি না, খেলাকে কেরিয়ার করা কঠিন সিদ্ধান্ত, বড় অনিশ্চয়তা।
দু, তোমার বারো বছুরে কে আমার অনেক আদর দিও। আমার ছেলেটাও বায়না করতো আর্সেন্যালের খেলা দেখতে যাবে করে এখন বলছে আর ফুটবলই দেখবোনা ঃ) যদিও ওকে বলি দল বদল করে ফ্যাল ঃ) কে কার কথা শোনে।
অন এ সিরিয়াস নোট প্লিজ এই লেখাটা পড়ো তোমরা। এই ভদ্রলোক গৌতম রায়, যাকে নিয়ে এই লেখাটা লেখা হয়েছে তিনি আমার বিশেষ পরিচিত। নানারকম চেষ্টাচরিত্র করার পরে এখন হতাশ হয়ে খুব কষ্টে আছেন। আমি মমতা অনুরাগী বলেই হয়তো সবাই জানে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যাবেনা এমন কথা কোথাও নেই। অন্যায় টা অন্যায়ই। এখানে লিংকটা দিলাম হয়তো অনেকের চোখে পড়বে! আমরা বদল চেয়েছিলাম বদলা নয়! কিন্তু আমার একটা প্রশ্ন জাগছে আমি ভেবেছিলাম সিপিএম খুব স্ট্রং অপোজিশান হবে! কিন্তু তারা কোথায় হারিয়ে গেল? পশ্চিমবঙ্গের ভাগ্যে কি ভালো বিরোধী দল হতে নেই? সব সময়ই হাল্লার রাজা বা রানীর একছত্র শাসন?
Du | ৩০ আগস্ট ২০১১ ২০:৪৬ | 14.99.114.0
অরণ্য, সেইরকমই চেষ্টা হচ্ছে। ওর স্কুলের টিমে আপাততঃ জায়গা পয়েছে, আর প্রথমে খোঁজ নিয়ে যুবভারতীতে একটা 'রেন্ডস অফ স্টেডিয়াম' গ্রুপে কথাটথা বলেছিলাম, এখন আবার সেটা উঠে গেছে শুনছি। খোঁজ করছি আবার শুরুতে পড়াশোনাটাও একটু সামলাতে হচ্ছে দেরীতে এসেছে বলে। তবে অত আশা করি না, এখানে কত ছেলে আছে আরো ভালো খেলে ঃ)।
nk | ৩০ আগস্ট ২০১১ ২০:৪২ | 151.141.84.194
ডিডির ঐ "এজেন্টের প্রতি এজেন্টের মতন ব্যবহার" আর মুটে ছালা নিয়ে মায়না নিতে আসা পড়ে এতো হাসছি যে গালে চোয়ালে প্রায় লক লেগে গেল। ও হো হো হো হি হি হি। ঃ-)))
Du | ৩০ আগস্ট ২০১১ ২০:৩৯ | 14.99.114.0
আকা, টিম, বলবো ওকে।
siki | ৩০ আগস্ট ২০১১ ২০:৩৬ | 122.162.75.251
সবাই যদি একবেলার জন্য গ্রুপটা ছেড়ে বেরিয়ে আসে, তা হলে আমি খোলা মাঠে আমার সেই হস্টেলে শেখা সুললিত বঙ্গভাষাগুলো একটু ব্রাশআপ করে আসতাম ওখানে গিয়ে ঃ-) এমন উপযুক্ত স্থান কাল আর পাত্র সচরাচর মেলে না। পোচ্চুর পলিটিকালি ইনকারেক্ট কথা জমে আসছে মুখের কাছে ঐ মালগুলোকে সাইজ করার জন্য। হে হে।
যাকগে। টিমের গানটা অসা। লাইক করলাম।
aranya | ৩০ আগস্ট ২০১১ ২০:৩৪ | 144.160.98.31
দু, ছেলেকে বলবেন আমরা খুব খুশী ও খেলা দেখতে যাচ্ছে শুনে, ওর সাথে আমরা আরো অনেকেই ভার্চুয়ালি সেদিন যুবভারতীতে থাকব। btw, আপনারা কি বরাবরের মত কলকাতায় ফিরে গেলেন ? বাঙালী ফুটবলার একদম উঠছে না, গাঙ্গুলী আর টি-২০র দৌলতে সবার শুধু ক্রিকেটে মন,ছেলেকে কোন সকার একাডেমীতে দিয়ে একটা সিরিয়াস চেষ্টা করবেন না কি?
S | ৩০ আগস্ট ২০১১ ২০:২৪ | 90.200.14.85
টিম , দারুন। আমার তিন বছরের কন্যেকে শোনাবো। thanku। আকা পালিয়ে যাওয়া টা তো কোন , solution নয়। তারচেয়ে ঐ যেমন বললেন একটা sweet message তাই পাঠিয়ে দেখুন না।
Tim | ৩০ আগস্ট ২০১১ ২০:২০ | 198.82.20.109
আমি মেসির খেলা দেখতে পাচ্চিনা। ঃ-( দুদির পোস্ট ভাল্লাগলো। দুকুরদি, বারো বছুরে কে চুটিয়ে খেলা দেখতে দিও। আর পারলে খেলা দেখে কি বল্লো এখানে লিখে দিও। ঃ-)
aka | ৩০ আগস্ট ২০১১ ২০:১০ | 168.26.215.13
দুদির পোস্টে থাম্বস আপ। সুপার ডুপার লাইক।
Du | ৩০ আগস্ট ২০১১ ২০:০৯ | 14.99.114.0
আমার বারো বছুরে ( এমনিতে রুনি আর ম্যানিউ নিয়ে হাফ পাগলা) এখন মেসির খেলা দেখা নিয়ে প্রচন্ড উত্তেজিত। নিজের আসল বন্ধুরা কাছে নেই , তাই আমাকেই বলছে , মাম্মা তোমার গুরুচন্ডালীর বন্ধুদের বলো আমি মেসির খেলা দেখতে যাচ্ছি। এদিকে ফুটনোট হল, সোমবার থেকে হাফইয়ার্লি পরীক্ষা।
aka | ৩০ আগস্ট ২০১১ ২০:০৯ | 168.26.215.13
দ্যাকো এই বিগেস কি বলে। আরে আমার নিজের ওপর অগাধ কনফিডেন্স বলে বলে ছড়িয়ে দেব। কত কনফার্মড হহপাপ্রে যে ভেস্তে গেল। ঃ(
সত্যি কনফিউজড, বড় হিসেবে জ্ঞান দেব? নাকি চোখ বুঁজে দেখব? নাকি একটা সুইট মেসেজ পাঠাব? কি জ্বালা। ভাবছি নিজেই ফেসবুক থেকে রিজাইন কর।
টিমবাউ, থ্যাংকু মনটা ভালো হয়ে গেল। দারুণ গান।
S | ৩০ আগস্ট ২০১১ ২০:০২ | 90.200.14.85
oops made a boo boo। পুরো উল্টো বুঝেছি । sorry।
Tim | ৩০ আগস্ট ২০১১ ২০:০১ | 198.82.20.109
বড়ো হবেন্না। ফেসবুক, অক্কুট আর বড়োদের বাঁদরামো থেকে দূরে থাকুন। গান শুনুন।
S | ৩০ আগস্ট ২০১১ ১৯:৫৭ | 90.200.14.85
খেলতে পারলে খেলুন, খেলধুলোর মধ্যেই রাখুন। হেলদি ব্যাপার। কিন্তু সিরিয়াস হলে মুশকিল। তবে এতো বেশ কঠিন কাজ । experienced না হলে খুব চাপ।
aka | ৩০ আগস্ট ২০১১ ১৯:৩৯ | 168.26.215.13
ধরুন দেখলেন ফেসবুক বা অক্কুটে আপনার চেনাশোনা স্কুল পড়ুয়া কেউ একটা প্রেম প্রেম খেলছে, তাহলে আপনার রেসপন্স কি হওয়া উচিত?
pi | ৩০ আগস্ট ২০১১ ১৮:৫৭ | 72.83.92.218
ঃ)), ঃ), ঃ))), ঃ( x-(
naanaajaner naanaabidh kathaay. naT nesesaarili in arDaar.
siki, skreenashaT bhej diyaa.
kumu | ৩০ আগস্ট ২০১১ ১৭:৫২ | 122.160.159.184
কথা কম,কাজ বেশী। আমার থানিঁট ফরিদাকে পাঠিয়ে দিলুম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন