এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১৭:১০ | 160.83.96.83
  • পাই, শুনছো? ফরিদা টাইপ করতে চাইছে।
  • pharidaa | ৩০ আগস্ট ২০১১ ১৭:০৫ | 61.16.232.26
  • মাঝে মাঝে ফরিদা টাইপও করে ঃ))
  • ppn | ৩০ আগস্ট ২০১১ ১৬:৫৪ | 204.138.240.254
  • ফরিদার ওপর অনেক আশা ছিল। সেও দেখি টাইপো করে।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১৬:৪৫ | 160.83.96.83
  • ** সেটিং (কী সব টাইপো)

    Hno, কী হল রে?
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৬:৪৫ | 123.242.248.130
  • সান্দা, শুকিয়ে যাবার আগে ভালো করে জল ঢাল।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৬:৪৪ | 123.242.248.130
  • এটা দেফু তো?
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১৬:৪০ | 160.83.96.83
  • পাই, রাইটো! কিন্তু কাল যা হয়েছিল সেটা আর যাতে না হয় সেটা দেখা খুব দরকার। শুদ্ধসত্ব ঐ ওয়ার্ক অ্যারাউন্ডটা ইনভেন্ট না করলে এটা আরও ছড়াতো। গুরুগ্রুপের সেটং নিয়েও দুটি কথা আছে। বাড়ি ফিরে তারপর মেলাচ্ছি।
  • si ki | ৩০ আগস্ট ২০১১ ১৬:৩৭ | 61.12.12.83
  • x-(
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১৬:৩৫ | 160.83.96.83
  • ** চালভাজা
  • pi | ৩০ আগস্ট ২০১১ ১৬:৩৫ | 72.83.92.218
  • সান্দা, ঐ গ্রুপে তো অনেক ভালো আলোচনাই হয়। বিশেষ করে ভারত , বাংলাদেশ, আসাম, ত্রিপুরার লোকজনের মধ্যে অনেক বেশি ক্রসটক হয়। প্রচুর সেন্সিটিভ বিষয় নিয়ে তর্ক হয়। আর এই ঝামেলাটাও তো সেখান থেকেই। বাংলাদেশের 'মুসলিম' লোকজনকে স্পেস দেওয়া নিয়ে, ভারত নিয়ে তাঁদের মন্তব্য করতে দেওয়া নিয়ে। শর্মিলা ও অন্যান্য প্রসঙ্গে ভারত 'রাষ্ট্র' নিয়ে নানা প্রশ্ন আসা নিয়ে। আর অবশ্যই rss এর প্রোপাগাণ্ডা মূলক ভিডিও লেখা পোস্ট নিয়ে প্রচুর লোকজনের প্রচুর আপত্তি তোলা নিয়ে।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১৬:৩৫ | 160.83.96.83
  • জীবন এমনিই শুকায়ে গেছে। ফরিদার ভবিষ্যদ্বাণী শুনে, সবেধন পান্তাটুকুও শুকিয়ে যাবে শুনে হাড় জাস্ট হিম হয়ে গেল। চালাভাজা বেশীদিন খেলে অবশিষ্ট দাঁতগুলিও পড়ে যেতে বাধ্য! ধ্যুস্‌স্‌।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৬:২৯ | 123.242.248.130
  • সেই। ফরিদা তো খালি আঙ্গুল চোষে। ঃ-)))
  • pharida | ৩০ আগস্ট ২০১১ ১৬:২৯ | 61.16.232.26
  • ঃ))

    পান্তা অত সহজ নয় - চার অঙ্কের ওপারেই সব পান্তা শুকিয়ে যায় - জীবন মরুভূমি।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১৬:২২ | 160.83.96.83
  • একটা সময় ছিল যখন প্রথম কাজে মাইনে পাঁচ-অঙ্কের হতে মনে হয়েছিল সম্বন্ধটা এইবার ভেস্তে দিতে বলা যেতেই পারে।

    এখন এই সব অ্যাস্ট্রনমিক্যাল অঙ্কেও ফরিদা বলছে পান্তা পায় না। সবই মায়া!
  • kumu | ৩০ আগস্ট ২০১১ ১৬:১৩ | 122.160.159.184
  • সংসার চালাবে কী করে?দুদিনবাদে বে হবে-----
  • pharida | ৩০ আগস্ট ২০১১ ১৬:১০ | 61.16.232.26
  • এ আবার কোনো মায়না হল? যতই নুন আনুক না কেন ঘরে একফোঁটা পান্তা পাওয়ার জো নেই।

    ধুস্‌স্‌স ঃ))
  • de | ৩০ আগস্ট ২০১১ ১৬:০৯ | 203.199.33.2
  • আর দুঘন্টা কাটলে দুদিন ছুটি! আ:!
  • nyara | ৩০ আগস্ট ২০১১ ১৫:১৯ | 203.110.238.17
  • কোথায় ছাপ্পান্ন? TOI তো বলছে মাত্র পঁয়তাল্লিশ! টেনেটুনে মাসে চার-ও নয়। ছ্যা ছ্যা। ওয়ারাঙ্গলের নাম ডোবাল।
  • kumu | ৩০ আগস্ট ২০১১ ১৪:৫৮ | 122.160.159.184
  • ডিডিদা যে কী কন?মাত্র ৪,৬৬,০০০(TDSবাদ্দিলে আরো কম) নিতে আপনার ছালা,মুটে চাই?
    ক্যানো?
    আমারে পার্ট্টাইম পিএ রাখেন,দেখবেন এইসব হ্যাজার্ডের চেহ্নমাত্র নাই।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৪:৩৭ | 123.242.248.130
  • দে, সে তো আছে জানি। সেটা শুনেই ডকুমেন্ট করার সাধ জেগেছে। সমোস্কিতো কিনা, কী টুকতে কী টুকব।
  • de | ৩০ আগস্ট ২০১১ ১৪:৩৪ | 59.163.30.6
  • :))) --

    ডিডিদার বাণী নিয়েই শুধু এবার একটা চটি হোক --

    সিকি, নৌকাডুবিতে প্রসেনজিতের লিপে পুরো গানটা আছে -- খুব স্পষ্ট উচ্চারণে --
  • dd | ৩০ আগস্ট ২০১১ ১৪:৩১ | 124.247.203.12
  • না, দুশ্চিন্তার ব্যাপার ও আছে।
    ধরুন আমাকে বস ডেকে কয়ে দিলো, হে ডিডি, তুমি সে আবসে ছাপ্পান্নো। লাখ। বছরে।
    সে বেশ।

    কিন্তু এক মাসে শুকনো মুখে এসে বল্লো, চেকের পাতা একটাও নেই (বা কলমের নিব ভেঙে গ্যাছে বা কুনুইতে আঙুলহারা হয়েছে), তুমি এ মাসের মাইনেটা ক্যাশেই নাও। তখন ? কি ভয়ানক আতান্তরে পরবো ? কোথায় পাবো ছালা? কোথায় পাবো মুটে?
    টানাটানি করতে গ্যালে গায়ে হাতে হেঁচকা টান পরতে পারে। বাআঙুল মটকে যেতে পারে। স্পন্ডিলাইটিস।

    সব ব্যাপারেই অতো নাচানাচির কিছু নেই। অকুপেশনাল হ্যাজার্ড সর্বত্রই রয়েছে।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১৪:৩১ | 160.83.97.84
  • সে তো ছিল। কিন্তু এ এমন যাঁতাকল যেখানে ন্যাশানাল হলিডেজ অপশনাল, ইয়ানি ফ্লেক্সি, সুতরাং ডাজন্ট একজিস্ট।
  • ppn | ৩০ আগস্ট ২০১১ ১৪:২৭ | 204.138.240.254
  • সান্দা, তোর না ইদের ছুটি ছিল?
  • ppn | ৩০ আগস্ট ২০১১ ১৪:২৬ | 204.138.240.254
  • সার্ভিস ডেলিভারির লোকজনকে ওইসব দিকে নজর দিতে নাই ডিডিদা। উঁয়ারা গীক বটেন।
  • santanu | ৩০ আগস্ট ২০১১ ১৪:২৫ | 91.226.168.2
  • সুচিত্রা ঠিকঠাক কিন্তু প্রথম পাতাতেই লিখে দিল ফাস্টিং সুগার ১৫০ নাকি প্রায় ঠিক আছে!!
    নাকি আমি ভুল জানি, নতুন নিয়ম হয়েছে? (হে ঠাকুর তাই যেন হয়)
    ও ডাক্তার, একটু কন্‌ফার্ম করে দাও না, দুটো রসোগোল্লা খেয়ে আসি।

    আর সুচিত্রার নায়িকা, লোকের সব কথাতেই কিরকম একটা মনে মনে অন্য মানে বার করে - একটু মেন্টাল কেস আছে।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১৪:২৫ | 160.83.97.84
  • মুগুর হাতে সিকি, দ্য লিটল টেররিস্ট ঃ-)
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৪:২২ | 123.242.248.130
  • সান্দাকে মুগুরপেটা।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৪:২১ | 123.242.248.130
  • ৫৬ লাখ মানে তো, এ ছেলের দু মাস খাওয়া পরার ভার নিলে তিন চার মাসে গিয়ে গ্রেটার কৈলাসে পেন্টহাউস কিনে ফেলতে পারবে। ঃ(
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১৪:২১ | 160.83.97.84
  • আমার ফেস্বুক, মায়না, ছুটি -- কিছুই নাই। আমিই 5%
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৪:২০ | 123.242.248.130
  • আনন্দবাজারটা পড়ে মোটামুটি ভালো লাগল এইবারে। তিলোত্তমা, কী লিখতে চাইছেন, বুঝিতে না পারিয়াই পাতার পর পাতা লিখিয়া গিয়াছেন। মন্দ লাগে নি, তবে সাঙ্ঘাতিক পছন্দও হয় নাই।

    সুচিত্রা ভটচায ভালো লাগল।

    সুনীল শুরু করেছি, জমছে না।
  • kumu | ৩০ আগস্ট ২০১১ ১৪:১৬ | 122.160.159.184
  • ৫৬ লাখের ট্যাসকো কত হবে?অর্পণ?
  • kumu | ৩০ আগস্ট ২০১১ ১৪:১৪ | 122.160.159.184
  • শারদীয় আনন্দবাজার পড়লাম-

    সুচিত্রা ভট্টাচার্য্য -ঠিকঠাক,চলেবল।

    তিলোত্তমা,উল্লাস- অসহ্য।প্রতিভাময়ী তিলোত্তমার লেখা পড়ে বড় দুঃখ হল।

    সুনীল-বুঝলাম না,আগের বিভিন্ন লেখা থেকে কাটপেস্ট?

    বাণী বসু কোথায় লিখেছেন?
  • dd | ৩০ আগস্ট ২০১১ ১৪:১২ | 124.247.203.12
  • এক্ষুনি times of india তে ছাবিয়েছে। NIT,warangal'এর এক ছাত্তোর। তাকে ফেস্বুক কোং অ্যাপয়েন্ট করেছে ৫৬ লাখ ট্যাকা দিয়ে। আরো তিন জন ছাত্তোর ২০+লাখ নিয়ে জয়েন করছেন অন্যান্য কোম্পানীতে। এঁয়ারা না কি ফ্রেশার।

    বছর দশ কুরি পর এদের মাইনা কিরম হবে ? জানতে চাই। ছাপ্পান্নো লাখ ট্যাকা বছরে পেয়ে এরা কি করবেন? লোকে ৫৬ লাখ নিয়ে কি করে?

    আর এই যে কেউ কেউ বলছে আই টি একটু ঢিলে যাচ্ছে? সে সব মিছে কথা?
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৪:১০ | 123.242.248.130
  • আম্মো একটু হায় হায় করি। আমার মতম গরীব ক্ষে আছে?
  • kumu | ৩০ আগস্ট ২০১১ ১৪:০৮ | 122.160.159.184
  • সিকি,স্মৃতি(দুব্বল) বলচে আরো একটু আছে।

    গাদা গাদা মায়না?হায়!
  • ppn | ৩০ আগস্ট ২০১১ ১৪:০৫ | 202.91.136.3
  • সিকি রোসো বাওয়া, লিখব বলেছি লিখব। একটা উইকেন্ড তো অন্তত দেবে। ঃ X
  • ppn | ৩০ আগস্ট ২০১১ ১৪:০৪ | 202.91.136.3
  • আমাদের অফিসে ওসব সুবিধে তো দেয়ই না, এমনকি গাদা গাদা মাইনেও দেয় না।

    আমিই ক্ষি ৫%?
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৪:০২ | 123.242.248.130
  • ঃ)

    ঐ মুগুরপেটায় আমিও যোগ দেব।

    ইয়ে, যেটুকু দিলেন, মূল স্তোত্রটা কি ঐটুকুই? নাকি আরও আছে?
  • dd | ৩০ আগস্ট ২০১১ ১৪:০১ | 124.247.203.12
  • যে আপিস থেকে ফেসবুক কত্তে দেয়না, জি মেইল কত্তে দেয় না, গু চ কত্তে দেয় না। সে সব আপিসে কাজ করাই বা ক্যানো?

    গাদা গাদা মায়নাই কি সব ?
  • Netai | ৩০ আগস্ট ২০১১ ১৪:০১ | 121.241.98.225
  • ঃ(
    ইউনিকোডেই দেখতে পাচ্ছি শুধু
  • Netai | ৩০ আগস্ট ২০১১ ১৩:৫৭ | 121.241.98.225
  • ????

    ?????? ????? ???? ?????, ?????????? ???????????? ????? ????? ??????? ?? ?????? ????? ?? ???? ? ??? ? ????????
  • kumu | ৩০ আগস্ট ২০১১ ১৩:৫০ | 122.160.159.184
  • সিকি,ইঞ্জিরীটা দিয়ে হবে না,না?
    ঠিকাছে,দেখব যদি খুঁজে পাই পুরোনো খাতা।
    আপিসটাইমে যারা ফেসবুকের কথা কয়,বারবার কয়,তাদের FM,মানে ফেলে মুগুর।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১৩:৩৮ | 123.242.248.130
  • পটাশম্যামকে কি এই বয়েসে FC দেওয়া যায়? ঃ-))

    অ্যাকদম এইটাই। প্লিজ যদি থাকে লিখে দেবেন।
  • Netai | ৩০ আগস্ট ২০১১ ১৩:৩৮ | 121.241.98.225
  • প্রাইমারিতে 'আনন্দলোকে মঙ্গলালোকে' আমাদেরো প্রার্থনাসঙ্গীত ছিল। 'এদিন আজি কোন ঘরে গো' আর 'তুমি নির্মল কর' এই দুটো গানও ঘুরে ফিরে হত। প্রার্থনাসঙ্গীত হয়ে যাবার পর একজনকে বলতে হত - 'ওং শান্তি শান্তি শান্তি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর। ইতি কালকের কর্ম শ্রী সুজিত বারিক'।
    মানে হল কালকের ওং শান্তি শান্তির বাণী শোনাবে সুজিত।
  • dd | ৩০ আগস্ট ২০১১ ১৩:৩৭ | 124.247.203.12
  • কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ইন্দোদা যে ফেস্বুকে পাখীর অ্যালবাম সেঁটেছে সেটা দেখেন্নি এখনো? যান যান। দেখে আসুন।

    হ্যাঁরে ইন্দোদা,এতো পাখী পাখালী তোর প্রতিবেশী নাকি? দুর্গা টুনটুনি, কুবো, হলুদ পাখী এ গুনো সব নতুন করে দেখলাম। নাম জানি না, কিন্তু স্বচক্ষে দেখেছি এমন আরো কতো পাখী আছে।

    যাকে বলে - খুব লাইক কল্লাম। এক গাদা বুরো আঙুল।
  • kumu | ৩০ আগস্ট ২০১১ ১৩:২৩ | 122.160.159.184
  • এই ইংরেজী লেখাটা পেলাম নেটে-
    Sam’ gaccha dvam’
    Sam’ va da dhavam’
    Sam’ vomana ‘m’ si ja’natam
    Deva’bha’gam’ jatha’ purve
    Sam’ jana’na’ upa’sate
    Sama’ nii va a’kuti
    Sama’ na’ hrdaya’ nivaha
    Sama’nam astu vomano
    Jatha’ vaha susaha’ sati
  • kumu | ৩০ আগস্ট ২০১১ ১৩:০০ | 122.160.159.184
  • সিকি,সংগচ্ছধ্বম,সংবদধ্বম-এই স্তোত্রটা?
    বাড়ী গিয়ে পুরোন খাতা খুঁজে দেখব।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১২:৫৩ | 123.242.248.130
  • হ্যাঁ, সঙ্ঘচ্ছধ্বং সম্বদধ্বং (বানান ঠিক হল কিনা জানি না) এই গানটা চাইছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত