এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৬ আগস্ট ২০১১ ১১:২৬ | 72.83.92.218
  • আমার এই একটু আগের আবিষ্কার ঃ প্রোটীন স্যাম্পলগুলোকে চার ডিগ্রীতে ঢোকাতে ভুলে গেছি।
    রাত ভোর রুম টেম্পারেচরে বসে থাকলে তাদের ঘোঁট পাকানোর প্রভূত সম্ভাবনা।
    এবার আমি ক্ষী ক্ষরি ?
    এই রাত দুটোয় ল্যাব ছুটি।
    নাকি প্রোটীনদেরই চিরতরে ছুটি দিয়ে দি ?
  • til | ২৬ আগস্ট ২০১১ ১১:২৪ | 165.12.252.211
  • আমি চিনির বলদ মাত্র!
  • kmu | ২৬ আগস্ট ২০১১ ১১:২৪ | 122.160.159.184
  • সরি,ডিডিদা।
  • kumu | ২৬ আগস্ট ২০১১ ১১:২৩ | 122.160.159.184
  • হাঁপানির সম্পূর্ণ আরোগ্য-
    ঐ ড্ডিদা যা কইলেন,সময়ের অভাব।
  • dd | ২৬ আগস্ট ২০১১ ১১:১৪ | 124.247.203.12
  • আমার আবিষ্কারের লিস্টির মধ্যে রয়েছে পার্মানেন্ট স্টোরেজ ব্যাটারি। আরে না, না, একবার ইলেকট্রিসিটি ভরে দিলে টেনে টুনে শ খানেক বছর থাকবে, পুরো অমর কিছু নয়।

    গ্রীষ্ম কালে সোলার চালিয়ে হপ্তা দুয়েক ব্যাটারী চার্জ করে নিন, ব্যাস, বাড়ী, গাড়ী সব কিছু দু তিন জেনারেশন চলে যাবে। ছোটো একটা দেশলাইএর বাস্কোর মতন পোর্টেবল ব্যাটারীও থাকবে,তাতেই দেখুন সাত আট মাস একটা বাড়ীর কাজ চলে যাবে।

    এই ছোট্টো আবিষ্কারটি বাকী আছে। সময়ই পাই না।
  • til | ২৬ আগস্ট ২০১১ ১১:০৭ | 165.12.252.211
  • আজকের উল্লেখযোগ্য আবিষ্কারের লিস্টিঃ
    ১। ভাঁজেবল (foldable) হাই হীল জুতো
    ২। অফশোর CNG প্রসেসিং রিগ
    ৩। ওয়েভ এনার্জি (সমুদ্রের ঢেউ থেকে) জেনারেটর
    ৪। মাছ ধরবার বঁঅড়শী (lure)

    অবশ্যই আদি অকৃত্রিম আমি! উফ, মানুষের শখও বলিহারি।
  • Lama | ২৬ আগস্ট ২০১১ ১০:৫৫ | 203.132.214.11
  • তুষ্টু উবাচঃ

    "প্‌র্‌জাপতি উড়ছিল
    টুপ করে জলে
    পড়ে গেল কপ করে
    খেয়ে নিল কুমির।"
  • Jhiki | ২৬ আগস্ট ২০১১ ০৯:৫৭ | 182.253.0.98
  • আমাদের আগামীকাল থেকে মহাছুটি, ৫ সেপ্টেমবর থেকে সবই পুরোপুরি অফিস আসবে। সোম, বৃহ, শুক্র অফিস খোলা থাকবে বটে, কিন্তু কাজ করার লোকজন কেউ থাকবে না, আর লোকজন না থাকলে আমার মতো ছড়িদারদের কোন কাজ নেইঃ)
  • Abhyu | ২৬ আগস্ট ২০১১ ০৯:৫৪ | 97.81.88.242
  • আই এস আইতে একজন ছাত্রী মারা গেছে শুনলাম। কেউ ডিটেল্‌স জানে?
  • Du | ২৬ আগস্ট ২০১১ ০৯:৩৫ | 14.96.209.224
  • এইটা ভালো ঃ)
  • siki | ২৬ আগস্ট ২০১১ ০৯:২৪ | 123.242.248.130
  • সিনেমাহলে সিনেমা শুরুর আগে নতুন মেসেজ দেখা যাচ্ছেঃ Keep your mobile in MMS mode

    MMS= মনমোহন সিং।

    ডিঃ পি জে।
  • aka | ২৬ আগস্ট ২০১১ ০৬:১৮ | 75.76.118.96
  • বিগাই মেল দেখো একবার।
  • Sibu | ২৬ আগস্ট ২০১১ ০৫:০৮ | 66.102.14.1
  • যুদ্ধু না করাটাও কনস্পিরেসি। এক্কেরে যুদ্ধু না হলে রিসেশন হয় ঃ(।
  • aka | ২৬ আগস্ট ২০১১ ০৪:৩০ | 168.26.215.13
  • কান ঘেঁষে বেঁচে গেলাম।

    বেশি না মাত্তর ১৩৫ হাজার ডলারের হিসেব মিলছিল না। জোর করে মিলিয়ে দিয়েছি, নইলে কালই সমাধি হতাম।
  • pi | ২৬ আগস্ট ২০১১ ০৪:২০ | 128.231.22.133
  • মিতাদি, একটা ফোন কোরো।
  • nk | ২৬ আগস্ট ২০১১ ০১:৫২ | 151.141.84.194
  • পাঞ্চালদের ব্যাপাট্টাও বানচাল করার মত না। ওদেরো খুব রাগ ছিলো।
  • kc | ২৬ আগস্ট ২০১১ ০১:৩৬ | 178.61.96.29
  • কৃষ্ণদ্বৈপায়ণ বেদব্যাস।
  • pi | ২৬ আগস্ট ২০১১ ০১:৩৫ | 128.231.22.133
  • মহাভারতে ভূমিকম্পের কোন উল্লেখ আছে ?
  • aka | ২৬ আগস্ট ২০১১ ০১:২৭ | 168.26.215.13
  • আমার মনে হয় হাপ এলিয়েনরা। পাণ্ডব,দ্রৌপদী, ধৃতষ্টদ্যুম্ন (বানাম?), কৃষ্ণ, ওদিকে ভীষ্ম। এদের পেছনে সব এলিয়েনরা।
  • nk | ২৬ আগস্ট ২০১১ ০১:১১ | 151.141.84.194
  • কুরুক্ষেত্র কন্সপিরেসি। ঃ-)
    এর নেপথ্যে কারা????
  • nk | ২৬ আগস্ট ২০১১ ০১:১০ | 151.141.84.194
  • জীয়ানো কই কেস। বা পোষা পাঁঠা ও বলা যায়। বড়োসড়ো করে শেষে বলি দেওয়া!
  • Tim | ২৬ আগস্ট ২০১১ ০১:০৪ | 198.82.17.61
  • আগে হোক বা পরে যুদ্ধটা তো হতেই হতো! ইন ফ্যাক্ট যুদ্ধটা পুরোপুরি রাজপুত্রদের ছেলেবেলাতেই হয়ে গেলে তাও কেউ কেউ বেঁচে যেত, তখন সামলেসুমলে রেখে পরে সব্বাইকে লেলিয়ে দেওয়া হলো। আকাদাকে ক। সেটাই কনস্পিরেসি।
  • nk | ২৬ আগস্ট ২০১১ ০০:৪২ | 151.141.84.194
  • যুদ্ধু লাগানোর জন্যে কত ছলকৌশল! একবার ভাগাভাগি করে ঠান্ডা করে দুইদলকে দুদিকে ভাগবাটোয়ারা করে দিলো, কিন্তু তাইলে আর যুদ্ধু হয় না দেখে শেষে ডেকে এনে ঝগড়া! কী অবস্থা!
  • aka | ২৬ আগস্ট ২০১১ ০০:৩৭ | 168.26.215.13
  • আর এসব করতে গিয়ে যুদ্ধুটাই যদি না হত? এ কথাটাও ভেবে দেখার মতন। মহাভারতের যুদ্ধ আসলে কনস্পিরেসি। মাতব্বররা সবাই এই যুদ্ধের কথা জানত।
  • achintyarup | ২৬ আগস্ট ২০১১ ০০:৩৬ | 121.241.214.34
  • শ্যামপাল
  • nk | ২৬ আগস্ট ২০১১ ০০:৩১ | 151.141.84.194
  • এই ব্যাপারে বাঙালি এগিয়ে, পালবংশের প্রতিষ্ঠাতা গোপাল হলেন প্রথম নির্বাচিত রাজা যাকে কিনা বাংলার প্রকৃতিপুঞ্জ মানে জনসাধারণ নির্বাচিত করেন। তারপরে কেন যে আর নির্বাচন হলো না সে জানে শ্যামলাল। ঃ-)
  • nk | ২৬ আগস্ট ২০১১ ০০:২৭ | 151.141.84.194
  • সাধারণ নির্বাচন করা উচিত ছিলো, প্রজারা যাকে নির্বাচিত করবে সেই রাজা হবে। ঃ-)
  • aka | ২৬ আগস্ট ২০১১ ০০:২৫ | 168.26.215.13
  • কিন্তু যুধিষ্ঠির তো বয়সেও বড় ছিল। আর সব মিলিয়ে যুধিষ্ঠির অন্যদের বেশি ইমপ্রেস করেছিল। তা এই দুয়ের কম্বিনেশনে যুধিষ্ঠিরের পক্ষে সংবিধান লেখা হয়েছিল বা সংবিধানের ফাঁক বের করা হয়েছিল।
  • nk | ২৬ আগস্ট ২০১১ ০০:২৫ | 151.141.84.194
  • এদিকে বিভূতিবাবুর আদর্শ হিন্দু হোটেল পড়তে পড়তে কারুর মাথায় ডান্ডা মারার একটা ইচ্ছে হচ্ছে। ঃ-)
  • nk | ২৬ আগস্ট ২০১১ ০০:২৪ | 151.141.84.194
  • না হে, ওরকম পার্মানেন্ট বদলায় নি, কারণ পরে আবার দেখা যায় পান্ডু নিজেই বৌ দুটি নিয়ে বনবাসী হয়েছেন, রাজত্ব পড়েছে বড়দার ঘাড়ে। ঃ-)
  • Tim | ২৬ আগস্ট ২০১১ ০০:১৯ | 198.82.17.61
  • নিশি,
    কিন্তু পান্ডু যখন (তালেগোলে) রাজা হয়েই গেলেন, তখন তো হায়ারার্কিটাই বদলে গ্যালো, নয়? তখন তো তাঁর ছেলেই (বড়ো হোক বা ছোট হোক) রাজত্ব পায়।
  • nk | ২৬ আগস্ট ২০১১ ০০:০০ | 151.141.84.194
  • আরে তাই তো! সেই কথাই তো বলচি হে! পান্ডু নিজেই তো ছোটো ভাই, নেহায়েত বড়দা জন্মান্ধ তাই বকলমে রাজত্ব ফাউ জুটেছে। কিন্তু তার পরে তো বড়ছেলের ছেলেপিলেরাই পাবার কথা, তাই না? খুড়তুতো রা পায় কি? নাকি ওদের মিতাক্ষরা আইন? দায়ভাগ হিসাবে তো জ্যেঠার ছেলেরা ছোটো হোক কি বড়ো হোক তারাই পায়।
    কিন্তু এখানেই অনেক প্যাঁচ আছে, কুরুবংশ কুরুবংশ করে এতো চেঁচিয়ে মরছে, এদিকে পান্ডুর ক্ষেত্রজ পুত্রেরাই যদি পায় রাজত্ব, তাইলে মূল সুতো ই তো ছেঁচড়ে গেল!
    কোনো সি আই এ ষড়যন্ত্রের গন্ধ পাও না??? ঃ-)
  • aka | ২৫ আগস্ট ২০১১ ২৩:৪১ | 168.26.215.13
  • নিশির যেমন কথা। দত্তক নিলে হবে না কেন? পাণ্ডু দত্তক নিয়েছিল।
  • Tim | ২৫ আগস্ট ২০১১ ২৩:৩৬ | 198.82.17.61
  • জিন এলিয়েন হয়? হয়? তবে রাম এলিয়েন হয়না ক্যানো?
  • nk | ২৫ আগস্ট ২০১১ ২৩:১৬ | 151.141.84.194
  • ডিডি, মহাভারত বিষয়ে কিছু প্রশ্নো ছিলো নিশিকান্তোর। এই যেমন জ্যেঠতুতো ভাই হোক বা দাদাই হোক, উত্তরাধিকারের ক্ষেত্রে তো তারা "জ্যেঠতুতো"! তাই না? তবে খুড়তুতো দাদা কী করে আগে চলে এলো????
    আর জেনেটিক দিক দিয়েও তো এই খুড়তুতোরা অর্ধেকটাই এলিয়েন জিন! তবে????
  • pi | ২৫ আগস্ট ২০১১ ২৩:১২ | 72.83.74.17
  • আরে নির্মল আনন্দের জন্যই দিলুম তো !

    লোকে এত্ত এত্ত মাছ খাওয়াচ্ছে, আমি একটু পেঁয়াজী দিলুম, পছন্দ হইলো না ? ঃ)

    আমাদের এখানে আগে মেট্রো স্টেশনে এটা দিব্বি পাওয়া যেত, এখন আর যায় না কেন কে জানে !!
  • nk | ২৫ আগস্ট ২০১১ ২৩:১২ | 151.141.84.194
  • ওহ, কেডি। ঃ-) ঃ-) ঃ-)
  • kd | ২৫ আগস্ট ২০১১ ২৩:০৯ | 59.93.246.210
  • পাই, শেষ পর্যন্ত the onion এর রিপোর্টও! ঃ)
    (মানে ওই কাগজের রিপোর্ট তো 'নির্মল আনন্দ'এর টইএ যাওয়া উচিত - আমি এদেশে ফেরার সময় এক কপি নিয়ে এসেছি বন্ধুদের এন্টার্টেন করার জন্যে)।
  • SS | ২৫ আগস্ট ২০১১ ২২:১৫ | 131.193.196.214
  • হুঁ, CEO পদ থেকে রিজাইন করেছেন। দেখে মনে হচ্ছিল খুব অসুস্থ।
  • aka | ২৫ আগস্ট ২০১১ ২১:৫৪ | 168.26.215.13
  • স্টিভ জবস রিজাইন করেছে গতকাল রাত থেকে কানাঘুষো চলছিল। এখন মনে হয় কনফার্ম।
  • kiki | ২৫ আগস্ট ২০১১ ১৯:২৮ | 59.93.200.122
  • অ!ঈশেনের জন্য বুঝি? তা স্যুপ কি খুব জরুরী? তা নইলে মিঠু,চাট্টি চন্দ্রমুখী ফুটো করে, ইসে মানে গায়ে ছ্যাঁদা করে মাইক্রোতে ঢুকিয়ে আরেকবার উড়ো চিঠি দেখে ফেলো(ডিঃ আমি এখন ও দেখি নাই)যখন আর কিছুতেই বসা যাবে না, তখন গিয়ে তাদের বার করে নুন মরিচ সাইডে রেখে দিয়ে দাও।ঈশেন , ভালোবেসে খেয়ে নেবেক্ষনে।
  • aka | ২৫ আগস্ট ২০১১ ১৯:২৬ | 168.26.215.13
  • আমার এক পুরনো বন্ধু এই রান্না বান্না পরিবেশনটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। খেতে কেমন হয় জানি না, কিন্তু পরিবেশন এবং দেখতে, আহা। এর্পর বাড়িতে কেউ এলে অমন পরিবেশনে তাক লাগিয়ে দিতে হবে।
  • Netai | ২৫ আগস্ট ২০১১ ১৯:২৬ | 121.241.98.225
  • নিনাদি। ইচ্ছাকৃতভাবেই টইতে লিংটা দিই নি।
    আর লেখার কথা কি বলবো। একটু মাঝারি সাইজের লেখার জন্যও সময় কিংবা মন কোনোটারই হেল্প পাচ্ছিনা।
  • kiki | ২৫ আগস্ট ২০১১ ১৯:২৩ | 59.93.200.122
  • আলুর স্যুপ পাওয়া গেলো না?

    আরে আলু ছাড়িয়ে জলে ফেলে সিদ্দ করুন।হাফ আলু তুলে নিন।বাকিটা মিক্সিতে চালিয়ে দিন।এবার তাতে মাখম,গোলমরিচ, ধনে পাতা কুচি আর সিদ্দ না মিক্সি হওয়া আলুদের ছেড়ে দিন।অ! নুন ও দেবেন। আমরা তো আর লুনী তে নুন চাটতে যেতে পারিনে, সেখেনে বাঘ ও আসে কিনা।সে যাগ্গে, এবার বাগেতি দু ইঞ্চি মাপের কেটে একটা বেতের ঝুড়িতে সুন্দর হাতের কাজ করা রুমাল রেখে তার উপরে রেখে দিন,পাশে হাল্কা পিচ কালারের পোর্সেলিনের বাটিতে স্যুপ দিয়ে পরিবেশন করুন।দরকার পরলে শুচিদির ঘরে ঘুরে দেখে আসতে পারেন, লোককে অত্যাচার করার জন্য কিভাবে খাবার এর ছবি ছাবা দেওয়া হয়।সেখেন থেকে ভালো আইডিয়া পাবেন।
  • Nina | ২৫ আগস্ট ২০১১ ১৯:১৩ | 12.149.39.84
  • ও নেতাই, লিংক তো আমার জেলখানায় খুলিবেক না---সেই বাড়ী গিয়ে তবে---লিংকটা ঐ টই তে দিয়ে দেবে প্লিজ? আর চাড্ডি কথামালাও হোকনা --ভূমি যখন কাঁপে নিজের পায়ের তলার-----প্লিজ।
    মিতা কোথায় গেলে ---সেদিনকার গপ্প কই? দিব্যেন্দুর কি রিঅ্যাকশন হল??
  • Nina | ২৫ আগস্ট ২০১১ ১৯:১১ | 12.149.39.84
  • এই যো পাইদিদি, ফাঁকি নহি মারনে কা----আমি কিন্তু মেরিল্যান্ডের merry কহানী শুনব বলে বসে আছি---অথ ভূমিকম্প ঘটিত--
  • pi | ২৫ আগস্ট ২০১১ ১৮:৫৪ | 72.83.74.17
  • হুঁ, ঐ জন্যই তো মাছের রেসিপি লেখার গুরু ভার স্কন্ধে তুলে নিয়েছি।
  • Netai | ২৫ আগস্ট ২০১১ ১৮:৪৮ | 121.241.98.225
  • পাইদি আরো তুমুল প্রচার চালাও। আরো বেশী করে লোকে ইলিশ বিমুখ না হলে দাম আর কমার নয়। কাল ৫০০ টাকা করে বিকোচ্ছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত