মেয়ের রাগত মন্তব্য -- ছি:! ন্যাশনাল ফ্লাওয়ার, কোথায় রেখেছে দেখো, কোন সেন্স নেই! :))
siki | ০২ সেপ্টেম্বর ২০১১ ১১:৩০ | 123.242.248.130
যমুনার পাড়ে আস্তে আস্তে গজিয়ে উঠছে একঝাঁক দুঝাঁক কাশফুল। এ মাসের শেষাশেষি পুরো চর সাদা হয়ে যাবে।
kiki | ০২ সেপ্টেম্বর ২০১১ ১১:২৩ | 59.93.211.228
পদ্মফুলগুলোর স্থান কাল পাত্রের জ্ঞান নেই গা!
কলিকাল ! কলিকাল!
হতো আমাদের সময়.............(আবার ঘ্যান ঘ্যান আর গাল পারা)
de | ০২ সেপ্টেম্বর ২০১১ ১১:১২ | 203.197.30.4
আমার কাগজোলা কাল পদ্মফুল শোভিত সানন্দা আর পার্লার আলো করা মা-দুগ্গা আঁকা আ-পত্রিকা দিয়ে গ্যালো ---
দেশ কেউ নিয়েছে? কেমন হলো?
kumu | ০২ সেপ্টেম্বর ২০১১ ১১:১০ | 122.160.159.184
পাই,সুচিত্রা ভটচাজ কোথায়?
kumu | ০২ সেপ্টেম্বর ২০১১ ১১:০৮ | 122.160.159.184
ন্যাড়াবাবুর লেখা অনবদ্য।
দুক্ষের কতা কোতায় আর কইব,গুরু ছাড়া- আমার কত্তা ঐ ম্যাচ দেকতে কাল থে কলকাতায়,দুই ছেলেকেও ডেকে নিয়েচেন। অথচ ঘরের কোন কাজ করা তো বহু দূরস্থান,সে বিষয়ে ফোনে কথা কইবারো এদের টেইম নাই।
আমি?দিল্লীতে,বাড়ী ও আপিস রক্ষা কর্চি।
kiki | ০২ সেপ্টেম্বর ২০১১ ১১:০৭ | 59.93.211.228
আমি আবার আজ বাঁটুল, বিটলে দুটো, হাঁদা ভোঁদা আর বাহাদুর বেড়ালকে দেখে শুকতারা কিনে ফেল্লাম।
এদিকে কাগোজালা ভ্রমনটাও দিয়ে যাবে গেয়ে রেখেছে।আমার দুব্বলতা গুলো সবাই ধরে ফেলে।ভ্রমন বলেই জোর দিয়ে ন করতে পাল্লামনা। তবে কিনা আগের বছরের গুলোই এখন ও ভালো করে পড়া হলো না।
এদিকে বিশ্বের ইতিহাসের মোটা বইটা এবার নিয়ে তৃতীয়বার ফাইন দেবো , আর একশো পাতাও পড়ে উঠলাম না।
যাক, আজকের মতো ঘ্যান ঘ্যান শেষ।
pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৯ | 72.83.92.218
সুচিত্রা ভটচাজ তো দেখছি পুরো টিভি সিরিয়াল !
kiki | ০২ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৩ | 59.93.211.228
যখন থেকে শুরু, গুরুর পাতায় চোখ রেখো, তবেই হবে। সেই বিশ্বকাপের , ভোটের কালের গুরুর কমেϾট্র ভুইলা গেলা?
Netai | ০২ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৮ | 121.241.98.225
আজকের খেলাটা নিয়ে একেটু উত্তেজিত আছি। বাংলা কমেϾট্রতে খেলাটা দেখতে/শুনতে পেলে কি মজাটাই না হত।
হনুরটা, ওরে বাবারে! উঃ কাল থেকে কলাকুশলী খেলোয়ার রা যে ভাবে উঠে খেলছে। মাগো! এবার পেট ব্যথা হয়ে যাবে।
kd | ০২ সেপ্টেম্বর ২০১১ ১০:২৭ | 59.93.222.227
পারমিতা, দেশে মানে দিল্লি এয়ারপোর্টে তো ফ্রি ওয়াই-ফাই বেশ কিছুদিন আছে। দিশি ক্রেডিট কার্ড নম্বর চায় (কেন কে জানে, কিছু চার্জ তো করে না) আর দিশি মোবাইল নম্বর - এসেমেস করে পাসওয়ার্ড পাঠায়। আমার ছেলের কথায় আমি শেয়ার্ড ফোল্ডারগুলো সিকিওর্ড করে রেখেছি। এখনও তো কোন ঝামেলা হয় নি (বা হ'লেও আমি বুঝতে পারিনি)।
ঠিক মনে করছি তো? পুরোটা স্বপ্ন দেখিনি তো? কে জানে, আজকাল বড্ডো ভুলভাল হচ্ছে।
kiki | ০২ সেপ্টেম্বর ২০১১ ১০:২০ | 59.93.211.228
সিকির পোষ্টে, আমার ঘরেও অমন দুটো কুম্ভমেলা কেস রয়েছে, এবং বলাই বাহুল্য আমি সে দুটোর মধ্যে পরিনা।:X
h | ০২ সেপ্টেম্বর ২০১১ ১০:১৯ | 203.99.212.53
sandip bale aamaar ek bandhur 'oi' abhyes chhilo. se laxnou te baro hayechhila, taai baa`mlaaTi o tathoi-oi chhilo. ekabaar ekaTaa meyeke bhaalo laagaay kyaanTine smaarTali balechhila, aamaar naa toke oi. balaa baahulya khub beshi egoy ni. tabe pare ekaTaa maanaba daradee kaaj se karechhila. eyaaraphorser skoyaaDarn liDaar hisebe, chaakuri karato, to ekabaar eka uttejanaapoorNa charam muhurte se oyaarales maauthapise 'phaayaar' naa bale 'oi' balechhilo. taar uDDeeyamaan bihaari/madra paailaTa bandhu sakal baa`mlaa sarbanaame paaradarshhee chhila naa. antata sebaar er janyo natun kare bhaarat- paakistaan Juddha shudhu ei kaaraNei shuru hay ni. ei itihaase upexita kathaaTaa aamaar aatma-chitta-cha`Nchareete aachhe.
siki | ০২ সেপ্টেম্বর ২০১১ ১০:১৫ | 123.242.248.130
ঃ)
Lama | ০২ সেপ্টেম্বর ২০১১ ১০:০৮ | 203.132.214.11
এই রে! এ যে দেখি আরেকটা কুম্ভমেলা কেস!
ppn | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৯ | 122.252.231.10
ভপাই মানে কি ভনভন করা পাই? ঃ P
siki | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৯:০১ | 123.242.248.130
এমন দিনও দেখতে হল চোখ খুলে। পাই ভাটিয়ালিতে বিএফ নিয়ে আলোচনা করছে। ছিছিছি। এ কোন সকাল রাতের চেয়েও ইত্যাদি।
কী যেন? হ্যাঁ, ও ঘর। তা ইয়ে, দাম্পত্য কলহর কথা পোকাশ্যে বলাটা ঠিক শোভনীয় নয়, তবুও না বলে থাগতে পারছি না। আমার তিনি আবার খুব সর্বনামপ্রিয়। অধিকাংশ সময়েই জিনিসপত্রের নাম না ব্যবহার করে এটা, ওটা, এখানে, ওখানে ইত্যাদি ব্যবহার করে থাকেন, আর আমি ব্যাটা আইনস্টাইনের বাচ্চা প্রপার নাউনের অভাবে তাঁর চাঁদমুখপানে চেয়ে হিমসিম খাই।
ও ঘরও বাদ যায় না। আর বল্লে বিশ্বেস করবেন না, কুল্লে টু বিএইচকে ফ্ল্যাটে ওঘর কিন্তু দুইয়ের অধিক। মানে দেবী যে ঘরে অধিষ্ঠান করছেন সেই ঘর ছেড়ে অন্য যে কোনও ঘর হতে পারে, মায় রান্নাঘর বা বাথরুম পর্যন্ত। "ও ঘরের সিলিংয়ের কোণায় ঝুল জমেছে, একটু সাফ করে দিয়ে আয়,' বা "ঐ ঘর থেকে একটু জলের বোতলটা এনে দিবি?' এবার বুঝুন কোন ঘর।
তিনি নিজেও খ্যাল করেন না যে তিনি সর্বনাম কইছেন। অনেক হাঁটু বগল খাটিয়ে যখন বোঝা গেল জলের বোতলটা শোবার ঘরে খাটের পাশে রাখা রয়েছে, ডাইনিং হলের টেবিল বা রান্নাঘরের তাকে নয়, তখন তিনি ছিদ্র খুঁজে পান আমার কর্ম-অক্ষমতায়ঃ আমি তো তখন থেকেই বলছি খাটের পাশে বোতলটা রাখা আছে, তুই ডাইনিং টেবিলে খুঁজতে গেছিলি কেন?
ঃ-(
pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৪:০৬ | 128.231.22.133
পামিতাদি, করা ঠিক কিনা জানিনা। কিন্তু লোকে করে এটা জানি। এয়ারপোর্টে বসে , আরো দুই ঘণ্টা, আরো এক ঘণ্টা, এমনতর সব স্ট্যাটাস মেসেজে হামেশাই দেখি।
S | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৩:২৭ | 90.200.14.207
uk ।
Paramita | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৩:২৪ | 207.239.83.130
হ্যাঁ, দেশে ফিরছি। আপনি কোথায়?
S | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৩:২১ | 90.200.14.207
দেশে যাচ্ছেন বুঝি? দুগ্গা দুগ্গা। তা আমাদের ওপর দিয়ে যাচ্ছেন নাকি?
Paramita | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৩:১৪ | 207.239.83.130
আরো কিছুক্ষণ আম্রিকায় আছি। তারপর ত্রিশঙ্কু।
S | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৩:১২ | 90.200.14.207
নোপ পারমিতা। তবে এখন জানতে অসুবিধে কি? আপনি কি আম্রিকায়? আমি নতুন সপা তবে বহুকালের নীপা।
Paramita | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৩:০৯ | 207.239.83.130
S কে কি চিনি? আম্রিকায় সবাই আজকাল দুপুরে কাজ করে, সেই ভাটের ট্র্যাডিশান আর নাই।
S | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৪ | 90.200.14.207
উফ্ফ আকা আপনি আমার কোন জন্মের শত্তুর। সেদিন নাহয় ভুল করে একটু ভুল advice দিয়েছিলাম । তা বলে এইভাবে...........
Paramita | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৩ | 207.239.83.130
উত্তরিবে এমন কেউ নাই।
Paramita | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:৫১ | 207.239.83.130
দেড় বছরে ফিরি ওয়াই ফাই এসে গেছে এয়ারপোর্টে। কিন্তু এখান থেকে ফেসবুক ইত্যাদি করা কি ঠিক হবে?
aka | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৮ | 168.26.215.13
ইভেন মোর হ্যাংলামো। বিষে বিষে বিষক্ষয়ের মতন কেটে যাবে। কদ্দিনে দ্যাট ডিপেন্স। আমার যেমন এখনও কাটে নি, অবিশ্যি আমার বেশিদিন হয়ও নি। মাত্তর কুড়ি বছর।
S | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৫ | 90.200.14.207
উফ্ফ কি জ্বালা। খেয়েই চলেছি তখন থেকে। যখন খাই না খাই না আর যখন খাই তখান খেয়েই চলি। এর কোনো প্রতিকার কারুর জানা আছে। প্রথমে ভাবলুম ছোট্ট করে একটা প্যানে্কক খাই তাপ্পর মনে হোল ধুস্স্স ওতে কি হবে বরং এগরোল খাই এদিকে দেখি ম্যাগী হট এন্ড স্পাইসির শিশি ট একেবারে intact। এদিকে ছাই ফেলতে ভাঙা কুলোটিও কাজে। অগত্যা ড্রিল দিয়ে সেই শিশি ফুটো হল। এতকান্ডের পর খান্ত দিয়া উচিত ছিলো তা না তারপর মনটা তরমুজ দেখে গলে গেলো। অবশ্যি তরমুজ্টা খেয়ে মনে হোলে সলিড ফর্মে জল খাচ্চি। তা ভালৈ হোলো কাল বরং এগুলোর জুস করে icetray তে রেখে দেবো ভলো astringent হবে। কিন্তু এই হ্যাংলামোর প্রতিকার বলবেন প্লিজ।
Tim | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:৩১ | 198.82.25.16
বি জন ও তো হতে পারে। উট, কেল্লা আর বালি যে শুদু দেশেই থাকবে তার কি মানে? বি জন হলো বিদেশী শত্রুদের নেতা, ক্যালানি খেতে ওঘরে গ্যাছে।
Lama | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:২৪ | 117.194.228.153
বিজন মানে যার চায়ের কেবিন?
Tim | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:০২ | 198.82.25.16
তা বেশ তো। সিনিমার টইতেই দিও। ঃ-)
pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:০০ | 128.231.22.133
তালে কি টইতে করবো ?
Tim | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৬ | 198.82.25.16
ছ্যা ছ্যা পাই ভাটে বি এফ নিয়ে আলুচানা কচ্ছে।
pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৫০ | 128.231.22.133
আরে ধুর। বিজন হল গে বর ( গে বর নয়, আবার হতেও পারে। ) । তো, বিজনও ঘরে আছে। তাই বি এফ এলে হাতে নাতে ধরে পড়ে যাবার ভয় পাওয়ার কথা হচ্ছে। কিম্বা শূন্য হাতে এলে ডিফেন্ড করার মত কিছু থাকবে না, রেফ্রিজারেটরে ঢুকতে হতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। তাইতে কি ভয় কবি সে প্রসঙ্গেই এনেছেন। তারপর আবার মনে করিয়ে দিয়েছেন। ভয় নহি পানেকা। বি এফ তো আমাদের হিরো ঝলমল খান। বিজন পঙ্গা লেনে এলে তার পুরুষ বন্ধুটির খালি হাতই যথেষ্ট।
Tim | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৫ | 198.82.25.16
আমাদের ছোটোবেলার টার্মিনোলজিতে ওঘর হলো অন্য ঘর। য্যামন বার্গারবিকিনিবিয়ার্শোভিত আম্রিকার আড়ালে ঢাকা পড়ে থাকে অন্য আম্রিকা, তেমনি। ওঘরে যাও মানে আসলে সেখান থেকে সরে পড়তে বলা হচ্চে। এছাড়া ওপাড়া ছিলো , ও পারও ছিলো। ও পাড়া হলো পাকিস্তানের মত, ক্রিকেট ম্যাচ থেকে পেটো টেস্টিং, সবেতেই ফার্স্ট প্রেফারেন্স। ও পার হলো আদিগঙ্গার অপর দিক। দুইপারেই সম্বৎসর ক্যালাকেলি হতো। ক্যালাকেলিটা যে পারেই হোক না ক্যানো লোকে পালিয়ে ও পারে চলে যেতো। ইত্যাদি।
aka | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৭ | 168.26.215.13
যেকোন বাড়িতে একটাই ওঘর থাকে। আমাদের বাড়িতে দাদুর ঘরটা ওঘর ছিল, মামার বাড়িতে মামার ঘর। সব মিলিয়ে আমার মনে হয় ওঘর মানে কর্তার ঘর। আর কর্তার ঘরে কেলানি ছাড়া বিশেষ কিছু জোটে না। তার মানে বিজন কেলানি খেতে গেছে।
Tim | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৩২ | 198.82.25.16
ইউটিউবে গান শুনছিলাম। ""রোবিন্দোসোঙ্গিত""। একখানা গানের শিরোনাম দেখি "" আজি বিজন ও ঘরে""। বেশ ইনোভেটিভ কিন্তু। কোন ঘরে বলেনি অবশ্য ডেসক্রিপশনে।
pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:১৫ | 128.231.22.133
এখানে তো দেখেছি উল্টো। কিছু লোকে শেষদিন অব্দি কুলকাল বসে থাকে। ক্রেইগলিস্ট থেকে শেষ মুহূর্তে অদ্ধেক দামে টিকিট নিয়ে আগে থেকে পূর্ণদামে টিকিট কাটা জনতাকে অর্ধচন্দ্র দেখিয়ে খেলা দেখে আসে ঃ)
I | ০২ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৮ | 14.99.9.146
ন্যাড়াদা, আকা ও পিপিকে fc ঃ)
pipi | ০২ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৪ | 129.74.191.152
কাব্লিদা, নোৎরদেম টিকিট রিসেল ভাল চোখে দেখে না। যদি বা কেউ রিসেল করেও, ফেস ভ্যালুতে বেচতে হবে - এটাই নিয়ম।
pipi | ০২ সেপ্টেম্বর ২০১১ ০০:৪২ | 129.74.191.152
কাব্লিদা, টেলগেটিংএর মেলের চোটে মেল বাস্ক ঝুলে পড়েছে অলরেডিঃ-( আর ছ্যাড়ছেড়ে গান হোক বা জগঝম্প, গানের গুঁতোয় অগামী তিনদিন যে বিনিদ্র রজনী হবে বুঝতেই পারছিঃ-(
Tim | ০২ সেপ্টেম্বর ২০১১ ০০:৪১ | 198.82.25.16
পিপির লেখাটাও বেশ হচ্চে। ঃ-)
kd | ০২ সেপ্টেম্বর ২০১১ ০০:৪০ | 59.93.222.227
আমেরিকায় কিছু কিছু জায়গায় (যেমন ফ্লোরিডা) টিকিট স্ক্যাল্পিং তো বেআইনী নয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন