এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:১৬ | 128.231.22.133
  • এই আরেকটা হল ।

    পাইসিইইইইইই।

    নোট করে রাখলাম।

    টাটা।
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:১৬ | 128.231.22.133
  • ভুল ভুল, সবি ভুল।

    কুলুর দিকে নজর দিন কমরেডরা।
  • pipi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:১২ | 129.74.191.152
  • কেন? কেন? এন্থু থাকবে না কেন পরে? লোকজন বলেছে শুয়ে পড়লেও নিয়ে যাওয়া হবে নইলে কাকে নিয়ে লোফালুফি করবে আইরিশ স্কোর করলে? মানে, ইউনির ট্র্যাডিশন - স্টুডেন্টরা নাকি বসে না। একদিকে দাঁড়িয়ে থাকে পুরো চারঘন্টা, সেটাকে বলে স্টুডেন্টস সেকশন। আর দল স্কোর করলে ছানাপোনারা কাউকে না কাউকে আকাশে ছুঁড়ে লোফালুফি খেলে আনন্দ প্রকাশ করে! আমি হাল্কা পাতলা ছোট্টোখাট্টো বলে ঐ ফুটবল হবার বিরল সৌভাগ্যটি আমাতেই বর্তেছেঃ-(
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:১০ | 122.162.75.251
  • বিএফ-এর লাল জুতু সরিয়ে দিলেই সে জিএফ হয়ে যায়।

    পাপ মনে চিন্তা করলে, হস্টেলে বিএফ হত কমন রুমে, আর জিএফ হত মেসে। ঃ-))
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:০৯ | 128.173.176.183
  • ভাবা যায়, ছবছর হয়ে গ্যালো এখনও আমি স্ট্যাডামে বসে আম্রিগান ফুঃবল দেখিনি। ক্ষি সংযম!
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:০৬ | 128.173.176.183
  • হ্যাঁ আগেই আনন্দটা করে নে। পরে আর এন্থু থাগবে কিনা বলা কঠিন।
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:০৫ | 128.173.176.183
  • ভপাইকে রেসিপিটা বলেই দি।
    একখানা সবুজ সেলোফেন কাগজ দেয়া চম্মা কেনো। তারপর সেইটা দিয়ে বিএফের দিকে তাকাও। ব্যাস বি এফ জি এফ হয়ে যাবে।
  • pipi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:০৪ | 129.74.191.152
  • পাইসিইইইইইইই! কালকের ম্যাচের হাতে গরম টিকিট পাইসি!!! সাদা টিকিট, কালা টিকা নহি হ্যায়ঃ-) বাঙ্গালের হাইকোর্ট দর্শনের মতন কাল আমার আম্রিগি ফুটবল ম্যাচ দর্শন হবে স্টেডিয়ামে লাইভ। ঢ্যান ট্যানা ট্যানানানাঃ-))))
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:০২ | 128.173.176.183
  • খুব বেশি হজমি খেয়েছিলো কি? হজম হয়ে গ্যাছে। বরফির মতন।
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:০২ | 128.173.176.183
  • প্পন কি লোকনাথবাবা না জি এফ? নাকি প্পনই কুড়ি? ক্ষে দিবে এর উত্তর?
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:০০ | 128.231.22.133
  • আর মিতাদি, হজমি খেয়ে তুমি কি হাওয়া হয়ে গেলে ? ঃ(
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৯ | 128.231.22.133
  • একটা হিন্ট ও দিয়ে গেলুম।

    কম প্পনকে স্মরণ করুন।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৮ | 128.231.22.133
  • তবে এই তো টিম আর সিকিকে পাওয়া গেছে। বি এফ নিয়ে এরাই চীৎকার চেঁচামেচি জুড়েছিলো না ?

    এদের জন্য কোশ্চেন রইলো ঃ বি এফ কে কীকরে জি এফ করতে হয় ?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৭ | 128.231.22.133
  • কবে বলবো বা কী করবো কিছুই বলবো না।
    আই সি আইএর এজেন্টদের কাজকম্মের ধারা বোঝা কি অতই সহজ হে ?
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৫ | 128.173.176.183
  • ল্যাবের কম্পুটা খারাপ হয়ে গ্যাছে। এতে খুশি হবো কিনা বুঝতে পারছিনা।
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৩ | 128.173.176.183
  • কখন বলবে? ( এম্নি জিগ্যেস কল্লাম, আমি মোটেই ছিনিমিনি খেলছিনা, সান্দা দিয়েছে এই নাম)
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৩ | 122.162.75.251
  • হ্যাঁ, সময়মতো সিআইএ বা আল কায়দা লেলিয়ে দিলেই হবে।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫০ | 128.231.22.133
  • আমার নাম নিয়ে যারা যারা এই ছিনিমিনি খেলে চলেছে, আমি জাস্ট নজর রেখে চলেছি।
    এখন তো কিছু বলবো না।
  • kiki | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৩ | 59.93.205.249
  • যাহোক! যে জরুরী তথ্য গুনো না দিলেই নয়ঃ

    বাঁটলো সেলফোন ব্যাভার করছে, কি বাজে!

    বাহাদুর পরে মনটা একটু ভালো হলো, আর হাঁদা ভোঁদায় নিষ্কর্মা সমিতি পড়ে, আর পিসেমশায়কে দেখে মন ভালো হয়ে গেলো।

    অ! আমাদের ব্যায়লায় কলকেতা পুলিশ এসে ক্ষী হৈচৈ হচ্ছে।আজ ইদিক সিদিক মোবি ভ্যান ঘুরে বেরাচ্ছে, তাতে সাদা আর খাঁকি দুদল পুলিশ ই ভ্যাবাচ্যাকা হয়ে গপ্প করছে, অটোয়ালারা ডান দিকের সিট খসিয়ে দিয়েছে, আর তার জন্য ভাড়া লাফিয়ে দুট্যাকা বাড়িয়ে দিয়েছে, যদিও মামুদের নাকের ডগা দিয়ে নিজেরা ডান দিক ঘেঁষে , বাঁদিকে দুটো করে বসিয়ে নিচ্ছে।সকালে আমাদের রাসবিহারি যাওয়ার অটোটাতে পিছন থেকে এক ঠাকুরপুকুর গুঁতিয়ে দিলো, লোকটা গরগর করতে করতে নেমে গেলো, তারপর কান এঁটো করে হেসে উঠে এলো। আমি তখন সামনে ঋভুর ভারী ব্যাগ, আমার ব্যাগ, নিজেকে সামলাতে ব্যস্ত, জিগালাম কি হলো? বলেকিনা, ঠাকুরপুকুরের ছেলেগুলো ঘাবরিয়ে আছে, আজ থেকে কলকাতা পুলিশ ওদের সামলাবে কিনা, তাই ধাক্কা দিয়ে ফেলেছে। তারপর সারা রাস্তা সে আমাকে অটো সম্পক্কে নানান তথ্য দিয়ে জ্ঞানভান্ডার ভরে তুলতে সাহাজ্য করেছে।

    যাগ্গে এসব দরকারী জানকারি দেবার ছিলো। এবার ঘুনু করতে গেলাম।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:২১ | 122.162.75.251
  • এই মেলটা মনে হচ্ছে অনেক দিন আগে আমি পেয়েছিলাম। টবে ফুল ও ফল চাষ-টা মনে রয়ে গেছে।
  • nk | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৬ | 151.141.84.194
  • পাই এর লিস্টের ওনাকে আরেকটা বই লেখার জন্য উৎসাহ দেওয়া উচিত।
    "জুতা তৈরী থেকে চন্ডীনৃত্য"
    ঃ-)
  • nk | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৪ | 151.141.84.194
  • নেতাইয়ের সেই ঘোমটা দেওয়া চামচিকি আর রিক্সা চালিয়ে ঘরে ঢুকে পড়া সলমন খানের রিভিউর জন্য একবার ঘুরে গেলাম। ঃ-) কিন্তু ওরকম আর পেলাম না। আর কি হবে সেরকম?
    হনুর "ফায়ার" না বলে "ঐ" বলা আর তারজন্য যুদ্ধ শুরু না হওয়া এটা অবশ্য জম্পেশ। এক নীরব শান্তিবিপ্লব। ঃ-)
  • kiki | ০২ সেপ্টেম্বর ২০১১ ২৩:১০ | 59.93.205.249
  • ইকিরে! আজ ক্ষেউ খেলা দেখে নাই?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২২:৫০ | 128.231.22.133
  • সেটার উত্তর বোধহয় ৫০১ ধাঁধায় পাওয়া যাবে।
  • nyara | ০২ সেপ্টেম্বর ২০১১ ২২:২৯ | 122.172.38.235
  • ২০০৩ সালের বই 'টবে ফুল ফল চাষ' আর ২০০৬ সালের 'টবে ফুল ও ফলের চাষ' কি একই বই না ভিন্ন?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২২:১৯ | 128.231.22.133
  • শুধু সিভি না, প্রতিটি মেইল ছবি সহ।

    যাহোক, নিম্নলিখিত বইগুলির মধ্যে একটিও কি কেউ পড়েছেন ? সবই এক লেখিকার। পড়লে একটু ফিডব্যাক দেবেন ? ঃ)

    তবে রেঞ্জ দেখে মাইরি স্তব্ধবাক হয়ে গেছি।

    (1)NAM ABHIDHAN[2001]{RUNNER}
    (2)SANGASKARER KOSHTHI BICHAR[2002]{LOTOUS}
    (3)BIKALPO CHIKITSAR BISWAKOSH[2003]{GRANTHIK}
    (4)TABE PHUL PHAL CHASH[2003]{CHATURBHUJ}
    (5)JYOTISHER CHOKHE APNAR JIBAN[2004]{CHATURBHUJ}
    (6)CRICKET QUEIZ FOOTBALL QUEIZ[2004]{CHATURBHUJ}
    (7)ANKER KHELA[2004]{TARA LIBRERY}
    (8)BAYABSAR KHONJE[2005]{LOTOUS}
    (9)CHAKRIR KHONJE[2005]{LOTOUS}
    (10)SACHITRA AURBEDIK CHIKITSA[2005]{SREEGURU}
    (11)SIDE EFFCET HIN CHIKITSA[2006]{APP}
    (12)KINGBADANTI[2006]{ORIENT LIBRERY}
    (13) HAJARO PRASHNE RAMAYAN,MAHABHARAT[2006]{ORIENT LIBRERY}
    (14) MEMORY AND LEARNNING PROCESS[2006]{NETAJI SUBHAS OPEN UNIVERCITY}
    (15)TENSION MUKTA JEEBAN[2006]{BENIMADHAB SHIL?S LIBRERY}
    (16)PARIKSHAY BHALO RESULT KARTE HOLE[2006]{BENIMADHAB SHIL?S LIBRERY}
    (17) CHOTODER SERA RACHANA[2006]{RUNNER}
    (18)TABE PHUL O PHALER CHASH[2006]{SREEGURU}
    (19)PALASIR JUDDHA[2006]{PAPYRUS}
    (20)ATANGKER ARALE[2006]{CHATURBHUJ}
    (21)CURRENT AFFAIRS AND GENAREL KNOLEDGE 2007 [2007]{ORIENT LIBRERY}
    (22)CURRENT AFFAIRS AND GENAREL KNOLEDGE 2008[2007]{ORIENT LIBRERY}
    (23)SUGRIHINIR 501 TIPS[2007]{ORIENT LIBRERY}
    (24)SAB DIN SMARANEEYO DIN [2007]{LOTOUS}
    (25)SABDACHOKE BISWA PARICHAY.[2007]{ORIENT LIBRERY}
    (23)ADHUNIKA ROJGERE GINNI[2007]{ORIENT LIBRERY}
    (27) MEYEDER JIBIKA[2008]{RUNNER}
    (28) NIJER BIBAHA YOG NIJEI JANUN[2008]{TARA LIBRERY}
    (29)BHUTBHUBANPURER BATGACH[2008]{ORIENT LIBRERY}
    (30)BHUTER KHAPPARE GOPAL BHANR[2008]{ORIENT LIBRERY}
    (31) RUDRAKHSHER GUNAGUN O SHAKTI RAHASYA[2008]{TARA LIBRERY}
    (32) 1001 COLOURFUL SMS[2008]{ORIENT LIBRERY}
    (33)NANA SWADER RANNA[2004]{GRANTHIK}
    (34)HAJAR EK RANNA[2006]{BENI MADHAB SHEEL?S LIBRERY}
    (35) PREM,DAMPATTA O KICHU SAMASYA[2008]{ORIENT LIBRERY}
    (36) GRIHINIR ABHIDHAN[2009]{ORIENT LIBRERY}
    (37) CHASHABAD BAROMAS[2009]{SREEGURU}
    (38) 501 DHANDHANDHA[2009]{ORIENT LIBRERY}
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪ | 128.231.22.133
  • এক singer, lyricist, poet, story writer এর মেইল এসেছে। মানে প্রায়ই আসে। ওঁর সিভি সহ।
    কিন্তু এবারেরটা একটু আলাদা।
    ১লা সেপ্টেম্বর ওঁর জন্মদিন বলে য্যানো ওঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়। মাস মেইল ঃ)
  • m | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৬ | 117.194.34.96
  • দাড়িওলা মাসি!হবেও বাঃ(

    ঐ ছবি হয় প্রভু নয়তো চে- আর কেউ না আআ।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:২৯ | 128.231.22.133
  • মামু , একটু ফোন কোরো।
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:১৪ | 59.93.207.31
  • ওটা বোধায় মেসির মাসি।
  • m | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:১১ | 117.194.34.96
  • মেসির পিঠে ট্যাটুতে উনি কে?
  • m | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:০৪ | 117.194.34.96
  • নীতু, সাল্লু ভেজা সাদা জামা হাওয়ায় ওড়াতে ওড়াতে স্লো মোশানে স্ক্রিন জুড়ে জল থেকে উঠে এসেছে কি?

    বডিগার্ড নিয়ে আমার এই একটিই পেশ্ন।
  • ppn | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:০০ | 112.133.206.22
  • হ্যাঁ, ক্লেভার হেডিং।

    তবে অতি রদ্দি খেলা হচ্ছে। ইপিএল দেখার পরে এসব আর পোষায় না।
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৫ | 129.74.191.52
  • তিমিকে পোচুর হিংসে দিয়ে গেলাম। আমার কোনোই খানার নেমন্ত নাই, খালি পিনার। অতএব যাচ্ছি না। কিন্তু তিনদিন ঘরে বসে থাকতে হবে ভাবলেও হাড় হিম হয়ে যাচ্ছে।
  • nyara | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০ | 122.172.38.235
  • হ্যাঁ। বাট ক্লেভার হেডিং।
  • ppn | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৭ | 122.252.231.10
  • ক্ষী বাজে ডিফেন্ডিং। প্লেয়ারটাকে মার্কিঙের কোন চেষ্টাই করেনি।
  • nyara | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৭ | 122.172.38.235
  • বলতে বলতে একটি গোল। গোলটা ক্লিন।
  • ppn | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৫ | 122.252.231.10
  • হ্যাঁ।

    ওর মধ্যে মেসিই যা একটু ঝলক দেখাচ্ছে।
  • nyara | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৩ | 122.172.38.235
  • অনেকদিন পরে একটু সিঙ্গল মল্ট ও তৎসহ চিকেন উইংস নিয়ে বসছিলাম। বাজে খরচা। ভ্রাতৃসঙ্ঘ-হাওড়া ইউনিয়ন খেলা দেখার জন্যে ভাঁড়ের চা-ই মোর দ্যান যথেষ্ট।
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:৪১ | 198.82.20.241
  • উইকেন্ডের প্ল্যান বলা হচ্চে বুঝি। তয় শোনেন। আইজ সন্ধের দিকে আড্ডার নেমন্তন্ন আছে। মোমোর হাট ও তৎসহ কিছু ভাট। অতঃপর বাড়ি ফিরে আরো কিছু আড্ডা এবং শনি ও রবিবারের মেনু নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য এই পাতায় চোখ রাখুন।
  • kd | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৬ | 59.93.222.227
  • আমি কয়েকবার বুশকিলে গেছি, ইচ্ছে করে। আমি অবিস্যি পড়িনি, তবে ওখানে অনেক জল পড়ে।
  • dd | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৪ | 122.167.9.197
  • গতো কাল রাত্রে ডিনার সারলাম থাল্পে (thulp)। কিছু গরু আর শুওরের কাবাব ও পরিশেষে একটি গরু বার্গার। ভেলু ফর মানি। ব্যাস, ঐ পর্যন্ত্যই। খুব ছেলে ছোগরাদের আড্ডাখানা। খুব আঁতেল ডেকর।

    আর আইজে লাঞ্চে গেসলাম রুবি টিউসডে তে। বেশী ট্যাকা কম খাওয়া। নিজের পয়সায় খাবেন্না।

    ব্লসম আমার ফেবারিট জয়েন্ট, লুরুর সব চে' বড়ো সেকেন হ্যান বইএর দোকান। আজ বিফলে গ্যালো। একটাও বই পসন্দো হোলো না।

    এইসব জরুরী বিষয় আপনেদের জানানোটা আমার কর্ত্তব্য, তার জন্য থ্যাংক্স ট্যাংকস দিলে একটু লজ্জা পাই।
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২০:২৬ | 129.74.191.52
  • মন টেঁকে না আ আ আ, ভাল লাগে না আ আ আ আ কি যে করি কি মুশকিলঃ-(
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৫ | 128.231.22.133
  • আমি পড়লুম bokbok.com
    ঘুমটা কাটেনি মনে হচ্ছে। নেহাত নিজের প্রেজেন্টেশন। ঘুমানো যাবেনা ঃ(

    কিন্তু খেলা কখন থেকে ? কেউ কমেন্টারি দিবে না ?

    কোলকাতার জনতা রাস্তাঘাটের কিছু আঁখো দেখা হাল বাতলাও !
  • nyara | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩২ | 122.172.38.235
  • কারুর কাজে লাগতে পারে -

    http://bookboon.com
  • achintyarup | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৫ | 121.241.214.34
  • আমার বাড়ির নেট কানেকশনটা এক হিতাকাঙ্ক্ষী এমন ঘেঁটে দিয়েছেন, বাড়ি থেকে ইন্টারনেট আর খুলতেই পারছি না। আমি ওদিকে ও বিষয়ে ক অক্ষর গোমাংস
  • kumu | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫৩ | 122.160.159.184
  • কী মুশকিল?অ চিন্টুবাবু?
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪০ | 168.26.215.13
  • আমি একবার মুশকিল পরেছিলাম।
  • achintyarup | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪০ | 121.241.214.34
  • খুবই মুশকিলে পড়া গেছে
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৮ | 168.26.215.13
  • সান্দার জন্য

  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত