এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ০৯ সেপ্টেম্বর ২০১১ ২০:০০ | 121.241.214.34
  • এটা কি নাট্যশালা, অ্যাঁ?
  • Netai | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৬ | 121.241.98.225
  • আমি কিন্তু হাসিনি
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫১ | 90.200.14.238
  • কিকি বলে এমব্যারাস্‌ড হোয়েছে, আর অমি না বুঝতে পেরে। সে যাকগে সব্বাইকে হ্য হ। অনেকদিন বাদে এখানে রোদ্দুর সোনার দেখা মিলেছে। বুড়ো বয়সে মনে হচ্ছে বুড়োর সাথে স্পেনে গিয়ে থাকতে হবে।
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৩ | 122.160.159.184
  • কাল রাত্তিরে সবাই কিকির কথা নিয়ে এত হাসাহাসি করেচ কেন,অ্যাঁ?
    এতক্ষণে পড়লুম,এমনকি নীনা পজ্জন্ত যোগ দিয়েছিল।
  • aka | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:২২ | 75.76.118.96
  • ছেলের জ্বর হল আর আমার ছুটি।
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৫ | 72.83.92.218
  • নাঃ, কুড়ি আবার বছর কুড়ি পরে।
    বুড়ি না হোক, খুড়ি তো হবেই।
    সিকি তো সেই বাচ্চা ছেলেই থেকে যাবে কিনা।
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:২০ | 123.242.248.130
  • কিঁচ কিঁচ কিঞ্চিৎ কিঞ্চিৎ কাঁচাগোল্লা।
  • Lama | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:১১ | 117.194.238.18
  • কুড়ি নয় খুড়ি

    খৌয়া খৌয়া ঘোঁয়াক ঘোঁয়াক ঘ্যাঁক... হাসতে হাসতে গজকেষ্টবাবুর মত কাউকে না কামড়ে টামড়ে দিই আবার...ওরেবাবারে! কিঞ্চিৎ কিঞ্চিৎ গুশকরা গুশকরা
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৭ | 123.242.248.130
  • কুড়ি পেরোলেই বুড়ি। আর একুশ টেকুশ নয়। শীতে বাইশ ঠিক আছে, বসন্তে একমেবাদ্বিতীয়ম খুড়ি। ঃ)
  • dd | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৫ | 124.247.203.12
  • হেমন্ত আসবে তখন তুমি একুশের অপেক্ষায়, বসন্তে বাইশ,শীতে তেইশ।

    এই ভাবে একদিন কুরি আর নয়,খুড়ির জন্য বসে থেকো। বাজিবে বাজিবে বাঁশী বাজিবে।
  • Netai | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৯ | 121.241.98.225
  • না ফটাশ জল একটু মিষ্টি হয়। আর ছিপি দিয়ে আটকানো থাকে। কাচের গুলি দিয়ে নয়।
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৮ | 123.242.248.130
  • শরতের বাতাস দীর্ঘশ্বাস ফেলিয়া একাকী বহিয়া যায় অলিন্দ হইতে অলিন্দান্তরে।

    কুড়ি আর আসে না। এ জীবন লইয়া আমি ক্ষী করিব?
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৮ | 182.253.0.98
  • ফটাস জল = বান্টা ??
  • Netai | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৯ | 121.241.98.225
  • বান্টা আমিও খেয়েচি। শিশির মধ্যে কাচের গুলি। চাপ দিয়ে গুলি নীচে নাবান তারপর একটু লমন মেশান আর খান।
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৬ | 182.253.0.98
  • দিল্লী তে ওটাকে বান্টা বলে, জল না সোডাতে লেবু, মশলা ইত্যাদি দেয়।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৪ | 203.99.212.53
  • ...chup kar chaaraaxar balaten....bakiTaa
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:১২ | 203.99.212.53
  • phaTo o daa`nt Taa besT. aarekaTaa chhila, aamaader okhaane ekTaa sTobha saaraai, gyaasa laaiTaar riphil ei saber ekaTaa xudraaatixudra dokaan chhila, chaalaaten tuni Daa. oke tunatuni eisab barale uni chup ekaTaa ati praacheen i`ndaaraa r paashe. naama chhila i`ndaaraatalaa laaiTa haausa.
  • dd | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:১২ | 124.247.203.12
  • এরম একটা বাংলা ঘোষোনা শুনেছিলাম "প্যাসেঞ্জারদের কনভেনিয়েন্সের জন্য ট্রেনের টাইম চেঞ্জ করা হোলো"।

    অথবা ঝট করে অনুবাদ করুন্তো ঃ I am the world's worst procastrinator
    এটার যথাযথ বংগানুবাদ হচ্ছে "আমি ওয়ার্ল্ডের ওয়ার্স্ট প্রোক্যাস্ট্রিনেটর"।
  • kallol | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:১০ | 119.226.79.139
  • ফটাস আছে। নক্ষী থেকে বালিগঞ্জ পাওয়া যায়। কিমাশ্চর্য ব্যাঙ্গালোরেও পাওয়া যায়। এট্টু নেবু চিপে মশলা দিয়ে দ্যায়।
  • sayan | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৩ | 115.241.61.172
  • সিকি, টাকা ডিসবার্সড না হয়ে থার্ড-পার্টি-এটিএম'এ যে ট্রান্স্যাক্‌শন "কমপ্লিট', তার সিস্টেম-লগ ঐ থার্ড-পার্টি ব্যাঙ্ককেই দাখিল করতে হয় কার্ডহোল্ডার ব্যাঙ্কের কাছে। সেক্ষেত্রে ট্রান্স্যাক্‌শন "ডিসপিউটেড' হলে আইসিআইসিআই পিএনবি'র সঙ্গে নন-পেমেন্ট ইন্টার্ন্যালি সেট্‌ল করে, কাস্টমারকে পিএনবি'এ সঙ্গে ইন্টার‌্যাক্ট করতে হয় না।
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৭ | 123.242.248.130
  • এসবিআইতে অনেকবার হয়, টাকা ফেরতও চলে আসে। পিএনবির কেসটা একটু আলাদা। সে আবার আমার আইসিআইসিআই কার্ডকে চিনতেই পারল না, গার্ড খুব তাচ্ছিল্যের চোখে আমাকে দেখে বলেছিল, আপনার কার্ড ড্যামেজ আছে।

    সেই থেকে আমি কোনওদিন পিএনবি এটিএম যাই নি।

    তবে এক্ষেত্রে পিএনবির সাথেই ফলোআপ করতে হবে। আইসিআইসিআই তাইই বলবে যা আপনার ইনফিনিটির মিনি স্টেটমেন্টে দেখাচ্ছে। ফল্টটা পিএনবির।
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৪ | 182.253.0.98
  • 'কেন যে'
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫১ | 182.253.0.98
  • জয়নগরের মোয়া বড্ড ভালো খেতে, কে যে লোকে হ্যাংলা মেয়েটাকে লোভ দেখায়!!
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫১ | 122.160.159.184
  • পিএনবির কলসেন্টারে কল করা যায় কেবল mtnl landline থেকে,কাল জানলাম।
    তবে তাঁরা আমার হাহাকারকে পাত্তা না দিয়ে কইলেন,নিজের ব্যাংককে বলুন গে যান।
    বেঁচে থাগলেই কতো কী জানা যায়,
    অতোচো - আকবা।
  • Netai | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৯ | 121.241.98.225
  • জয়নগরে যেমতি মোয়া পাওয়া যায় তেমতি বারুইপুরে পাওয়া যায় সারি সারি পেয়ারা আর লিচু গাছ। ঐ পেয়ারা আর লিচু তো কলকেতায় বসেও খেতে পারেন। কিন্তু যে জিনিষ লক্ষী লাইনের ট্রেনে না চড়লে পাওয়া যেতনা সেই জিনিষ হচ্ছে ফটাস জল। সূর্যপুকুরের। ছেলে বুড়ো ছুঁড়ি সবাই মিলে জমিয়ে খেত।
    এখন আর পাওয়া যায় কিনা জানিনা।
  • prateek | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪০ | 180.151.34.130
  • ডিডিদা,নেতাই এরা ভাটে আছেন জানলে একটু বুঝেশুনে পোস্ত করতাম ঃ)
  • Netai | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৮ | 121.241.98.225
  • জয়নগরের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। মোয়া ছাড়া এখানে শারদীয়াও পাওয়া যায়!!!
  • Netai | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৪ | 121.241.98.225
  • আমাকে লিখে দিতে হয়েছিল। কাজগ কলম ওনারা সাপ্লাই করেছিলেন। ঘটনাটা ৪ বছর আগেকার। এখন বদলে যেতেও পারে।

    দুই ব্যাংকের সাইটেই অনলাইন কমপ্লেন ডেলে রাখুন। তাহলেই কাজ হয়ে যাবে নিশ্চিৎ। এটিএমের লোকেশন টাইম টাকার অ্যামাউন্ট আর অ্যাকাউন্ট নং দিতে হবে মনে হয়।
  • dd | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩০ | 124.247.203.12
  • অথচ জয়নগর গ্যালে মোয়া আনবারই কথা।
  • prateek | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৬ | 180.151.34.130
  • byang কে ধন্যযোগ, সেদিন জয়নগর গিয়ে শারদিয়া পেয়েছিলাম।
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৪ | 122.160.159.184
  • সায়ন,১,২ --হ্যাঁ।
    নেতাই,অ্যাপ্লি লিখে দিতে হবে নাকি?

    আসল কথা হল,এটিএমের ওপর বিশ্বাস হারানো কি পাপ?চেকে টাকা তোলা খুবি অসুবিধে।
  • Netai | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৭ | 121.241.98.225
  • আমার সাথে একই জিনিষ হয়েছিল কয়েকবছর আগে। রাত্তির বেলায় ব্যাংকের পাশের এটিএমে। পরদিন ব্যাংকে যেতে হাসি মুখে বললো অ্যাপ্লিকেশন লিখে দাও। মিনি স্টেটমেন্ট অ্যাটাচ করে। কয়েকদিন পরে অ্যাকাউন্টে টাকা চলে এসেছিল।
  • sayan | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৫ | 115.241.61.172
  • ১) ট্রানজ্যাকশান সিলিপ টা রাখবেন, টাকা ফেরত না-আসা পর্যন্ত।
    ২) কোন্‌ ব্যাঙ্কের কাঃ কেয়ারে ফোং করেছিলেন? একটা কেস আইডি দিয়েছে নিশ্চই। ওটা পরে কোট করতে লাগবে।
    ৩) বারো ঘন্টায় ফিরে আসবে কিনা সন্দেহ। মোটামুটি সাতদিন লাগে। অনলাইন চেকিয়ে নেবেন।
    ৪) সাতদিন পরে না ফিরলে কার্ডহোল্ডার ডিসপিউট ফর্ম ভরে নিজের ব্যাঙ্কে পাঠিয়ে দিলে টাকা ফিরে আসে।

    * যেহেতু আইসিআইসিআই ব্যাঙ্ক, একটু ফলো আপ করে নিয়েন।
    ** এটিএমের মধ্যে সিকিওরিটির বসে থাকা একটু বিপজ্জনক। ঝেড়ে ভালো করেছেন।
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৫ | 122.160.159.184
  • টাকা আসে নি,এলে এসেমেস আসতো।ভাবছিলাম এট্টা মেলও ঠুকে দিই,কিন্তু ওয়েবসাইট খুলে মনে হল একটু টাইম লাগবে।

    তবে কর্তা ক্ষমাসুন্দর হেসে(ফোনে) বল্লেন,যেদ্দাও, কত হারায়,কত এদিক ওদিক-(একেবারে বাজে কথা)
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:০০ | 122.160.159.184
  • এই সিম্পেথী-এরই দাম পাঁচ লাখ,ভেউ,ভেউ।

    অর্পণ,icici bank,punjab national bank atm
    গার্ডটি বেশ সন্দেহজনক,সব সময় এটিএমের ভেতরে বসে থাকে,বলে বলে বের কর্তে হয়।তবে আমি ওকে তেমন কিচু বলিনি,পাশের দোকানের ছেলেটি আর ড্রাইভারই বল্ল।
  • Lama | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৬ | 117.194.238.18
  • *ব্যাংক কোনো ভাবেই দায়ী থাকবে না
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৫ | 182.253.0.98
  • ডিঃ আমি গার্ড কে ঝাড়ার ব্যাপারে কিছু বলি নি, এটা লামার কথার ওপর কথা।
  • Lama | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৫ | 117.194.238.18
  • আমাদের পাড়ায় একটা এস বি আইএর এ টি এম আছে, তাতে এ টি এম কার্ড ঢোকালে পর্দায় যে লেখা ফুটে ওঠে, তা বাংলায় অনুবাদ করলে এইরকম দাঁড়ায়-

    "চার অঙ্কের গোপন পিন নাম্বার এন্টার করার আগে এক থেকে সাতচল্লিশের মধ্যে যে কোন সংখ্যা টিপুন এবং আপনার দেওয়া সংখ্যাটি এই পর্দায় ফুটে উঠছে কিনা লক্ষ্য করুন। যদি ফুটে না ওঠে তাহলে পিন এন্টার করা বা টাকা তোলা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার আর্থিক লোকসান হতে পারে যার জন্য ব্যাং কোনো ভাবেই দায়ী থাকবে না।'
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৩ | 182.253.0.98
  • হ্যাঁ, ঝাড়া বা চমকানোর কোন বিকল্প নেই!!
  • santanu | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫০ | 95.141.130.90
  • বারো ঘন্টার মধ্যে টাকা ফেরত আসাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তবে আসবে।

    আর এটিএম গার্ড ঝাড় খেল ক্যানো? এই রকম বাজে এটিএম মেসিন গার্ড করে বলে?
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৭ | 182.253.0.98
  • তারপর কি?? আজকে টাকা ফেরত এসেছে??
  • ppn | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৪ | 216.52.215.232
  • এসবিআইয়ের এটিমে আইসিআইসিআই-এর কার্ডে আমার দুবার হয়েছে। দুবারেই টাকা ফেরত পেয়েছিলাম। কিন্তু তার পর থেকে এসবিআইয়ের এটিএম এড়িয়ে চলি।
  • ppn | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৩ | 216.52.215.232
  • কোন ব্যাঙ্কের এটিএম? আর কোন ব্যাঙ্কের কার্ড?
  • Lama | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৩ | 117.194.238.18
  • কুমুদি, সাধারনতঃ এসব ক্ষেত্রে দিন সাতেকের মধ্যে টাকা অ্যাকাউন্টে ফিরে আসে। আমার একধিকবার হয়েছে। যদি সাতদিনের মধ্যে না আসে তখন হেল্পলাইনে ফোন করে একটু চমকে দিলে কাজ হয়।
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৯ | 122.160.159.184
  • এট্টা ছোট প্রব্লেম শেয়ার কর্তে চাই।
    কাল আপিস ফেরতা হাক্লান্ত গেলুম এটিএমে টাকা তুলতে।দশ-নাঃ থাগ্গে আট নাঃ পাঁচ।কার্ড ঢোকালাম,সব ঠিকঠাক কল্লাম,মেশিন দ্যাকাল your transaction in process,কিন্তু টাকা বেরোল না।
    ইদিকে এসেমেস এসে গেল তোমার খাতা থেকে পাঁচ হাজার মাইনাস হয়েচে।মিনিস্টেটমেন্টও তাই দেকাল।

    কেউ বল্লে পেত্যয় যাবে না,কিন্তু এত ক্লান্ত ছিলাম যে একবার মনে হল ধুত্তেরি,বাড়ী যাই,টাকা মাটি ইঃ।তার্পরেই বিবেকবাবু জেগে উটে কইতে লাগলেন,"খেটে রোজগার করেচ,ফেলে যাবে?সারা রাত ঘুমোতে দেবুনি,এই কয়ে দিলুম"
    সুতরাং সেইখানে দাঁইড়ে-
    ১।ব্যাংকের কল সেন্টারে কমপ্লেন করলুম,ঠিক একঘন্টা চেষ্টার পর যিনি ধর্লেন তিনি কইলেন "আহা এ একটা কথা হোল? কালই দেকবেন পয়সা ফিরে এয়েচে"।কেমন সন্দো হল,আবার ফোন কর্লুম,মাত্র পঁয়্‌তাল্লিশ মিনিট বাদেই আরেকজন কইলেন,কমপেলেন নোট করা হইল,এই ন্যান নং,টাকা ফেরতের বিষয়ে কিচুটি কইতে পার্ব না,সাদ্দিনের মদ্যে জান্তে পার্বেন।
    ২।পাশের সাইবার কাফের মালিক ও আমি এটিএম গার্ডকে এট্টু ধমকধামক দিলুম।

    বাইরে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি,বাড়ী ফিরে দেখলুম রান্নার লোক(বাঙালী) চলে গেছে,কেননা বৌদি ফেরেনিকো,কী করতে কী করব!
    হোঃডেঃ,আরো চারশো অর্থদন্ড।
  • sayan | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৭ | 115.241.61.172
  • শেষ দুটো উত্তাল দিলো ঃ-))
  • Lama | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৩ | 117.194.238.18
  • আরো দুয়েকটা মিস করে গিয়েছিলাম-

    বেহালার একটা সাইনবোর্ডে দেখতাম "...শিকমু...দ্রাভা...'। কাছে গিয়ে দেখি "বৈদেশিক মুদ্রা ভাঙ্গানো হয়'

    তবে সবার ওপরে রাখব- "এখানে ছবি ও দাঁত তোলা ও বাঁধানো হয়'
  • Lama | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:২১ | 117.194.238.18
  • আমাদের পাড়ায় আছে "চোখের খিদে" - সাইনবোর্ডটা হল- একটা চোখের ছবির পাশে লেখা "এর ক্ষিদে'।

    আরেকটা মাংসের দোকান আছে, সেখানে অমিতাভ বচ্চনের কাটআউটের কাঁধে একটা মুরগির কাটআউট, পাশে লেখা "সুগুনা চিকেন। কচি, নরম, সুস্বাদু!'

    বাঘাযতীনে আছে তেলেভাজার দোকান "Vaazaa Snacks '

    বানতলায় বাসন্তী রোডের ধারে কিসের যেন একটা দোকানের সাইনবোর্ডে লেখা "প্রোঃ মদন শিকারী ও বর্জন মন্ডল'

    আরেকটা দোকানের নাম "সরস্বতী শিশু শিক্ষা নিকেতন', সেটা আসলে দর্জির দোকান।
  • sayan | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:১০ | 115.241.61.172
  • সে এককালে রঙ্গন্দার পাড়ায় ছিল হোটেল অন্নপূর্ণা, কী তার ঝোলের রঙ, ডালের বাহার! এখন দেখি নতুন সব, "আ যা, খা যা', "খানে চল'। কোরামঙ্গলা ফোর্থ ব্লকে একটা আছে না, "ডাল-রুটি'?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত