ব্যাং ঃ-))তোর প্রজারা তাপ্পর কি কল্ল? আর শংকর কে কেন পছন্দ নয় রে?
পাই তুই কথা না বল্লে বোঝ যাবে কি করে যে তুই আছিস ঃ-০--মানে দেখা তো বোধহয়ারই যেতনা তকহ্ন --তাই ভাবছি
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৯ | 198.82.20.244
কোন কোন ক্লাসে মনিটরদের আবার ঘুষ দিত প্রজারা। যদ্দুর মনে পড়ছে ক্লাস থ্রিতে। তাদের অগাধ ক্ষমতা ছিলো। ইস্কেলহাতে সশস্ত্র মনিটর।
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৮ | 151.141.84.194
লামা, আপনি তো তাহলে সেই পালবংশীয় রাজা গোপালের মতন। ঃ-)
Lama | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৬ | 117.194.244.129
আমিও মনিটার হয়েছিলাম- তাও আবার জনগনের ভোটে
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৪ | 151.141.84.194
ক্লাস স্ট্রাগল একেই বলে। ঃ-)
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৪ | 122.178.210.6
*ক্লাসের।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৩ | 122.178.210.6
আমাকেও এই একই কারণে ক্লাস্র মনিটর করা হয়েছিল , ঐ একই উদ্দেশ্যে। কিন্তু আমি ভারি প্রজাপালিকা মনিটর ছিলাম বলে দেখা গেল আমাকে মনিটর করার তিন পিরিয়ড বাদে পুরো সেকশন হেডমিস্ট্রেসের ঘরের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে।
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৩২ | 151.141.84.194
পাই,শের শাহ চোর ও ডাকাতদের ধরে ধরে পাহারাদার হবার অ্যাপয়েন্টমেন্ট দিতেন। ঃ-) আকা, হৃদয়ে পশিলে তাহা মনে থাকে শত শরতের পারেও। ঃ-)
সন্দীপনের জীবন সম্পর্কে আমার শুধু দুটো তথ্য জানা আছে - ১নং উনি একবার হাতির পিঠে চড়ে বাড়ি ফিরেছিলেন ২ নংটা অসইব্যমতন, বলা যাবে না।
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৩০ | 72.83.92.218
আমাকে ক্লাসের মনিটর করে দেওয়া হয়েছি তো। কারণ আমি ক্লাসে সবচ বেশি বকবক করতাম। এক দিদিমণির মাথায় বুদ্ধি বেরিয়েছিল যে ওটাই হবে আমাকে শায়েস্তা করার উপায় ! তাঁর দুরাশা পূর্ণ হয়নি বলাই বাহুল্য।
aka | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২৮ | 168.26.215.13
অ্যাঁ পঁচিশ বছর আগে দেখা লাইন এখনও মনে আছে।
আর সন্দিপনকে মেলানোর উপায় জানা থাকলে আমাকেও জানিও বাপু আমারো দু চারজনকে মেলানোর আছে।
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২৭ | 72.83.92.218
আরে ব্যাংঅদি, তার আগেই সন্দীপন নিয়ে তোমার কমেন্টের পোস্ট পড়ে আমি ভেবেছিলাম তুমি ওঁকে বলছি।
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২৪ | 151.141.84.194
ব্যাং, আমিও শুনি নি এ গান। আজ থেকে প্রায় বিশ কি বাইশ বছর আগে এক বন্ধুর শরৎকাল রচনায় কোটেশন হিসাবে দেখেছিলাম কয়েকটা লাইন। তখন মনে হয়েছিলো এটা নিশ্চয় গান, আর কী আশ্চর্য গান! তাই ভাবলাম, যদি এখানের কেউ জানেন!
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২২ | 122.178.210.6
নিশি, শংকর
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২২ | 151.141.84.194
ব্যাং, সেই যে কার যেন ছোটো মেয়ে তোমার প্রাণের বন্ধু বল্লে! ঃ-)
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২১ | 198.82.20.244
রঙ দে বসন্তির পর হল দে পাই? আমীর খানকে এগটা খবর দেয়া হোক।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২১ | 122.178.210.6
নিশি, আমি কক্ষনো এই গানটা শুনিই নি। জানতামই না।
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২০ | 198.82.20.244
ঃ-)) ইপিস্তার কথায় সেই ইশকুলের মনিটরদের কথা মনে পড়ে গ্যালো। নাম টোকার খাতা। ব্ল্যাকলিস্ট। স্টার দেওয়া। বোর্ডে নাম টাঙানো। আমি ইপিস্তাকে ভাটের মনিটর হিসেবে সাজেস্ট কচ্ছি।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২০ | 122.178.210.6
হলদেপাই, আমি আজ কখন সন্দীপনকে মেলাতে পারি না, বললাম?
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১৬ | 151.141.84.194
ঠিক আছে পাই। ঃ-)
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১৬ | 72.83.92.218
আবার কিন্তু নামগুলো নোট করছি ! x-(
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১৫ | 72.83.92.218
আমি পারবো না। জানিনা।
siki | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১৪ | 122.173.2.250
আইলা রে লড়কী মস্ত্ মস্ত্ তু পাইলা রে ...
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১৪ | 72.83.92.218
বসন্ত, নাকি পতনের সম্মুখীন ?
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১২ | 151.141.84.194
কুমু ব্যাং পাই বা আর কেউ, একটা গান দিতে পারবেন? মানে গানের কথাগুলো। "এসো গো শারদলক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে" এই গানটার পুরোটা। আগাম থ্যাংকু।
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১২ | 198.82.20.244
পাই হলুদ হয়েচে। ওরে, বসন্ত জাগ্রত দ্বারে!
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১১ | 72.83.92.218
উফ্ফ !
pilaa | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১০ | 72.83.92.218
লামাদা, মেইল।
siki | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:০৮ | 80.239.243.97
তাও তো এরা আমার গান শোনেই নি। হাঃ
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:০৬ | 198.82.20.244
আমার গানেরও তেমন সমজদার নেই। গেয়ে আর ক্ষি হবে। পীড়ের থানে হত্যে দিয়ে অমন গলা পেলাম, সে জিনিস বৃথাই গ্যালো।
kc | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:০৬ | 178.61.96.29
আঃ ন্যাড়াদা, গোল করনা, তুমিতো আর পালাও নাই। তাছাড়া তোমার প্রশংসা একটু রেখেঢেকে কত্তে হয়, (অবভিয়াস কারণেই ;-))।
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:০৪ | 151.141.84.194
বোধি সঙ্গে একটা ক্ক খুঁজে পেলাম। এখানের আপিশিয়াল লেখাটেখাগুলো আঁতেল, কিন্তু ঠেক বেশ আমজনতা-আমজনতা টাইপ, বেশ একটা গণতন্ত্র। যদিও গণতন্ত্রেও নানা কাঁটা আছে বটে। ঃ-)
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:০৪ | 72.83.92.218
গুজরাতের কেসটা কী হচ্ছে ? এ জাজমেন্টে তো দেখি সবাই খুশি। নরেন মোদীও খুশি , তিস্তা সেতলওয়াড ও খুশি !
কেসির ওপর আমারও আস্থা ছিল কিন্তু হায় ব্রুটাস। নাঃ এরপরে আমার ভিসিওতে মন দেওয়া ছাড়া কিছুই করার নেই। আমারও ন্যাড়াদার গান ভালো লাগে, ঈশানের গান ভালো লাগে, পাইয়ের গান ভালো লাগে, এমনকি আমার নিজের গানও ভালো লাগে। কিন্তু আমি কি সেসব কথা বলতে গেছি। যাই নি, একেই বলে ভদ্রতা।
nyara | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৬ | 122.172.170.189
সে কী! কেসির আমার লেখা ভাল লাগে না? আমার দীর্ঘ কবিতা 'হেমন্তের রান্নাঘরে আমি পোস্টম্যানের টিন' ভাল লাগেনি? কিম্বা ধর আমার সেই যুগান্তকারী উপন্যাস, 'হড়হড়ে'? প্রবন্ধ 'রবীন্দ্রসাহিত্যে থানকুনি পাতা'? বলে কী রে!
একটাও ভাল লাগেনি। এই হল সাহিত্যিকের জীবন!!
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৪ | 151.141.84.194
আমি তিনজনকে মিস করি, অক্ষ, স্যান আর ব্ল্যাংক। এরা এলেন কিনা দেখতে উঁকি মেরে যাই রোজ। এরই মধ্যে সাইড এফেক্ট হিসাবে কিছু বকবক। ঃ-)
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৩ | 151.141.84.194
কেসি, বোধি আঁচড় কাটেন। "ব্রহ্মদত্ত যখন কাশীর রাজা ছিলেন বোধিসঙ্কÄ তখন..."ঃ-)
kc | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫০ | 178.61.96.29
আমার বোধির লেখা খুব ভাল লাগে, রঙ্গনকে খুব ভাল লাগে, দমুদিকে অক্ষদাকে আরও বেশি ভাল লাগে, রাবন্দাকে আরও আরও বেশী। এরকম বেশ কিছু লোকের জন্যই পুরাকালে এই ছাইটে এসে নীপা হয়ে বসে থাকতাম। এখন এঁনারা আর আঁচড়টিও কাটেননা। তাও এখানেই বসে থাকি।
এটাই সোকল্ড বড় বড় লেখকদের সঙ্গে এঁদের পার্থক্য। যখন ভাল লাগেনি এনারা চুপ করে গেছেন। সুনীল অতীন শীর্ষেন্দুরা চুপ করতে পারেননি। কিছুটা পাঠকের ভালবাসায়, কিছুটা পেটের টানে। এইসব বড় বড় লেখকদের জন্য মাঝেমাঝে কষ্ট হয়।
aka | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৩ | 168.26.215.13
আঃ আর পারি নাকো। প্রতিভা এবং সেলেবিলিটি এবং ইচ্ছে সবারই আছে কম বেশি। যেমন হানুদার ইচ্ছে এবং প্রতিভা সবই বেশি কিন্তু সেলেবিলিটি মাত্র তিনজন, এই দিয়ে গুচতেও মাল বেরবে না। এক্ষেত্রে সেলেবিলিটি বাড়ানোর দিকে নজর দিতে হবে। মনে রাখবেন ঢাক যদি বাজাতেই হয় নিজের ঢাক নিজে বাজাবেন। এর মধ্যে কোন অ্যানালিসিস নাই, শুধু অভিজ্ঞতা। একবার আমার বন্ধুকে ঢাক বাজাতে দিয়েছিলাম। তো, হল কি সবাই যখন চলে টলে গেল তখন সেই বন্ধু আমার কাছেই আমার ঢাক বাজাতে আরম্ভ করল। সেই থেকে নিজের ঢাক নিজেই বাজাই। আপনাদেরও কাজে লাগতে পারে।
তারা নিজের মিডিয়া করে নেবে। এই যেমন আমি ছোটোবেলায় করে নিয়েছিলাম, এবং আবার করবো ;-) আমি দেখেছি, আমার সেরা উপন্যাসটার পাঠক সংখ্যা তিন। সাড়ে পাঁচের মেয়ে সহ ;-)
h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩০ | 203.132.214.11
কিন্তু আমার সেক্রেটারি নেই বলে আমাকে এরকম মধ্যমানের প্যাঁক খেতে হবে ভাবি নাই ঃ-)
হায়, আমার মত লোক যাদের প্রতিভা বা সেলেবিলিটি নেই শুধু ইচ্ছে আছে তাদের কি হবে?
h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৭ | 203.132.214.11
আর একটা ক্লারিফাই করে দি, আমার গু চর একটা সিগনিফিকান্ট পার্সেন্টেজ এডিটেড লেখা ভালো লাগে না, কিন্তু ঠেক টা ভাল্লাগে, মানে মদ, খাবার আর বই, ইন দ্যাট অর্ডার, এইসব নিয়ে বেসিকালি পরিচয় না থাকা লোকের সংগে ঠেকের আইডিয়াটা। মাঝেই মাঝেই তোর বা অন্য অনেকেরি কোম্পানি মিস করি। ওদিকে দেশে র কোন লোকের সংগে আমার আলাপ নাই, না হলেও কোনো অসুবিধে নেই। আর ওনারা কমারশিয়াল যে সব আউটঔট দেন, সেটা অন্যান্য বিভিন্ন কমারশিয়াল আউটপুটের মত আমার কাছে আকরষণীয় হয় নাই। what i can get in a movie teaser or a television crap or in other forms of product or lifestyle adverts are better done there
aka | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:১৯ | 168.26.215.13
আঃ ওটা ছিল বিজনেস হাউসের স্ট্র্যাটেজি। এবারে লেখকের স্ট্র্যাটেজি ডিসাইড করতে হলে তিনটে জিনিষ দেখতে হবে - ১। প্রতিভা, ২। ইচ্ছে, ৩। সেলেবিলিটি। এবারে যদি ধরি এই তিনটে ইন্টারসেক্টিং সার্কেলস তাহলে এদের ইন্টারসেকশন স্পেসটাই হল লেখকের প্লেয়িং গ্রাউন্ড। (কি দিলাম অথচ যোগ্য মূল্যায়ন নেই, ভাবছি দেশে পাঠাব কিনা, এরপর পাঠকের স্ট্র্যাটেজি জানতে হলে সেক্রেটারির সাথে যোগাযোগ করুন, ফ্রিতে এর বেশি মেলে না)।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন