এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:০১ | 203.132.214.11
  • পরা।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:০১ | 203.132.214.11
  • এবং সেটা করতে গিয়ে অখাইদ্য লেখা আর ভালো পাঞ্জাবি পড়া। ;-)
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫৯ | 203.132.214.11
  • হ্যাঁ কেস্টা যে সাহিত্য না মূলতঃ বিজনেস এই নিশ ব্যাপারটা বোঝার জন্য আমি তোর নিশ অ্যানালিটিকাল ইয়েটা পড়ে নিলাম। এমতাবস্থায় আমাদের মত যাশপ্রার্থী দের কর্তব্য হল, দেশের জন্য দেশের মত লেখা আর গুচর জন্য গু চর মতো লেখা যাতে কিনা সংসার ও চলে , একটা ইয়ে মতো ও হয় ঃ-)
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৬ | 168.26.215.13
  • দেশ হল সমস্ত বঙ্গ সমাজের জন্য আর গুচ হল কতিপয় সম মনস্ক মানুষের আড্ডাখানা। এখানকার লেখা সমূহ সেই কতিপয় লোক যারা গুচতে আসক্ত তাদের ভালো লাগবেই কারণ তা না হলে গুচতে তারা আনাগোণা করতই না। অন্যদিকে র‌্যান্ডমলি পিকড বাঙ্গালির দেশের অন্তত একটা লেখা ভালো লাগার প্রোবাবিলিটি ৭০% গুচর ক্ষেত্রে এটা বোধহয় ২% বা ৩% হবে। এক্সাট সংখ্যাগুলো কোন মানের নয় কিন্তু ৭০ঃ২বা৩ টা ইম্পর্ট্যান্ট। টেকনিকালি বললে দেশ হল সবার জন্য গুচ হল নিচ -দেশের বিজনেস স্ট্র্যাটেজি। এর ভালো মন্দ নেই, বিজনেস হাউস বিজনেস চালাচ্ছে, যেদিন এই কম্পিটিটিভ অ্যাডভানটেজটা ধরে রাখতে পারবে না সেদিন আপনিই উঠে যাবে। (একটা অ্যানালিটিকাল মাত্রা দিলাম)
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৭:২২ | 121.244.209.245
  • ও জলে হবে না। তরঙ্গায়িত গঙ্গায় শেষ বিকেলে লঞ্চবিহার করতে চাই।
  • sayan | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৪ | 160.83.97.84
  • চিন্তা নাই। মিল্কি ওয়ে আছে তো। মিল্ক যখন, জল কি আর থাকবে না? তুমি বরম মহাশূণ্যেই ঘুরে এসো স্পেস কাউবয় হয়ে ঃ-)
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৭:০১ | 121.244.209.245
  • কিন্তু আমি তো জলপথে যেতে চাই। মহাশূন্যে পাঠিয়ে কী হবে?
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৫ | 123.242.248.130
  • শ্রীহরিকোটাতেও নিয়ে যাওয়া যায়।

    আমি আবার লং ড্রাইভে চল্লুম। (ও কিছু না, দিনের শেষে ঘরে ফিরছি)
  • sayan | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫২ | 160.83.97.84
  • কাজু লঞ্চড হতে চাইছে? কাজুকে চাঁদিপুর লঞ্চপ্যাড থেকে এসকেপ ভেলোসিটি দিয়ে মহাশূণ্যে নিক্ষেপ করে দেওয়া হোক।
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৯ | 121.244.209.245
  • বালালঞ্চ। অনেকদিন লঞ্চে চড়া হয়নি।
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৪ | 123.242.248.130
  • বাংলালাইভ নতুন অবতারে লঞ্চ করতে চলেছে। একটা গামা পুতুল সাজিয়ে রেখেছে ওদের ওয়েবসাইটে। বাকি সাইট ডাউন।
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৩ | 123.242.248.130
  • বাপ্পো!
    আঃক্কঃ
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৬ | 59.163.201.173
  • সইকত... কত সই...সো মেনি অটোগ্রাফস্‌...সো মেনি টিকেন !
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৭ | 203.132.214.11
  • বাই দ্য ওয়ে সইকত, তুমি নির্বিঘ্নে নিজের মতামত দিতে পারো, কেউ একটা ব্লগ সাইটে কতগুলো অপিনিয়ন পড়ে পাঠাভ্যাস পালটায় না ঃ-)
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৩ | 203.132.214.11
  • আমার মেজরিটারিয়ান ভুলটি স্বীকার করলাম। প্রথমবার হিন্দু কথাটা লিখতে ভুলে গেছি। বেশি দেশ আর তপন রায়ে্‌চ±ধুরি পড়লে এরকম হাগজে্‌যাগ্য মাল ই বেরোবে অবশ্য। সরি গাইজ।
  • saikat | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৩ | 202.54.74.119
  • ব্যাং তো শংকরকে না মেলাতে পারার কথা বলল।
  • kc | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩১ | 194.126.37.78
  • তপন রায়চৌধুরীর সঙ্গে অশোক মিত্রর বোধহয় হালকা মতন খিঁচ আছে। দুজনেই নাম না করে একে অন্যকে হালকা করে চিমটি কাটেন। আমোদ লাগে বেশ।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৯ | 72.83.92.218
  • ব্যাঙদি, সন্দীপনের লেখার সাথে ওঁকে মেলানো যায়নি বলতে ? লেখাতে কি নিজের তেমন মহান ইমেজ টিমেজ বানাতেন ? বরম উল্টো তো।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৮ | 72.83.92.218
  • কারুর কাছে কুমোরটুলির ফোটো আছে ? বাহন টাহন সমেত দুর্গার ফুল ফ্যামিলি ?
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৫:২০ | 203.132.214.11
  • প্রথম টা শিক্ষিত মুসলমান বেকারের তুলনায় ঃ-)

    এটাই আবাপ র মেন মজা ... জয়া চ্যাটার্জির বই এর পুস্তক সমালোচনা বেরোবে , কেউ মনে রাখবে না, কিন্তু তপনবাবুর মাধ্যে পারসিভড উইসডম আরো ছড়িয়ে পড়বে, আর সকলেই ভাববেন, আহা জ্ঞানীমানুষ কইতাছেন। আমরা তো লিবেরেল ইত্যাদি।

    বিট বলক্স, ইনস্পাইট অফ বরিশাল কানেকশন।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৬ | 203.132.214.11
  • টিপিকাল রিসেন্ট উদা হল ত্‌পন রায়ে্‌চ±ধুরী। ভীষাণ মজার লেখা ইত্যাদি ... কিন্তু কতিপয় পোলিটিকাল বক্তব্য কি?

    ১ - ১৯৪০ এ শিক্ষিত বাংআলির অবস্থা খারাপ ছিল।
    ২ - নিজের চাগরির জন্য অনেকের আশীর্বাদ পাওয়া ঠিক, তবে বামপন্থী রা দুষ্টু কারণ ওরা ইতিহাস ডিসিপ্লিন এ আশীর্বাদ একটু বেশি করেছেন।
    ৩ - ভালো মুসলমান রা ( ঐ লেগ নেতা) মনে মনে কষ্ট পাইতাছেন।

    এইগুলা আর কিসু না চিরস্থায়ী বন্দোবস্তের পরেকার জমিদার দের জেনেরাল পজিশন, এগুলোর ভালো মন্দ কিসু নাই, পুরোপুরি রাজনৈতিক অবস্থান, কি করে অবহ্যালা করে পড়ি।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৮ | 203.132.214.11
  • নন ফিকশন ঐ পরিচিত পোলিটিকাল ঠ্যাঁটামো গুলো বাদ দিলে ঠিক আছে। মানে ফিকশন ও অবশ্য তাই ;-)
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৪ | 203.132.214.11
  • সে তো না বললেও ভাববে, অথবা টিটকিরি দেবে। প্রথম দুটো ডিট্টো। বাই দ্য ওয়ে আমি মূলত ফিকশন রেফারেন্সে এ কথা বলি্‌ছ।
  • saikat | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩২ | 202.54.74.119
  • অপিচ, লোককে বললে আঁতেল ভাববে, তাও বলি। দেশ পত্রিকাটার এতদিনে সবসুদ্ধ চারটে সংখ্যা পড়েছি। একটা শক্তি চাটুজ্যে মারা যাওয়ার পরের সংখ্যা, একটা বিভূতিভূষণের জন্মশতবর্ষের সংখ্যা, একটা গণেশ পাইনকে নিয়ে সংখ্যা আর একটা জীবনানন্দের "কল্যাণী" উপন্যাসটা যে সংখ্যায় বেরিয়েছিল সেটা।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩০ | 203.132.214.11
  • আই সি
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৯ | 203.132.214.11
  • দেখি তো
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৮ | 203.132.214.11
  • o jaak ..
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৭ | 203.132.214.11
  • ki kaanDa.
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৬ | 203.132.214.11
  • খুব ভালো কোরেছো পড়নি। সময় নষ্ট। ঠিক যে যে কারণে পড়নি, প্রতিটাই প্রতি পাতায় সত্য, এই বার পূজা সংখ্যায় ঃ-)
  • saikat | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৩ | 202.54.74.119
  • কী দুর্ভাগ্য আমার! দেশানন্দ কোনদিন পড়লাম না বলে জানাও হোল না, এ দুটি পদের না আপদের।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:২২ | 203.132.214.11
  • baaki Jaa aachhe, naTa oyaartha a menshan, gata bish tirish basare.
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:২১ | 203.132.214.11
  • desh jinisaTaa konodina -i khub pader kisu chhila naa. aranyadeb saha sab gappa upanyaasa i asahya chhila. raamaki`mkar ke niye lekhaaTaa samaresh basu r oiTaa o aar ki aabaauTa 1 the 4 aanaa mata bhaalo.
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:১০ | 123.242.248.130
  • মাঝে মাঝে পূর্বজন্ম মনে হয়।
  • kumu | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৭ | 122.160.159.184
  • সায়ন ইত্যাদিদের ছোটবেলার দিনগুলোর জন্য মনখারাপ?
    এদের কিশোরবেলা কি শেষ হয়ে গেছে?
  • kumu | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৪ | 122.160.159.184
  • কেউ এবারের পত্রিকার প্রচ্ছদ দেখেছে?আমার বেশ লেগেছে,হোক না একটু পুরোনো আইডিয়া।আমি ভালবাসি এইরকম উৎসবের গন্ধ লাগা প্রচ্ছদ।
  • sayan | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:০১ | 160.83.97.84
  • আজ একটু মনখারাপ করি।
  • sayan | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:০১ | 160.83.97.84
  • সবচাইতে ভালো লেখাগুলো মাঝের পাতা থেকে কিছুটা পড়েই তুলে রাখা, খুঁজে বার করা অপেক্ষাকৃত নট-সো-গুড ছোট বড়ো গল্পগুলো। সেগুলো পড়তে পড়তে না-পড়া গল্পগুলোর বেপরোয়া টান। তারই মাঝে দুপুরে খাওয়ার ডাক আর আনন্দমেলা বেহাত হয়ে যাওয়া। কোনওরকমে গোগ্রাসে গিলে ফিরে তুলকালাম করে আনন্দমেলার পুনর্দখল। চিৎ হয়ে শুয়ে পড়লে বইয়ের বাঁধাই ঢিলে হয়ে যাবে, পাতার কোণ মুড়ে যাবে তাই উপুড় হয়ে শুয়ে, কনুইএর নীচে বালিশ রেখে .... মাঝে মাঝেই প্রথম পাতায় ঝকমকে ছবিতে চোখ বুলিয়ে নেওয়া, হাসিখুশী মুখ সব .... ভেতরের কিছু পাতা জোড়া থাকলে পেন্সিল কাটার ব্লেড মজুত, এদিকে বাইরে আকাশটা কী উঙ্কÄল নীল, দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ, চেনা গানের কলি মনে মনে।

    পৃথিবীর সব খুশী পাওয়া হয়ে গেলেও ঐ খুশীতম দিনগুলোয় একবারের জন্যও ফিরে যাওয়া যাবে না!
  • byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৫ | 122.178.210.6
  • বিমল দাসের উপর কোনো কথা হবে না। আহা, সত্যি রে সান্দা, ঐ দুপুরগুলো যদি সত্যিই আবার ফিরে পাওয়া যেত!! লাল মাটি তো দেখালাম নারান দেবনাথের সব কমিক্স খুঁজেপেতে সংগ্রহ করে কমিক্স সমগ্র বার করছে, যদি বিমল দাসের সদাশিবটাও বই আকারে বার করা যেত। আমি একবার হর্ষ দত্তর সঙ্গে দেখা করেছিলাম পুরনো আনদমেলাগুলো গোডাউনে পড়ে নষ্ট না করে আমাদের মত লোকজনের কাছে বিক্রি করার বুদ্ধি দিতে গেছিলাম। তো উনি তখন বলেছিলেন আনন্দ নিজেই নাকি চেষ্টা করেছিল সদাশিবটা বই আকারে বার করতে, কিন্তু অনন্দর কাছেই নাকি আনন্দমেলার ঐ সময়কার সব সংখ্যা নেই, যেগুলোয় সদাশিব বেরিয়েছিল।
  • sayan | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৪ | 160.83.97.84
  • দেবাশীষ দেব'এর হাসিখুশী কার্টুনগুলো .... বিমল দাস'এর আঁকা প্রচ্ছদ, সদাশিব .... যদি একবার ফিরে যাওয়া যেত সেই দুপুরগুলোয় ঃ-(((
  • sayan | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৪ | 160.83.97.84
  • কৃষ্ণেন্দু চাকী'র ইলাস্ট্রেশন ছিল মাছের কাঁটার মত।
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৮ | 124.247.203.12
  • আমার বিশ্রী লাগের মধ্যে পুরন্দর ভাট।

    নীহার রঞ্জনের কিরিটী ভয়ানক খারাপ লাগতো সেই ছোটোবেলাতেই।"দুরন্ত ঈগল" পড়ি পর্যন্ত্য নি। হেমেন রায় কোনো রকমে পড়তাম। সন্তোষ ঘোষকে অখাদ্য লাগতো। প্রতিভা বোসের আত্মজীবনী পড়ে দাঁত কিড় মিড় করতাম।

    ইলাস্ট্রেশন নিয়ে খুব নাক উঁচু ছিলো। দেব সাহিত্য কুটিরে আঁকতেন তুকাচ। দু চক্ষে দেখতে পারতাম না। এখনকার ইলাস্ট্রেটররা তো ফাটাফাটি আঁকেন।
  • Netai | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৪ | 121.241.98.225
  • ভুল করে না হলে বলতেই হত বড়ই জটিল বাক্য। অবিশ্বাস না করিবার অক্ষমতার মতন।
  • byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:০২ | 122.178.210.6
  • আগের পোস্টে 'সেটা আলাদা করতে পারি না', দুইবার লেখা হয়ে গেছে।
  • byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:০০ | 122.178.210.6
  • অবিশ্যি ডিডিদা মনে হয় ঠিকই বলেছেন। আমি কিছুতেই একজন মানুষের কাজের থেকে সেই মানুষটির ব্যক্তিজীবনকে আলাদা করতে পারি না সেটা আলাদা করতে পারি না। আর মনখারাপে ভুগি।
  • byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৮ | 122.178.210.6
  • না ডিডিদা, তার জন্য না। ভদ্রলোককে অফিসেও খুব কাছ থেকে দেখেছি তো বেশ কিছু বছর ধরে। সেটাও হয়তো আরেকটা কারণ। মানে, আমি বলতে চাইছি, কাছ থেকে ভদ্রলোককে জানার পরে ওনার লেখার সঙ্গে ওনাকে না মেলাতে পারার জন্যই হয়তো আমার এই বিতৃষ্ণা।
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৫১ | 124.247.203.12
  • বোঝো। এর্পর বলবে কবীর সুমনের গান শুনতে ভাল্লাগে না কেনোনা উনি বিলকুল টেকো।
  • byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৭ | 122.178.210.6
  • আমার একটুও ভালো লাগে না ওনাকে। ওনার ছোট কন্যা আমার প্রাণের বান্ধবী, তার কাছ থেকে ওনার যেসব গল্প শুনেছি, তাতে মানুষটার প্রতি খুব একটা শ্রদ্ধা জাগে নি। খুবই ডমিনেটিং টাইপ।
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৫ | 124.247.203.12
  • ব্যাস - ব্যাংকেও চিঁড়ে চ্যাপটা করে দেবো।
  • kc | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৪ | 194.126.37.78
  • থাঙ্কু ব্যাঙ, উনি আরও বেশীদিন বাঁচুন। আমারও খুব ভাল লাগে ওনাকে। সেই কবে আশা-আকাঙ্খা বলে একটা উপন্যাস পড়েছিলাম। তবে ইদানিংকালে বিবেকানন্দ জ্বরে আক্রান্ত লাগে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত