নীনাদি, শিলাপটে লেখা? কী জানি, আমার মাথায় এখন কিছুই নাই, পাশে বসে একজন পঞ্চায়েতের কাজ, মিউনিসিপ্যালিটির আয়ের উৎস এইসব মুখস্থ করছেন, করেই যাচ্ছেন, কিন্তু মুখস্থ হচ্ছে না। এদিকে রাত বেড়েই চলেছে, রাত পোহালেই পরীক্ষা। সন্ধ্যেবেলায় অনেক কসরতের পরে ভারতবর্ষের ম্যাপে সব রাজ্যকে পয়েন্ট করা গেছে। কিন্তু এইদিকে তিনি মিউনিসিপ্যালিটি আর পাঞ্চায়েত নিয়ে হিমশিম খাচ্ছেন।
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৩১ | 12.149.39.84
ওমা কি বুদ্ধি রে তোর টিমটিম, নীলা আর স্বান্তনা দুটো মেয়ের নাম বুঝে গেলি কেয়ং :X আর বালাই ষাট মরতে যাবে কেন--ধ্যুস --
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:২৯ | 12.149.39.84
না হে তিমিচন্দর--ইয়াব্বড় উপন্যাস--ছোটবেলার গপ্প নয়
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:২৭ | 198.82.20.244
শুধু এইটাই মনে আছে যে নীলাঅ আর সান্ত্বনা দুজন মেয়ের নাম। নীলা মরেটরে গিয়ে থাকবে।
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:২৬ | 198.82.20.244
আজ্জোদা, ঃ-)
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:২৫ | 198.82.20.244
ছোটগল্প হবে। ছোটবেলায় পড়েছিলাম।
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:২৩ | 12.149.39.84
নে টিম্ভাই, একটা কুলু দি ই-- আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা--এবার বল
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:২১ | 198.82.20.244
পে কমিশনের সাথে*
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:২১ | 198.82.20.244
নীনাদির এই লাইনটা আমার চেনা। কিন্তু কোথায় পড়েছি মনে পড়লোনা।
সরকারি স্কুলটিচারদের মাইনে কমে না। পে কমিশনের বাড়ে শুধু। কোন ক্লাস পড়াচ্ছেন সেটা ইমমেটেরিয়াল। খুনটুন করে না ফেল্লে চাকরি যায়না। সুতরাং ওঁর কোনো অপকার হয়নাই। আমাদের একটু সুবিধে হয়েছিলো খালি।
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭ | 12.149.39.84
এই ব্যাং গেলি কই? প্রোশ্চেনটা কল্লম যে--পারলে তুই ই পারবি
aka | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:১৬ | 168.26.215.13
তা এরকম মনিটারি করতে করতে কেমন করে জানি স্কুলেরই লিডার হয়ে গেলাম। তখন নিচু ক্লাসের ছেলেদের মায়েরা এসে দেখাত এই দ্যাক এনার কথা শুনে চলবি ইত্যাদি ইত্যাদি। তো এখন কি হয়েছে সেই ছোট ছোট ছেলেরা তো ধেড়ে হয়ে অন্যরকম দেখতে হয়ে গেছে। তাই সেই ছেলেদের আর চিনতে পারি না কিন্তু তাদের মায়েদের চিনি।
ওমা, নীনাদি বলে কি! সরকারি চাগ্রি যায় নাকি? শুধু ওঁকে টুয়েলভের বাংলা পড়ানো থেকে মুক্তি দেওয়া হলো। ফাইভ টাইভে গিয়ে মনের সুখে জ্বালাতন করতেন।
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:১৪ | 12.149.39.84
বল তো দেখি কে পারে--কার লেখা, কি গল্পে আছে ঐ লাইনটা নীলা গিয়ে স্বান্তনা পেল"
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:১২ | 12.149.39.84
ওমা!! টিম্ভাই--তোর ওনার চাগরিটা খেলি? আহারে--কে জানে তাপ্পর কি হল
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:১১ | 12.149.39.84
সত্যি তোর মতন এক পিস ব্যাং বড় দুর্লভ ঃ-))
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:১০ | 198.82.20.244
নীনাদিকে, আমরা জনা তিন মিলে হেডস্যারের কাছে গিয়ে বল্লাম সব। আসলে ছেলেদের দোষ ছিলোনা। ঐ ভদ্রলোক প্রচুর ভুল পড়াতেন, আর মারতেন বেধড়ক। কিছু শুনতেই চাইতেন না। সারাক্ষণ নাটক করতেন, আর প্রতিদিন অন্য স্যারেদের থেকে মানে জেনে এসে এসে আগেরদিন নিজের ভুল পড়ানোগুলো শুধরাতেন। হেডস্যার সব শুনে টুনে বললেন, বেশ ওটা অফ পিরিয়ড যাবে। পরের হপ্তায় টিচার পাল্টে দিয়েছিলেন।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:০৭ | 122.178.210.6
আমাদের আবার ফাইভ থেকে শুধু মনিটর নয়, চার চারজন করে হাউস লিডারও থাকতো এক একটা সেক্শনে। তাদের আবার ভোট দিয়ে ঠিক করা হত। আমি যে বছর যে হাউসে যে হাউসলিডারের কপালে জুটতাম, তার মুখচোখ দেখে মনে হত তার যথাসর্বস্ব আগুনে পুড়ে গেছে। তা হবেই না বা কেন? ক্লাস চেঁচামেচি করলে আগে হাউস লিডারদের জবাবদিহি করতে হত, তারা কেন ক্লাসক®¾ট্রাল করতে ব্যর্থ। তারা প্রায় সবাইই কেন জানি না আমাকে খুব ভয় পেত, অথচ আমি ছোট থেকেই জানি আমার মত হাসিখুশি বন্ধুবৎসল মানুষ হয় না। যাই হোক, তারা আমাকে ভয় পেত বলে আমার উপর বিশেষ হম্বিতম্বি করত না, বোর্ডে আমার নাম লিখত না, শুধু দিদিমণিকে নামের লিস্টিতে দেওয়ার সময় বলত ""আর সুচেতনা''। তো এরকমই চলছিল হঠাৎ একদিন আমার হাউসের লিডার বিদ্রোহ ঘোষণা করল। ক্লাস চেঁচামেচি করল আর ওদের চারজনকে যখন হেডমিস্ট্রেসের ঘরে জবাবদিহি করতে যেতে হচ্ছিল, তখন আমার হাউসের লিডার বেঁকে বসল, দাঁত খিঁচিয়ে বলে কী - "শুধু আমরা যাব কেন, তোর জন্য রোজ আমাদের যেতে হয়, আজ তুইও আমাদের সঙ্গে যাবি, নয়তো আমি যাবই না''। কী সর্বনাশ, তুই কিনা হাউসলিডার, আর তুইই যাবি না। হেডমিস্ট্রেস তারপর তোকে আস্ত রাখবেন? বেচারাকে বাঁচাতে আমকেও ওদের সঙ্গে যেতে হল। ওরা যখন গিয়ে আমার নামে দোষ দিচ্ছিল, তখন আবার আমার হাসির অ্যাটাক হল। তারপর ওরা ক্লাসে গিয়ে ইতিহাসের উইকলি টেস্ট দিতে বসল, আর আমি ভারি মজা করে হেডমিস্টেসের ঘরের সামনে হেসে গড়াতে লাগলাম।
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:০৬ | 198.82.20.244
লামাদারা দেখছি টোটাল অ্যানার্কিতে বিশ্বাসী ছিলো। আমরা ক®¾ট্রালড অ্যানার্কির দ্বারা নেগোশিয়েট কত্তাম।
Lama | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:০৬ | 117.194.244.129
তবে আমি এমন একটা কাজ করেছিলাম যেটা আনন্দবাজারের "ক্ষমা চাইছি' বিভাগে পাঠানো যেতে পারে।
প্রবীরবাবুর বাড়িতে ফিজিক্স পড়তে যেতাম। সেসময় ছেলেপুলের মধ্যে মাথা ন্যড়া করার হিড়িক পড়েছিল। এদিকে পিতৃবিয়োগের পর স্যর ন্যাড়ামাথা করেছেন। আর লোডশেডিঙের বাজারে স্যরের মাথাকে কৃষ্ণেন্দু নন্দীর মথা ভেবে উদুম চাঁটিয়েছিলাম- স্যর মুখ বুজে সহ্য করেছিলেন। শুধু আলো আসার পর বলেছিলেন "খুব মারসে।'
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:০৫ | 12.149.39.84
আহারে বেচারা বাংলা স্যার--কি হল তাপ্পর
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:০৪ | 198.82.20.244
আরেকবার। বারোক্লাসে সবাই বল্লো যে বাংলা স্যার এলে সবাই ওয়াকাউট করবো। সে ক্ষি টেনশনের ব্যাপার।
Lama | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:০১ | 117.194.244.129
স্যরেদের সাইকেলগুলোর ওপর জনতার বেশ খার ছিল। আমাদের ক্লাসের বিম্বিসার সুশীলবাবুর সাইকেল চালিয়ে হলঘরের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সাইকেলের করুন অবস্থা করেছিল।
এই যো লামা আমি ঠিক এটাই ভাবছিলাম--সেই হুতোকে ঝোলানোর পর থেকে এই বদব্যেসটি--তখন বুঝি মার পড়েনি ?? বেচারি হুতোটা---
Lama | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৯ | 117.194.244.129
আমাদের দোতলার ক্লাস থেকে একবার একটা কাঠের বেঞ্চ নিচে ফেলে দেওয়া হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট হেডস্যারের ঠিক সামনে না পড়লে অত মার খেতাম না।
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৭ | 12.149.39.84
মোটা আবার সোটাও--এক পিস ছবি দেকতে চাই, কোথাই পাই, পাই ;-)
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৬ | 198.82.20.244
না, বোমা মামলাটা নাইনে। নাইনে বোমা, টেনে এক বদ স্যারের বিরুদ্ধে সম্মিলিত পিটিশন, আর ইলেভেনে একজন মাল খেয়ে ক্লাসে এলো। তাও ধরা পড়তো না, কমার্সের ছেলে, এতই মাতাল যে সায়েন্সে এসে বসে পড়েছে।
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৬ | 12.149.39.84
ইস! সারাজীবন মেয়ে ইসকুলে পড়লাম---কলেজও সেই মেয়ে -কলেজ তায় ক্যাথলিক---দুদ্দুর জীবনটাই বৃথা--তবে অনার্স টা করেছি কো এডে --তাও মা পৌছে দিত আবার নিয়ে আসতঃ্((
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৫ | 72.83.92.218
আর এরা যে কী ভাবে ! ইস্কুলে আমি যাকে বলে রীতিমতন মোটা সোটা ছিলাম !
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৩ | 72.83.92.218
গোড়ার দিকে ভোট পেয়ে আমিও হয়েচিলুম। প্রথম বছরে। কিন্তু তারপর থেকে দিদিমণিরা আমার প্রার্থী পদই বাতিল করে দিতেন তো ঃ( এই চোরকে পাহারাদার করার বুদ্ধি এসেছে অনেক পরে, ক্লাস এইটে।
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 198.82.20.244
হুঁ এইট থেকে আমাদেরো মনে হয় ছিলো না কেউ। বা সে এতই ইনসিগনিফিকেন্ট হয়ে গেছিলো যে মনে নেই আজ। আর অ্যানার্কি? এইটেই বাথরুমে চকলেট বোম ফাটানো হয়েছিলো। ঃ-)
Lama | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 117.194.244.129
আমাদের হোস্টেলে "ফ্লোর মনিটার' বলে একটা ব্যাপার ছিল। তার কোনো কাজ ছিল না। শুধু একটা খাতায় ফ্লোরের সব ছেলের নাম লেখা থাকত আর সেই খাতা থাকত মনিটারের হেফাজতে। আর নতুন ফার্স্ট ইয়ারের ব্যাচ প্রথমদিন হোস্টেলে আসার পর তাদের একটা ঘরে ডেকে নিয়ে দুচাট্টি জ্ঞানের কথা বলতে হত। সেটাও একবার হয়েছিলাম।
আর মাইনিং ডিপার্টমেন্টে "অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি' না কি যেন হয়েছিলাম। কাজের মধ্যে ছিল- মাঝে মধ্যে বিতর্কসভা আহ্বান করে নোটিশ টাঙানো আর অনুষ্ঠানের দুদিন আগে যথেষ্ট সংখ্যক প্রতিযোগির অভাবের জন্য সভা বাতিল করে নোটিস টাঙানো।
pipi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০ | 129.74.191.152
শুক্কুরবার ডিপের এক ল্যাব পাইরেট থিমড হ্যাপি আওয়ারের আয়োজন করছে, তাই কস্ট্যুম দরকার।
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০ | 72.83.92.218
আরে আমি খুবই ফেলোছাত্রী দরদী মনিট্রেস ছিলুম। কোন এক অজ্ঞাত কারণে আমাদের স্কুলে আবার মনিটর কে বলা হত ইউনিয়ন মেম্বার। সেই কোন ইস্কুল বেলা থেকে ইউনিয়নবাজি করে আসছি, বল্লে হবে !
সকলকেই এন্তার কথা কইতে দিয়ে ক্লাশরুম ছেড়ে বেরিয়ে যেতাম। একেকটা পিরিয়ড শেষ হলে ওয়াটার বটল পিঠে ফেলে ইস্কুলবাড়ি পরিভ্রমণ, অন্যান্য নানা ক্লাসরুমে ছোট্ট ছোট্ট ঠেক মারতে মারতে, এ ছিল আমার নেশা। টিচার্স রুমটা অনেক দূরে ছিল। বাগবাজারের পুরানো বাড়ি। কত দিক দিয়ে কত সিঁড়ি, কত জানলা। অনেক দূর থেকেই একটা ফাঁক দিয়ে নজর রাখা যেত টিচার্স রুমের উপর। পরের পিরিয়ডের দিদিমণিকে বেরোতে দেখলে এক দৌড়ে ক্লাসে চলে এসে সবাইকে সাবধান করে দিতুম। এমনি করে সকলেরই সুখে শান্তিতেই দিন কাটছিল। দিদিমণিরাও খুশ। ক্লাসরুমে ঢোকার সময় পিনপতনের শব্দ পাওয়া যায়। ক্লাসের জনতা যে খুশ সে আর বলতে ! কিন্তু কোন কোন দিদিমণি যে পাতায় পাতায়ও যাওয়ারও ক্ষমতা রাখতেন , তা যদি জানতেম ঃ( সে এক কেলো ঃ(
aka | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০ | 168.26.215.13
এইট থেকে আমরা সাবালক হয়ে গেলাম ক®¾ট্রালড অ্যানার্কি, নো মনিটর। শুধু ক্লাস টেনে শেখর ফ্যানের ব্লেড বেঁকিয়ে পদ্মফুলের মতন করে দিয়েছিল। ও শুধু দেখচ্ছিল চলন্ত ফ্যান কি করে শুধু হাত দিয়ে থামাতে হয়।
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৯ | 198.82.20.244
না না, অনেক বড়ো গোয়াল। ৫০-৬০ জন পিলে চমকানো ছেলে। ঃ-)
pipi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৯ | 129.74.191.152
আমি তো বরাবর ক্লাস মনিটর ছিলুম। ভারী ভাল মনিটর, সব্বাই ভালবাসত। মেয়েরা গলা ফাটিয়ে চিল্লামিল্লি করত, ক্লাসের পিছনে কিতকিত, ছয় গুটি, লুডো এইসব খেলত, উল বুনত। আমি কাউকে কিছুটি বলতুম না। খালি দিদিমণি আসছে দেখতে পেলেই সবাইকে সাবধান করে দিতুম তো অমনি সবাই যে যার সিটে বসে ভাল মেয়ে হয়ে যেত। আর মাঝেমাঝে চেল্লামেল্লির মাত্রাটা মাত্রাছাড়া হয়ে গেলে গল্প বলে ক্লাস ভুলিয়ে রাখতুম। আমার নামই হয়ে গিয়েছিল গল্প বুড়ি!
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৮ | 12.149.39.84
তিমি, কেলাসে কি তিন্টি করে ছেলে থাকত ঃ-০
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৭ | 198.82.20.244
পিপিদের ল্যাবে গোঅ্যাজিউলাইক হচ্চে বুঝি?
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৬ | 12.149.39.84
পিপি এ দেশে? অন লাইন কেন--মেলা চয়েস
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৬ | 198.82.20.244
আমাদের তো তিনটে মনিটর থাগতো। ফাস মনিটর অনেকটা ইন্দিরা গান্ধির পরিবারের মত উত্তরাধিকার সূত্রে মনিটর হয়েছিলো মন হয়। মানে তার ভাবসাব সেরকমই ছিলো। সেকেন মনিটর পেরথমজনের চ্যালা ও রিক্রুট। থার্ড মনিটর, ইয়ানি কি আমি, অপশাসনের বিরুদ্ধে জনগণের বিপ্লব। ছ বছর ছিলাম।
কোন ভোট ফোট নয় আমার ক্লাসের আমিই মনিটর - ক্লাস টু থেকে ক্লাস সেভেন অবধি। তারপর রিজাইন করেছিলাম।
Nina | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৩ | 12.149.39.84
@ টিম্ভাই--ঃ-)) তা বটে!
লামা --তার মানে সব্বার টিপিন??
Lama | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪২ | 117.194.244.129
কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ কি বেরিয়েছিল?
Lama | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪১ | 117.194.244.129
কিন্তু আমার পারফর্মেন্স পালরাজা গোপালের মত না হয়ে বর্ণপরিচয় প্রথম ভাগের গোপালের মত ছিল- যাহা পাইতাম তাহাই খাইতাম। ফলে এক রক্তপাতশূণ্য অভ্যুত্থানের মধ্য দিয়ে আমার মনিটারত্বের অবসান ঘটে
Tim | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪১ | 198.82.20.244
দ্যাখা যাবেনা কেন? মাইক্রোস্কোপ ইত্যাদি তো তখন বেরিয়ে গেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন