বোধি লিখতে শুরু করলে ভাটের চেহারাই পালটে যায়। সবচেয়ে বড় কথা (আমার কাছে), আমি ওর লেখা আজকাল কিছু কিছু বুঝতেও পারি আর তার থেকেও বড় কথা, আমার মতো শ্যালো মানুষকেও বোধির লেখা ভাবতে উৎসাহ দেয়।
বুঝি না কেন টইএর পন্ডিত বিদ্বজ্জনেরা বোধির মতো নীরস প্রবন্ধকে সরস করে লেখেন না - তাহ'লে আমার মতো জনতাকে ওঁদের লেখা দু'লাইন পড়ে পালাতে হয় না।
তবে মাঝেমধ্যে বোধির লেখা পড়ে মনে হয় - hunnh!! (বাংলা ঠিক এলো না)
শেষে বলি, পাকাচুলের অভিমত, এই লেখনশৈলী এসেছে প্রধানতঃ দিশি হুইস্কি (with occasional dashes of single malt)র কৃপায় - রামের বাপের সে ক্ষমতা কোনোদিন হবে না (সরি, বাপ তুল্লুম)। ঃ))
siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১১:৩১ | 123.242.242.16
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি আমার নয়নভুলানো এলে
kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১১:২৮ | 122.160.159.184
নিশি,গান চেয়েছিলে দেখলাম,অন্যেরা লিখে দিয়েছে।
"আজি শরততপনে,প্রভাতস্বপনে----"এইটাও শুনো।
siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৪ | 123.242.248.130
দু,
কবে আসচো জানিও। উইকেন্ড হলে আমিই ফ্রি-তে গাইডের কাজ করে দেব 'খনে।
পুরনো দিল্লি, সেই পুরনো দিল্লিতেই আছে। কাব্লিদা যেমন বলল, ঠিক সেইভাবে ঘোরো। অপ্পন যেভাবে বলল, ঠিক সেই সিকোয়েন্সে খাও। তবে একদিন খুব কম সময় কেবল পুরনো দিল্লি ঘোরার জন্যে। কেবল লালকেল্লা জামা মসজিদ দেখে আর খেয়েই বেড়াবে যদি, তা হলে চাঁদনি চকে শপিং করবে কখন? ও যে শপিংএর আদর্শ জায়গা।
কাবলিদার ইনফোতে আরেকটা অ্যাডিশন। এই গুরুদ্বারা সীসগঞ্জই সেই জায়গা, যেখানে সম্রাট ঔরঙ্গজেবের আদেশে গুরু গোবিন্দ সিংয়ের শিরশ্ছেদ করা হয়।
পুরনো দিল্লির প্রতিটা ইঞ্চিতে ইতিহাস।
dd | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৮ | 124.247.203.12
আচ্ছা গু চতে একটা ফটোর গ্যালারি টাইপের কিছু করা যায় না। ফেসবুক অর্কুটে কতো ভালো ফটো,দময়ন্তী,পাইদি,কেসি,ল্যাদোষ,ইন্দোদা,অজ্জিত.... ইস্তক কত শত জনে ফাটাফাটি ছবি তুলছেন, একত্তর করতে পারলে ভালো হতো।
আজকাল সবাই দেখছি খুব ফটো তুলছেন। ইন্দোদা শুধু পাখ পাখালী আর জন্তু মন্তুর ছবি তুলছে। কবে দেখবেন আমার ছবিও তুলে লাগিয়ে দিয়ে কইছে "দক্ষিন দেশীয় ভামের ছবি। নিতান্ত নিরামিষাষী, সপ্তাহান্তে টলমল করে। গাছে থাকে না,বাড়ীতেই থাকে।'
Tim | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:২৬ | 173.163.204.9
খুবই এক্ষেপশনাল কেস। ভালো লাগলো শুনে।
kc | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:২২ | 194.126.37.78
আরে সত্যি কইছি টিম, এই সেদিন মানে দিন পনেরো আগে, বহরমপুরে। আমরা যখন বড় হচ্ছিলাম তখন সেখানকার টেকস্টাইল কলেজের সিঁড়িতে আমাদের লোকাল ছেলেদের একটা ঠেক ছিল। এবার গিয়ে দুই বন্ধু গিয়ে কিচুক্ষণ বসেছিলাম। সব নতুন বাচ্চা বাচ্চা ছেলেতে ভরে গেছে। কাউকেই চিনিনা। কিন্তু ওদের ভাটের কথাগুলো কানে আসছিল, বেশ লাগছিল শুনতে। ফাউ হিসেবে ছিল বেশ কিছু ইন্নোভেটিভ অশ্রাব্য খিস্তি।
Tim | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:২২ | 173.163.204.9
ন্যাড়াদা, ঃ-)
Tim | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:২১ | 173.163.204.9
ক্যানো অ্যাতো অ্যাতো ক্লাসিক গপ্প নিয়ে সিরিয়াল হয় তো। এইসেদিন কে য্যানো সুবন্নোলতা হচ্ছে বললো।
nyara | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:১৯ | 203.110.238.17
হনু সেদিন পাঞ্জাবী আর হাওয়াই চপ্পল পরে নেরুদা নিয়ে ভাট করছিল। কেসি হনুকে কলেজের ছেলে ভেবেছে।
dukhe | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:১৮ | 122.160.114.85
কোন সিরিয়ালে ভালো গল্প দেখায় ? আমার অনেকদিনের ইচ্ছে সিরিয়াল দেখব, কিন্তু পেরে উঠি না । জানলে একটা শেষ চেষ্টা করেই ফেলব ।
Tim | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:১৬ | 173.163.204.9
আর "" এইসেদিন"" টা কবে সেটাও জানতে চাই। ;-)
Tim | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:১৫ | 173.163.204.9
সেকেন্ড ইয়ারের ছেলেরা হাক্সলি নিয়ে ভাট করছে? নেরুদা ইত্যাদি? কোন অঞ্চলের কথা হচ্ছে? কলকাতায় এসব হয়না খুব একটা। হ্যত দুলাখে একজন এইরকম রেশিও। এবার, কলকাতার বাইরে যদি ছবিটা সেরকম ( আমার কয়েক বছরের বাসি অভিজ্ঞতা যদিও অন্যরকম) হয় তো ভালো কথা।
h | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:০৮ | 203.132.214.11
কেসি... তোর মুন্ডু হাহাহাহাহা। রাম ভালো তবে কিনা সম্প্রতি পাতি দেশি হুইস্কি সহ দু তিন টে বই পুরী তে বসে পেঁদিয়ে এলাম। it must be the sea then. হাহাহাহা রাম টাকে লোকের ইনটেলেকচুয়াল ইন্টারেস্ট এর চিহ্ন হিসেবে ইউজ করেছে... হাহহাহাহা... এইটা ব্যাপক দিল ;-)
h | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:০৪ | 203.132.214.11
বিজ্ঞপানদাতারা সেল্স প্রোজেকশন করার জন্য পোটেনশিয়াল বা কারেন্ট কনজিউমার দের ডেমোগ্রাফিক ক্যাটেগোরি তে ভাগ করে তার পরে এগোন। দেশ এর চাপটা হল, এইবারের শারদীয়াটা দেখিশ, গল্প গুলো একেকটা সেল্স পিচ, এবং একেকটা ডেমোগ্রাফিক ক্যাটিগোরি কে অ্যাড্রেস করা। কলেজ গোয়ার, রিটায়ার্ড এন আর আই, হোমমেকার। উদ্দিষ্ট পাঠক মূলত মহিলারা, কারণ সকলেই জানে সেল্ফ রেসপেকটিং ছেলেরা পাঞ্জাবি পরেন আর পোবোন্দো লেখেন, স্টকে ইনভেস্ট করার পরে, খবরের হেডলাইন পড়ার পরে ইত্যাদি। আর ছোটো ছেলেদের কেসটা ছোটো মেয়েদের সংগে কলেজ ক্যাটিগোরি তে ধরা আছে। ইত্যাদি।
ডেমোগ্রাফির প্যাটার্ন এ তখন ই বৈচিত্র আসা সম্ভব যখন অনেক অনেক লোক অনেক অনেক কিসু নতুন নতুন পড়তে চাইবেন, এবং লেখক দের কে ভাবতে বাধ্য করবেন।
আশা ও চাষা ইত্যাদি।
kc | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:০২ | 194.126.37.78
বইপত্তর নিয়ে ইন্টারেস্ট মোটেই কমেনি, বরং পাবলিকের কাছে ভাল বই আরও বেশী অ্যাভেলেবল হয়েছে। আমাদের কলকাতা থেকে বহুদূরের মফস্বল শহরে আমাদের ছেলেবেলায়, নেরুদার নামই জানতামনা। এইসেদিন দেখলাম কলেজের সেকেন্ড ইয়ারেরে ছেলেরা হাক্সলি নিয়ে বেশ মনোজ্ঞ ভাট কচ্ছে, 'ইন দ্য পেনাল কলোনি' নিয়ে বেশ সুন্দর গুছিয়ে কথা বলছে। টিভি আসাতে নবকল্লোল, প্রসাদ এরা উঠে গেছে, ভালই হয়েছে। টিভির সিরিয়ালে এর থেকে ভাল গল্প দেখায়।
আর যে কোনও দিন, যে কোনও সময়, হুইস্কির থেকে রাম ফার ফার বেটার।
Tim | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১০:০২ | 173.163.204.9
হনুদা, আজ্জোদা, একটুও বোরিং হচ্ছেনা, বরং বেশ লাগছে পড়তে আর ভাবাচ্ছে। আলোচনাটা সম্ভব হলে এখানেই কোরো।
h | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫২ | 203.132.214.11
এবং টু বি হনেস্ট আমাদের দেশে টেলি আসার পর থেকে বই পত্তর নিয়ে ইন্টারেস্ট এত কমে গেছে, যে বেশি উচ্চামান রা নিশ্চিন্তে, যত তর্কই হোক, সেটা ম্যাক্স ঐ একটা ছোটো গ্রুপের আত্মীয় কুটুম্ব। ইন্টারনেট দিয়ে টেলিভিসন রোখা যাবে কিনা আমার সন্দেহ আছে।
h | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪০ | 203.132.214.11
৬ - লিটল ম্যাগ মুভমেন্ট থেকে একটা কথা বলা হয়, যে তাঁরা ছোটো পত্রিকা বলেই অনেক কিছু ডিসেন্টিং কথা বলতে পারেন, যেটা বড় পত্রিকা (বিজ্ঞাপণ দাতাদের চাপে) বলতে পারেন না। এটা কতটা দাঁড়ায় আমি নিশ্চিত নই। পুরোটা দাঁড়ায় না। ধর একটা চা এর ব্র্যান্ড একটা লিটল ম্যাগ কে পয়সা দিল। আর একটা গাড়ির টায়ার কোম্পানি দেশ কে বিজ্ঞাপণ দিল।বিজ্ঞাপণ দাতাদের খুব কিসু এসে যায় কি গল্প/উপন্যাস বেরোচ্ছে তার উপরে? বিজ্ঞাপণ দাতা জানেন, দেশের আইন বা দেশ পরিচালনার মতাদর্শ ফান্ডামেন্টালি তার পক্ষে। বা ধর এইটা যদি সত্যি হত বড় পেপারব্যাক এডিশন পশ্চিমে বেরোতৈ না। ইন ফ্যাক্ট বিংশ শতকে পেপার ব্যাক টেকনোলোজি হিসেবে আত্মপ্রকাশ করেছে শুধু সাপ্লাই চেন উন্নত হওয়ার পরে না, শিক্ষার ব্যাপ্তি বাড়ার পরে। তাইলে কোন আদর্শগত জায়্গা থেকে এই কন্টি বোগাস লেখাপত্তর চলে? চিন্তাহীনতার আরাম কে প্রমোট করে, এবং স্বদেশী , ঐতিহ্য ইত্যাদির নামে বোগাস কমারশিয়াল মালের পক্ষে জনমত তৈরি তে সমর্থন দিয়ে। এই সবের সংগে ব্যক্তিগত প্রতিভা ইত্যাদির কি সম্পর্ক?
এইবারে শুধু তোর মত অ্যানালিস্ট রা না, সাহিত্যের জগতের একদল লোক পার্সোনাল ইসু কে হাইলাইট করতে ভালো বাসেন, কারণ তাঁরা মনে করেন, রাজনৈতিক কারণেই, ক্রিয়েটিভ লোকের দু নম্বরি এক্সপোজ করা উচিত। বোরহেস বলেছিলেন, নেরুদা দুনম্বরি, কারণ তিনি চিলি নিয়ে অনেক কথা বললেও, পেরন এর সময়েই আর্জেন্টিনা থেকেই বই ছাপাতেন, এবং রেজিম কে বিরক্ত করার মত কিসু বলতেন না। এই সাক্ষাৎকার টির উপরে ভিত্তি করেই, রোবার্টো বোলানো তাঁর নেরুদার বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত রাগ উজাড় করে দিয়েছেন বাই নাইট ইন চিলি উপন্যাসে। দেখাচ্ছেন নেরুদা হল এক রেগিম প্রেমী ফ্যাসিস্ট সম্পাদকের ব্যক্তিগত ফার্মহাউসের অতিথি। ফিকটিশাস গল্প কিন্তু ল্যাম্পুনিং এর চুড়ান্ত। এইটা লিটল ম্যাগ এস্টাবলিশমেন্ট এ ভর্তি। সুনীল গ কে গাল না দিলে লোকে কলকে পায় না। কার কোথায় পার্সোনাল হিস্টরি তে কি আছে, সেই নিয়ে গসিপ করে শেষ করে দেয়। বা ধর কমলকুমার কেন কলকে পেলেন না, এই বিষয়ে বই লিখে নিজেরা কলকে পেয়ে যান। কেউ ই অবশ্য বোলানোর মত উম্দা কিছু বিশেষ লিখেছেন তা না, দু এক্টা একসেপশন বাদ দিলে। আমি জেনেরালি , দু পক্ষের ই কেউ না হওয়ার চেষ্টা করে থাকি, সহজ চেষ্টা, কেউ আমারে খেলতে নেয় নি ঃ-)) কিন্তু এই ল্যাম্পুনিং এর রাজনীতি যদি ডিসেন্টিং এর চেহারা হয়, তার থেকে হুইস্কি এবং শুধু হুইস্কি অনেক বেটার। ইত্যাদি। মুনাফা বা সংরক্ষনশীল মতাদর্শ কে এড়িয়ে চলি তাই লিটল ম্যাগের হয়ে প্রচার করতে আমার অসুবিধে নেই, তবে কেন অসংখ্য বুদ্ধিমান লেখক পাঠক তাঁদের সমর্ক টাকে প্রশ্ন করছেন না, নতুন করে রিনিউ করছেন না, এটা নিয়ে আমি চিন্তিত। মানে যখন আমার প্রোজেক্টে চাপ বাড়ে তখন চিন্তাও বাড়ে ;-)
h | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৭ | 203.132.214.11
জে পি - বর্ডার; কে জে - মাই নেম ইজ খান ইত্যাদি রেফারেন্স।
h | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৩ | 203.132.214.11
মিস্টেক টা তুই (আর্য্য) বা আমি কেউ একটা করেছি। we should not have spoken about GC while talking about Desh for f's sake. Desh is a big enterprise, while GC remains essentially a labour of love, whatever the content. we shouldn't have done that.
এইবার আর কটি কতা আছেঃ
১- ব্যক্তিগত প্রতিভ, ক্রেতা র কাছে জনপ্রিয়তা, ইচ্ছে (commitment?, professional or otherwise?) ইত্যাদি লাইনে বিতর্ক করিশ না প্লিজ, কারণ তাইলে আল্টিমেটলি কেস টা উনি ভালো , উনি ন্যাকা আর উনি অসব্য আর উনি না একটু দুষ্টু মতন ইত্যাদি তে গিয়ে দাঁড়াবে। মানে যদি করিশ আমি আর খেলবো না।
২ - কারণ কেসটা হল, কোন টা কখন কোথায় জনপ্রিয় হবে তার তো একটা কারণভাইস্য আসে। 'প্রতিভা' কখন কোনটাকে রেকগনাইজ করা হবে সেটাও মোটামুটি একেবারে সমাজতঙ্কেÄর বাইরে না। তবে কিছু কিছু ক্ষণজন্মা ক্ষেত্রে আমরা তথাকথিত গায়ে পড়া বিশ্লেষকরা কিসু বুঝবো না।
৩ - যাঁরা দেশ পড়েন, তাঁরা কিন্তু দেশ এ যে যে কোয়ালিটির মাল বেরোয়, তার মত কোয়ালিটি অন্য পত্রিকায় বেরোলে পড়বেন না, এখন এই টা বিজনেস ব্র্যান্ড ইত্যাদি। আর যাই হোক সাহিত্য না।
৪ -বড় বড় কমারশিয়াল কালচারাল প্রোডাকশন এর মধ্যে সত্যি সত্যি বড় মার্কেট ধরার অভিলাষে একটা লিবেরেল ফাক ফোকর থাকে। ধর হিন্দী ছবি তে জে পি দত্তা র বাজার কম আর করণ জোহর এর বাজার বেশি, এটার কারণটা সিম্পলি কমার্শিয়াল হলেও এই স্পেস টা লিবেরাল এটা মানতে অসুবিধে নেই। দেশ এর ভয়ংকরতা টা হল এই লিবেরেল স্পেস এর প্রয়োজনীয়তা টাকেও সে সাবভার্ট করে ফেলেছে। সেটা হল ক্যাজুয়াল চিন্ত হীন রিডিং এর অভ্যেস কে প্রোমোট করে করে এবং এসেনি্শয়ালি একট সেন্টার রাইট পলিটিক্স কে জায়্গা দিতে দিতে। এটার মোকাবিলা করতে পারেন একমাত্র পাঠক, তাঁদের সংখ্যা বাড়লে এবং পাঠাভ্যাস বদলালে। আমার ধারণা শিক্ষিত লোকের সংখ্যা জেনুইনলি বাড়লে পাঠাভ্যাস ও বদলাবে, তখন দেশ ই বা* মাইনরিটি ইন্টারেস্ট হয়ে যাবে।
ইত্যাদি। ৫- লেখক রা পাঠক দের অশ্রদ্ধা করেন। পাঠকরাও লেখক দের ধ্যামনামো পসন্দ করেন, এই দিকটা আছে থাকবে, কিন্তু ভেবে দেখ যদি প্রতিটা ভালো বই য়ের যদি বিশ তিরিশ লাখ বিক্রি হতে শুরু করে, তাইলে যদি জনপ্রিয় রাবিশ লেখকের এক কোটি বিক্রি হলেও ক্ষতি নেই, কারণ অতটা জনপ্রিয়া না কিন্তু কাল্ট ক্লাসিক, ধর ষাট লাখ বিক্রি হয়ে গেলো। এটা ইউনিভার্সাল এজুকেশন সত্যি সত্যি হলে হবে। এবং সেইটা বাধা দেওয়ার কাজ টা দেশ, আবাপ কে আউটসোর্স করে দেবে। কারণ উচ্চামান (প্রেসিডেন্সি...) ইত্যাদি ... ঃ-;
ইত্যাদি।।।
তর্কটা এখানে না করে মেল এ/ব তে করতে পারিশ। লোক কে বোর কোরে লাভ কি।
এন কে, এখানে একদম বসন্ত জাগ্রত দ্বারে। নবীন কিশলয় এবং বসন্ত সমীরণের কম্বিনেশনে সমবেত হ্যাঁচ্চো ম্যাঁচ্চো... হে ফিভার ইত্যাদি ...
nk | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪২ | 151.141.84.194
ইন্দ্রাণীদি, খুব খুব অনেক অনেক ধন্যবাদ। আহা, এমন শরতের দিনে চারিদিকে রোদ্দুরে পুজো পুজো গন্ধ... আর তুমি তোমার নবীন বসন্তের প্রান্ত থেকে গেয়ে দিলে এই গান! ওখানে এখন গাছে গাছে কিশলয় এসে গেছে নাকি ফুটি ফুটি করছে?
i | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:১১ | 137.157.8.253
বেঁধেছি কাশের গুচ্ছ হবে । আমরা বেঁধেছি নয়। এই ভুলটা আমিই বের করে ফেল্লাম।
i | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:০৯ | 137.157.8.253
মনে মনে গুনগুন করে লিখলাম- ভুল হতে পারে। গীতবিতান বা ইন্টার্নেটের লিং খুঁজে কনফার্ম করে নিও।
এন কে, তুমি কাল রাত ৮তা ১২য় যে গানটা চাইলে সেইটা তো আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা।। একটু সময় করে পুরোটা লিখে দিচ্ছি। আর কেউ যদি লিখে দেন, তবে খাটুনি বাঁচে।
Nina | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০২:০৯ | 12.149.39.84
নিশি বিহঙ্গবাসনা কার লেখা?
Nina | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০২:০৮ | 12.149.39.84
আর এদের ও ইচ্ছে করে তো ঃ-))
nk | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০২:০৫ | 151.141.84.221
আহা এক্সচেঞ্জ হোক না, একুইলিব্রিয়ামের থাকলেই হোলো। ওদের কাছে তো এক হ্রদ থেকে আরেক হ্রদে যাওয়া। বিলিয়ন বিলিয়ন থাকে তো এমনিও চামড়ার উপরেই। সামান্য হ্যান্ডশেকেই বলে কত চলে যায় এধার ওধার। ওদের বেড়াতে ইচ্ছে করে তো! ঃ-)
aka | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০২:০১ | 168.26.215.13
More than 40,000 parasites n 250 types of bacteria are exchanged during a typical French kiss!
Nina | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০১:০১ | 12.149.39.84
নতুন পার্কিং লট বানিয়েছে মসজিদের দিকে --তবে আমরা রিক্সা নি ই ঐ মসজিদের কাছ থেকে--আবার মোবাইলে ড্রাইভারকে ডেকে নি ই যখন কাজ হয়ে যায়।
Nina | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৯ | 12.149.39.84
কাব্লিদা, এই রে, আমার যাওয়া শুরু হয়েছে আশি থেকে --বিয়ের পর---আর দৌলত কা চাট হল চার্ণড মাখন তার সঙ্গে মিহি চিনি, জাফরাণ পেস্তা বাদাম সব মেলায়--দেখতেও সুন্দর খেতেও ---তবে ঐ একবারে ১০০০০০ ক্যালোরি হয়তো --তা হোক --নবাবি খানা নকি! দরিবা আমার মেক্কা---খাওয়ার লোভে অমিতো যায়--আর বাজারের জন্য তো প্যারাডাইস---আমার বড় ননদ সঙ্গে থাকে---আমি সারা বছর দিন গুনি --আবার কবে যাব---ইউনিক জায়গা !
ppn | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৩ | 112.133.206.18
এই রে অত জানি না। ড্রাইভার নিয়ে গেসিল।
kd | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৯ | 59.93.217.71
উঃ কী জ্বালাতন! ফেসবুক থেকে কোটি কোটি মেল আসছে। কোন এক ""আপনি জানেন কী''তে আমি ঢুকে গেছি মনে হয়। বেশীরভাগই মুসলমান নাম।
kd | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৫ | 59.93.217.71
ওঃ তাই বলো। ঘাবড়ে গিয়েছিলুম। এটা কোন দিকে - মানে চাঁদনির দিকে না মৌলানা আজাদের সমাধির দিকে (মানে জুম্মা মসজিদের সামনে)?
(যদি ভবিষ্যতে কখনও যাওয়া হয়, সেই আশায় জিগাই)
ppn | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০০:৩২ | 112.133.206.18
কাব্লিদাও যেমন। ওখানে রাষ্ট্রপতিকেও পার্কিং করতে দেবে নাকি। ঃ)
লালকেল্লার উল্টোদিকে একটা পেইড পার্কিঙের ব্যবস্থা মতন আছে। যদ্দূর মনে পড়ছে সেইটার নামও ছিল মীনাবাজার। একটা শুকনো ফোয়ারার মত কী একটা ছিল।
kd | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০০:২৬ | 59.93.217.71
না নীনা, দৌলত কা চাট খেয়েছি বলে মনে পড়ছে না। পঞ্চাশের দশকে ছিলো কি? আমরা চাট খেতুম ফোয়ারার পাশে সিনেমাহলটার উল্টোদিকে - অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার (দিল্লির প্রথম বাঙালী মিস্টির দোকান)এর সামনে।
আর খেতুম চাউড়ি বাজার আর নই সড়কের মোড়ের এক বটগাছের (বড়-শাবুল্লা) তলায় বেড়মি (ডালপুরি গোত্রের)। উল্স্!!
kc | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০০:২০ | 178.61.96.29
অপ্পন, শমীক, আজ্জো, ন্যাড়াদা-দি, অজ্জিত, ঈশান এবং আরও যতসব আইটিগাইয়েরা এখানে আছেন দ্যাখেন,
মীনাবাজারের দিকে পার্কিং মানে? মানে লালকেল্লার মীনাবাজার? যেখানে বেগমেরা গয়্না কিনতো? মানে লাহোরি গেট দিয়ে ঢুকে প্রথম বিশ্বযুদ্ধ মিউজিয়াম (যেখানে টিকিট কাউন্টার) অব্দি যে প্রমেনাড, সেটাই তো মীনাবাজার? সেখানে পার্কিং করেছে? না, আমি সিওর গুলোচ্ছি।
Zzzz | ১৪ সেপ্টেম্বর ২০১১ ০০:০০ | 216.94.113.242
উল্ল্স!!! ডিসেম্বর - জানুয়ারির দিকে ১-২ দিন দিল্লিতে কাটাতে হতে পারে। শুধু খেয়েই কাটিয়ে দিতে পারব বুঝতে পারছি, আর অন্য কোথাও যেতে হবে না।
nk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৩ | 151.141.84.194
বিহঙ্গবাসনা তে কে ছিলো? একজন জার্মান পাইলট, ফাইটার প্লেনের। তিনি নাকি বাড়িতে সিংহ পুষতেন(আমার বিশ্বেস হয় না)। তেনার নাম টাই বা কী? একজন বৃটিশ পাইলট ও ছিলেন গল্পে। কেউ বিহঙ্গবাসনা পড়েন নাই?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন