এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • bibek | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৬ | 195.37.234.132
  • কুমুদিদির মাদ্রাসী ধুতি চলবে। উইকিতে লুঙ্গির পেজের নিচে আরো কিছু আছে ইনক্লুডিং কিল্ট।
  • pharida | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৮ | 61.16.232.26
  • আর বিমানবালা! তেলের দাম আবার চড়ল, এবার বিবাগী হয়ে যাব ভাবছি।

    তেলের দাম একটু কমিয়ে সেই পয়সাটা বাল্ক এসেমেস সার্ভিস প্রোভাইডার দের থেকে ট্যাক্স নিয়ে ম্যানেজ করা যায় না? যেমন কম্পিটিশন পোস্টকার্ড বের করা হয়ছিল সুপারহিট মুকাবলার সময়ে।

    প্রতি প্রাপকের কাছে প্রতি এসেমেস পিছু সরকারের ঘরে দশ টাকা আমদানি হোক। ডিএনডি বন্ধ হয়ে যাক ক্ষতি নেই - দিনে ৫০ টা এসেমেস আসলে হাসিমুখে ডিলিট করতে করতে ভাববো দেশ ৫০০ টাকা পেল ঃ))

    গাড়ি যতজন ব্যবহার করেন তার চেয়ে মোবাইল ব্যবহার করা মানুষ অনেক অনেক বেশি। এর ফলে আমরা ৪০ টাক লিটারে তেল ভরে ফুর্ত্তি করতে পারি।

    নীলপুতুল, শুনছেন?
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৬ | 122.160.159.184
  • উপহার মাত্রই আদরের,যে দেয় সে আরো আদরের,তাই ঝিকিকে অনেক আদর-ভালবাসা।এতক্ষণ ছিলাম না তো,তাই দেরী হল,রাগ কোরো না।

    তবে, ঐ বলছিলাম কী,মানে,ইয়ে,লুঙ্গী লইয়া ক্ষী করিব?তুমি বরম অন্য কিচু দ্যাও না,যা তোমার খুশি।

    এদের কথা শুনো না।এরা দিনকে রাত ,পুন্নিমেকে অমাবস্যি কর্তে পারে।
  • ppn | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৯ | 204.138.240.254
  • আমার ২০০৪-এর পরে আন্টিদের দেখার আর সৌভাগ্য হয় নাই। ঃ)
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৪ | 203.197.30.2
  • অপ্পনকে ক্ক! মাছরাঙার বিমানবালাদের দেখতে বেশ ভাল্লাগে -- ভারতী হাওয়ার এয়ার-আন্টিদের থেকে অনেক ভালো --
  • q | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৭ | 121.241.218.132
  • argument
  • bibek | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৫ | 195.37.234.132
  • ডিডিদা হইল সাহেবী ক্যাতার লোক, সল্ট আর প্যাপার দিয়া সীজনিং দ্যায় সবথায়।
  • kd | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৩ | 59.93.160.50
  • তুলনাই হয় না। করিম্‌স কি পায়েসে (ওই হোলো, ফির্ণি) গোলমরিচ দ্যায়? শুনেছি ডিডির রান্নায় গোলমরিচ মাস্ট। ঃ)
    আমার রান্না-পটিয়ান ('পটিয়সী'র পুংলিঙ্গ) ন'মামাশ্বশুরের ""হিং মাস্ট'' ওনার ভাগ্নির মুখে খুব শুনতুম (কোনোর'ম রান্না না জানায় গোড়ায় হিউমারটা বুঝতে পারিনি)।
  • bibek | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:২০ | 195.37.234.132
  • একখান ঝগড়ার বিষয় পাইছি, এক্কেবারে ডিডিদাদার লগে। কন দেখি কোনটার ঝোল ভারী করিমসের কোর্মার না আপনের বাড়ির কালিয়ার। শ্যাষ করিমসে কবে খাইছেন হেইডাও কবেন।
  • kc | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৫ | 194.126.37.78
  • কাব্লিদা আর ডিডিদা হলেন রেসিডেন্ট দাদা। দাদু বললে বেশী জম্বে যদিও। ঃ-)

    নভেম্বর ৪ থেকে ১৮র মধ্যে কলকাতায় কোনও ভাট হলে আমি আছি।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:১২ | 123.242.248.130
  • ঃ) পাকাচুল কাউন্ট করার ব্যাপারে আমি ডিপ্লোম্যাটিক। আমি কারুরই বিরাগভাজন হতে চাই না। ঃ-)))
  • lcm | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:১১ | 69.236.168.211
  • যাদের নামের শেষে দ ( d ) আছে, তারা দা।
    যাদের নামের শেষে দা আছে, তারা তো এমনিতেই - এই যেমন, ফরিদা বা নেরুদা।
  • kd | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৭ | 59.93.160.50
  • সিকি তো দু'জনকেই দেখেছে। বলো দিকিনি কে বয়সে বড়ো? (হিন্টঃ কার মাথায় বেশি পাকাচুল?)

    আমার থেকে বয়সে বড়ো মনে হয় এখানে দু'জন লেখেন/লিখেছেন - কান্তিবাবু আর সুশান্তবাবু। জ্ঞানে গুনে বড়ো তো প্রায় (if not all) সকলেই। সজ্ঞানে লেখা, বিনয় নয়।

    ডিডি আর আমার বরাতে কেন যে এক্সট্রা 'দা'এর কোপ পড়ে, বুঝি না। ঃ)
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৪ | 123.242.248.130
  • তাই শুনে ফরিদা
    বারমুডা খরিদা
    ঝিকি ভাগে লাওসে
    ভাট ভাঙে ক্যাওসে।
  • Jhiki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৯ | 182.253.0.98
  • বেটি ঝিকি..
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৫ | 117.194.35.139
  • শুনে সিকি মিনমিন করে বলছে, মানে এটা তো ঠিক শুদ্ধ হিন্দি হলনা কুমুদি। কুমুদি তাতে আরও রেগে বলছেনঃ

    নহি আমি দিল্লীর
    নহি আমি সিকি।
    জাত মেরে দিল মোর
    ঐ ব্যাটা ঝিকি।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫২ | 117.194.35.139
  • ইন ফ্যাক্ট কুমুদির একটা ভিডিও চাই। লুঙ্গি হাতে কুমুদি বলছেনঃ যান দে দুঙ্গি। বাট দিবনা এ লুঙ্গি।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৭ | 123.242.248.130
  • আমিও ... কুমুদি লুঙ্গি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ... ব্যাপারটা ভাবতে গিয়েই ...

    থাক, আর বলব না।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩০ | 203.197.30.2
  • পিছিয়ে পড়ার সময় নাই ---

    ঈশানের পোস্ট দেখে কনফিউজড! ঝিকির লুঙ্গী কি করে কুমুদির হাতে গ্যালো তাই ভাবতে ভাবতে কাজে যাই!
  • Jhiki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৪ | 182.253.0.98
  • নিবাসপুরীতে আমার নিবাস নয়, সেই কোন এককালে আমার তাঁর নিবাস ছিল।

    কুমুদিকে উপহার দেব বললাম, কিন্তু কুমুদি ধন্যবাদ দেওয়াটা বাদই দিয়ে দিল ঃ(
  • dd | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:২২ | 124.247.203.12
  • সিকির য্যামন কথা!!

    আমারতো ভিকিদা, ইন্দোদা, পাইদি, আজ্জোদা.... ইস্তক কতই দাদা দিদি আছে।

    তা বলে আমি ওগুলানের চে' বয়সে ছোটো হবো ক্যানো?
  • dd | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৯ | 124.247.203.12
  • আর তক্কো নিয়ে বিতর্ক বলতে মনে পরলো একবার দ্বৈরথ হয়েছিলো আমাদের ঈশেন আর দৃ সাহেবের, ভাবুন !! ঐ তর্ক পদ্ধতি পথ কেমন হওয়া উচিৎ তার দার্শনিক এক ঝলক। বড় বড় লালমুখো সাহেবদের বই,কোটেশনে, সে একেবারে থৈ থৈ করছিলো।

    আজ্জোদা ছিলো না, নইলে ঠিক আঁক কষে দিতো। আমরা ভয়ে কাঁটা হয়ে ছিলাম।

    তর্কো টা শুরু হয়েছিলো সিগ্রেট খাওয়া নিয়ে যে ব্যাপক বাতিক দেখা যায় তা কতোটা মানা উচিৎ।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৯ | 123.242.248.130
  • ভালো প্যারাডক্স। ইনি বলছেন কুমুদি, উনি বলছেন কেডিদা। কে যে বেশি বুড়ো বা বুড়ি, বোঝা যাচ্ছে না এখনও।
  • lcm | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:১০ | 69.236.168.211
  • বোঝো! নিবাসপুরী-তো নিবাস, তার ওপর পুরী --- সেখানে থাকবে না তো থাকবে কোথায়!
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৯ | 122.160.159.184
  • কেডিদা,আমি তো মজা কল্লুম এট্টু।
    অফেন্সিভ কিছু লেখা বা ক্ষমা চাওয়ার কোনরকম প্রশ্নই নাই।
    এসব বলে অপরাধী করবেন না।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৭ | 123.242.248.130
  • ঝিকি ... সাথে এক বান্ডিল বিড়ি ঃ-)
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৭ | 117.194.35.139
  • লুঙ্গি হাতে কুমুদির ছবি চাই। অর লুঙ্গি পরা ঝিকিরও। ঃ)
  • pharida | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:০০ | 61.16.232.26
  • সিকি বকে দিল ঃ(
  • Jhiki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৬ | 182.253.0.98
  • আমার দু পিস লুঙ্গী আছে (অনেকে এগুলোকে র‌্যাপ অ্যারাউন্ড স্কার্ট ও বলে থাকে)। তার মধ্যে একটা এখানকার বাটিকের ....... ভাটে ওটাই পরে যাব আর কুমুদির জন্য একপিস উপহার নিয়ে যাবো ঃ)
  • kd | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৩ | 59.93.160.50
  • কুমুদিদি, সিরিয়াসলি, আমি অফেন্সিভ কিছু লিখে থাকলে প্লীজ বলে দাও। সত্যি বলছি, অজান্তে লিখেছি - অনেক সময় আড্ডার মুডে স্থানকালপাত্র ভুলে গেছি হয়তো। জানলে সেটা আর না করার চেষ্টা করবো - একান্ত বাধ্য না হ'লে নিজেকে ডিফেন্ডও করবো না। সকলের কাছে আগেভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

    তবে হ্যাঁ, অ্যান্টি-কংগ্রেস, অ্যান্টি-সিপিএম, অ্যান্টি-তৃণমূল, প্রো-মমতা কথা বলবো, সেখানে নো রেয়াৎ, নো ক্ষমা চাওয়া।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৩ | 123.242.248.130
  • প্লিইইইইইইইইইইইইইইইইজ।
  • pharida | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪২ | 61.16.232.26
  • তাও তো আমি বলিনি যে কলেজে পড়ার সময়ে সোনারপুর লোকালে একটা প্লাস্টিক প্যাকেটে নতুন নীল্কালো চেক লুঙ্গি পেয়েছিলাম - বছরে দু একবার জল দিয়ে কাচা সঙ্কেÄও সেটা আড়াই বছর আস্ত ছিল।

    এখনো তার কথা মনে পড়ে।
  • kd | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩১ | 59.93.160.50
  • ও কুমুদিদি, ক্যামোন যেন মানে? আমি আবার কী কল্লুম? তোমারই তো চাহিদা একটা ভালোমতো ঝগড়া লাগানোর - সেই চেষ্টাই তো করছি। ঘটি-বাঙাল আর নারী-পুরুষ ঝগড়া বেশ মিস্টি মতন - সকলে বেশ কড়া কড়া কথা কয় কিন্তু কেউ রাগে না। অন্য সব টপিকে ঝগড়াটা শুরুতে ঠিকমতো হ'লেও শেষে কেমন যেন অসুব্বো মতন হয়ে যায়।
    ব্যতিক্রমও আছে, যেমন লুঙ্গি বা কাঠবেরালির কাটলেট।

    বাই দ্য ওয়ে, আমার একটা লুঙ্গি আছে - কোমরে দড়ি, জিপার ও পাশ-পকেট সমেত - ওটাকে অবিস্যি এক-পেয়ে পাজামাও বলা যেতে পারে। ঃ)
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৫ | 123.242.248.130
  • দুখে, আর প্রাণে ব্যথা দেবেন না।

    কুড়ি এখন পাকাপাকি ক্লায়েন আপিসে গিয়ে বসে। আমার সান্নিধ্য তার বোধ হয় পছন্দ হয় নাই। কতদিন হয়ে গেল কুড়িকে দেখি নাই।

    আরো দুঃখের কথা শুনবেন? সেই হাতকাটাগেঞ্জিলুঙ্গি পরা অ্যাডমিন মহিলাও মাত্র একমাস কাজ করে রিজাইন দিয়ে চলে গেছেন। আমি না হয় লুঙ্গি সহ্য করতে পারি না, সেই কথাটা ওঁয়ার কানের ভেতর দিয়া এমন করে মরমে পশিবে যে একেবারে চাগ্রি ছেড়ে দিয়ে চলে যাবেন, এতটা ভাবি নি।
  • dukhe | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:০২ | 122.160.114.85
  • কুড়ির ফটো হেথা কেহ তো তোলে না -
  • pharida | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৯ | 61.16.232.26
  • আমিও আজ অবধি কারুর কোনো ফোটোক কোনো পাবে লিক করি নাই ঃ))
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৫ | 123.242.248.130
  • ফটোগুলো অবশ্য পাবলিক করি নি, ইয়ে অলগ বাত হ্যায়। ঃ)
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৫ | 123.242.248.130
  • আমি তো আপনার পাশে রেশমীকে রেখে ফটো তুলেছিলাম। কী সুন্দর কনট্রাস্ট হয়েছিল বলুন তো?
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৪ | 122.160.159.184
  • আহা,সিকির মত ছেলে হয় না।
  • pharida | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৪ | 61.16.232.26
  • সিকি, শ্রাবণীকে ফোনে একটা ডাক দিয়ে ফেল।
  • pharida | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৪১ | 61.16.232.26
  • হ্যাঁ হ্যাঁ, সিকি ঠিক কয়েছে - আমিও হেব্বি ভয় টয় পেয়ে একশা - নেহাৎ জাঁদরেল গিন্নি সঙ্গে ছিল বলে লড়ে গেছি ঃ))
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৪০ | 122.160.159.184
  • ক্ষেউই আমার্ফোটুক তুলবে না।

    নীনা,ঝিকি এরা সব সিলিম চেহারার,তাদের পাশে কুমু- x+dx!!ঃ-((
  • pharida | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৯ | 61.16.232.26
  • @ ঝিকি, "নিবাস" শব্দটিতে "থাকা" কে রেখে অল্প লাফ দিন - ধরে ফেলবেন ঃ))
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৭ | 123.242.248.130
  • আমি নিয়ে যাব। তাইলেই চলবে। আর পটাশম্যাম বলছেন ভদ্রসভ্য হয়ে থাকা পোষাবে না? পটাশম্যাম? আমাদের মত ফক্কড়ের দল একমাত্র পটাশম্যামকে দেখেই ঘেবড়ে গেছিল, ক্কী গেরাম্ভারী, ক্কী পার্সোনালিটি, কথা কইলেই মনে হয় অঅপ্‌ করে বকে দিচ্চেন ঃ) উনি তো উঁচু গলায় কথা কইতেই পারেন্না।
  • pharida | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৬ | 61.16.232.26
  • কেডিদা বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাচ্ছেন ঃ))
  • ppn | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:১১ | 204.138.240.254
  • না না, কুমুদির ফরিদার ক্যামেরা পছন্দ না।

    অন্য কেউ নিয়ে গেলেই চলবে। ;)
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:০৯ | 122.160.159.184
  • কেডিদা আজকাল ক্যামোন য্যানো হয়ে যাচ্চে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত