এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩০ | 117.194.41.115
  • নিনাদি, দেশে ফিরে ফ্যাব ইন্ডিয়া যায় মাঝে সাঝেঃ)নেহাত একখানা গাঢ় নীল জিনস দরকার আর এখানে সে না পরে কেনা খুব হ্যাপা- তাই বাধ্য হয়ে.....

    জিনস্‌ পছন্দ হওয়ামত্র বল্লো, চলো এইবার যাই, মেয়েদের সেকশানে কি এলো দেখে যাই শুনেই, না না, আবার আরেকদিন আসা যাবে- এদিকে জিনস্‌ কাল ডেলিভারি দেবে শুনে- আবার কাল আসতে হবে( মুখে আষাঢ়ের মেঘ ঘনিয়ে এলো) ধুস্‌ঃ)
  • dukhe | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৮ | 117.194.236.195
  • ব্বাপস - এটা কোন টিমের কাছে হারল ? নামই উশ্চারণ করতে পারি না । বোঝাই যাচ্ছে বেজায় গাঁট টিম ।
  • sayan | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৬ | 115.241.14.250
  • ফ্রেন্ডস উইথ বেনিফিটস দেখা হল, নিয়মমাফিক পিকোস'এ ঢুঁ মারা, তাও। ফেরার পথে একটা গাড়ি টো করে নিয়াস্তে হল, তাও হোক। কিন্তু এখন বাড়ি ফিরে এই হুজুগে পাব্লিকদের আফটার পার্টির দাবি - এদের্কে কীভাবে ঘুম্পাড়ানো যায়, এনি আইডিয়া?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৫ | 72.83.92.218
  • ঘটিদের টিমের ন্যাজেগোবরে হবার একটা কম্প্রিহেনসিভ লিস্টি পাওয়া যাবে ? আমার বাঙাল বরের মুখের উপর ছুঁড়ে দিতে চাই।
  • Abhyu | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৪ | 97.80.158.159
  • আজ্জোর জন্যি
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:২১ | 72.83.92.218
  • দুখেদা, মেইল দেখবেন একটু।
  • ppn | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:২১ | 122.252.231.10
  • অ দুখেবাবু, ঘটিগো টিমতো আজ আবার হাইরা গ্যাসে। ওডাফারে আইনাও দাবায়ে রাখন যায় নাই।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:২১ | 72.83.92.218
  • দুখেদা, ঃ))
  • dukhe | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:২০ | 117.194.236.195
  • আরে রেসিপি অতীব ট্রিভিয়াল ।
    পায়েসের যাবতীয় উপকরণ যোগাড় করুন ।
    একজন বাঙাল রাঁধুনির হাতে তুলে দিন ।
    ব্যস ।
    কোথা হইতে কী হইয়া গেল টেরও পাবেন না ।
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৯ | 75.76.118.96
  • বিগাই ধন্যযোগ।
  • I | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৮ | 14.99.97.166
  • আকা,
    শুভ জন্মদিন !
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৭ | 72.83.92.218
  • সরি কাব্লিদা। নিনাদি যা বল্লো, ঘটনাটা তাই।
    তার নতুন বয়ফ্রেন্ডের নাম কাব্লি।
    তোমার হার্টব্রেক হবে ভেবে আমি সেটা চেপে গেসলুম ।
  • ppn | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৬ | 122.252.231.10
  • নীনাদি ঃ))

    মশামেসোর জন্য হার্দিক সমবেদনা।
  • m | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৬ | 117.194.41.115
  • পাঁচখানা জিনস একসাথে পল্লে তবেই লংকার পায়েস রাঁধা যায়- ও দুখেবাবু- আর কত সময় নেবেন!!
  • dukhe | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৬ | 117.194.236.195
  • লটারি করে একখানা বেছে দিলে এত প্রশ্নের মুখে পড়তে হত না । কী, কেন - সবের উত্তর প্রোব্যাবিলিটি শাস্ত্রে পাওয়া যেত ।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৩ | 68.45.76.170
  • পাই, এত প্রশ্ন কেন? সন্তোষ দত্তর কাজ ওটা
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১১ | 72.83.92.218
  • মামু, সময়মতোন একটা ফোন কোরো।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১১ | 68.45.76.170
  • m, প্রগতি জানে তো? তা মামুর জন্য ক্ল্যাপ ক্ল্যাপ ঃ-))

    কাব্লিদা, সরভাজা নতুন বয়ফ্রেন্ডের নামও "কাব্লি" (সে আবার কুমুরও প্রিয়)

    প্পন, বঢ়িয়া !
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১১ | 72.83.92.218
  • সত্যি প্পন লক্‌খী ছেলে। দোকানে দোকানে অন্তত ঢুকেছে তো সই।
    দোকানের ঐ হাজারখানেক জিনিসের মধ্যে থেকে আমি যে বেছেবুছে পরিশ্রম করে খান দশেকে নামিয়ে আনি, সেই পরিশ্রমটুকুনির কোন অ্যাকনলেজমেন্ট তো পাই ই না, ঐ দশখানা থেকে একটা বেছে দিতে বল্লে কী ঘোরতর আপত্তি। আর বেছে দিলেও সে তো সেই দায়সারা গোছের দেওয়া, ঐ চোখ বুঁজে একটা ধরে ফেল্লুম গোছের।
    অন্যগুলো কেন নয়, এটাই কেন সেসব প্রশ্ন করলে কোন উত্তরই পাওয়া যাবেনা !
  • dukhe | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৯ | 117.194.236.195
  • পাঁচখানা জিনস পরে হাঁটাচলা করা সোজা ?
  • kd | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৮ | 59.93.243.62
  • একসঙ্গে না পরপর?
  • kd | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৭ | 59.93.243.62
  • যাক্‌ আমেরিকা গিয়েও সরভাজা ওল্ড বয়ফ্রেন্ডকে মনে রেখেছে। এদিকে আমি বিষম খেয়ে খেয়ে হয়রান। ঃ)
  • m | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৬ | 117.194.41.115
  • আনন্দসংবাদ!!!!!

    কিনতে গিয়ে জীবনে প্রথমবার পাঁচখানি জিনস পরিধান করে আমার কর্তা আজ একখান রেকর্ড করে ফেলেছেনঃ)
    আজ এক গভীর'নীল' দিন- সবাই করতালি দিয়ে ওনাকে অভিনন্দিত করুনঃ))
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৬ | 68.45.76.170
  • ঃ-)
  • kd | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৪ | 59.93.243.62
  • সালোয়ারের হাতা? কত কী যে ফ্যাশান হচ্ছে এই বুড়ো বয়সে থই খুঁজে পাই না।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৪ | 68.45.76.170
  • ওঃ আমি যত শুনছি , বুঝতে পারছি প্পনের চেয়ে ভাল ছেলে হয়না ঃ-))
    কাঞ্জীটা কি দীপমে হল? সত্যি লুরুতে কি দারুণ সব শাড়ি ---
  • ppn | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০১ | 122.252.231.10
  • আই মিন, কুর্তির হাতা। ওই হল।
  • ppn | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০০ | 122.252.231.10
  • তবে লুরুর কমার্শিয়াল স্ট্রিট জায়গাটা ব্যপক। সাদা কালো দেশি বিদেশি অসংখ্য শপারের ভিড়ে থিকথিক করছে। আর ফুটপাথ জুড়ে কী সব বিচিত্র জিনিসের সম্ভার। বউ যতক্ষণ ধরে সালোয়ারের হাতা স্টিচ করাল আমি ততক্ষণ গ্যাঁট হয়ে বসে চা, সিগারেট আর ভাস্কর চক্রবর্তী নিয়ে দিব্যি ঘন্টাখানেক কাটিয়ে দিলাম।
  • dukhe | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৯ | 117.194.236.195
  • ঠিক ঠিক । ছেলেদের শুধুই যন্তন্না দিদি । সির্ফ অপ্রেশন । কিন্তু কে শোনে ? দাদু পর্যন্ত হৃদয়ের কথা বলতে ব্যাকুল হল, কেউ পাত্তা দিল না ।
  • Du | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৫ | 117.194.197.0
  • এটা যাবে আনন্দের টইতে ঃ) এমন জিনিষ ছেলেদের ভাগ্যে নেই।
  • dukhe | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৪ | 117.194.236.195
  • এইবার প্পন ছেলেদের টইটা খুলবে ।
  • ppn | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫২ | 112.133.206.18
  • আমার কিছু না। আমার নেক্ষট উইকে ঝপাঝপ করে হবে। মিনিট পনেরোতেই হয়ে যাবে।

    বউকে একটা জব্বর কাঞ্জিভরম দিলাম। বউ না না করে শেষে থ্যাংকু বলে নিয়ে নিল। ঃ)

    শাড়ির দোকানে পঞ্চাশ হাজার টাকার মাইশোর সিল্কের শাড়ি দেখে নয়ন সার্থক হল।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৮ | 68.45.76.170
  • প্পন , ইস কি লক্ষী ছেলে---কি কেনা হইল এতক্ষণে?
  • nyara | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৪ | 122.172.214.128
  • দুকুরদি জানা রইল। দরকারে-অদরকারে জিগেস করব।
  • ppn | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৪১ | 112.133.206.18
  • হ্যাঁ, দোকানদারেরা মনে হয় গুছিয়ে মুরগী করেছে। ঃ)
  • dukhe | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৯ | 117.194.236.195
  • পুজোয় কীফসির মুরগী শপিং হল ?
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৮ | 122.173.2.250
  • ওদিকে মোদী তো ছ কোটি টাকা খচ্চা করে অনশন করছে।
  • ppn | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৬ | 112.133.206.22
  • বোঝো! আমার অপ্রেশন নিয়ে কারোর কোন হেলদোল নেই গা! পোতিবাদে আমি নেক্ষট দশ ঘন্টা অনশন করব।

    (কেএফসির ভাজা মুরগীগুলি আশা করি ঘন্টা দশেকে হজম হয়ে যাবে ঃ))
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৪ | 117.194.41.115
  • কি কি কি সইত্যাগ্রহ করছে? ঃ)

    আর আমি। আমি লেকা ফেলে ভাট টই করছি। ছি ছি ছি।
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:২৯ | 75.76.118.96
  • বিদেশে থাকলে দেশ পড়া যায় না। (ইহা একটি পিজে)।
  • dd | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:২৬ | 122.167.4.197
  • ভালো কথা, এবারের দেশে স্যার তেকোনার কবিতেটা পড়লেন?

    আমার ত্যামোন ভাল্লোগলো না। উনি এর চেয়ে বেটার পদ্য ল্যাখেন।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:২৪ | 122.173.2.250
  • কাইকু?
  • kiki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:২০ | 59.93.197.81
  • এলুম

    গেলুম
  • Du | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:১৩ | 117.194.203.122
  • ঐ জ মানে জাভাতে পাইথন গোছের কিছু একটা
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৭ | 122.173.2.250
  • জাইথন আর পাইথন কি রিলেটেড?

    (পাই-কে আবাজ দি' নি মোট্টেই)
  • ppn | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৬ | 112.133.206.22
  • উফ্‌ফ্‌ফ। এই পুজোর শপিং জিনিসটা কে আবিষ্কার করেছিল? সারাদিন ল্যাংবোট হয়ে দোকানে দোকানে ঘোরা। হাজারবার ইস ডিজাইন মে দুসরা কোহি কালার নাহি হ্যায় শোনা এবং তারপরে খালি হাতে বেরিয়ে আসা।

    বন্ধুগণ আজ আমি ভয়ংকর অপ্রেশনের শিকার।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৬ | 122.173.2.250
  • এমনিতে ভূতো আমার মেয়েকেও বলে থাকি। একদা আবির্ভূত হয়েছিল, সেই থেকে ভূতো নাম, মানে ছদ্মনাম।
  • Du | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৬ | 117.194.203.122
  • ন্যার্গাবু, এক্সপার্ট না হোক আমি আছি কিঞ্চিত রুবি স্যাঁকরা। পাইথনকে এক দুদিন ছুঁয়েছি। বা বলা ভালো জাইথনকে।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৬ | 68.45.76.170
  • ভুতুবাবু এখন গীটার ছাড়া আর কিছুতে সময় দেন না ঃ-(
    পাই ঃ-) এই নিয়ে একটা টই হবে নাকি??
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত