এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫১ | 198.82.26.146
  • ও কিচুনা। এট্টুস আবেগতাড়িত হয়ে বলে ফেলেচে। ঃ-)
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৯ | 168.26.215.13
  • সান্দাকে ক্রিকেট দেবতা পাপ দেবে এবারে। তেন্ডুলকরের আশে পাশে কেউ নেই, থাকতে পারে না।
  • sayan | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৮ | 115.241.55.248
  • ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান তার শেষ ওয়ান-ডে ইনিং খেলে দেখিয়ে দিয়ে গেল আরেকবার, আরও অনেকবারের মত, ট্রু ক্লাস কারে কয়। এবার ওয়ান-ডে ক্রিকেট দেখা বন্ধ করাই যায়।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২০ | 168.26.215.13
  • রাহুল দ্রাবিড় কিন্তু উইকেট কিপিং করতে পছন্দ করে নি কোনদিন। তবে এরকম অভিযোগ গাঙ্গুলির দিকেও ওঠে, যেমন ২০০৩ ফাইনালে কুম্বলেকে বাদ দেওয়া।
  • nyara | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২০ | 122.172.174.234
  • কল্লোলদাকে একদম ক। তবে পেছনের পলিটিকস বাদ দিলেও আমার নিজের দ্রাবিড়কে ব্যাটসম্যান হিসেবে আহামরি লাগে না। আশির দশকে পাকিস্তানে তসলিম আরিফ বলে একটা পেল্যার এসেছিল। দ্রাবিড়কে তার চকচকে ভার্সান মনে হয় আমার। চকচকে মানে গেম সফিস্টিকেশন বেশি।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৬ | 198.82.26.146
  • ইয়ে, সিকির পোস্টে হাসলাম।

    কল্লোলদাকে ক।
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৬ | 117.194.197.239
  • পুরো প্রহ্লাদ আর হিরণ্যকশিপু কেস ঃ)
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৫ | 198.82.26.146
  • ঃ-))
  • kallol | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৫ | 115.184.6.201
  • রাহুল দ্রাবিড়, টেস্টে ভালো ব্যাট। জেন্টলম্যান কি না বলতে পারছি না। পাকিস্তানে শচীনকে তিনশো না করতে দেওয়া, সৌরভের সাথে গ্রেগ আমলে নোংরা খেলা, খুব বাজে ক্যাপটেন, এসব মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। যার একদিনের কেরিয়ার সৌরভের বদান্যতায় টিঁকে গেলো (উইকেটকিপার করে বয়ে নিয়ে বেড়ানো), তাকেই লেঙ্গীটা মানা গেলো না। কিন্তু এসব বাদ দিলেও শচীনের তিনশোটা না করতে দেওয়া ক্ষমার অযোগ্য।
  • byaang | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৪ | 122.172.252.8
  • সিকি, ঃ-))
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৩ | 122.173.2.250
  • ইমোশনাল অত্যাচার দেখতে চাইলে আমার বাড়ি আসুন। জিটিভি লিটিল চ্যাম্পস চলছে, মঞ্চে গণেশ আর কৃষ্ণের মূর্তি, আজকের থিম ধার্মিক সঙ্গীত, প্রধান অতিথি বাবা রামদেব।

    এত রাতে বাড়ি থেকে পালানোও টাফ ঃ(
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:০৯ | 178.61.96.29
  • শান্তনুদা মিড্‌ল ইস্টে চলে আসছে। এবার আমরাও মিড্‌ল ইস্টে ভাট করব।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:০৬ | 198.82.26.146
  • রুক্ষ না রূক্ষ? হ্রস্ব উ ই হবে মনে হচ্ছে।
  • ppn | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৭ | 204.138.240.254
  • এখনো সোসন চলিতেছে। ঃ(
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:২৬ | 198.82.26.146
  • আমার তো আগামী এক সপ্তাহ সোসন হবেনা। তাও, না আঁচালে বিশ্বাস নেই, তাই চুপচাপ আছি।
  • acintyarup | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:২৫ | 121.241.214.34
  • অনেগদিন পর আজগে সোসন এক্টু কম যাবে মনে হচ্চে
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:২০ | 144.160.226.53
  • খেলা লুকিয়ে চুরিয়ে দেখছি একটু আধটু, অফিসে যেটুকু সম্ভব। ছুটি নিতে পারলে ভাল হত ঃ-(
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭ | 198.82.26.146
  • দ্রাবিড়কে আমারো ভালো লাগে। শেষ জেন্টলম্যান, দল অন্ত প্রাণ, সবই ঠিক। অবদানও অনেক।
    কিন্তু দলের প্রয়োজনে কিপিং ? ওয়ান ডে তে কিপিং না করলে রাহুল দ্রাবিড়কে খেলানো যাচ্ছিলো না। দলে থাকার জন্য কিপিং করতেই হতো। এবং স্পেশালিস্ট কিপার না থাকায় তখন ভুগতেও হয়েছে।
  • SC | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:১১ | 150.212.9.4
  • হুঁ, অরণ্যকে ক্ক। আগে গাঙ্গুলি গাঙ্গুলি করে লাফাতাম বটে, তবে দ্রাবিড়ের মতো প্লেয়ার বিশ্বক্রিকেটে বিরল।
    দ্য লাস্ট জেন্টলম্যান লিখতে ইচ্ছে করছে। যেমনি স্টাইলিশ ক্রিকেটার, তেমনি লড়াই করার মানসিকতা।
    আজ যেন বাকিরা একটু কূপারেট করে ম্যাচ জিতিয়ে দেয়, নইলে দ্রাবিড়ের জন্য খুব খারাপ লাগবে।
    খেলা ঐ জাস্টিন টিভি কিংবা গুগল সার্চ করে যে সাইট পাওয়া যায়, ওতে মনে হয় দেখতে পাবেন।
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:০১ | 117.194.197.239
  • হালুম, মানে? কেমন লাগছে জিগাও নাকি?
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৪ | 144.160.226.53
  • দ্রাবিড় দেখিয়ে দিচ্ছে। এই ছেলেটাকে আমার বরাবর ভাল লাগে, গাঙ্গুলিকে বসিয়ে দেওয়া সঙ্কেÄও। দলের প্রয়োজনে দিনের পর দিন কিপিং করে গেছে, নিজের ভাল লাগা, মন্দ লাগাকে পাত্তা না দিয়ে। বয়স্ক ব্যাটসম্যান, কর্ণের মত যে কখন সেন্টার স্টেজ পায় নি, জীবনের শেষ ওয়ান ডে খেলছে, মর্যাদা ছাড়া কিছুই পাবার বা হারানোর নেই, আহা এই ইনিংসটা যদি লাইভ দেখতে পারতাম।
    সেঞ্চুরি চাই না, অন্তত ৫০-টা যেন করে।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 168.26.215.13
  • তরমুজ খেয়ে নিয়ে বলছি।
  • byaang | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৮ | 122.172.245.54
  • আজ একটা পাকিস্তানি সিনেমা দেখলাম - বোল। আর কেউ দেখেছে এখানে?
  • kiki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৬ | 59.93.216.99
  • অ! ওটা মনে হয় পিপিকে, স্যরি।
  • kiki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৫ | 59.93.216.99
  • P
    ছোলা সেদ্ধ দিও।এট্টু প্যাঁজ, লঙ্কা লেবু আর নুন দিয়ে মেখে। ঃ)))
  • pharida | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৩ | 122.163.133.188
  • আর কাঁদে না আর কাঁদে না ছোলাভাজা দেবো...
  • byaang | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৪২ | 122.172.245.54
  • পামিতা, ফেসবুকের মেসেজ দেখ। কাল পাঠিয়েছিলাম অবিশ্যি।
  • kiki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৩ | 59.93.216.99
  • আমারো বা লা তে আইডি অ্যাক্টিভেট হলো নি।ঃ(((((((((((
  • pipi | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:২৫ | 129.74.191.152
  • ভ্যাঁঃ-(
  • Paramita | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:২৫ | 122.172.174.234
  • দু, ফেরা কেমন?
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:২২ | 117.194.197.239
  • বহুদিন পরে বিশ্বকর্মা পুজো দেখবো। দেশে ফিরে আমার সবচাইতে ভালো লাগে যখন আমি নানান বাড়ি থেকে শাঁখ বাজার শব্দ শুনতে পাই। সল্ট লেকে আজান শোনা যায় না বটে কিন্তু শাঁখের শব্দ, আজানের ধ্বনি এই সব দিয়েই আমি অনুভব করি, এ আমার চিরচেনা সকাল, দুপুর, সন্ধ্যে।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:১৫ | 168.26.215.13
  • আর হ্যাঁ কেউ কোন খাবার দিলে খবর্দার খেও না, বিশেষত গরম চা, বলা তো যায় না, যা দিনকাল।
  • Netai | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:১৩ | 121.241.98.225
  • সাবধানে যেও। আর জানালা দিয়ে হাত বাড়িওনা।
    ঃ-)
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:১২ | 168.26.215.13
  • দুগ্গা দুগ্গা।
  • sayan | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:০৭ | 160.83.97.84
  • নাহ্‌, বাড়ি যাই।
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৩ | 80.239.243.232
  • এমনো দিনে তাত্র বলা যায়, এমনো ঘনঘোরো বরিষায়? আইডিয়া মন্দ নয়, তবে কুড়ির রেসপেক্টে আমি প্রান্তবাসী, সাবঅল্টার্ণ, কুড়ির বাড়ি রোহিণীতে, আমি কাঁদি সাহারায়, থুড়ি, আমি থাকি ঘাজিয়াবাদে।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৯ | 168.26.215.13
  • এই বইগুলি অত্যন্ত ভালো। আমি এই সদ্য একটু আধটু পাতা ওল্টাচ্ছি। জেনারালি এইসব জীবনি পড়তে আমার ভালো লাগে না। কিন্তু প্রশান্ত পালের লেখা পত্তর দিব্য সুন্দর। রবীন্দ্রনাথের রাশিছক অবধি পাওয়া যায়।
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৮ | 59.163.30.4
  • দু, থ্যাংকু! কনফার্মড হলাম!
  • saikat | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:০০ | 202.54.74.119
  • সিকি,

    রবিবাবুর নোবেল চেক সম্বন্ধে জানতে হলে প্রশান্তকুমার পালের "রবি জীবনী (? খন্ড)" রেফার করো। ওখানে নিশ্চয়ই থাকবে।
  • Netai | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৫ | 121.241.98.225
  • সিকিদা এখন লং ড্রাইভে
  • bibek | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৪ | 195.37.234.132
  • খাসা পরামর্শ বটে!
  • byaang | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪২ | 122.172.245.54
  • সিকি, কোথায় গেলি? এমন বৃষ্টিতে কুড়িকে ক্লায়েন আপিস থেকে তুলে কুড়ির বাড়ি পৌঁছে দে না?
  • Netai | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৯ | 121.241.98.225
  • শরৎ রচনাবলী পাওয়া যাচ্ছে-
    http://sarat-rachanabali.becs.ac.in
  • bibek | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৭ | 195.37.234.132
  • না
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৩ | 117.194.197.239
  • দে, খবরটা অলরেডি কাগজে বেরিয়েছে
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:১২ | 178.61.96.29
  • বিবেকবাবু আর অবাস্তববাবু কি একই লোক?
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৪ | 59.163.30.6
  • বিবেকবাবু দেখছি বাডেন উটেম্বার্গে বসে আছেন এক্কেরে -- আমার পুরানো ঠেক! :))
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:০১ | 59.163.30.6
  • আইআইএসিআর সম্বন্ধে? তা এট্টু আছে!
    খবরটা আমি আমার এক বন্ধুর থেকে পেলাম! ভেরিফাই কত্তে চাই তাই!
  • bibek | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৫ | 195.37.234.132
  • দেদি দেখছি নতুন খবর দিলেন। আইআইএসইআর কোলকাতা সম্পর্কে আপনার ধারণা আছে?
  • nyara | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৯ | 203.110.238.17
  • আমি জানি, তোমার প্রশ্ন অন্য ছিল। আমি সইকতের কথার কনটেক্সটে বললাম।

    আর তাছাড়া, যে প্রশ্নের জবাব জানিনা, সে প্রশ্নের উত্তরে অন্য যে প্রশ্নের আন্দাজি জবাব জানি সেটা বলে দেওয়া ভাল ম্যানেজমেন্ট টেকনিক। বাকিটা কমঃ গোলদারকে জিগেস কোরো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত