যাবার আগে টিকিট কাটার ব্যারার থাকে। এখান থেকে বিমানে যাব পোল্যান্ডের রাজধানী ভার্শাভা। রিটার্ন টিকিট ঝপ করে কাটা হলো, শেষ মুহূর্তে তাই দাম কিঞ্চিৎ চড়া। এখন ভার্শাভা থেকে বেলারুশের বর্ডার যে জায়গাটা, সেটার নাম তেরেসপোল। তেরেসপোলের পূর্ব প্রান্তে বয়ে চলেছে বুগ নদী। নদীর ওপারে বেলারুস এর ব্রেস্ত শহর। এই পথে আমি লাস্ট যাতায়াত করেছি ট্রেনে ছত্রিশ বছর আগে। এখন স্যাংশান নামক কল বসিয়ে ট্রেন চলাচল বন্ধ করে বেলারুসকে টাইট দেওয়া হচ্ছে বোঝা গেল। ভাবলাম তেরেসপোল অবধি ট্রেনে গিয়ে যদি বাকি পথটা পায়ে হেঁটে পার হওয়া যায়। কিন্তু না, বিধি বাম। যেতে হলে কোনও একটা বাহনে চেপে তবেই যেতে হবে। তখন খোঁজ নিয়ে জানা গেল যে বাস যায়। শুরু হলো বাস খোঁজা। উঁহু অনলাইনে কোনও বাস কোম্পানিই ব্রেস্ত যাচ্ছে না। অন্তত আমার দেশ থেকে তো ইন্টারনেটে দেখাচ্ছে যে ভুল গন্তব্য বা ভুল তারিখ দেওয়া হয়েছে বলে। ঐ স্যাংশনের কল আর কি!
শেষে বুদ্ধি খরচ করে বেলারুস ট্রান্সপোর্ট এর সাইট খুঁজে আগাগোড়া রাশিয়ান ভাষায় সব লিখে টিখে পেমেন্ট করে দুজনের জন্য বাসের রিটার্ন টিকিট কাটা হলো।
এবার চাই হোটেল বুকিং। ক্কী ক্কেলো! ব্রেস্ত টাইপ করলেই ফ্রান্সের একটা জায়গা আসছে, একই নাম, হুবহু একই বানান। ব্রেস্ত বেলারুস লিখলে আরেক কেলো হচ্ছে ব্রেস্তের নিকটে গোছের ভাব করে তেরেসপোলের হোটেল দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ হোটেল বুকিং এর কোম্পানি গুলোও স্যাংশানের নিয়ম মানছে।
কিন্তু আমি কি ডরাই সখি বুকিং ডট কম কে? আরো একটু বুদ্ধি খরচ করে ইয়ানডেক্স অ্যাপের মাধ্যমে খুঁজলাম, কিন্তু ঐ অ্যাপ দিয়ে বুক করা যায় না। তবে কিছু হোটেলের নাম পাওয়া গেল। এবার সেইসব হোটেলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে দেখি প্রায় সবই বুকড। একটা হেটেলে কষ্টেসৃষ্টে ঘর পেলাম। তারপরে ফোন করে অনুরোধ করলাম বুক করে দেবার জন্যে।
ফোনের ওপারের মেয়েটি সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিল। টাকা পয়সা পেমেন্ট করতে হলো না, গিয়ে পৌঁছে তারপরে টাকা নেবে।
জিজ্ঞাসা করলাম ব্রেস্ত শহরে হোটেল বুকিং পাওয়া যাচ্ছে না কেন? সব হোটেলই দেখতে পাচ্ছি জায়গা নেই।
মেয়েটি জানালো, এখন ছুটির মাস, ইস্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় গরমের ছুটি, টুরিস্টদের ভিড়, সব মিলিয়ে হোটেল গুলোয় এখন জায়গা মেলা ভার।
আমি কৌতূহলী হই — টুরিস্ট মানে বিদেশি টুরিস্ট?
সে বলে — হ্যাঁ বিদেশিরা সব ক্যাম্পিং করতে আসে এখানে এই সময়ে।
ল্লেহ! স্যাংশন কেমন টাইট দিচ্ছে বোঝা গেল, শহর উথলে উঠেছে টুরিস্টে।