byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৮ | 122.167.105.214
রেখার সঙ্গে সবচেয়ে বেশি জমত বিনোদ মেহেরার।
nk | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৭ | 151.141.84.194
আরে আমি তো রেখার সাথে ধর্মেন্দর জান্তাম! ঃ-)
m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৭ | 117.194.32.200
থ্যাংকিউ নিনাদিঃ)
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:২৮ | 75.76.118.96
রেখা ও রণধীর।
মানে এত নায়ক থাকতে শেষে রণধীর? কি অপ্রেসন।
Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:২৬ | 12.149.39.84
আমি এইস্পিড নিয়ে কিছু বলার রাস্তা নিজেই বন্ধ করে রেখেছি ঃ-(( সে একটাও টিকিট খায়না আর আমি বেশ কিছু--স্পিডিং এর জন্যি। ঃ-((
Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:২৩ | 12.149.39.84
m সুখি জন্মদিন-- শুচি জম্নদিন ;-) মনের মতন করে দিনটি কাটাও--তায় আবার মামুর লতুন জিন্স হয়েছে
আজকের রণধির ও রেখা কালকে জানিও কেমন কাটালে
m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:২২ | 117.194.32.200
এরকম রেখার বর ও বিরল নয় যে গাড়িটাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে ৫০ হাতের দূরের দোকানে গিয়ে চা খেয়ে আসবে।
Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:২১ | 12.149.39.84
আরে রিমি যে কোনো সুপার মার্কেটে --ঐ ছোত ফ্লাওয়ার টর্টিয়া বলে যে গুলো পাওঅয়া --অনেক সময় ওগুলো প্রায় লুচির সাইজের হয়--জাস্ট ভেজে নাও।
m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৯ | 117.194.32.200
থ্যাংকিউ অপ্পনঃ)
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৯ | 122.167.105.214
হেঃ হেঃ রিমি, সে গুড়ে বালি। বুদ্ধি করে রেখা ঐ একটা জিনিস শেখে নি। এব্যাপারে কেসির বউয়ের উত্তরটা রেখা একদম মুখস্থ করে নিয়েছে - গাড়িটাও যদি আমিই চালাই, তাহলে তুমি কী করবে?
ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭ | 112.133.206.18
শুচিবায়ু বয় বেগে মিঠুমণি যায় রেগে
ইত্যাদি।
ঃ) ঃ) ঃ)
হ্যাপি বাড্ডে, মামী।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭ | 168.26.205.19
নিনাদি এখেনে কসকো নাই। গ্রামে থাকি ঃ-(
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭ | 122.167.105.214
নীনাদি ঃ-)
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৬ | 168.26.205.19
পাই বেশি জ্বালালে কিন্তু হিতে বিপরীত হয়। তবে তোর গপ্পোগুলো লিখে ফেলিস।
ব্যাং, তোর গপ্পের রনধীর দেখছি খুবই ভালোমানুষ রে। অনেক রনধীর আছে, যারা স্টিয়ারিং ছেড়ে দিয়ে মিষ্টি করেই বলবে, "তবে তুমিই চালাও রেখা, দেখিয়ে দাও কি ভাবে স্পিড তুলব।"
Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৫ | 12.149.39.84
ব্যাং, এটা একটা প্রাইজড গজগজানি--রেজাল্ট একেবারে A++
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৫ | 122.167.105.214
মিঠু ঃ-)
m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৪ | 117.194.32.200
ব্যাংঃ))))বাঁদর রাঁধতে জানে না হলে বেশি ভাল্লাগতো নাঃ))))
Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১২ | 12.149.39.84
রিমি, এখানে কসকো তে যে রুটি পাওয়া যায়--whole wheat সেটাকে দিব্ব্যি ছুরি দিয়ে চার টুকড়ো করে কেটে -ভেজে একজন তিনকোণা লুচি কিন্তু ফুল্কো, খাইয়ে দিল--খেতে কিন্তু ভালই লাগল---
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১২ | 122.167.105.214
নীনাদি, গজগজানির নমুনা শুনবে? রণধীর কাপুর কেন জানি না সোম থেকে শুক্র আপিসে বেরনোর আগে গায়েহলুদের স্নান করে। আর শনি আর রবি স্নানের থেকে পূর্ণ বিশ্রাম। ওদিকে করিনা কাপুরের স্কুলের দরজা বন্ধ হয়ে যায় ৭ঃ৫৫য়ে। আর রণধীর কাপুরের স্নান শেষ হয় ৭ঃ২০তে। স্নানের পরে আবার কোলোনটোলন মাখতে আরো দশ মিনিট। তো খুব কষ্ট করে গোটা গুষ্টি ৭ঃ৩৫এয় বাড়ি থেকে বেরোয়। হাতে সময় ২০মিনিট। এবার রেখা কী করে? রেখার ভয়ানক টেনশন হচ্ছে, স্কুলের দরজা বন্ধ হলে বাড়ি ফিরে আসতে হবে ভাবলেই প্রেশার চড়চড় করে বেড়ে যাচ্ছে। তখন রেখা বোঝে, গজগজানি ছাড়া এ টেনশনের হাত থেকে মুক্তি নাই। তাই রেখা পিছনের সীটে বসে গজগজায় - ""হুঁঃ এটা নাকি গাড়ি চালানো হচ্ছে। এর থেকে যদি একটা কচ্ছপের পিঠে চেপে বসতাম, তাতেও এর থেকে আগে স্কুলে পৌঁছে যেতাম।'' অমনি করিনা কাপুর ফিকফিক করে হেসে রণধীর কাপুরকে শুধোয় ""বাবা কোন কচ্ছপের স্পীড তোমার থেকে বেশি? বাবা কচ্ছপ নাকি বেবি কচ্ছপ?'' রেখা আবার পিছনের সীট থেকে গজগজায় - ""যে কিনা কখনো টোবু সাইকেলই চালালো না, তার হাতে গাড়ি। বাঁদরের মাথায় চুল গজালে বাঁদর বাঁধতে জানে না'' আর রণধীর কাপুরও যত তাড়াতাড়ি পারা যায়, এই গজগজানির হাত থেকে রেহাই পেতে প্রাণপণ গাড়ি চালায়।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১১ | 72.83.92.218
ও রিমিদি। এসব শুধু শেখালেই হয়না। আমার রামকেষ্ট মেশনের শুচিবায়ুগ্রস্ত ইস্কুলের শিক্ষার কথা আর তালে কী বলবো ! জ্বালানোতে মা র চেয়ে সে কিছু কম যায়নি ! x-( পরে ভাল করে লিখবো খন ঃ)
এটা মনে হয় জেনেটিক ব্যাপরই হবে। মায়ের রিসেসিভ অ্যালীল ছিল হয়তো।
Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৯ | 12.149.39.84
এখানে আমার এক বন্ধুর এই গপ্পটা শোন ঃ তার রণধীর ১০০% ল্যাদ খাওয়া পার্টি--নড়ে বসেনা আর সেই রেখা আমাদের m এর মতন শুচিবাই এ ভোগে-- তো রেখা সকাল থেকে কাজ করে যাচ্ছে আর গজগজ করছে -- আমি হয়েছি যেন বাড়ীর ঝি , সারা হপ্তা অপিশ করো আর সারা হপ্তা অন্তে বাড়ির উনোকুটি চৌছটি কর--এর চেয়ে আমদের কলেক্তার ঝিয়েরা ভাল থাকে---অনে---ক-অন পর তার রণো বল্ল
তবু তো রাতে বাবুর সাথে শুতে পাও ;-)) তারপর কি হল? ------রেখা পোচোন্ডো পোচোন্ডো------হেসেই ফেল্ল!
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৮ | 168.26.205.19
এইখানে একটা কথা বলার আছে। আমার ছেলের যে এত পরিষ্কারের বাই হয়েছে সেটা অবশ্যই আমাদের দেখে নয়। ছোটো থেকেই ওদের স্কুল ডেকেয়ারে শেখানো হয়েছে জায়গার জিনিশ জায়গায় রাখতে। আগের স্কুলে প্রত্যেকদিন ক্লাশ শেষের পরে ক্লাস পরিষ্কার করা হত, তাতে বাচ্চাদের টিচারকে সাহায্য করতে হত। এছাড়া সাম্পান বাড়ির বাইরে যেখানে গেছে, দোকান পাট, রাস্তা ঘাট, সবকিছুই দেখেছে পরিষ্কার, ঝকেঝকে। ফলে ওর একটা নিজস্ব বোধ তৈরী হয়েছে। এখন নিজের ঘর পাওয়াতে ও সেই বোধটা কাজে লাগাতে পারছে।
আর আমরা ছোটো থেকে তো অগোছালো নোংরা দেখেই বড় হয়েছি। তাই আমাদের অগোছালো পনায় বিশেষ কিছু এসে যেত না, যদি না এই টাকার ধাক্কাটা আসত। ঃ-(
m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৭ | 117.194.32.200
এহে, টার্গেটে বেশ সরু মত একটা রোলিং পিন পাওয়া যেতো- বাকি গুলো তো পু উ রো গদাঃ) বুঝেছি ঐ গদালাঞ্ছিত নুচি খেয়েই আকার মেজাজ সপ্তমেঃ)
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৫ | 75.76.118.96
আমি নীনাদিকে বললাম। আর বড় বড় কথাতেও জুড়ি নেই।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪ | 72.83.92.218
এর থেকে আমার টর্চ দিয়ে বেলার আইডিয়াটা বেটার ছিল্না কি ?
Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪ | 12.149.39.84
পাই ঃ-))
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪ | 75.76.118.96
হ্যাঁ সে নিয়ে আমার কোন সন্দেহ নেই। ঃ)
m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৩ | 117.194.32.200
আমি পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি-কুলোকে সেটা শুচিবায়ুগ্রস্থতার নিদর্শন বলে মনে করে- তা করতেই পারে, তাতে আমার লোককে পিচেশ (পিশাচটাতে ঠিক জোশ আসে না)বলা আটকায় নাঃ)
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৩ | 168.26.205.19
নুচি হয়েছে নিনাদি। কিন্তু কি জানো? সকাল বেলায় উঠে ময়দা টয়দা মাখার পরেই দেখি বেলন চাকি কোথাও নেই। বাড়ি বদলানোর সময়ে হারিয়েছে নির্ঘাৎ। শেষে বেড বাথ বিয়ন্ড থেকে রোলিং পিন কিনে আনলাম, যেমন তার সাইজ, তেমনি ওজন। তাই দিয়ে যা হল তাকে ঠিক লুচি বলা যায় না, জুতোর চামড়া বলার যেতে পারে।
Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৩ | 12.149.39.84
হে হে ঝগড়ার মোড়টা ঘুরিয়ে দি--আকা হে মেয়েদের সঙ্গে ঝগড়াই পারবেনা বাপু হে--ছাড়ান দ্যাও। কাল জন্মদিনে কি কি খাওয়াল বল দেখি
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০১ | 72.83.92.218
হ্যাঁ, তাহলে আজকের অধিবেশনের সমাপ্তি সঙ্গীত হয়ে যাক।
আমাকে আমার মতন থাকতে দাও, গাইবেন শ্রীমতী পাই
আমার এই গজগজানোতেই আনন্দ - যৌথ পরিবেশনায় শ্রীমতী ব্যাং ও নিনাদেবী।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০০ | 75.76.118.96
না আমি রেখা। আর বিছানাটা হল ক্লোজেট। এমনকি রিমির বাথরুম শেষের দিকে রিমি নিজেও ব্যবহার করত না। আমি তো বহুদিন ছেড়ে দিয়েছিলাম।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৮ | 72.83.92.218
রিমিদি ঃ)
ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৮ | 122.252.231.10
দুজনেই থামো বাপু। এইবার সত্যি সত্যি wash dirtly linen in public হয়ে যাচ্ছে। ঃX
Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৮ | 12.149.39.84
আকা ঃ-))) কাল জম্মদিনে নুচি খাওয়ায়নি বুঝি?
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৭ | 122.167.105.214
গজগজ করার একটা আনন্দ আছে। এটায় আমি এক্দম ১০০% একমত। আমি গজগজ করে দারুণ আনন্দ পাই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন