আগে যে রাজ্জোর কথা বললম। গ্রামের মেয়ে উদ্ভিন্নযৌবনা, লাস্যময়ী রাজ্জো। সেই রাজ্জো আসলে আমাদের হ্যারির উপর একটু টাল্লি খেয়ে আছে। ওই, ফ্রি ফান্ডে দোকানে পুরি খাইয়ে দাইয়ে দেয়। রাত্রে ঘর বয়ে টিপিনবাস্কো করে পিন্নি টিন্নি দিয়ে যায়। আর যা যা করে হ্যারির মন পাওয়া যায় তাই তাই করতে প্রস্তুত। কিন্তু এই একেপেশে প্রেমের কি কিছু ভবিষ্যত আছে? বিশেষ করে যাখন মেয়েটা সোনম কাপুর নয়? বলা যায়না ভাই। আগেই বলেছি এটি আর্ট ফিলিমের বাপ।
Netai | ২৫ সেপ্টেম্বর ২০১১ ০২:০৩ | 122.163.121.81
খুব ভালো গান গায়। আর সাথে নাচেও। আর আছে একটা বড় মন এবং প্রেমিক হৃদয়। সর্বগুনসম্পন্ন যাকে বলে।
তো এই ১৯৯২ সাল, সময়টা খুব একটা ভালো নয়। কাশ্মীরে টালমাটাল অবস্থা। একদিকে চলছে বিচ্ছিন্নতাবাদী, আতন্কবাদীদের দৌরাত্মী। কাশ্মীরি পন্ডিতদের উপর অত্যাচার ও তাদের কাশ্মীর থেকে বিতাড়ন। অন্যদিকে আমজনতার উপর নিরাপত্তারক্ষীদের নির্যাতন। দুয়ের যাঁতাকলে পড়ে নাগরিক সমাজ বিপর্যস্ত। তাদের সামাজিক নিরাপত্তা বিপন্ন। তাতে করে হল কি, আয়েতের বাপ আয়েতকে, ওই মিষ্টি মেয়েটাকে আয়েতের বুয়ার কাছে মাল্লুকোটে রেখে নিরাপদ বাসস্থানের খোঁজে বেরিয়ে গেল আমেদাবাদ হয়ে বোম্বে। আয়েত, আহারে, মা মরা দুখি মেয়েটা, কদিন একটু নয় হ্যারির সাথে একটু প্রেম প্রেম খেলুক।
Netai | ২৫ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৮ | 122.163.121.81
সিনেমার শুরুতেই আপনি যাচ্ছেন মাল্লুকোটে। পাঞ্জাবের এক প্রান্তিক গ্রাম। সালটা ১৯৯২। সময়টা খুব একটা ভালো নয়। এই গ্রামেই থাকে হ্যারি। আরে আমদের শাহিদ কাপুর গো। এইবার চিনেছেন? সারাক্ষণ পাড়া মতিয়ে রাখে। এই খেলছে, ঘুরছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে, লোকের আখক্ষেতে গিয়ে চুরি করে গন্না চুষছে। রাজ্জোর দোকানে গিয়ে কায়দা করে ফোকোটে পুরি সবজি গিলছে। খুব নটখট ছেলে আরকি। দুষ্টু। তাইবলে এ ছেলে এলেবেলে ভাববেন না। এর বাবা প্রফেসর। জামাইবাবু এনআরআই। শুধু তাই নয়। হ্যারি নিজে ইন্ডিয়ান এয়ারফোর্সের পরীক্ষার সমস্ত ধাপ কিলিয়ার করে বসে আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার এই এলো কি সেই এলো। হুঁ হুঁ বাওয়া। বল্লে হবে। খচ্চা আছে।
Netai | ২৫ সেপ্টেম্বর ২০১১ ০১:২৮ | 122.163.121.81
-আচ্ছা, আপনিকি আর্ট ফিল্ম দেখেছেন? - -অ্যাঁ? অনেক দেখেছেন? তো কি হয়েছে। আপনি কি আর্ট ফিল্মের বাপ দেখেছেন?
মৌসম সিনেমার কথা বলছি। মৌসম, দ্য বাপ অফ আর্ট ফিল্ম। কাল দেখে ফিরেছি। কেমন দেখলাম তাই লিখছি। তবে আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। চেষ্টা করে লাভ নেই। এই রিভিউ পড়ে কিন্তু হাসি পাবেনা।
Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১১ ০০:১৫ | 97.81.90.41
তবে এইটে দেখুন
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৩ | 72.83.92.218
ইউকে থেকে ফেরার সময় ফ্লাইটে ঠান্ডা লেগে জ্বর হয়েছিল। বলছিলেন ওঁর এরকম জ্বর টর হয়ই না। তবে এবার খুব অসুস্থ লাগছে। পরেরদিনই শুনলাম বাঙুর হাসপাতালে ভর্তি। আজ হিন্দোলদা জানাল, বেশ ভালোরকমের অসুস্থ।
Paramita | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪০ | 122.172.37.173
কবীর সুমনের কি হয়েছে?
titli | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৯ | 14.99.94.15
শারদীয় প্রতিদিন হাতে এল। খারাপ লাগল না। বাংলা লেখার ধরণ বেশ লাগল।
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৬ | 72.83.92.218
ঃ)
তবে নন্দীগ্রামে হানিমুন ক্লোজ কম্পিটিটর।
aka | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৪ | 75.76.118.96
রসাত্তি রসাত্তি ... পকাবু পকাবু রসাত্তি। আহা।
x | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:২০ | 59.164.99.169
Paramita | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৬ | 122.172.37.217
ব্যাং-কে কেউ ধরতে পারলে বোলো তো, আমায় যেন একবার ফোনায়। ওকে ফোনে পাওয়া যাচ্ছে না।
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৩ | 72.83.92.218
ওহো। তবে কিছুজনের থেকে যা ফিডব্যাক পেলাম , তাতে দেখার ইচ্ছে চলে গ্যালো।
dri | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৭ | 117.194.231.124
পিপিদিদির সর্দি কেমন?
titli | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২২:৫০ | 14.99.47.107
কই আর এল? এ তো শুধু teaser !
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২২:৪২ | 72.83.92.218
ইচ্ছে অনলাইন এসে গ্যালো !
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২২:৩১ | 72.83.92.218
উঠেছে তো বুঝলাম। কিন্তু ঐ আগার দিকের সরু সরু ডালগুলোয় অমনি ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকা চাপের।
কী অবস্থা। খুব অসুস্থ হয়ে সুমন হাসপাতালে, এখন শুনলাম জগজিত সিং ও ।
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৫ | 72.83.92.218
সিকি, অপ্পন , একটু মেইল দেখো।
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪১ | 72.83.92.218
কেসিদার পোস্টটা এই পড়লাম।
kiki | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৩ | 59.93.193.25
কাব্লিদাআআআআআআআআআআআআআ,
যাগ্গে আজকাল কিছু মনে করা ছেড়ে দিইচি।
আজ কিছুক্ষন আগে ভুমিকম্প নিয়ে কথা হচ্ছিলো, তাতে কিছু মানুষের ভয় পেয়ে কান্নাকাটি শুরু করার কথা হচ্ছিলো, তাতে একজন বলছিলো, আমিও ভয় পেতে পারি, তাবলে কান্নাকাটি করা আবার কি! আমি ফস করে বলে ফেলেছিলুম আমার ওসব সিচুয়েশনে বেশ আমোদ হয়। শুনে লাল লাল চোখে আমাদ্দিকে তাকিয়ে বললো নির্বোধ দের এমন এক্সপ্রেসন ই স্বাভাবিক।আমি তাও দাঁত বের করেই ছিলুম। রাগ করিনি।
এমনকি ছেলে যখন সেদিন বাবাকে ফিসফিস করে বলছিলো, আঃ বাবা! জানোইতো মা রেগে যাবে।চুপ করে থাকো না। কিছুক্ষন পরে দেখবে নিজেই ভুলে যাবে। এখন রাগিয়ে দিলে আমাদেরি ঝামেলা।তখন ও আমি নির্বিকার ছিলুম।
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৮ | 72.83.92.218
কাব্লিদা, বুয়েছি। একদমই ছড়াও নি। আর কোন প্রশ্ন নাই ঃ)
যাই হোক, এত জবাবদিহি দেবার কী দরকার ছিল? তোমার ফীলিং তুমি জানিয়েছো কাব্লিদা, সেটুকুই যথেষ্ট। কেন এরকম ফীলিং হল, আর কোন কোন কন্ডিশনে কী কী রকম ফীলিং হত, সেটা একান্তই তোমার নিজস্ব ব্যাপার, এভাবে ডকুমেন্ট করে রাখাও যায় না আগে থেকে। অস্বস্তি বিভিন্ন মানুষের বিভিন্ন পরিস্থিতিতে হয়, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে।
এই আমার যেমন লুঙ্গি দেখলেই অস্বস্তি হয়, তাই নিয়ে কেউ কোনওদিন কোচ্চেন করেছে? ঃ-)))
kd | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১২:০০ | 59.93.241.192
টেকনিকাল ব্যাপার ছাড়া আমি খুব গুছিয়ে নিজের কথা বলতে পারিনা। সেই জন্যেই আমি পারতপক্ষে তক্কাতক্কিতে যাই না - শুরুতেই হার স্বীকার করে নিই। ঃ)
তাও দেখি আর কত ছড়াতে পারি। আমি গোড়ায় লিখেছিলুম - যাকে খাটে শুয়ে হাত-পা ছুঁড়ে খেলতে দেখেছি, তাকে এই সব পরিস্থিতিতে দেখা অসোয়াস্তি হবে। তুমি প্রশ্ন করলে 'চেনা শোনা' কাউকে সিনেমায় মারপিট বা ধর্ষণ করতে দেখলে অস্বস্তি হবে কিনা! তার উত্তরে আমি বলেছি, না। তোমার পরের পোস্ট পড়ে মনে হ'ল, তুমি কনফিউজ্ড। টেকনিকালি তুমি ঠিক - পুত্রসম একজন তো 'চেনা শোনা'র মধ্যেই পড়ে। কিন্তু কে জানে কেন, আমি তেমন ভাবতে পারি না আর তাই ভুলভাল উত্তর দিই।
একটি উদাহরণ দিলে আমি আমার ভাবধারা হয়তো বোঝাতে পারবো। হঠাৎ একটা ঘরে ঢুকে যদি আমার এক বন্ধুকে তার এক আত্মীয়ার সঙ্গে 'হোম বেসে' দেখে ফেলি, তাতে আমার যা অস্বস্তি হবে, তার থেকে অনেক অনেক বেশী অস্বস্তি হবে আমার ছেলেকে তার বউএর সঙ্গে 'ফার্স্ট বেসে' দেখে ফেললে। কেন, তা তো জানি না, হয়তো আমার শ্রিঙ্ক বলতে পারবে।
নোটঃ 'হোম বেস', 'ফার্স্ট বেস' আমেরিকান স্ল্যাঙ - বেসবল খেলা থেকে এসেছে। ডেটিংএর অন্তরঙ্গতার স্কেল। মানে কেউ কেউ - এই যেমন কিকি ঃ) - জানে না হয়তো, তাদের জন্যে লিখলুম।
sinfaut | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১১:০৪ | 121.241.218.132
ঃ(
ভীষন দুঃখজনক।
kc | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৯ | 178.61.96.29
আমাদের নীচের তলায় কালকে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেল। ক্লাস এইটে পড়া মেয়ে, জানালার পর্দার ঠিক উপরে ঝুলিয়ে রাখা ঘড়িতে ব্যাটারি চেঞ্জ করার জন্য ঘড়িটি নামাতে গেছিল। পর্দা টানা ছিল, কিন্তু পেছনে জানালা ছিল খোলা, জানতনা। উঁচুতে ওঠার জন্য সাহায্য নিয়েছিল একটা চাকা লাগান রিভলভিং চেয়ারের। হঠাৎ ডিসব্যালান্সড হয়ে গিয়ে পর্দার গায়ে পড়ে যায়, সেখান থেকে খোলা জানালা দিয়ে একদম ১৫ তলা নীচে। স্পটেই শেষ। ফিলিপিনো বাবা, ইন্ডিয়ান মার ১৪ বছরের একমাত্র আশা-আকাঙ্খা-আদর সব শেষ দুমিনিটে। ধরে রাখা যাচ্ছেনা দুজনকেই। বাবাটিকে আজকে সকালে হাসপাতালে ভর্তি করতে হল।
siki | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৫ | 122.174.76.8
পরের স্টেপে উমাতেও হিন্দি ইংরেজি ঃ)
Du | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৮ | 117.194.192.236
যদি না মাতৃভাষাটা হিন্দী
Du | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৬ | 117.194.192.236
মেডিক্যাল প্রবেশিকাতে ইংরিজি / হিন্দি শুরু হল। এভাবে মাতৃভাষয় পড়া কদিন চলবে ভাবছি
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:১২ | 72.83.92.218
গুড মর্নিং ইন্ডিয়া ঃ)
siki | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:০১ | 122.174.76.8
চেন্নাই ঘুম থেকে উঠে পড়ল। ঃ)
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৪:৩২ | 128.231.22.133
ঃ))
বাকিটার জন্য অধীর অপেক্ষায় রইলাম ঃ)
Netai | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৪:১২ | 122.177.47.203
বাকিটা কাল। gnsd
Netai | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৪:১০ | 122.177.47.203
ফেসবুক পুর্ববর্তী জীবনে যোগাযোগের জন্য মানুষের ডাকব্যাবস্থা আর ফোনের উপর নির্ভরশীলতার অন্ত্যঃসারশুন্যতা আর সীমাবদ্ধতার কথা পঙ্কজ কাপুর এই সিনেমার মাধ্যমে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তার জন্য সিনেমাটাকে যতখানি দৃষ্টিনন্দনহীন ও যন্ত্রনাদায়ক করে তোলা যায় তার সবই করেছেন।
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৪:০৬ | 128.231.22.133
বেশ। গুন্নাইট।
শয়তানকে দেখে থাকলেও একটু দু'পয়সা দিস।
Netai | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৪:০৪ | 122.177.47.203
হাঃ হাঃ রীতিমত সিরিয়াস সিনেমা করার কথা ভেবে বানানো সিনেমা। কিছু সেনসিটিভ ইস্যুও আছে সিনেমাটায়। তাই খিল্লি করা ঠিক হবে কিনা ভবছি। আজ অনেক রাত হয়ে গেছে। কাল লিখবো
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৪:০০ | 128.231.22.133
আদৌ রিভ্যু লেখা যায় কিনা ভাবতে হচ্ছে ? ওরেব্বাস ! তাহলে তো আরোই চাই। বডিগার্ডের মত আরেকটা হয়ে যাক ! ঃ)
Netai | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫৬ | 122.177.47.203
এখন মৌসম দেখে এলাম। ঃ-) কিন্তু এটার আদৌ রিভিউ লেখা যায় কিনা তাই ভাবছি।
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫২ | 128.231.22.133
ঃ)
দুটো কথা।
এক। সিং ইজ কিং দেখেছিস ? দেখে থাকলে একটা রিভ্যু চাই ঃ)
দুই। মেইল দেখিস।
Netai | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫১ | 122.177.47.203
ঃ-) দিল্লী ঘুমোতে যাবে। তার আগে চেক করছিল। রুটিন প্রসিডিওর।
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫১ | 128.231.22.133
কাব্লিদা, হুম।
কিন্তু এটাকেও অভিনয়ই ভেবে নিলে হয়। তোমার থিয়োরিটিক্যাল আনসারটা ধরলে , ছেলেটিকে ধর্ষণের দৃশ্যে দেখে অস্বস্তি হবেনা , কিন্তু এখানে হবে, এটা ক্যানো হতে পারে ভাবছিলাম।
pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৫ | 128.231.22.133
দিল্লি ঘুমায়নি ক্যান ?
Netai | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪২ | 122.177.47.203
আম্রিগাও ঘুমোলো?
kd | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৩:০২ | 59.93.192.235
পাই, না। (থিওরিটিকাল অ্যানসার, সত্যি সত্যি তেমন যদি কখনও দেখি তখন হনেস্ট উত্তর দিতে পারবো)।
S | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০২:২৬ | 90.200.14.8
এইযে পিপি আপনাকে খুঁজছিলাম। পালংদিয়ে কি টক ডাল হয় তার রেসিপির জন্য। তা আপনি আগে ভালো হয়ে উঠুন। ওদেশে অলিবাস অয়েল পাওয়া যায়? রাত্তিরে শোয়ার সময় পিলো কাভারে একটু দিয়ে দেবেন, নাক মাথা ভালো খোলে। গরম জলে ভিক্স দিয়েও মাথার কাছে রাখতে পারেন আরো ভালো হয় ওর ভেপার নিতে পারলে। আর মুখে লবঙ্গ রেখে দেখতে পারেন কাশির দমক কমে।
pipi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৬ | 129.74.191.152
দুপুরে চাইনীজ দোকানে গিয়ে প্রচণ্ড ঝাল ঠাসা ভেড়া পেটে ঢোকানোর পর মাথাটা কেমন ফট করে খুলে গেছে! এখন ভারী ফুত্তি হচ্ছে। অবশ্য যত হাসি তত কান্না এত রাম মান্না সেই কব্বেই বলে গেছে। কালকে টেরটি পাব।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন