তোমরা মাইরি এতো সিরিয়াস জিনিসপত্তর পড়ো কী করে ভেবেই পাই না। জ্যাকি কলিন্স কী লেখা বন্ধ করে দিয়েছে?
Tim | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৩:২১ | 198.82.19.132
মার্চ মিটিঙে ঐ লেখকের বক্তৃতা ছিলো শেষদিন। খুব সুন্দর কথা বলেন। তারপর থেকেই বইটা পড়ার ইচ্ছে ছিলো। কদিন আগে হাতে পেলাম। একটা জবরদস্ত গ্রুপ ছবি আছে, ব্রাসেলসের এক কনফারেন্সে। সেইটা দেখে তো পুরো ঝিলমিল লেগে গ্যালো। ঃ-)
nk | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৩:১৭ | 151.141.84.194
বইটার জন্য থ্যাংকু। আরে আমি চিরকালের জন্য ঘেঁটে আছি এইসব নিয়ে।
মেজাজ আরও খিঁছড়ে গ্যালো। শঙ্কর বল্লো আজ থেকে পুজো শেষ না হওয়া অব্দি ও গ্যারেজ থেকে বাড়ী বের কর্তে পার্বে কিন্তু ঢোকাতে পারবো না - মানে যেদিন বার করতে বল্বো তখন থেকে শুধু রাস্তায় রাস্তায় টোটো কর্তে হবে। কারণ - আমাদের পুজো এখন হঠাৎ মমতার পুজো হয়ে গ্যাছে - তাই যা ইচ্ছে তাই কর্চে, আমার গ্যারেজের পাশে গেট বানিয়েছে - আমি নিজেও ঢোকাতে পাল্লুম না - মোড়ের মাথা থেকে গাড়ি ব্যাক করে এনে ঢোকাতে হোলো। আমি এখন পিটির দলে - সিপিএম কবে যে ফিরে আসবে, পৃথিবীতে কবে যে আবার শান্তি আসবে।
kd | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০১:৩২ | 59.93.241.252
নীনা, আছি। কেন?
Netai | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০১:৩১ | 122.161.5.34
অরণ্যদা, রাগ করেন না। যাস্ট একটু পিছনে লাগার জন্যই বলা। নইলে সত্যি সত্যি কি আর উৎফুল্ল হয়েছি।
Nina | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০১:১৫ | 12.149.39.84
হুতো, রাগিসনা রে--আজই দেখ্লাম একটা Honda Accord for sale লাগানো---কিনবি?
aranya | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০১:১৩ | 144.160.130.16
জার্মান-রা হেরে গেছে এভাবে না দেখে, গোয়ার কাছে বাংলা হারল, আমি এইভাবে দেখছি , মোবা হারলেও দুঃখ পেতাম, নিজে ইবে সমর্থক হয়েও, বাংলার টিম হেরেছে বলে।
উফ, ডিটেলের প্রতি নজর নেই বলে কর্মজগতেও উন্নতি হলো না আমার। গুরুকে ফেসবুক বানানোর চেষ্টা বিষয়েও আমার কোন মতামত নেই কিন্তু। আমি শুধু একটু মোহব্বতের অমিতাভ বচ্চনের মতো। পরিবর্তন পছন্দ করি না আরকি।
হাঃহাঃ, গাঁজা মদ সিদ্ধি হাশিশ সব কিছুরই দরদাম হয়, আফিমটা অবশ্য জানিনা, তবে সেও নিশ্চই হয়।
Nina | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৪ | 12.149.39.84
শঙ্খ, যার লেখার হাত ভাল সে ভাল কাজের সময় ঠিক বার করে নেয়---পাঠক/পাঠিকাদের জন্য--ঃ-)লেগে পড় ভাই।
pi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৯ | 128.231.22.133
অনেকগুলো বন্দুক ইন্দোদার দিকে তাগ করা হউক।
kc | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৭ | 178.61.96.29
ঢিচক্যাঁও, ঢিচক্যাঁও, ঢিচক্যাঁও, ....
I | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৩ | 14.96.36.61
বন্দুকরা, পরশু রাত পোহালেই শারদপ্রাতে ট্রেনে চেপে ভঁ করে সো-ও-জা ঢাকা ক্যান্টনমেন্ট। তোমাদেরো বড্ড নিয়ে যেতে ইচ্ছে করছে, আহা বেচারা, প্রবাসে-কলকাতায় পুজোয় কেমন মন খারাপ করে থাকবে ভাবতেই বুকটা মুচড়ে মুচড়ে উঠছে। ইন ফ্যাক্ট আমার যেতে সরেই না মন। কিন্তু কি আর করা বলো, টিকিট কেটে ফেলেছে, ভিসাপত্তরো -সে সব তো আর নষ্ট করা যায় না !
ইতি, বন্দুঃখী ইন্দো।।
pipi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:২৮ | 129.74.191.152
অ্যাডাল্টরি - পরকীয়া, চলবে? তবে এটা হরগিজ কথ্য বাংলা নয়।
pi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:২৬ | 128.231.22.133
আর ডিডিদার মত গুরুর অজ্জিনাল অনেক জনতাই এর আগে বহুবার লিখেছেন, সাইটের ধাঁধায় নতুনদের কেন কীরকম অসুবিধে হয়।
লগিনের কোন প্রস্তাব অন্তত আমি আমার দিক থেকে দিই নি।
nk | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:২০ | 151.141.84.194
কাফে টসকানা? বলেন কী? টসকিয়ে দেয় নাকি? ঃ-)
kd | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:১৮ | 59.93.241.252
কলকাতার বেশ উন্নতি হয়েছে। কলকাতা লন্ডন হবে কিনা জানিনা, তবে নিউইয়র্ক হতে দেরী নেই। ঃ) পর্শু লেকের ধারে একটা জায়গায় খেলুম - কাফে টসকানা। এক্কেবারে রিজিওনাল ডিশ। দারুণ। হাইলি রেকমেন্ডেড। (নেটে মেনু আছে - দেখলেই বুঝতে পারবে)। তবে এখনও লিকার লাইসেন্স পায়নি তাই ম্যাচিং ওয়াইন দিতে পারলো না। ভবিষ্যতে এইটা নিশ্চয়ই শুধরে নেবে। ব্লাডটেস্টটা পরদিন সকালেই ছিলো। কে জানে অন্যদিন হলে হয়তো 'ট্রাই'টা 'ডাই' হয়ে যেতো - কোনো সমস্যাই থাকতো না। ঃ(
nk | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:১৪ | 151.141.84.194
আমার ধারণা ছিলো গাঁজা সিদ্ধি মদ হাশিশ আফিম এসব জিনিস দরদাম করা যায় না, ফিক্সড প্রাইস। ঃ-)
aranya | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:১২ | 144.160.130.16
ফেড কাপ ফাইনালের রেজাল্ট?
pi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:১২ | 128.231.22.133
আর কাব্লিদা, আমি ঠিক কী বলেছি, যাতে গুরুর অরিজিনাল লোকজন গুরু ছেড়ে অন্যত্র চলে জাবে, তাও ঠিক বুঝিনি।
নতুন লোকজনের পোস্ট করতে কী অসুবিধে হয়, সেগুলো আমাকে হরবখত শুনতে হয়, গুচ্ছ গুচ্ছ লোকজনকে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন সময় দিয়ে গুরুতে লেখা সড়গড় করাতে হয়। সবার জন্য সেটা না হলেও অনেকের জন্যই তাই। তাঁরাও গুরুর লিখতে ইন্টারেস্টেড গুরুর জন্যই। আমার ধারণা ছিল , গুরুর সেই অন্য ব্যাপারগুলো অনেক কিছু দিয়ে নির্ধারিত হয়।
'গুরুর জন্যই ' মানেটা যদি গুরুতে আইপি ডিসপ্লে হওয়া, লেখার নিচে কমেন্ট করতে না পারা, বাংলা প্লেন , ইউইনিকোড ভার্শনের মধ্যে নতুনদের গুলিয়ে ফেলা কি কীকরে কোথায় কী পাওয়া যাবে এগুলো স্পষ্ট করে লিখে না দেওয়া হয়, তাহলে অবশ্য আলাদা কথা।
আর আইপি পুরো ডিসপ্লে হয়ে যাওয়া নিয়ে গুরুর 'অজ্জিনাল জনতা' র অনেকের আপত্তি আছে।
r2h | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:১১ | 198.175.62.19
হ্যঁআ, সেকি যাবে না কেন। না হলে উন্মার্গগামী গরীব যুবকেরা খাবে কি?
nk | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:০৯ | 151.141.84.194
গাঁজা কি দরদাম করা যায় নাকি? ঃ-)
r2h | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:০৬ | 198.175.62.19
কাব্লীদাকে ক তবে আমিও একটু বেশীমাত্রায় রক্ষণশীল, তাই মতামতের যৌক্তিকতা নিয়ে বেশী কিছু বলার নেই।
কৃষ্ণা গ্লাসের উল্টোদিকে এক অতিবৃদ্ধা মৌসির গাঁজার দোকান ছিল। তো দরদাম করলেই তিনি মধুর হেসে বলতেন, পুসাবে না বাবু, পুসাবে না। তো ঐ আরকি, পুসাবে কি পুসাবে না এখনো বোঝা যাচ্ছেনা।
kd | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:০৬ | 59.93.241.252
কেসি, সিফুড তো হরদম খাই। মানে, যা দেখি তাই খাই। আর ইলিশ তো রোজ খেয়েছি সীজনে। এখন বাজে মাল - সব বাংলাদেশী মাছ। ঃ)
sayan | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:০৩ | 115.242.213.193
ইলিশ মাছ কষা কি খেতে ভালো লাগবে?
pi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:০৩ | 128.231.22.133
আর কোন কমার্ষিয়াল অ্যাংগেল আছে বলেও আমার অন্তত জানা নেই।
আইপি নিয়ে গুরুর পাতাতেই এর আগে বিস্তর কথা হয়ে গেছে।
pi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:০২ | 128.231.22.133
কাব্লিদা, পাই গুরুকে ফেসবুক বা অর্কুট ক্লোন বানাতে চায়না। ওখানে লিখতে অভ্যস্ত অনেক লোকের এখানে পোস্ট করতে কী কী অসুবিধা হয়ে, সেটা জেনেছে বলে জানিয়েছে মাত্র।
kc | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০০:০১ | 178.61.96.29
কাবলেদা, কষে ইলিশ মাছ খান। সি ফুড খান। ট্রাইগ্লিসারাইড বাপ বাপ করে পালাবে।
Sankha | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৮ | 198.45.19.95
নিনাদি, হাতে সময় জানলে কি করে? বস, সময় থাকলে নিজেই কিছু একটা লিখতুম। ইস্স, সেই কবে থেকে ইনারিতুর Biutiful টাকে বাংলায় ধরার ইচ্ছে ছিলো, সে আর হল কই?
kd | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৮ | 59.93.241.252
মেজাজটা খিঁছড়ে আছে। অ্যানুয়াল চেকআপে (আগের বছর পুরো ভুলে মেরে দিয়েছিলুম) শালা ডাক্তার যা নয় তাই রক্ত পরীক্ষা করালো - ৫৪০০ টাকা খসিয়ে জানা গেলো সব ঠিকঠাক - শুধু কি একটা ট্রাইগি??? না কি বেশী! দোষের মধ্যে একটু মাল খাই বলেছিলুম, তার জন্যে এতো! শালা কতো কমিশন খেয়েছে জানতে পারলে ভালো হতো। (ওই টাকায় কম করে ৭ লিটার হুইস্কি হতো)। ঃ(
যাক্গে যাক্। গুরুতে ফিরি। প্রথমেই জানিয়ে দিই আমি চাই নো লগইন, ইয়েস আইপি (প্রথমটির কেসে আমি সিয়োর, দ্বিতীয়টির ব্যাপার ঠিক বুঝিনা, তবে আমি তো হার্ডকোর কনজার্ভেটিভ, চেঞ্জ পছন্দ করি না)। পাইয়ের আগের বা এখনকার পোস্ট পড়ে আমার ধারণা হয়েছে যে পাই গুরুকে অর্কুট বা ফেসবুক বানাতে চায়। কমার্সিয়াল অ্যাঙ্গেলে হয়তো সেটাই ঠিক রাস্তা কিন্তু আমার কেন জানি না মনে হয়েছে গুরু'র oomph তা নয়। অবিস্যি তার মানে এই নয় যে গুরু পালটাবে না। কী হবে সেটা অবভিয়াসলি সৈকত যা চাইবে তাই। তবে ভয় হয়, গুরু ফেসবুক ক্লোন হলে ফেসবুকের পাব্লিক হয়তো এখানে এসে খুব লাফালাফি করবে কিন্তু গুরুর অরিজিনাল পাব্লিক (মানে যারা এই গুরুর জন্যেই গুরুতে আসে তারা) অন্য কোন আড্ডার খোঁজে বেরিয়ে পড়বে। হয়তো সেটাই ভবিতব্য।
তবে, মাই টু সেন্ট্স, ফেসবুকের জনতার থেকে গুরুর জনতা যা বদল চায় সেদিকেই বেশী নজর দেওয়া হোক। তবে আমার বয়স হয়েছে, পুরোনো দিনের আইডিয়াল্সের লোক, বুঝি না আজকাল হয়তো কোয়ালিটির থেকে কোয়ান্টিটির ইজ্জত বেশী।
kc | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৩ | 178.61.96.29
প্প্ন, ঃ-))))
sayan | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫২ | 115.242.213.193
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন