এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ১৫ অক্টোবর ২০১১ ১০:০০ | 112.133.206.18
  • রাউত ওড়িয়াদের লাস্টনেম হয়।
  • sayan | ১৫ অক্টোবর ২০১১ ০৯:৫৩ | 115.241.106.130
  • কিন্তু রাউত কিনিজন?
  • kc | ১৫ অক্টোবর ২০১১ ০৮:৪৯ | 178.61.96.29
  • বেশ হয়েছে আটকে গেছে। ক্ষেউ রিস্টার্ট মেরোনা। আটকানোই উচিত। হিট কমলে এমনিই ঠিক হয়ে যাবে।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৮:৩৪ | 72.83.90.203
  • টই আটকে গেছে। কেউ একটু রিস্টার্ট মারো।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৬:১০ | 72.83.90.203
  • হুঁ, অনেক কিছুই পারতেন। কিন্তু প্রশ্ন হল, হারামীটা কে হত ?

    আর রিদ্ধিবাবু, ঠিকানা অবশ্যই আছে।
  • ridhhiman | ১৫ অক্টোবর ২০১১ ০৬:০৩ | 108.205.218.150
  • আপনাকে গ্রিক মতে ডাকলাম আমি? আর সেটার জন্য পি বললাম ? কি বলছেন আপনি কোন ঠিকানা আছে?!
  • ppn | ১৫ অক্টোবর ২০১১ ০৫:৫৪ | 122.252.231.10
  • সুনীল গানগুলি সুনীল জলধিতে নিজেকে দেখতে পাত্তেন।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৫:৪৪ | 72.83.90.203
  • আর সুনীল গানগুলির আয়না ছাড়া নিজেকে দেখার আরো অন্য উপায় ছিল তো। এই ধরুন, ফোটোতে নিজেকে দেখলেন। তখন হদা অবশ্য কাকে হারামি বলতেন জানিনা। ফোটোগ্রাফারকে বোধহয়।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৫:৪০ | 72.83.90.203
  • এবার আমি তর্ক করি ?
    যখন ধরেই নিয়েছেন, আমি গ্রীক লিখিনি, তখন আমাকে গ্রীক মতে ডাকলেন কেন ?
    pi কে ইংরেজি মতে পাই বলে আর আপনি ইংরেজি মতে ডাকছি ও গ্রীক মতে ডাকছিনা বলে pi কে পি ডেকে যা বলছেন, তার উল্টো কাজটা করেছেন। ঠিকাছে ?
  • ridhhi | ১৫ অক্টোবর ২০১১ ০৫:১৩ | 108.194.169.197
  • আর টিম , হ সেদিন বললেন 'হারামি আয়না' | আমাকে 'সা:' র অরিজিন জিগেশ করলে তাকেও 'হা:' র অরিজিন জিগেশ করা উচিত | বিবাহ -বহির্ভূত সন্তানদের তাহলে এই উক্তি দিয়ে হ কি ভাবে দেখেন তা কি ঠিক করা যায়? এবারে আপনি বলবেন 'আইনা' অবজেক্ট তাই মানে তাও অন্যরকম হবে ?
    কিন্তু ,...আইনা ছাড়া সুনীল গানগুলি নিজেকে আর কিভাবে দেখবে?
  • ridhhi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:৫৮ | 108.194.169.197
  • ওকে | এটাই ধরে নেয়া স্বাভাবিক আপনি গ্রিক না লিকে কোন ক্রিপটিক কোড ইউজ করছেন | যেমন এখানে অনেকে কেসি, পিপিয়েন | তো তাদেরকে তো সেই ছোট নামেই ডাকা হয়, ইংরেজি মতে | আমার মত নাম একমাত্র অচিন্ত্যরূপ বাবুর আছে |
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:৪১ | 72.83.90.203
  • না না, এখানে ভুল কিছু লেখননি। কিন্তু এখানে লেখা বাক্যে তো এই বর্ণগুলৈ ছিলনা ! ঃ)
    টইতে আপনার পোস্টগুলো দেখে মনে হল, এই নিয়মটা হয়তো আপনার জানা নেই।

    আর আমাকে আমি আর বাকি সকলে পাই ই বলে ঃ)

    আমাকে পি বললে p কে কী বলবেন ? ঃ)
    আর কুইন্স ইংলিশে pi সংখ্যাকে পি বলে বুঝি ?
    আমি তো জান্তুম খালি গ্রীকমতে বলে।
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৪:৩৮ | 198.82.20.202
  • পি বলে একজন আছে, তাই ইপিস্তাকে পাই বলা হয়।
  • ridhhiman | ১৫ অক্টোবর ২০১১ ০৪:৩২ | 108.194.169.197
  • টিম , থ্যাঙ্ক ইউ | পি / পাই, ঠিক আছে | কিন্তু এখানে ভুল কিছু লিখিনি বলেই মনে হয় |
    আর আপনি পি না পাই? এখানকার (অম্রিক) লোক এত স্টাইল মেরে এনটাই - ইম্পিরিয়ালিস্ম বলে , তারপর রাউত তো আছেই, জানি না সেরকম কোন দিস্তরশান কিনা ?
    আমি কুইনস ইংলিশ মতে লিখেছি |
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:২২ | 72.83.90.203
  • রিদ্ধিমানবাবু, D= ড, T= ট,N= ণ ইত্যাদি ঃ)
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৪:১৭ | 198.82.20.202
  • এইটা রিদ্ধিমানের ভাটে প্রথম পোস্ট? ওয়েলকাম। ঃ-)
  • ridhhiman | ১৫ অক্টোবর ২০১১ ০৪:১১ | 108.194.169.197
  • আকা বাবু খুব ভাল লাগলো শুনে | আন্তরিক শুভকামনা করি উনি বহাল তবিয়তে থাকুন |
  • achintyarup | ১৫ অক্টোবর ২০১১ ০১:২৯ | 210.212.18.172
  • ভাটিয়ালি নিয়মিত দেখা হয়ে ওঠে না বলে জানতাম না। এখন একটু পিছিয়ে পড়ে আকার পোস্ট দেখলাম। ভাল লাগল। মাসিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
  • mita | ১৫ অক্টোবর ২০১১ ০০:৫৩ | 64.191.211.55
  • আজ্জো, খুব, খুব ভালো খবর! এবার তুই আর মেশোমশাই এক্টু রেস্ট নে। মনটা ভালো করে দিলি।
  • Nina | ১৫ অক্টোবর ২০১১ ০০:৫২ | 12.149.39.84
  • শান্তি! অজ্জো--লম্বা ঘুম দাও--worst is over
    মা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।
    ভাল থাক। এবার খাও-দাও আর ঘুমাও।
  • aranya | ১৫ অক্টোবর ২০১১ ০০:০৬ | 144.160.226.53
  • আকা, এত ভাল খবর অনেকদিন পাই নি, একদম মন থেকে বলছি। দিনটা অসম্ভব ভাল হয়ে গেল।
    আজ রাতে হুতো-সুতোর বাড়ী, কাল প্রাতে বিপ্লবের বাড়ী উদ্দেশে রওনা, মেরীলান্ড ভাট ইত্যাদি, মিতা-গৃহে রাত্রিযাপন, আরও ভাট - সবকিছু যে কত বেশী উপভোগ করব এই খবরটা পেয়ে।
    মাঝে মাঝে ঈশ্বর বিশ্বাসের সাধ জাগে - এই রকম দিনে।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ২৩:৩০ | 72.83.90.203
  • আজ্জোদা,খবরটা পেয়েছিলাম আগে। খুব ভালো খবর।
  • kk | ১৪ অক্টোবর ২০১১ ২৩:২৮ | 107.3.242.43
  • আর্য্য, খবরটা পেয়ে খুব ভালো লাগলো। এখন ভালো করে রেস্ট নাও।
  • kc | ১৪ অক্টোবর ২০১১ ২৩:২৭ | 178.61.96.29
  • রেস্ট নেবে কীহে? আমি তো আজ্জোকে কইলাল রামের বোতল খুলতে। সম্ভব হলে পিতাজীকেও সঙ্গে নিতে।
  • ppn | ১৪ অক্টোবর ২০১১ ২৩:২৫ | 112.133.206.18
  • আজ্জো, কমরেড, রেস্ট নাও। স্বস্তি পেলাম খবরটা শুনে।
  • Abhyu | ১৪ অক্টোবর ২০১১ ২৩:২৪ | 128.192.7.51
  • ভালো খবর আজ্জোদা -
  • kc | ১৪ অক্টোবর ২০১১ ২৩:২৪ | 178.61.96.29
  • জ্জিও।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২৩:২৩ | 198.82.20.202
  • আজ্জোদা, ভালো লাগলো খবরটা পেয়ে। ঘুম দাও এবার বেশ কিছুক্ষণ।
  • aka | ১৪ অক্টোবর ২০১১ ২৩:১৮ | 117.194.3.55
  • এই পাতার অনেক বন্ধু আমার মায়ের খবর জানতে চেয়েছেন, শুভকামনা জানিয়েছেন, সাহস জুগিয়েছেন তাদের সবাইকে এবং বাকি সকলকে বিরাট থ্যাংকু।

    মা প্রায় সুস্থ হয়ে সম্ভবত কাল বাড়ি ফিরছে। যে ক্রাইসিস টি তৈরি হয়েছিল তা আপাতত ওভার। যদিও বেসিক ইমিউনিটি কম্প্রোমাইজড বলে যেকোনো সময়ে নতুন উপসর্গ দেখা যেতে পারে, তাও আপাতত মনে হচ্ছে সব কিছু ঠিক ঠাক।

    অনেক ধন্যবাদ, অ্যা হাসপাতালকে যারা প্রায় মাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল। অনেক গল্প, অনেক এক্সপেরিএয়েন্স। এবং আমি নিশ্চিত কলকাতার চিকিৎসা ব্যবস্থ অ বেঁচে থাকার অযোগ্য। অথচ এমন ছিল না। বাড়ি শুদ্ধু সবাই ক্লান্ত, অবসন্ন, স্ট্রেসড আউট। এতে করে যদি কারুর কাছে বিন্দুমাত্র মেসেজ যায় তাহলে যে খুশীই হব বলার নয়।

    এখানেঅই লিখলাম কারণ মেইল খোলার মতন শক্তিটুকু অবশিষ্ট নেই , ঘুমের প্রয়োজন। গত এক সপ্তাহে গড়ে দুই তিন ঘন্টার বেশি ঘুম হয় নি, কার্টসি অ্যা হাসপাতাল এবং তার নামী দামী ডাক্তারেরা।
  • kc | ১৪ অক্টোবর ২০১১ ২৩:১৫ | 178.61.96.29
  • ও রে ছা গ ন য় সে হ ল ছা গি
    সে ই যে সে ই পাঁ চু র মা পাঁ চী
  • sayan | ১৪ অক্টোবর ২০১১ ২২:৫৪ | 115.241.51.65
  • যে ই ম ধু রা তে
    এ কা ছা গ কাঁ দে
    হা ড ডি হা ভা তে
    কু ত্তা র ত রে

    না লা য় উ থ লে
    ও ঠে ঢে উ
    ছা গ ডা ক ছা ড়ে
    ঘে উ ঘে উ
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২২:৫১ | 198.82.20.202
  • ধা নে র খেতে আ সে কে ন ফে উ
  • ppn | ১৪ অক্টোবর ২০১১ ২২:৪৬ | 122.252.231.10
  • ও রে তো রা জা নি স কি কে উ
    ছা গে রা কি ক রে ঘে উ ঘে উ
  • sayan | ১৪ অক্টোবর ২০১১ ২২:৩৫ | 115.241.51.65
  • কি কি কে ন রা গে
    কে ন গ রু হা গে
    বে হা লা য় ছ ড়
    টে নে - - ভা গে
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২২:৩৪ | 59.93.211.172
  • সায়ন কি পচা কতা কইলো? ইঁক! চললাম।
  • sayan | ১৪ অক্টোবর ২০১১ ২২:৩০ | 115.241.51.65
  • আর বীরেন রায় রোড? পাঁঠার ইসে? ঃ-)
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২২:২৮ | 59.93.211.172
  • আমাকে নিয়ে কবতে লেখা যেতেই পারে, কিন্তু ব্যায়লাকে নিয়ে নোপ।ব্যায়লা আমার পাঁঠা।

    বেঙী এমনকি ফেবুতে পজ্জন্ত্য নেই। মেয়েটা কি মঙ্গলে চলে গেলো!
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২২:২৭ | 198.82.20.202
  • ডিডিদা,
    ক্লাসমেট ও ভাগ্নিজামাই, এই রিলেশন কি কমিউট করে? উত্তরঃ না, কারণ উহারা ম্যাট্রিক্স। ঃ-)
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২২:২৪ | 198.82.20.202
  • আমি তো ভাবলাম বিজয়া বলে স্বর্গত কারুর বাড়িতে যাওয়া হয়েছিলো।
  • dd | ১৪ অক্টোবর ২০১১ ২২:২৩ | 122.167.38.118
  • তা টিম্ভাই এবারে টুক করে কারুর ক্লাসমেটের ভাগ্নিজামাই হয়ে যাও তো বাছা
  • ppn | ১৪ অক্টোবর ২০১১ ২২:২২ | 122.252.231.10
  • বিনয়বাবু কবে চোঙা ফুঁকে বলে গেছিলেন।

    মেধা এলেই উহা প্রদর্শন করিবেন।
  • sayan | ১৪ অক্টোবর ২০১১ ২২:২১ | 115.241.51.65
  • আমি শুধু ভাবলাম এক এক করে জনতা কেডিদাকে প্রণাম করতে আসছেন আর কেডিদা তাঁদের প্রত্যেককে নানা উপায়ে "এন্টারটেন' করছেন ঃ-P
  • sayan | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৯ | 115.241.51.65
  • সুন্দর সুন্দর টাইপোই তো। পাছা কি অসুন্দর নাকি!
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৮ | 72.83.90.203
  • কাইনেটিক ভাস্কর্যটা দেখল কেউ ?
  • Du | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৮ | 117.194.199.124
  • হ্যাঁ কাব্লিদা, একেবারে ঠিকঠাক। এমন কি আর পুরোনো ঃ)
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৬ | 198.82.20.202
  • কাব্লিদা,
    আম্মো এই কদিন আগেই শুনলাম। ঃ-)
  • kd | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৫ | 59.93.215.58
  • দু, আমার রাউট(ঃ))ম্যাপটা ফলো করার সুযোগ পেয়েছিলে কি? মানে বহুত পুরোনো স্মৃতি তো, কতখানি ঠিকঠাক, জানার ইচ্ছে ছিলো।

    নীনা, তোমার চারফুটিয়ার লিস্টে আমার নাম নেই কেন? আমি ওনাদের মতো মহাপুরুষ নই বলে এতো অবজ্ঞা!!

    টিম, আজ জানলুম তুমি আমার ভাগ্নিজামাইএর ক্লাসমেট।

    প্রচন্ড সোসন চলিতেছে। ঁবিজয়ার প্রণাম করতে যাওয়া বাড়ি বাড়ি আর বাড়িতে প্রণাম করতে আসা জনতাকে এন্টারটেন করা। উফ!! ঃ(
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৩ | 198.82.20.202
  • ঃ-))
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৩ | 72.83.90.203
  • ঃ))

    কিন্তু ব্যাংঅদিকে ফোনে, মেইল এ কোথাও পাওয়া যায় না কেন ? ঠিকঠাক আছে ?
  • dd | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৩ | 122.167.38.118
  • তাই? আমি তো আঁতকে আঁতকে উঠি।
    খালি পড়াশুনা এম্ফিল পি হেচ ডি অধ্যাপনা .... তাও ভালো আজ্জোদা এসে অংক শুরু করেন্নি।

    আমি পেটরোগা মানুষ,অতো সহ্য হয় না।

    অ্যাতো অ্যাকাডেমিক লোক হেথায় যে আমি আমি ই শুধু একা, বাড়ীরা সব ডেমিক।

    হা হা হা হা হা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত