এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ২০ অক্টোবর ২০১১ ১৭:৪৮ | 122.160.159.184
  • আহা,কয়েতবেল,কদ্দিন খাই নাই।
    যে দুতিনটি খাদ্যের প্রতি আমার দুর্বলতা আছে,কয়েতবেল মাখা তাহাদের অন্যতম।সর্ষের তেলটা খুব ভাল হতে হবে-
  • siki | ২০ অক্টোবর ২০১১ ১৭:৪৫ | 122.177.184.103
  • দিডিদা কি ধীরে ধীরে রিতুপন্নো হয়ে যাচ্ছে? ঃ)
  • byaang | ২০ অক্টোবর ২০১১ ১৭:৪৩ | 122.172.243.176
  • তবে ডিডিদার চন্দোনাথ সিরিজ হেব্বি পছন্দ হল। একদম মাপে মাপ, খাপে খাপ। একদম পাঠিকার ব্রেনের ভিতর সেঁধিয়ে ফটো তুলে এনে সেই ফটো ডিকোড করতে পারলে, তবেই এমনিধারা সিরিজ লেখা সম্ভব।
  • Bratin | ২০ অক্টোবর ২০১১ ১৭:৪৩ | 122.248.183.11
  • ব্যাঙ চাপ তো। গুরু তে আর এই সব লিখিস না। গৃহযুদ্ধ বেধে যাবে।ঃ-))

    কয়েতবেল মাখা খেয়ে এলুম। মনটা ফুরফুরে হয়ে গেল।
  • siki | ২০ অক্টোবর ২০১১ ১৭:৪৩ | 122.177.184.103
  • সইকত,

    কোই শক্‌ নহী হ্যায় ঃ-)
  • siki | ২০ অক্টোবর ২০১১ ১৭:৪২ | 122.177.184.103
  • কোনও মানে হয়? এইটুকু ভোকাল টনিকেই এরা কাত হয়ে যায়, এরা নাকি আবার পুরুষসিংহ হবার দাবি পেশ করে সংসদে। ছোঃ! বিবাহিত পুরুষজাতের কলঙ্ক এরা। প্রথম রাতেই বেড়াল সংক্রান্ত গল্পটা শোনে নাই।
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১৭:৪১ | 202.54.74.119
  • গ্যাস চেম্বার থেকে শক দেওয়া কতই বা দূরে?
  • byaang | ২০ অক্টোবর ২০১১ ১৭:৩৯ | 122.172.243.176
  • একজন নীরব পাঠক একটু আগে ফোন করে আমার ১ঃ৫০এর পোস্টের "ক্ষীণ আপত্তি'টা ঠিক কীরকম ছিল, সেটা অবিকৃত রেখে উইদিন কোটস লিখতে বলেছেন।
    আধখোলা জানলাকে পুরো খোলা জানলা বলে জোর গলায় প্রতিষ্ঠা করার চেষ্টা হলে, আপত্তি জানিয়ে বলা হয়েছিল ""ওটাকে পুরো খোলা জানলা বলে মনে হচ্ছে বুঝি? কাল কোনটা আগে করাতে হবে - ছানি অপারেশন নাকি ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে শক খাইয়ে আনা?''
    ঃ-)
  • kumu | ২০ অক্টোবর ২০১১ ১৭:২১ | 122.160.159.184
  • কে সঞ্জীব?চট্টো? হাঃ। ছেলেমানুষ,পোলাপান।
    আমার পোতিভা কবে থেকে হাঁড়িচাপা রয়েচে!!
  • siki | ২০ অক্টোবর ২০১১ ১৭:২০ | 122.177.184.103
  • ডিডিদার চন্দ্রনাথ সিরিজ একঘর গোলা হয়েছে। কেউ টইতে তুলে দাও নতুন নাম দিয়ে।
  • Bratin | ২০ অক্টোবর ২০১১ ১৭:১১ | 122.248.183.11
  • সঞ্জীব বাবু বলেছেন ' দুটো জিনিস কে কখনো লুকিয়ে রাখা যায় না। ১। চুলকুনি আর ২। প্রতিভা'
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১৬:৫৮ | 202.91.136.3
  • ঐটুকুই। এমজি রোড থেকে বাইপানাহাল্লি (ওল্ড মাদ্রাজ রোড)। সাত কিমি।

    ফেজ টু-তে হোয়াইটফিল্ড অব্দি আসবে।
  • kumu | ২০ অক্টোবর ২০১১ ১৬:৫৬ | 122.160.159.184
  • অর্পণ,একবছর আগে গেছিলাম,তখনি এমজিরোডে লাইন দেখেছিলাম,কদ্দুর যাবে?

    চন্দোনাথ?বটে,লিং দ্যান তবে,লিং কই?

    ডিডিদা কেবলি আমার কবি পোতিভাকে ইনশল্ট করেন,এর শোধ তুলতে একদিন গুরুতে ঝেড়ে দেব একখানা-
    তখন কেঁদে কুল পাবেন্না।
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১৬:৫৪ | 202.91.136.3
  • নম্মা - আমাদের

    সুমনের গানঃ সব আমাদের জন্য
  • Bratin | ২০ অক্টোবর ২০১১ ১৬:৫২ | 122.248.183.11
  • ১৭৯/৩ ইন ৩৬
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১৬:৩৮ | 202.54.74.119
  • এই "নম্মা"-টা কী?
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১৬:২৫ | 202.91.136.3
  • নম্মা মেট্রো চালু হয়ে গেল।
  • Kaju | ২০ অক্টোবর ২০১১ ১৬:১৭ | 121.244.209.245
  • চন্দোনাথবাবুর ডাক নাম লিচ্যই 'আকাশ'। টক টক গন্দো...
  • Netai | ২০ অক্টোবর ২০১১ ১৬:১৫ | 121.241.98.225
  • যা তা।
    চন্দোবাবুর আর খান দুই কবতে হোক।
  • dd | ২০ অক্টোবর ২০১১ ১৬:১১ | 124.247.203.12
  • চন্দোনাথ ভীষণ রকমের বিবাহিতো ছিলেন। আর্লি প্রৌড়ত্বে এসে তিনি ক্যামন আলাভোলা ও ল্যাগব্যাগে হয়ে পরেন।

    তিনি এক বৃহৎ তেঁতুল গাছের নীচে বসে এক মহতী কাব্য রচনা করেছিলেন। সেটি ছাপা হয় নি। হলে অবশ্যি স্পেশালি বার্ন্টদের খুব পছন্দের হতো।

    তার গা থেকে ক্যামোন একটা টক টক গন্দো বেরোতো, এ ছাড়া তার সম্বন্ধে বেশী কিছু জানা যায় না।
  • dukhe | ২০ অক্টোবর ২০১১ ১৬:০০ | 122.160.114.85
  • ওনার স্ত্রী তো বিবাহিত বটেই ।
  • Bratin | ২০ অক্টোবর ২০১১ ১৬:০০ | 122.248.183.1
  • জ্জিও। জমে গেছে তো !! ঃ-))
  • de | ২০ অক্টোবর ২০১১ ১৫:৫৯ | 203.197.30.4
  • এই চন্দ্রনাথ বাবু কি বিবাহিত? :)
  • dd | ২০ অক্টোবর ২০১১ ১৫:৫৬ | 124.247.203.12
  • হাঁ হাঁ হাঁ, ওটা বাবার দেওয়া, ঐ ধনুকটা নিও না
    সেটা আবার দাদা পসন্দ, ওটাকেও বাদ দাও
    ক্যাম্পে মোটেও ড্রিং কোরো না, মাংস না ঘি ও না
    ঐ তীরগুলো সদ্য কেনা, প্লাস্টিক মোটেও খুলো নি
    আর জিতলে পরে রাজার থেকে স্পেশাল অ্যাওয়ার্ড ভুলো না।।

    চন্দোনাথ বাবুর থেকে টোকা, স্মৃতির থেকে ল্যাখা তো, এট্টু আট্টু ইদিক উদিক হতে পারে।
  • kc | ২০ অক্টোবর ২০১১ ১৫:৫২ | 194.126.37.78
  • জন্মসূত্রে 'সিংহ' .... হুম্‌ম্‌ম্‌ম.....
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১৫:৪৯ | 202.91.136.71
  • তবে অ্যানিমাল প্ল্যানেট?
  • dd | ২০ অক্টোবর ২০১১ ১৫:৪৬ | 124.247.203.12
  • আর ঘোড়াটাও তাড়াতাড়ি বাড়ী পাঠিও, শুনছো?
    বর্ম বেশী নোংরা কোরো না,
    খালি হাতে কাটা মুন্ডু ধোরো না
    চেষ্টা কোরো বেঁচে থাকতে, আমি প্রহর গুনছি ।।

    ইটি ও চন্দোনাথের। কুমু মানবে ?
  • Jhiki | ২০ অক্টোবর ২০১১ ১৫:৪৩ | 182.253.0.99
  • চিড়িয়াখানা অনেক নরম শব্দ, সার্কাসের এরিনা বলা যেতে পারে ঃ))
  • de | ২০ অক্টোবর ২০১১ ১৫:৩৬ | 59.163.30.3
  • চিড়িয়াখানা :))))
  • Jhiki | ২০ অক্টোবর ২০১১ ১৫:২৯ | 182.253.0.99
  • আমার বরের কলেজতুতো নাম "বাঘ', আর আমি জন্মসূত্রে "সিংহ'...... তাই আমাদের সংসারের কথা কি ই বা বলব!
  • de | ২০ অক্টোবর ২০১১ ১৫:২২ | 203.197.30.4
  • যাক! অ্যাতো লড়াই করে বাঘের শিরোপা পাওয়াই বা কম কি?
  • dd | ২০ অক্টোবর ২০১১ ১৫:২০ | 124.247.203.12
  • প্রাণনাথ, নিতান্তোই কি যাইবেই যুদ্ধে?
    তাইলে ফর্সা শার্টটা পড়ো, অতো ক্যানো ক্রুদ্ধ?
    ঐটাতো ভোঁতা অসি, ভাঙা ঢাল, বাপ রে কি বুদ্ধি।
    আর শোনো,আসবার পথে কিনো মুখসুদ্ধি।।

    ইটি চন্দ্রনাথের পদ্য।
  • kc | ২০ অক্টোবর ২০১১ ১৫:১৯ | 194.126.37.78
  • নেতাই, আবার কইতাছি, হেরা সব ভয় দ্যাখাইতেছে। ঐ কপিতাটা মনে রাখিবা, সব সমস্যার হাল হইয়া যাইব।
    ''.... বাঘের সঙ্গে লড়াই করিয়া, আমরা বাঁচিয়া আছি।
    আমরা হেলায়....''
  • Jhiki | ২০ অক্টোবর ২০১১ ১৫:১৫ | 182.253.0.99
  • বর ব্যতিক্রমী হতে যাবে কোন দুঃখে, সে গুরুর একজন নীপা এবং প্রবলভাবে এইসব পুঃসিঃ (??) দের পক্ষে!
    আমি ব্যতিক্রমী....আমি তাঁর ব্যাপারে বিশেষ মাথা ঘামাই না..... সিগারেট খেতেও আটকাই না .... ইনফ্যাক্ট পটিতে বসে তাঁকে সিগারেট খেতেই হয় বলে তাঁকে একটা গোটা টয়লেট ছেড়ে দিয়েছি, যেটা আমি আর আমার ছেলে ব্যবহার করি না!
    ল্যাপি নিয়ে বাওয়াল নেই, বাড়ীতে আমরা পারতপক্ষে ল্যাপি খুলিনা, ক্রিকেট ম্যাচ চললে আর তা TV তে না দেখা গেলেই তিনি ল্যাপি খোলেন..... তো সেই নিয়ে বাওয়াল করার জন্য ছেলে আছে...... আমি দুজনের মারপিট গ্যালারীতে বসে দেখি.......
  • kumu | ২০ অক্টোবর ২০১১ ১৫:১২ | 122.160.159.184
  • যুদ্ধে যাওয়া নিয়ে ইন্দ্রনাথ লিখে গেছেন শেষ কথা-

    নিতান্তই যুদ্ধে যদি যাইবে প্রাণনাথ,
    আলুভাতেভাত তবে দিই চড়াইয়া,
    খাইয়া যাইও যুদ্ধে।

    আর ড্রেসিংটেবিলের অধিকার নিয়ে আমাদের কোন ঝগড়াঝাঁটি নাই।
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১৫:০৭ | 202.54.74.119
  • অনুমতি? কীসের অনুমতি?
    অনুমতি নিয়ে কবে আর প্রতিবাদ হয়েছে? লড়াই, লড়াই ইত্যাদি .....
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১৫:০৩ | 202.91.136.71
  • নাঃ। সত্যি জান্তুম না। তোমার সঙ্গে তো সেই ত্রেতাযুগে সেই ফাস আর লাস্টাইম দেখা হয়েছিল।
  • de | ২০ অক্টোবর ২০১১ ১৪:৫৮ | 59.163.30.6
  • সৈকতের কি ৩২০০ স্ক্যো: ফি: ফ্ল্যাটের হিসেব? তাইলে তো নীতুর তেনার সিটিসির কতা জিগাতে হয় আবার!
  • I | ২০ অক্টোবর ২০১১ ১৪:৫৭ | 14.99.100.105
  • এই প্পন আমার ঘর-গেরস্থালি সম্পক্কে কিসুই জানে না। আমার তো হপ্তাভর তপোবন; আমি ঘাসবনে লম্ফঝম্প করি। হপ্তান্তে তিনি হরিণ শিকার করে বাড়ি ফেরেন। আমি ভাত বেড়ে দিই।
  • I | ২০ অক্টোবর ২০১১ ১৪:৫৩ | 14.99.100.105
  • সৈকত বেশ তেরিয়া মনে হচ্ছে । অনুমতি পোওচো ? যুদ্ধু করার ?
  • de | ২০ অক্টোবর ২০১১ ১৪:৫৩ | 59.163.30.6
  • আম্মো পেছন থেকে মর?য়াল সাপোর্ট দিলাম -- লেগে যাক যুদ্ধু!

    গ্যালারীতে বসে দেখবো (কলোসিয়ামের?) :))
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১৪:৫৩ | 202.91.136.3
  • ইন্দোও দেখি পুঃসিঃ। শান্তির তপোবনে বসে এমনটি লিখতে ধক লাগে!
  • q | ২০ অক্টোবর ২০১১ ১৪:৫১ | 121.241.218.132
  • যুদ্ধে তো নেতাইবাবু যাচ্ছেন। বাকি আপনেরা সব তো হত সৈনিক। সেই জন্যিই যুদ্ধে যাবো না কক্ষণো।
  • dukhe | ২০ অক্টোবর ২০১১ ১৪:৪৯ | 122.160.114.85
  • যুদ্ধে যাচ্ছেন ? আপনারা এগোন, আমি আসছি ।
  • I | ২০ অক্টোবর ২০১১ ১৪:৪৮ | 14.99.100.105
  • ন্না কমরেড, ঘন্টাখানেকের জন্য বাড়ি এইচি।
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১৪:৪৬ | 202.54.74.119
  • জামা-জুতো-শেভিং সেট আর ইদানীংকালের ল্যাপটপ। পুরুষের আছে বলতে এই। তাহলে তো সিকি মাপমতই জায়গা পেয়েছে।
    ওঠ, জাগো, পুরুষদল। হারাবার জন্য আছে একটা ড্রয়ার আর জয় করার জন্য আছে ১৬০০ স্কোঃ ফিট জমি।
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১৪:৪৪ | 202.91.136.3
  • আজ কি ডাক্তারের দোকান বন্ধ? ঃ)
  • I | ২০ অক্টোবর ২০১১ ১৪:৪৩ | 14.99.100.105
  • ঝিকি , আপনি কী স্ট্যাম্প জমাতেন? উলটোভাবে ছাপা/ছাপার ভুল জাতীয় ব্যতিক্রমী স্ট্যাম্প (কোটিতে গুটিক) খুঁজে পাওয়ার ও কোটিপতি হওয়ার আশায় আশায় কি আপনার দিবসরজনী কেটে যেত?
    তা যদি হয় এবং, এবং তা যদি না-ও হয়, তাহলেও আপনি কোটিপতি হওয়ার সিংদরজার সামনে দাঁড়িয়ে। এরকম ব্যতিক্রমী বর পিরথিমীতে আর আছে কি? আজই সদবীতে খবর দিন। তারা এসে হাতুড়ি ঠকঠকাক !
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১৪:৩৮ | 202.54.74.119
  • হাঃ। এইই হয়। পুরুষ (সিঃ নয়) নিজের জিনিসের কথা বললেও সেই নিয়ে সন্দেহ দানা বাঁধে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত