এই রিদ্ধিবাবুর মনে হয় সুনীল সিন্ড্রোম। ঘুরে ফিরে যেকোনো বিষয়ে, সে উপগ্রহ হোক কি রেসের মাঠ, মাইক্রোবায়ো হোক কি পদিপসির বর্মী বাক্সো, সবেতেই সুনীল হাজির! হি হি ঃ-)
Netai | ২৮ অক্টোবর ২০১১ ০৩:১৪ | 122.161.252.65
রুমে প্রচন্ড মশা। যাচ্ছেনা ব্সা।
Netai | ২৮ অক্টোবর ২০১১ ০৩:১০ | 122.161.252.65
প্রিয়াংকা ঝুলছিল মগডালে। বাঁধন কেটে দিতেই টুপ করে খসে পড়লো শাহরুখের কোলে। তারপর সে কি ঢলাঢলি!!! বাপকে নিয়ে পুঁচকে ছেলে প্রতীক, এমন সপ্ন দেখলি বাপ!!!!
Nina | ২৮ অক্টোবর ২০১১ ০২:৫৮ | 12.149.39.84
নেত্য, আর প্রিয়াংকা? সে কি কল্ল?
Netai | ২৮ অক্টোবর ২০১১ ০২:৪৪ | 122.161.15.130
দস্যু মোহন কি নেটে পাওয়া যায়? আমি পড়তে ইচ্ছুক।
Netai | ২৮ অক্টোবর ২০১১ ০২:৪৩ | 122.161.15.130
ঃ) আমি অবশ্য পড়িনি। শুনেছি শুধু।
nk | ২৮ অক্টোবর ২০১১ ০২:৩৫ | 151.141.84.221
দুই হাতে দুই গুলিভরা পিস্তল গুলি চলছে ঠা ঠা ঠা ঠা আর ডানহাতে একটা টর্চ। ঃ-) ঃ-) ঃ-) মোহনের গল্পে এরকম থাকতো! ঃ-)
Netai | ২৮ অক্টোবর ২০১১ ০২:২৯ | 122.161.15.130
দস্যু মোহনকে ফাঁদে পড়েছে। নিরস্ত্র মোহনকে চরদিকে থেকে ঘিরে ফেলেছে। আর বাঁচার কোন উপায় দেখা যাচ্ছেনা। মোহনের কানের কাছে ধরা গুলিভরা পিস্তল। এমন সময় - 'কি হইতে যে কি হইয়া গেল, গুলিভরা পিস্তল চলে এলো মোহনের হাতে।' রা-ওয়ানের গল্প লিখতে বসে এই 'কি হইতে কি হইয়া গেল' গেলো ডায়লগটা বারবার ব্যবহার করতে হবে আমাকে। করতেই হবে। আমি নিরুপায়। যত্তোসব উদ্ভট গাঁজাখুরি গল্প আর কিভাবেই বা বর্ণনা দেওয়া সম্ভব?
সিনেমার শুরুতে লন্ডনের এক সেমিনার হলে ব্যারন ইন্ডাস্ট্রিজ ঘোষনা করলো তাদের আবিষ্কৃত এক যুগান্তকারি টেকনোলজি। আমাদের চারপাশে থাকা অদৃশ্য রশ্মি, কির্ণের (কিরণ) সাহায্যে তৈরী করা যাবে থ্রীডি ইমেজ। যা শুধু দেখা যাবে তাই নয়, স্পর্শও করা যাবে। হজম হচ্ছেনা? চেপে যান দাদা। এতো সবে শুরু। অনি্য়্দকে দেখুন শাহরুখ খান বাইক চালিয়ে যাচ্ছেন পৃথিবী উদ্ধারে। থুড়ি, প্রিয়ান্কা চোপড়াকে বাঁচাতে। শয়তান সঞ্জয় দত্ত আটকে রেখেছে। পথ আটকালো ব্রুশ লির তিন যুদ্ধবাজ বোন। ইসকি লি, উসকি লি আর সবকি লি। শান দেওয়া ইয়া বড় তরবারি হাতে ঘিরে ধরলো শাহরুখ খানকে। অতঃপর 'কি হইতে যে কি হইয়া গেল', সুপার হিরো শাহরুক ক্চ ক্চ ক্চ করে কচুকাটা করেদিলো সবকটা লি কেই। তারপর শুরু হল সঞ্জয় দত্তের সাথে শাহরুখ খানের লড়াই। শাহরুখ সঞ্জয় দত্তকে একটু করে মারধর করে আর প্রিয়াংকা চোপড়ার সাথে একটু করে ইন্টুপিন্টু করে। একটু করে মারধর আর একটু করে ইন্টুপিন্টু। আর এই করতে করতে প্রতীকের ঘুম ভেঙে।
প্রতীক (মাস্টার আমন ভার্মা) হল গিয়ে শেখর সুব্রামনিয়মের (শাহরুখ খান) ছেলে। প্রতীক বললো - না না, আমার বাবা হিরো টিরো কেউ না। দেখা গেলো সত্যিই তাই। শেখর একটা ভিডিয় গেম তৈরীর কোং এ লিড প্রোগ্রামার। ঐ কোম্পানির তৈরী পরপর বেশ কয়েকটা ভিডিও গেম ফ্লপ করেছে। মালিক এসে বলেছে এবারেরটাও ফ্লপ করলে বন্ধ করে দেবো দোকান। সাউথ ইন্ডিয়ান রেস্তোঁরা খুলবো। ইডলি আর ধোসা বানাতে হবে শেখর, তোমাকে। শহরুখ খানের বিশাল সমস্যা। সে প্লেন ধোসা, মশালা ধোসা, পনীর ধোসা, চিলি পনীর ধোসা, চিকেন ধোসা সব ধোসাই বানাতে পারে। কিন্তু ইডলি তো বানাতে পারেনা। এদিকে প্রতীকও বলে বাবা তুমি খুব ভীতু। পথের মাঝে একটা বাচ্চা টাইপের গুন্ডা নেলকাটার সাইজের ছুরি দেখিয়ে সব কিছু কেড়ে নিয়ে চলে গেলো। তুমি না একটা কাওয়ার্ড, বলে প্রতীক রাগ করে চলে গেল। অসহায় শাহরুখ বললো- আমি কাকাকাকাকাওয়ার্ড নই প্রতীক বেটা, সবই তোমার মুখ চেয়ে করি, তোমার যাতে কিছু না হয়। আসলে শেখরের দিলটা ছিল খুব সাচ্চা দিল। আর সবসময় সত্যের পথই আকড়ে ধরে থাকতো।
aranya | ২৮ অক্টোবর ২০১১ ০০:১৬ | 144.160.226.53
আদালত থেকে মাইকের গাঁক গাঁক , শব্দ বাজির দৌরাত্ম এসব ক®Òট্রালের জন্য কিছু পরিবেশ বান্ধব রায় দিয়েছিল। আমার কেমন একটা ধারণা, না ধারণা নয়, আশা ছিল যে তার পর কলকাতার কিছু উন্নতি হয়েছে।
rimi | ২৮ অক্টোবর ২০১১ ০০:১৬ | 168.26.205.19
আমি পাই নি। যদিও বেশ কয়েকটা দিয়েছি। শিক্ষার্থেই। দুঃখের বিষয় শিক্ষক হিসেবে ফেল মেরে গেছি। কেসিদা বৌদিকে বলে দিয়ো।
kc | ২৮ অক্টোবর ২০১১ ০০:০২ | 178.61.96.29
ডেল ইন্সপাইরন ডুয়ো। কালিপুজোর গিফট ফ্রম বউ। আর ক্ষেউ আছেন? যাঁরা এরকম সারপ্রাইজ গিফট পেয়েছেন? এই বার? এই গিফট পাওয়াটাও নাকি শিক্ষার্থে। সারপ্রাইজ গিফট বলে একটা ব্যাপার হয়, আর সেটা পেতে সবারই নাকি ভাল লাগে। লজ্জাও পেলেম খানিক।
sayan | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৩৭ | 115.184.8.6
বেশীদিন নয়, গেলবছরের কথা। কব্জিতে ফ্র্যাকচার নিয়ে মা এখানে, ঘুমের চেষ্টায়। এদিকে গণপতি ফেস্ট উপলক্ষ্যে গাঁক গাঁক করে লাইভ অর্কেস্ট্রায় চলতি ফিল্মি গান। এগারোটা বেজে গেল। থামার নাম নেই। পুলিশে ফোন লাগালাম। বলল লোকাল থানায় খবর দিন। দিলাম। "চিতা' বাইকে দুজন এলেন। জমায়েতে এলাকার এক কং চাঁই। জানলা দিয়ে দেখলাম পুলিশ "সফ্ট ড্রিঙ্ক' খেয়ে বিদায় নিল। এরকম সময়ে মোবাইল ফোং খুব হ্যান্ডি আসে। অ্যাটাচমেন্ট সমেত ইমেলটা ড্রাফ্ট করে আরেকবার ফোন করা। বিস্তারিত বললাম, আরও বললাম এই কলটা রেকর্ড করছি। এবারও না থামলে খবরের কাগজ, ছবি ও রেকর্ডিং সমেত। পাঁচ মিনিটে একটি হোয়সালা প্যাট্রল কার। আর পাঁচ মিনিটে সব সাফ।
কে বললো কাজ হয় না! কিকি, থানায় খবর দাও।
kiki | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৩৭ | 59.93.192.62
নাহে, কেউ গুরু পড়ে এখানে। গাল খেয়ে আওয়াজ কমিয়ে দিলো এইমাত্তর। এখন মাথা জন্তন্না কমাতে বার দুই ওয়াক তুলে ঘুমুতে যাই।
ছেলেটা অনাথ হলো না এই যা রক্ষে।
Nina | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৩৩ | 12.149.39.84
সিকি আমি ঐ ra ট্রেলর দেখেই ভিরমি খেয়েছি----ওঅটা হলে বসে যারা দেখবে খুদা বাচায়ে উন মেহেরবানো কো! শিগগির বউ মেয়েকে আটকা---pay back বলে একটা হিন্দি সিন্মা দেখলুম---বেশ ভাল
Nina | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৩১ | 12.149.39.84
এই রে কেউ কিকিয়ার মাথায় জল ঢাল শিগগির
kiki | ২৭ অক্টোবর ২০১১ ২৩:২৪ | 59.93.192.62
মাইরী অখনো চলছে। আমি অজ আত্মহত্যা করে ফেলতে পারি।
এই তিনবছর পূজোতে এখানে আছি। এবার দিদির চেলারা যা জ্বালালো বলার নয়। আগের দুবছর এমন দেখিনি। এটা দিদির ছেলেদের ক্লাব।আমরা কজন।পোড়া অশ্বথতলায় জেমস লঙের উপরে। যদি দিদির লোকেরা গুরুর নীপা থাকেন , ব্যাপারটা নিয়ে ভাবুন।এত খচরামি নেওয়া যাচ্ছে না।
T | ২৭ অক্টোবর ২০১১ ২৩:০০ | 14.139.128.11
রিভিউ! বাপরে মাথা ফাথা ঘুরে গেছে। আড়াই ঘন্টা ধরে কে কাকে প্যাঁদাচ্ছে, কে কি বলছে, কী যে হচ্ছে, কী যে চলছে কিচ্ছু বুইলাম না। পুরো ঘেঁটে গেছি। তের র নামতাও সবটা বলতে পাচ্চি না। আটকান আটকান, যারা দেখতে যাচ্ছে সব্বাইকে আটকান।
pinaki | ২৭ অক্টোবর ২০১১ ২২:৫৬ | 122.164.147.57
সায়ন, থ্যাংকু।
kiki | ২৭ অক্টোবর ২০১১ ২২:৫৫ | 59.93.192.62
আমি এখন কান ফাটানো বাউল গান শুনছি।
শাঃ রা আওয়াজ তো তুঙ্গে তুলেইছে,সময়ের সীমাও ভুলে গেছে।
siki | ২৭ অক্টোবর ২০১১ ২২:৫৪ | 122.177.162.177
টি, নেতাই, একটু সিগ্গিরি রিভিউটা লিখে দিন/দে প্লিজ। কাল আমার বৌ, শালী, মেয়ে দেখতে যাবে বলছে। আমি যাবো না আগেই কয়ে দিয়েছি, ওদের আটকাতে হবে।
siki | ২৭ অক্টোবর ২০১১ ২২:৫৩ | 122.177.162.177
মাছকেও তা হলে মাছের মাংস বলা উচিত। ঃ)
T | ২৭ অক্টোবর ২০১১ ২২:৫৩ | 14.139.128.11
ইয়ে, রা-ওয়ান দেখে ফেল্লুম! মাগো!
siki | ২৭ অক্টোবর ২০১১ ২২:৫৩ | 122.177.162.177
নীনাদি, কুড়ির দেখা নাই রে, কুড়ির দেখা নাই ঃ-(
ও হ্যাঁ, একটু পিছিয়ে জানাই, নীনাদি ঠিকই কয়েছিল। চিকেনকে "মাংস' ধরা হয় না। মাংস অর্থে "রেড মীট'। চিকেন মাংস হলে বীয়ারও মদ।
siki | ২৭ অক্টোবর ২০১১ ২২:৫২ | 122.177.162.177
কালিপটকা এখানে হুলিয়ে বিক্কিরি হয় তো! "লড়ি' বলে।
Nina | ২৭ অক্টোবর ২০১১ ২২:৫০ | 12.149.39.84
আবার টই ফস্সা ঃ-(( নাহ যাই কাজাই গে---
Nina | ২৭ অক্টোবর ২০১১ ২২:৪৯ | 12.149.39.84
প্পন শ্রীখন্ড নিজে বানিয়ে খেতে পার---খুব সোজা বানানো। আমারও খুব ভাল লাগে।আর তার চেয়েও দশকাঠি ভাল দৌলত কা চাট ঃ-)
sayan | ২৭ অক্টোবর ২০১১ ২২:৪৩ | 115.184.8.6
অ্যাঁ! আচ্ছা। ওকে। ঃ-/
ppn | ২৭ অক্টোবর ২০১১ ২২:৩৪ | 112.133.206.22
ঘুমুতে যা। বিলো পভার্টি লাইনে চলে গেছে। ঃ(
sayan | ২৭ অক্টোবর ২০১১ ২২:৩০ | 115.184.8.6
কেন প্পন্দা, শ্রীখন্ডে তোমার কেউ থাকেন? ঃ-)
sayan | ২৭ অক্টোবর ২০১১ ২২:২৯ | 115.184.8.6
পিনাকী, মেল চেকান।
ppn | ২৭ অক্টোবর ২০১১ ২২:২৪ | 112.133.206.22
আমার শ্রীখণ্ডও বেশ লাগে।
Tim | ২৭ অক্টোবর ২০১১ ২২:২৩ | 198.82.19.100
খারাপ ক্যানো হবে?
কিন্তু না, এখন সব বলে দিলে আত্মজীবনী বিক্কিরি হবে না।
pinaki | ২৭ অক্টোবর ২০১১ ২২:২০ | 122.164.147.57
২২শে শ্রাবণ কোথাও থেকে ফোকটে নামানো যাচ্ছে? টরেন্ট বা অন্য কিছু উপায়? লিং টিং থাকলে এট্টু কষ্ট করে pinakimitra74@gmail.com দিয়ে দিলে আজীবন ঋণী থাকব। এমনকি কিনতেও রাজি আছি। ফ্লিপকার্টে পেলাম না। ঃ-(
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন