এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ২২:৪৪ | 122.177.181.116
  • রিজার্ভ ব্যাংক আবার রেপো রেট আর রিভার্স রেপো রেট বাড়ালো।

    সরকার কবে পড়বে? আঃ কঃ বাঃ
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ২২:৪৩ | 122.177.181.116
  • সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী খাঁড়া তুমিই
    তোমার পাঁঠা তুমিই কাটো, লোকে বলে কাটি আমি ...
  • kiki | ২৫ অক্টোবর ২০১১ ২২:২৬ | 59.93.214.173
  • এখন গাঁকগাঁকিয়ে সকলই তোমারি ইচ্ছা চলছে।

    ও ডিডিদাদা, পুলিশে কি বলবো? যারা আমার সাথে ঝগড়া করেছিলো তাদের ই একজন পুলিশ। তাছাড়া বেশ কয়েকবার কলকাতা পুলিশকে জ্বালাতন করেছি। তো তারা আমায় বুঝিয়ে সুঝিয়ে ফেরৎ পাঠিয়েছে। আর এও সত্যি যে আমি শুরু করতে পারবো, তারপর দহন কেস হয়ে যাবে। আমার ফেমিলি আমাকে সাপোটানোর বদলে হে হে করে আমাকে দিয়ে ভুল করেছি বলিয়ে নেবে। কি আর বলব দুঃখের কথা, তারা নিজেরা নিশ্চিন্তে থাকবে বলে আমার গন্ডোগোল করা চায় না। নিজের জনদের বিচ্ছিরি ব্ল্যাকমেলিং এর চোটে মাঝে মাঝে অস্থির লাগে।তারপর এখন দেখি আমিও সেই পথেই চলেছি।ছেলেকেও সেই শিক্ষা দিচ্ছি।বিরক্তিকর।

    যাগ্গে , সবাইকে দীপাবলির শুভেচ্ছা।

    আর্য্য, তোমাদের আর তোমার মায়ের সামনের গোনা দিনগুলি কষ্টমুক্ত থাকুক , এইটুকুই............
  • nyara | ২৫ অক্টোবর ২০১১ ২২:০৭ | 122.172.10.99
  • হাই ফ্লাইং নেটফ্লিক্স স্টক মায়ের ভোগে। আজ ৩৫% ডাউন।
  • ppn | ২৫ অক্টোবর ২০১১ ২১:২৭ | 112.133.206.22
  • ব্রাউনওয়াশ কমপ্লিট হল।
  • ppn | ২৫ অক্টোবর ২০১১ ২১:২৩ | 112.133.206.22
  • শমীক লাখ কথার এক কথা লিখেছে। শুভেচ্ছা/ শুভকামনার বেশি আর কীই বা দেবো।
  • hu | ২৫ অক্টোবর ২০১১ ২১:০৯ | 12.34.246.73
  • শমীকের পোস্টটা পড়ে আমারও মনে হল একটু লিখি। আমিও আসলে ভেবে পাচ্ছিলাম না কি লিখব। মাসীমা ভালো হয়ে উঠুন, তোমরা সবাই ভালো থাকো এই শুভেচ্ছা রইল।

    দীপাবলীর শুভেচ্ছা সকলকেই।
  • nyara | ২৫ অক্টোবর ২০১১ ২১:০৮ | 122.172.10.99
  • পটকাস আর ফাটিং ইন ফুল সুইং।
  • Du | ২৫ অক্টোবর ২০১১ ২০:৫১ | 117.194.205.70
  • এমনিতেই নিজের বর বৌ না ভেবে পরের ছেলে মেয়ে ভাই বোন বন্ধু ভাবলে জীবন সুন্দর হবার প্রচুর সম্ভাবনা। প্লাস পরকীয়া জনিত উপকারটুকুও পাওয়া যেতে পারে ঃ)
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ২০:৪৯ | 122.177.181.116
  • গত এক দেড় সপ্তাহ ধরে আকাকে কী লিখব বুঝে উঠতে না পেরে কিছু লিখছি না। "পাশে আছি' বললেও কেমন বোকা বোকা শোনায়, আসলে তো আদপেই পাশে নেই, প্রার্থনা-টার্থনাতেও বিশ্বাস রাখি না, অসুস্থ মানুষকে সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছার বেশি আর কিছুই দেবার নেই।

    তুমি পাশে থেকো। শুভ ইচ্ছের জোরেও কিছুই হয় না, দরকার সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সেটাই বেশি এবং একমাত্র দরকার। আর কী বলব ...
  • Jay | ২৫ অক্টোবর ২০১১ ২০:৪২ | 90.200.14.8
  • এখন মাঠে চোদ্দটা ইন্ডিয়ন! তিনটে রবি!
  • Tim | ২৫ অক্টোবর ২০১১ ২০:৪০ | 198.82.18.161
  • সক্কলকে শুভ দীপাবলী। ঃ-)
  • kc | ২৫ অক্টোবর ২০১১ ২০:০২ | 178.61.96.29
  • দীপাবলির শুভেচ্ছা সবাইকে, সামনের জীবন পরকীয়াময় হোক। সুন্দর হোক।
  • Nina | ২৫ অক্টোবর ২০১১ ১৯:১৫ | 12.149.39.84
  • দীপাবলির শুভেচ্ছ ও ভালবাসা জানাই হগ্গলেরে----সবার জীবন হোক অলোয় ভরা!

    ধনতেরাসে আমি একখান সোনা-রঙের প্রদীপ পেয়েছি --মেটালটা বড় কথা নয় (আমাকে বলা হয়েছে) ভাবনাটা নিখাদ সোনার !

    এবং এই উইকএন্ডে আমাদের বিশাল হ্যালোয়িন পার্টি--এবারের থিম উইচেস অ্যান্ড দ্য ওয়ার্লক্স !
  • kumu | ২৫ অক্টোবর ২০১১ ১৯:০৮ | 122.160.159.184
  • ভাটিয়ালী পেরিয়ে এল ১৮০০০ এর মাইলস্টোন,খ্যাল করিয়ে দিলাম।
  • kumu | ২৫ অক্টোবর ২০১১ ১৮:৫২ | 122.160.159.184
  • দীপালিকায় জ্বালাও আলো-

    সকলকে শুভ দীপাবলীর শুভেচ্ছা।মঙ্গল প্রদীপ জ্বলুক সব গুরুদের ও তাদের ভালবাসার জনেদের সমস্ত জীবন আলোকময় করে।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৮:৩৭ | 122.248.183.1
  • কালকে আনন্দবাজারের হেডিং 'ধুনে দিলেন ধোনি'
  • de | ২৫ অক্টোবর ২০১১ ১৭:৫২ | 59.163.30.3
  • ইদিকে আমার এট্টুও ছুটি নাই -- কালকেও আপিস আসতে হবে -- আগামী দু হপ্তায় এমনকি শনি-রবি গুলোতেও ছুটি নাই :(((( --

    সক্কলকে শুভ দীপাবলী! সব আঁধার দূর হোক!
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৭:৪০ | 122.248.183.1
  • ধোনি, সয়ান কে ২ পিস ছয় মারলো। ২০৩/৫ ইন ৪৩ ওভার।
  • sayan | ২৫ অক্টোবর ২০১১ ১৭:৪০ | 115.242.234.63
  • আজ ওফ্রহো করে কাটলো। বোনাস মিললো একপশলা ঝমঝম বৃষ্টি। কাল ছুটি। পরশুও। শুক্রবার টিম আউটিং। তারপর মঙ্গলবার আরেকটা ছুটি।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৭:২৭ | 122.248.183.1
  • না না ইডেনে বেশী রান চাই না। ২৫০ -২৭০ যথেষ্ট। এখন ও ১০ ওভার আছে।
  • quark | ২৫ অক্টোবর ২০১১ ১৭:২৩ | 14.139.199.1
  • ৫-০ টা স্বপ্নেই রয়ে গেল মনে হচ্ছে!
  • q | ২৫ অক্টোবর ২০১১ ১৬:৫৮ | 121.241.218.132
  • অর্থাৎ কেউ বিয়ে করে পুরো উধাও হয়ে গেছেন? ভ্যানিশ, লাইক "দুষ্টু লোক"? তাহলে তো নেতাই বাবুর আরো ভয় পাওয়া উচিত;-)
  • kumu | ২৫ অক্টোবর ২০১১ ১৬:৪৪ | 122.160.159.184
  • দে এক্কেবারে ঠিক্কয়েছে।
    সেই যে ঐশিক-বিয়ের ভয়ে টই খুলে ফেল্ল,সকলে মিলে কত পরামর্শ,উপদেশ দিয়ে,গায়ে মাথায় হাত বুলিয়ে বে করতে পাঠালো,তাকে আর দেখা যায়?

    ২০ নভে-র পর মাঝেমদ্যে যাকে দেখা যাবে সে হবে প্রসেনজিৎ,নেতাই/নেতু/নেত্য নয়।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৫৭ | 122.248.183.1
  • এ কি রে ভাই ৮১/৩। রাহানে গন।

    দে, কেন বাচ্ছা ছেলে টাকে ভয় দেখাচ্ছো?
  • de | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৫৭ | 203.197.30.2
  • আকা, কাকিমার চিকিৎসা সম্বন্ধে পড়ছি গত কিছুদিন ধরে -- ভগবানের কাছে প্রার্থনা, একটু ভালো থাকুন উনি, একটু আরাম হোক শরীরে-মনে। এছাড়া কি যে বলবো জানিনা।
  • saikat | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৫৭ | 202.54.74.119
  • ৮১/৩। তেওয়ারী নাবল।
  • de | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৫২ | 59.163.30.3
  • অচিনবাবুকে জন্মদিনের অনেক বিলম্বিত শুভেচ্ছা!

    নেতাই -- ভাটিয়ে নাও ক'দিন বই তো নয়!
  • Netai | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৪৯ | 121.241.98.225
  • এর পরে কবি আরো অনেক উপাধি গ্রহন করেছিলেন। সবকাটাই নিজে নিজে।
    ওনার নামের বিস্তার, সর্বশেষ-
    স্যার প্রোফেসর আইজ্যাক ভিভিএস আরডি পিডি
    (বিশিষ্ট কবি ও সাহিত্য সমালোচক)
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৪৭ | 122.248.183.1
  • ৮০/২ । গম্ভীর,কোহলি। ২ টো ই ফিন!
  • Netai | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৪৩ | 121.241.98.225
  • ঐ কবিতা লেখার পরেই পিডি 'কবি' উপাধি গ্রহণ করেন। নিজে নিজে। হর্ষবর্ধন যেমন একটা যুদ্ধে জয়লাভের পরে নিজে নিজে শিলাজিৎ উপাধি গ্রহণ করেছিলেন, তেমন।
  • ppn | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৪০ | 204.138.240.254
  • যেনটাকে ঘন দিয়ে রিপ্লেস করলেই একটা গভীর মানে বেরোতই বেরোত।
  • Netai | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৩৭ | 121.241.98.225
  • আমাদের সহপাঠী ছিল কবি পিডি।
    কবি পিডির একটি আলোড়ন সৃষ্টিকারী একলাইনের কবিতা-
    'পূর্ণিমা চাঁদ যন ফুল সার্কেল'
  • Netai | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৩৩ | 121.241.98.225
  • কেসি হয়েছেন কেশী।
    কি আর এমন বেশী।

    (কবি নেতাই এর সংক্ষিপ্ত কবিতা)
    Thanks
  • saikat | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৩৩ | 202.54.74.119
  • মানে ইয়ে, নাঃ থাক।
  • ppn | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৩১ | 204.138.240.254
  • মাথায়। (সৈকত লেখেনি)
  • saikat | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৩০ | 202.54.74.119
  • নবরতন লাগাল বোতীন, চুল গজালো কেসির।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৫:২৮ | 122.248.183.1
  • না মহিলা দের জন্যে লেখা পোস্ট পড়ে তাদের আগেই আমাকে গালমন্দ করে কেসি হয়েছেন কেসী ( সৌজন্যে টিম ভাই)
  • ppn | ২৫ অক্টোবর ২০১১ ১৫:২৭ | 204.138.240.254
  • ভাবছি সোংবার ছুটি নেবো। মঙ্গলবার ছুটি আছে। আহ!
  • saikat | ২৫ অক্টোবর ২০১১ ১৫:২৬ | 202.54.74.119
  • ৬১/০ (১৩.৩)
  • ppn | ২৫ অক্টোবর ২০১১ ১৫:২৫ | 204.138.240.254
  • মাথায় নবরতন লাগিয়েই কি কেসি কেশী হল?
  • ppn | ২৫ অক্টোবর ২০১১ ১৫:১৮ | 216.52.215.232
  • এখন তো কানে হাত দেওয়াও বন্ধ হয়ে গেছে। লোকে পকেটে হাত দিয়ে ক্যাজুয়ালি হাঁটতে হাঁটতে কথা বলে যায়।
  • saikat | ২৫ অক্টোবর ২০১১ ১৫:১৪ | 202.54.74.119
  • আমার যখন মোবাইল ছিল না, তখন লোকেরা কানে হাত দিয়ে থাকলে ভাবতাম রেডিও শুনছে। স্কোর জিজ্ঞেস করতে গিয়ে সামলে নিতাম।
  • Netai | ২৫ অক্টোবর ২০১১ ১৫:১২ | 121.241.98.225
  • *আম্পায়ারকে অতিক্রম করে
  • Netai | ২৫ অক্টোবর ২০১১ ১৫:১১ | 121.241.98.225
  • চলেছেন ফিন, হাইকোর্ট প্রান্ত থেকে। আম্পায়ারকে করে করেছেন বল। গুডলেন্থ বল। অফস্ট্যাম্প, অফস্ট্যাম্পের একটু বাইরে। হাফকাপ মত করে খেলেছেন গম্ভীর। গড়ানে বল চলে গেলো মিড অফে। দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইয়ান বেলের বিশ্বস্ত হাতে। এবলে কোন রান নয়। দলের রান যা ছিল তাই। ৪১ বিনা উইকেটে।

    এখন আর কেউ রেডিও শোনে? টিভি যখন ছিল না তখন কেমন রেডিও কানে গুঁজে বসে থাকতাম সবাই।
  • kumu | ২৫ অক্টোবর ২০১১ ১৫:০৯ | 122.160.159.184
  • সিকি,দাবি দুজনেরি-৫০% করে।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৪:৫৬ | 122.248.183.1
  • মনোজ খেলছে। গম্ভীর আর রাহানে ওপেন করছে। ৩০/০ ইন ৬.
  • ppn | ২৫ অক্টোবর ২০১১ ১৪:৫৩ | 216.52.215.232
  • বোতিন সময় করে একটু ভারতবর্ষের আপডেট দিতে থেকো।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৪:৪২ | 122.248.183.1
  • সৈকত তার মানে কি দাঁড়ালঃ ছেলে দের আসক্তি মেয়েদের প্রতি? ঃ-))
  • saikat | ২৫ অক্টোবর ২০১১ ১৪:৩৯ | 202.54.74.119
  • ছেলেদের আছে আসক্তি, আর মেয়েদের আছে শক্তি (কারণ তাঁরা শক্তিরূপিণী)।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত