এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৪:৩৩ | 122.248.183.1
  • কেন থাকবে না। আমার ই আছে ২০০৯ সালে বুদ্ধি করে ৫০ গ্রাম সোনা কিনেছিলাম। এখন আর সেটা বৌ বেচতে দিচ্ছে না। কুমু দি বুইলে ব্যাপার টা??
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৪:৩২ | 122.248.183.1
  • একটু কাজিয়ে নিচ্ছি। আজকের দিন হলেই পাঁচ দিন ছুটি।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১১ ১৪:৩১ | 122.248.183.1
  • অচিন্ত্য দা কে জন্মদিনের শুবেচ্ছা আর একট মঁ ব্ল কলম।
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ১৪:২৬ | 123.242.248.130
  • আহা, আসক্তির কথা কে কয়েছে? টাকাপয়সায় আসক্তি আমার অবশ্যই আছে, কিন্তু তাতে প্রথম দাবিটা কার? ঘাড়ে একটাই মাথা কার?
  • kumu | ২৫ অক্টোবর ২০১১ ১৪:১৩ | 122.160.159.184
  • কেডিদা,টাকাপয়সা,গয়নাতে ছেলেদের আসক্তি নাই?
  • abastab | ২৫ অক্টোবর ২০১১ ১৩:৪৫ | 61.95.189.252
  • আচ্ছা ডবল .. কেউ আছেন না থাকলে ওটাই ব্যবহার করতাম মাঝেসাঝে।
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ১৩:২৮ | 123.242.248.130
  • ফুটকি তাইলে অবাস্তব?

    আসলে ফুটকি নামে এখানে একজন অলরেডি লেখেন / লিখতেন।
  • Jhiki | ২৫ অক্টোবর ২০১১ ১৩:১৯ | 182.253.0.99
  • কালকে কিন্তু আমার তো সোনার গয়না জোটে নি, জুটেছে একটা নধর লাউ, চারটে কচি শশা আর একটা সুন্দর বেতের ঝুড়ি!!

    সে এক লম্বা গপ্প, পরে সময় পেলে হবে।
  • dukhe | ২৫ অক্টোবর ২০১১ ১৩:১৪ | 117.194.226.65
  • চোদ্দ শাক !
    সহজ পাঠে পিড়িং শাকের কথা আছে । কেউ খেয়েছেন ? দেখেছেন ? শুনেছেন ?
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ১৩:০২ | 123.242.248.130
  • সুমিত এখানে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলোর সঙ্গে যুক্ত আছেন। আগে এইম্‌সে ছিলেন। মাঝে অনেকদিন কলকতার পিজিতে ছিলেন।

    তবে উনি কিন্তু ফিজিশিয়ান নয়। মানে উনি নিজে রোগী দেখেন না। ওনার স্পেশালাইজেশন অন্য বিষয়ে, লিভার ট্র্যান্সপ্ল্যান্ট।

    ও হ্যাঁ, সুমিতের আস্তানা ওক্যা-র খুব কাছেই। সি আর পার্কে ঃ-)
  • kd | ২৫ অক্টোবর ২০১১ ১৩:০০ | 59.93.192.211
  • টইতে লিখতে গিয়ে রিয়েলাইজ করলুম যে আমি সারাজীবন মেয়েদের জন্যে জিনিস বানিয়ে গেছি। প্রথম চাকরিতে টাকাপয়সা (আলিপুর মিন্ট, কলকাতা), দ্বিতীয় চাকরিতে আন্ডারওয়্যার/সুইমওয়্যার (গডেস ব্রা, কেম্ব্রিজ), শেষ চাকরিতে সোনার গয়না (স্টার্ন-লিচ,অ্যাট্‌লবোরো)। অদ্ভুত!
  • Jhiki | ২৫ অক্টোবর ২০১১ ১২:৫৪ | 182.253.0.99
  • কালকে যা তা ধনতেরাস কাটলো, পরকীয়ার ব্যাপরে সোচ্চার হওয়ার হাতে-নাতে ফল।
  • . | ২৫ অক্টোবর ২০১১ ১২:৫১ | 61.95.189.252
  • চোদ্দ রকম হলেই হলো। তেমন হলে ধনে পাতাকেও শাক বলে ধরতে হবে।
  • kumu | ২৫ অক্টোবর ২০১১ ১২:৩৬ | 122.160.159.184
  • সিকি,ডঃ সুমিত দিল্লীতেই আছেন/থাকেন?কোন সংস্থায়?

    ধনতেরাসে কে কী কিনলেন?
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ১২:৩৩ | 123.242.248.130
  • ভুত না, ভূত।

    আর চোদ্দটা শাক কী কী?
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ১২:৩২ | 123.242.248.130
  • রেভোলিউশন 2020
  • . | ২৫ অক্টোবর ২০১১ ১২:৩১ | 61.95.189.252
  • আজ ভুত চতুর্দশী চোদ্দ শাক খেতে ভুলবেন না।
  • lcm | ২৫ অক্টোবর ২০১১ ১২:২৬ | 69.236.173.108
  • কি বই?
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ১২:২৪ | 123.242.248.130
  • চেতন ভগতের নতুন বইটা পড়ে ফেললাম। কেউ কেনার চেষ্টা কোরো না। অতি ধুর বই। মানে প্রথম থেকে অনেকখানি পড়ে ফেলাই যায়, কিন্তু শেষের কুড়ি পাতা জাস্ট অসইহ্য।
  • kumu | ২৫ অক্টোবর ২০১১ ১১:২০ | 122.160.159.184
  • আকা,তোমার মার কথা শুনে খারাপ লাগলো।
    কিছুই করতে পারব না,মনে মনে তোমাদের পাশে আছি,এইটুকুই।
  • kumu | ২৫ অক্টোবর ২০১১ ১১:১৫ | 122.160.159.184
  • জন্মদিন,শুভ জন্মদিন।
    চিন্টুবাবুকে হাত ভরে শিউলি ফুল,নলেন গুড়ের পায়েস,অমৃতলাল বসুর সেই বইটা,আর অনেক অনেক সময় পছন্দের পড়া ও লেখার জন্যে।

    অনেক ভালোবাসা ও শুভ-ইচ্ছা।
  • Netai | ২৫ অক্টোবর ২০১১ ১০:৫৮ | 121.241.98.225
  • চিন্টুস্যারকে শুভ জন্মদিন।
  • kc | ২৫ অক্টোবর ২০১১ ১০:০১ | 194.126.37.78
  • অচিন্ত্য শুভ জন্মদিন।
    হুতো খুব সাবধানে গাড়ি চালাইবা। তিনটে আয়নাই রাস্তা দেখিতে ইউজ করবা। হেপ্পি ডেরাইভিং।
  • ppn | ২৫ অক্টোবর ২০১১ ০৯:২২ | 112.133.206.22
  • অচিন্ত্য, শুভ জন্মদিন।
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ০৯:১৮ | 123.242.248.130
  • হুতোকে একটি লং ড্রাইভ আশীর্বাদ করলাম। মর্মপীড় সহায় হউন।
  • Tim | ২৫ অক্টোবর ২০১১ ০৯:১০ | 173.163.204.9
  • হুতোদাকে রোডটেস্ট দিতে হবেনা তো! দ্যাশের লাইছেনেই হবে বাকিটা।
  • siki | ২৫ অক্টোবর ২০১১ ০৮:৪৬ | 123.242.248.130
  • শুভ জন্মদিন, অচিন্ত্যরূপ।
  • pi | ২৫ অক্টোবর ২০১১ ০৮:৪৫ | 72.83.90.203
  • নাঃ,এখনো বোধহয় আরেকটি বাম্পার পেরোনো বাকি।রোডটেস্টের। কিন্তু এটাও জব্বর খবর। সুতো মনে হয় সিন্নি দেবে।ঃ)
  • Nina | ২৫ অক্টোবর ২০১১ ০৭:৪২ | 69.141.168.183
  • আমাদের হুতোবাবু ডেরাইভারির ছাড়পত্তর নিয়ে এসেছেন আজ---হুতোকে অভিনন্দন ও অচিন্তির জনমদিনের কেক থেকে বড় একটা পিস দেয়া হোক!
  • Nina | ২৫ অক্টোবর ২০১১ ০৭:৩৮ | 69.141.168.183
  • চিন্টুবাবু
    সুখি জন্মদিন!
    পরিপূর্ণ আনন্দে কাটুক আজকের দিনটি---এই মাসটি, বছরটি ও সমস্ত জীবনটি!

    কি কি খেতে ইচ্ছে করছে লিস্ট কর---কলকাতায় গিয়ে খাওয়াব ঃ-)
  • nk | ২৫ অক্টোবর ২০১১ ০৭:০৫ | 151.141.84.221
  • অচিনবাবু জন্মদিনে চিনে খাবার খান,
    লম্ফ দিয়ে ঝম্প দিয়ে গিটকিরি সুর গান।
    ঃ-)
  • pharida | ২৫ অক্টোবর ২০১১ ০৬:৩১ | 117.194.34.49
  • অচিনভাই হ্যাপ্পি বাড্ডে - খুব মস্তি হোক।
  • kk | ২৫ অক্টোবর ২০১১ ০৬:০১ | 107.3.242.43
  • অচিন বাবু, জন্মদিনে অনেক শুভেচ্ছা।
  • i | ২৫ অক্টোবর ২০১১ ০৫:৪১ | 137.157.8.253
  • বড়াই,
    পাইদিদির ম্যাজিক চম্মা যেইটার জন্য অচিনবাবু হিং করছিলেন স্লাইট আমার শহর পড়ে।
  • i | ২৫ অক্টোবর ২০১১ ০৫:৩৯ | 137.157.8.253
  • শুভ জন্মদিন অচিন্ত্যরূপ।
  • Tim | ২৫ অক্টোবর ২০১১ ০২:১৮ | 198.82.20.65
  • অচিন্ত্যদাকে শুভ জন্মদিন।
  • I | ২৫ অক্টোবর ২০১১ ০১:৩৯ | 14.96.209.42
  • সে কী ! কী চম্মা আবার পাঠাবে? এক্ষ রে নয়তো?
  • pi | ২৫ অক্টোবর ২০১১ ০১:১৮ | 128.231.22.133
  • অচিন্তিদা, জন্মদিনে ঐ চশমাটা পাঠিয়ে দিলুম ঃ)
  • I | ২৫ অক্টোবর ২০১১ ০১:১৬ | 14.96.209.42
  • অচিন্টি হে, ভারতের সময়ের স্বার্থে নিবেদিতপ্রাণ পত্রকার,জন্মদিনে নিজের জন্যে সময় কিছু পেলে?

    শুভ জন্মদিন !!
  • pi | ২৫ অক্টোবর ২০১১ ০১:১৫ | 128.231.22.133
  • ইন্দোদা, একটু মেইল দেখো।
  • I | ২৫ অক্টোবর ২০১১ ০১:১৩ | 14.96.209.42
  • আকা, সুমিতের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো?
  • a | ২৫ অক্টোবর ২০১১ ০১:০৪ | 208.240.243.170
  • আজ্জোদা, আমাকে একটু ডিটেল দেবে? আমি জানুয়ারি এন্ডে কলকাতা যাব মাকে নিয়ে, তখন একবার দেখাবো
  • siki | ২৪ অক্টোবর ২০১১ ২৩:৫১ | 141.0.9.131
  • সুমিত এখন দিল্লিতে থাকেন, উনি গুরুর নীপা অনেকদিন ধরেই। আমি ব্যক্তিগতভাবেও বিভিন্নভাবে উপকৃত ওনার কাছে। রহড়ার ছেলে, ইন্দোডাক্তারের বন্ধু, আমাদেরও বন্ধুলোক। আজকের দিনে সুমিতের মতন মানুষ খুব খুব বিরল। ডক্টর হিসেবেও, মানুষ হিসেবেও অসাধারণ। যত বলা যায়, তত কম হয় ঃ-)
  • Nina | ২৪ অক্টোবর ২০১১ ২৩:৩১ | 12.149.39.84
  • আকা--
    কি আর বলি--সব ঠিকঠাক তোমাদের মনমতন হোক---যতটা সময় মায়ের কাছে থাকছ--সেটাই কোয়ালিটি টাইম--ওনার ও তোমাদের জন্য আমার শুভকামনা রইল 24/7
  • pi | ২৪ অক্টোবর ২০১১ ২৩:২৯ | 128.231.22.133
  • তুমি রুমা হসপিসের লিংকটা দেখেছিলে কিনা জানিনা। সুমিতদাকেও পাঠিয়েছিলাম, বলেছিলেন, দেখে মনে হচ্ছে ওটা ভাল। তোমাকেও হয়ত আজ বলে দিয়েছেন। জাস্ট জানিয়ে রাখলাম।
  • Zzzz | ২৪ অক্টোবর ২০১১ ২৩:২৫ | 216.94.113.242
  • আকাদা,

    আমার চেনা এক ডাক্তার আছেন। কলকাতায় বাবা-মাকে ওনার ভরসাতেই রাখা। উনি আমাদের ডাক্তার জিভাগো বলতে পারো। ওনার কন্ট্যাক্ট ডিটেল্‌স লাগলে বোলো।
  • aka | ২৪ অক্টোবর ২০১১ ২৩:১৩ | 117.194.10.104
  • আজ সরাসরি দেখা হল, আলাপ হল, কথা হল গুরুর এক নীপার সাথে। আমাদের বিগাইয়ের ক্লাস মেট সুমিত - সুমিত সান্ন্যাল। কথায় কথায় জানা গেল আমাদের অনেক কিছু আলাপ পরিচয় কমন। সুমিত নিয়ে গিয়েছিল ওর সিনিয়রের কাছে মেডিক্যাল কলেজে। সেদিন সব পড়ে টড়ে নিজেই উদ্যোগী হয়ে যোগাযোগ করেছিল। ভালো লোকেরা এখন আছে। তাদের একটা বিরাট শতাংশ আবার গুরুতে আসা যাওয়া করেন।

    তবে সুমিত ও বল্ল যে ডাক্তার হয়েঅও সেও ইনসিকিউরিটি তে ভোগে যে বাড়ির কাউরু কিছু ক্রিটিকাল হলে কোথায় যাবে। আর কস্ট নিয়েঅও বল্ল যে ডাক্তার হয়ে তাকেঅও চিন্তা করতে হয়। মনে রাখা দরকার যে ডাক্তারদের অনেক কস্ট কিন্তু কম যেমন ডাক্তার ডাক্তারের থেকে ফিজ নেয় না।
  • aka | ২৪ অক্টোবর ২০১১ ২৩:০৬ | 117.194.10.104
  • দ্রি, নিউমোনিয়া থেকে রেডিওলজিকালি ইমপ্রুভমেন্ট হচ্ছে। কিন্তু আসল উপসর্গ খারাপ হচ্ছে। খুব কিছু করার নেই, সব ওষুধই ট্রায়েড, একটু বাজে রকম মায়েলোম, ডেজ আর নাম্বার্ড। যদি কিছুটা কোয়ালিটি অফ লাইফ ফিরিয়ে আনা যায় বা পেইন টাকে কমানো যায় সেটাই লক্ষ্য।
  • dri | ২৪ অক্টোবর ২০১১ ২২:৫২ | 117.194.242.233
  • আকাদা, মা কেমন আছেন? ইমপ্রুভমেন্ট হচ্ছে?
  • Tim | ২৪ অক্টোবর ২০১১ ২২:৪৮ | 198.82.20.65
  • টই পরকীয়া করতে গেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত