এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২২:২০ | 115.184.8.6
  • নীনাদি, মি নো নো।

    চাট মশলা দেওয়া ঝালঝাল খাকরা গর্ম চায়ের সঙ্গে হেব্বি লাগে।
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২২:১৮ | 12.149.39.84
  • টিম্ভাই--
    গুজুনি কি খারাপ? কেমন ফেফড়া, ঠেপলা ধোকলা কত্তকি খাওয়াবে ---
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২২:১৬ | 12.149.39.84
  • সান্দা, রেজালাটাকি আফাঅনিস্থানের? ওদের তো সব শুখনো রান্না, কাবাব জাতিয়--আমি জানিনা রেজালাটা ওদের নাকি?
  • Tim | ২৭ অক্টোবর ২০১১ ২২:১৩ | 198.82.19.100
  • গুজুনি? থাক.... কে আর হৃদয় খুঁড়ে ইত্যাদি। (কল্লোলদার টইতে লিখে দেব খন)
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২২:১২ | 12.149.39.84
  • গুজুরা বেজায় বাসি খাবার খায় তাই মিষ্টি দেয় কিনা কে জানে---ওদের বাড়ীতে একটা পাত্র থাকে তাতে তেল ঢালে--আর ভাজে---এবার যে তেলটা বেঁচে গেল--সেটা শুদ্ধু রেখে দেয়--আবার পরের দিন সে তেলে আর একটু নতুন তেল ঢেলে ভাজে---তাই বাড়ীতে কি তেলচিটে গন্ধ!
    এইরে এবার পাই বকবে আমাকে----
    ডিঃ সব গুজুরা নয় যাদের আমি এখানে দেখেছি তারা
  • Tim | ২৭ অক্টোবর ২০১১ ২২:১২ | 198.82.19.100
  • আমি আর ভেজ? কভি নেহি! (পান পসন্দ থেকে টোকা)
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৯ | 115.184.8.6
  • আহা, নীনাদি রেজালাও তো আফঘানিস্তান থেকেই এলো। ঃ-)
  • pipi | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৯ | 173.161.6.201
  • তিমি গুজিয়া ডেট কচ্ছে? খাইসে, ভেজ না হয়ে যায় তিমিটা!
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৮ | 115.184.8.6
  • ওয়েল, দেন নিট্‌সের সঙ্গে টিম্‌সেরটাও হয়ে যাক, একই ছাদনাতলায়।
  • Tim | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৭ | 198.82.19.100
  • রেজালার সাথে লাজুলি সুন্দর অন্ত্যমিল হয়।
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৭ | 12.149.39.84
  • ওয়ে সান্দা--রেজালার সঙ্গে কই--আফগানিস্থানের সঙ্গে এল তো ---প্পনের রিক্রুটর লোক চাইছে সেখেনে
  • pipi | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৭ | 173.161.6.201
  • গুজ্জু খাবার মন্দ না তবে বড্ড মিষ্টি দেয়। খাবারে মিষ্টি আমার ঠিক রোচে না। ওদিকে পায়েসে মিষ্টি কম দেয়। কি কেলোঃ-(
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৬ | 12.149.39.84
  • বুইলি, পিপি, তিমিটা মনে হয় গুজুনি ডেট কচ্চে ;-)
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৫ | 115.184.8.6
  • অ। ভাবলাম রেজালার সঙ্গে এলো যখন, খাদ্যবস্তু না হয়ে যায় না। ঃ-((

    নীনাদি, ওগুলো আমার কাব্যি নয়, বুগু'দা কয়ে গেছেন।
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৪ | 12.149.39.84
  • হ্যাঁরে পিপি----চালের গুঁড়ো কে আটা বলে বলে অবাক লাগে।

    এখানে গুজ্জু মন্দিরে বাজি ফোটায় সেটা এই শনিবারে করবে। গুজু খাবার বল্লেই আমার থ্রি ইডিয়েটস মনে পড়ে যায়--করিনা চোখ গোল্গোল করে
    ফাফড়া--ঠেপলা, ধোকলা যেন এক একটা মিসাইল ঃ-))
  • pipi | ২৭ অক্টোবর ২০১১ ২২:০৩ | 173.161.6.201
  • যাহা সত্য তাহাই বলিব, সত্য বই মিথ্যা বলিব না। নীপা'র ভয়েও না।
  • Tim | ২৭ অক্টোবর ২০১১ ২২:০২ | 198.82.19.100
  • ইস, ফিফি কিসব টার্ম ইউজ কচ্ছে! এখানে গুজরাটি নীপা থাকলে তাদের কাছে কি মেসেজ পৌঁছবে ভেবে দেকেচিস?
  • pipi | ২৭ অক্টোবর ২০১১ ২২:০১ | 173.161.6.201
  • ছ্যা ছ্যা সান্দা লাপিস লাজুলি চেনে না! ওরে গুগল কাকুকে বল ছবি দেখাতে, চোখে জুড়িয়ে যায় এমন নীলঃ-)

    নীনাদি, তাহলে তো ঠিকই বলেছিলাম, মিহি চাল গুঁড়োরই আরেকনাম Rice Flour ওর্ফ চালের আটা।
    কাল এখানকার একমাত্র গুজ্জু মন্দিরে প্রচুর বাজি পটকা সহযোগে দিওয়ালি উদযাপন হল। খ্যাঁটনও হল, বলা বাহুল্য তবে গুজ্জু খাবার তো, ঐ আর কি।
  • Tim | ২৭ অক্টোবর ২০১১ ২১:৫৭ | 198.82.19.100
  • অপ্পন এনে দেবে। ওর তো আপগানিস্তানে আপিস হচ্ছে। ঃ-)
    http://en.wikipedia.org/wiki/Lapis_lazuli
  • achintyarup | ২৭ অক্টোবর ২০১১ ২১:৫৭ | 115.111.248.6
  • পাতা নয়, পাতা নয়..

    লংডং কেন হবে, বলছি কলকাতায় গেইছিলুম। দারুণ জায়গা।
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২১:৫৬ | 12.149.39.84
  • ;-) নিল রঙের লাপিজ-লাজুলির গয়না পরে প্পনের বউ রেজালা খাবে----টিম্ভাই তোর তো বউ নাই--তুই লাপিজ দিয়েই নীল রেজালা খা--আর সান্দাযাই শোনে তাই কবোতা করে--ছন্দ মেলায় ঃ-))
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২১:৪৯ | 115.184.108.57
  • লাপিজ-লাজুলি কী? ওয়ানাবেরি-ওয়ানাকিরি, ডিনডিন-ডিনগুনা'র মত কিছু?
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২১:৪৮ | 115.184.108.57
  • জাস্ট আ হাঞ্চ। ঃ-)
    স্‌প্লিট পার্সোনা। বাবা'র মারা যাওয়া, শেল-শক্‌ড মা, বৌ'এর বিহেভিয়ারাল চেঞ্জ ইত্যাদিজনিত ক্যাটালিস্ট।
  • Tim | ২৭ অক্টোবর ২০১১ ২১:৪৫ | 198.82.19.100
  • রেজালায় লাপিজ লাজুলি দেবে? নীল রেজালা নাকি?
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২১:৪৪ | 12.149.39.84
  • এই সান্দা কেনরে অর্ক খুনি?

    উফ! শ্রাবণী কবে আবর লিখবে?
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২১:৪৩ | 12.149.39.84
  • আমিও মুডে ভাবছি এই উইকএন্ডে নামাব----অনেকদিন রেজালা করিনি, আর শামিকাবাব!! ঃ-)

    আফগানিস্তানে দারুণ লাপিজ-লাজুলি পাওয়া যায়--কি সুন্দর নীল রঙ--
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২১:৪০ | 115.184.108.57
  • প্পন্দাদের দোকানে ডিডব্লু/বিআই'এর পোচুর লোক নিচ্ছে। কেউ চাইলেই জেডি ফরোয়ার্ড করে দেবো।
  • ppn | ২৭ অক্টোবর ২০১১ ২১:৩৮ | 112.133.206.22
  • রেজালা ভালোই নেমেছে। উইথ রুমালি রুটি।

    কাল শেষ হয়নি, এখন আবার খাবো। ঃ)

    এইমাত্র জিমেল খুলে দেখি রিক্রুটারের থেকে মেল এসেছে ঃ "urgent opening at Afghanistan'!!! ঃ O
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২১:৩৮ | 115.184.108.57
  • একটার কী খেলোয়াড়ি নাম আবার, কুইন অফ দি নাইট। ছোটোখাট সিলিন্ডারের মত দেখতে। দেখলে মনে হয় ডার্ক ম্যাটার ভরা ক্যানিস্টার। কাল ছাদে বসিয়েছিল। উল্টো বসালে মনে হয় সিলিং ফুঁড়ে বেসমেন্টে গিয়ে ফাটবে।
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২১:৩৮ | 12.149.39.84
  • পাই
    টই কি স্লো------খুলতেও , পোস্ট করতেও---একি শুধু আমার কলের দোষ না খুড়োমামুর কলের?
  • Nina | ২৭ অক্টোবর ২০১১ ২১:৩৫ | 12.149.39.84
  • প্পন
    রেজালা কেমন নামল? সঙ্গে কি ছিল--রুমালি না বালুচি রোটি ?

    হুচি

    চালের অটার প্যাকেটে তো Rice flour লেখা থাকে ঃ-))

    পিপি

    সরু চাকলি একেবারে অন্য জিনিষ। আরে যার নাম চালভাজা তারই নাম মুড়ি নাকি---

    that reminds me
    সিকি
    টোডি, কুড়িনু কি হাল হ্যায়ঃ-)

    গতকাল, এখানে আনন্দ মন্দিতে খুব সুন্দর কালিপূজো হল----একটাও বাজি কোত্থাও ফোটেনি ঃ-((
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২১:৩৪ | 115.184.108.57
  • ষাটপিসেরটা জানি না। কুড়িরটা আটহাজারের মত। হোসুর থেকে কিনলে একটু কম।
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২১:৩১ | 115.184.108.57
  • বাচ্চাবেলার কালিপটকাগুলো কেমন মিহিমত দেখতে হত, হাতে ধরেই ফাটাতাম। আর এখনেরগুলো ইয়া ইয়া টিএন্টি স্টিকের মত। ফাটে না, বিস্ফোরণ হয়।
  • nyara | ২৭ অক্টোবর ২০১১ ২১:৩১ | 122.172.10.99
  • ষাট পিস আলোর মালা বেরোনো ওই হাউইয়ের বাক্সর দাম কত? আমার ধারণা আমার এক মাসের মাইনের মতন হবে।
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২১:২৯ | 115.184.108.57
  • অচিন্ত্যদা, কোথায় গেলে? এই দ্যাখো টিম কেমন তোমার নামে খারাপ কথা বলছে!
  • Tim | ২৭ অক্টোবর ২০১১ ২১:২৭ | 198.82.19.100
  • টিন এজ বলেই দুঃখে পাতা চাইছে। ব্রোঞ্জ এজ হলে কি চাইতো?
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২১:২৬ | 115.184.108.57
  • মাইরি লোকে পাগলুর মত বাজি পোড়াচ্ছে। কাল রাতে সাড়ে এগারোটা পর্যন্ত। আজ আবার। থামার নাম নেই। বাড়ির বাইরে রাস্তায় ষাটপিস সিরিজ হাউইএর একটা বাক্স বসিয়েছে। সেটায় অগ্নিসংযোগের আগে যা চলছে সে বলার নয়!
  • ppn | ২৭ অক্টোবর ২০১১ ২১:২১ | 112.133.206.22
  • অচিন্টি কি লন্ডন গেছিল?
  • sayan | ২৭ অক্টোবর ২০১১ ২১:২০ | 115.184.108.57
  • টিন-এজ অতিক্রম করেই শ্রী অচিন্ত্য পাতা চাইছে, এ তো ভালো কথা নয় ;-)
  • siki | ২৭ অক্টোবর ২০১১ ২১:০১ | 122.177.162.177
  • কলকাতা থেকে ঘুরে কোথায় এসেছো?
  • pi | ২৭ অক্টোবর ২০১১ ২০:৫৪ | 72.83.90.203
  • হ্যাঁ, কেমন আছে কলকাতা ?
  • hu | ২৭ অক্টোবর ২০১১ ২০:৫২ | 12.34.246.73
  • আমি আজ স্বপ্ন দেখেছি মমতা ব্যানার্জী বক্তৃতা দিচ্ছে, আমি পাশে বসে নোটস নিচ্ছি। রূপা গাঙ্গুলীর সাথেও দেখা হল।
  • nk | ২৭ অক্টোবর ২০১১ ২০:২৭ | 151.141.84.194
  • এদিকে আমি রোজ এসে ন্যাড়াদার সেই "পেলে পেলে" করে ডাকতে ডাকতে পেলের মা রেললাইনের পাশের মাঠ থেকে পেলেকে ঘরে নিয়ে গেল সন্ধেবেলা, সেই লেখাটার মতন লেখা পড়ার আশায় আসি, কিন্তু কোথায়?
  • achintyarup | ২৭ অক্টোবর ২০১১ ২০:০৭ | 115.111.248.6
  • মানে পাত্তাই দিল না
  • achintyarup | ২৭ অক্টোবর ২০১১ ২০:০৬ | 115.111.248.6
  • এদিকে আমি যে জানালুম কলকাতা থেকে ঘুরে এসেচি, কেউ পাতাই দিল না
  • siki | ২৭ অক্টোবর ২০১১ ১৯:৩৮ | 122.177.162.177
  • কেশীকে বড় হাতের ক। ঃ-))
  • kc | ২৭ অক্টোবর ২০১১ ১৯:৩৫ | 178.61.96.29
  • নেতাই। আবার কইছি, ওসব চামড়ার ফান্ডায় একদম ভয় খাবানা। যে সব পাবলিকেরা, লাইফে চার বছর করে হোস্টেলে থাকে তাদের চামড়া একদম বুলেট প্রুফ হয়। এসব নাদানেরা জানেনা।
  • q | ২৭ অক্টোবর ২০১১ ১৮:১৮ | 121.241.218.132
  • অন্যথায় কানে একটি লো-পাস ফিল্টার লাগানো যেতে পারে। অভিজ্ঞ সদস্যরা একটি বউ-কাট ফিল্টারের স্পেক বানিয়ে ফেলতে পারেন। বাজারে খুব চলবে।
  • q | ২৭ অক্টোবর ২০১১ ১৮:১৩ | 121.241.218.132
  • নিভিয়া গার্নিয়ের ইত্যাদি সবই চামড়া মসৃন করার বস্তু। তার চেয়ে এক জোড়া ভালো দেখে ear muff কিনে নেওয়া সবচেয়ে কাজের হবে। কান বন্ধ করতে পারলে কোনো বাণ আর মরমে প্রবেশ করবে না;-)
  • de | ২৭ অক্টোবর ২০১১ ১৭:৫৯ | 59.163.30.4
  • চামড়ার সিজনিং হয় না? কাঠের মতো?

    নেতাই, বিপা যাওয়া শুরু করেচো? :))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত