এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৩ নভেম্বর ২০১১ ০২:১৯ | 59.93.242.97
  • same here. আমার মা বাবা দুজনই আরীসপির ফাউন্ডার মেম্বার ছিলেন।
  • maximin | ০৩ নভেম্বর ২০১১ ০২:১৭ | 59.93.242.97
  • টইতে দেখলাম ৮৮ সালে তোমার বাবা যখন বিড়লা হার্টে ভরতি তখন ত্রিদিব চৌধুর?য় এসেছিলেন।
  • pipi | ০৩ নভেম্বর ২০১১ ০২:১৬ | 129.74.191.152
  • নাহ, আজ দিনটা সত্যি! কাশতে কাশতে হাত ফসকে আই ফোন জলের মধ্যে ডুবে দেহত্যাগ কল্লঃ-( অ্যাপল স্টোর বলে ওয়াটার ড্যামেজ কভার করে না। এখন আমি করি কি?
    তার ওপর দানে পাওয়া চার পিস ইলিশ মাছ ছিল। তাকে ফ্রীজার থেকে বার করে থ করে মিতাদি'র কথামত তেল নুন হলুদ মাখাতে মাখাতে হঠাৎ মনে হল হাতে যেন কি ফুটছে। ও হরি, মাছ ভত্তি আঁশ! কোন আহাম্মক মাছ পরিষ্কার করে কেটেকুটে বিক্কিরি করে আঁশ না ছাড়িয়ে!!

    রাহের চোটে এক পিস আদা ছাড়িয়ে নুন গোলমরিচ ছড়িয়ে কচমচ করে চিবোতে গেলাম (কাশি কমবে এই ভরসায়)। বাবাগো! ঝালের চোটে ব্রহ্মতালু জ্বলে গেল! এখনো রাত বাকী। আর কি কি খেল দেখাবি মা!
  • Nina | ০৩ নভেম্বর ২০১১ ০২:১৬ | 12.149.39.84
  • বাবা ফাউন্ডার মেম্বার ছিএল্‌ন তো RSP র ঃ-)
  • maximin | ০৩ নভেম্বর ২০১১ ০২:১৪ | 59.93.242.97
  • নিনা না আছি আছি। তোমাদের বাড়ির কি আরেসপি কানেকশন ছিল?
  • Nina | ০৩ নভেম্বর ২০১১ ০২:১০ | 12.149.39.84
  • ইক্কিরে বাবা ডেকেডুকে নিজেই হাওয়া ঃ-০
  • Nina | ০৩ নভেম্বর ২০১১ ০২:০৬ | 12.149.39.84
  • আচইইইইইই--বল
  • maximin | ০৩ নভেম্বর ২০১১ ০২:০৬ | 59.93.242.97
  • নিনা আছ? নিনা? বিশেষ দরকার। নিনাআআআ ..
  • Abhyu | ০৩ নভেম্বর ২০১১ ০১:২৯ | 128.192.7.51
  • পিপিসুন্দরী, ডাক্তারের কাজটা ডাক্তারকেই করতে দাও (আর স্ট্যাটিস্টিশিয়ানের কাজটা স্ট্যাটিস্টিশিয়ানকে)
  • a | ০৩ নভেম্বর ২০১১ ০১:০২ | 208.240.243.170
  • ফুলড বাই র‌্যন্ডমনেস পড়ছি। কারুর চাই?
  • nk | ০৩ নভেম্বর ২০১১ ০০:৩৭ | 151.141.84.215
  • এদিকে আমি? আমি কিনা ডিডির সেই হীরা পান্না সোনা মণিমাণিক্য ইত্যাদির ঐক্যে বানানো উপহারের বর্ণনা পড়তে এলাম! সে উপহার কে পেলো শেষ অবধি? কুমুর কাঠবেড়ালিরা???
    ঃ-)
  • pi | ০৩ নভেম্বর ২০১১ ০০:২৪ | 66.78.217.138
  • আরে বিবি ওটা কীকরে করলেন !
  • ppn | ০৩ নভেম্বর ২০১১ ০০:০৭ | 122.252.231.10
  • আইপি উঠে গেল নাকি! অ্যাঁ?

    দেফু, শুনছিস?
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২৩:২৪ | 112.133.206.22
  • বটেই তো। দুদিন পরে তোমাগো আবার খেলা আছে।

    খ্যাক খ্যাক খ্যাক
  • kc | ০২ নভেম্বর ২০১১ ২৩:২১ | 178.61.96.29
  • হেঁসে (চন্দ্রবিন্দু না দিলে জোশ আসেনা) নাও। দুদিন বইতো নয়।
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ২৩:২০ | 122.161.61.16
  • আই এস আই এর টই তে আর কোন আপডেট আসছেনা যে। দাদারা। সন্ন্যেসিপ্রবণ দাদারা, শুনছেন?
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 112.133.206.22
  • হ্যাঁ ভাই কেশী, আমরা তো আর অনূর্ধ্ব ২৩ আর কেরালার একটা অজানা কেলাবের সাথে খেলার সুযোগ পাইনি!

    খ্যাক খ্যাক খ্যাক
  • kc | ০২ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 178.61.96.29
  • আরে জর্ম্মনরাও আজকে পেত্থমবার জিতেছে। মুম্বাই এফসিকে হারিয়েছে।
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২৩:১৩ | 112.133.206.22
  • খ্যা খ্যা খ্যা

    পাঁচ গোল হজম করে একটাও পুরতে পারেনি।

    খ্যা খ্যা খ্যা
  • aka | ০২ নভেম্বর ২০১১ ২৩:১০ | 168.26.215.13
  • না না মোবা ডেম্পোর কাছে হেরেছে, সবসময় নিজেরা জিততে হয় নাকি?
  • kc | ০২ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 178.61.96.29
  • ওহ!! এই মরসুমে জর্ম্মনরা আজকে প্রথম ম্যাচ জিতেছে বুঝি? ভোকাল কর্ডের এত দাপাদাপি দেখছি!!
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 112.133.206.22
  • আনন্দ, বোধহয় আপনার ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার হয়নি।

    ঐ লিংকে ক্লিক করলে কি ডানদিকের পেনে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এইসব দেখতে পাচ্ছেন?
  • kk | ০২ নভেম্বর ২০১১ ২২:৫৪ | 107.3.242.43
  • পিপি, ড্রাই কাফ আমারো খুব হয়। ডে-কুইল সিরাপে এক দুবার ভালো কাজ হয়েছে। আরো দুটো জিনিষে খুব কাজ হয়। অল্প গরম জল আস্তে আস্তে চুমুক দিয়ে খেও, দিনের মধ্যে যতবার পারো। আর লিকার চায়ে কষে আদা আর এক চিমটি গোলমরিচ দিয়ে খেলেও খুব আরাম হয়।
  • anandaB | ০২ নভেম্বর ২০১১ ২২:৩৩ | 135.214.150.100
  • ppn তা বুঝেছি.... তবে মোহন - ইস্ট সংক্রান্ত খবর হলে আমার জন্য হলেও ক্ষতি ছিল না ঃ)

    মোহনবাগান কি আবার হেরে বসলো নাকি?

    BTW, আপনার লিংক টা আমাকে সোজা পুরোনো (প্রথম পর্বের) লেখাগুলো তে নিয়ে গেল

    আমার laptop-ও কোনো প্রবলেম হতে পারে...
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২২:২৩ | 122.252.231.10
  • ইসে, আনন্দ, বেলকাম। আগের পোস্টটা কিন্তু আপনার জন্য নয়। ঃ)
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২২:১৯ | 122.252.231.10
  • ওরে কী দাপোট! পারি না মামা।

    পরনে নাই বসন, পুরোটাই লুজ মোশন। ঃ)
  • anandaB | ০২ নভেম্বর ২০১১ ২২:১৮ | 135.214.42.30
  • ppn ধন্যবাদ....

    ইন্টারেস্টিং, আমি যদি থেকে যাওয়ার চেষ্টা করি তাহলে সমস্যা হচ্ছে, কিন্তু নীচের ঐ লিন্‌ক থেকে নয়...

    দুটোর destination URL -ও আলাদা দেখাচ্ছে
  • nyara | ০২ নভেম্বর ২০১১ ২২:০৮ | 122.167.170.118
  • টুর্নামেন্টটা একটু ইন্টারেস্টিং করে দিলাম। নইলে জার্মানদের হাঁটু ঠোকাঠুকির শব্দে কান পাতা যাচ্ছিল না।
  • anandaB | ০২ নভেম্বর ২০১১ ২২:০৪ | 135.214.42.30
  • আমার ধারণা অলরেডী ঠিক করা হচ্ছে, তাও ভাবলাম জানাই...

    পুজো ইস্পেশাল দ্বিতীয় পর্ব রেকার্সিভ লুপে পড়ে গেছে, যাই ক্লিক করি না কেন আবার সেই সূচীর পাতাতেই চলে আসছি
  • r2h | ০২ নভেম্বর ২০১১ ২১:৫৫ | 198.175.62.19
  • ড্রাই কাশি ও গলা খুশ খুশ দিয়ে আমার আসে ফ্যারেঞ্জাইটিস। তারপর খেতে হয় অ্যান্টিবায়োটিক। আর তার সঙ্গে কান কটকট একবার হয়েছিল- তারপর ট্যাঁশগরুর ন্যাকড়ার ফালি খেয়ে যা হয়েছিল আমারো তাই হয়েছিল।
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২১:৪৪ | 122.252.231.10
  • ড্রাই কাশি ও গলা খুশখুশ তো জমকালো সর্দি ও কফেরই পূর্বাভাস।
  • pipi | ০২ নভেম্বর ২০১১ ২১:৪২ | 129.74.191.152
  • আরে, আমার তো সদ্দি ফদ্দি কিছুই হয় নাই, কফও নাই। একদম ড্রাই কাশি আর গলা খুশখুশ। সেইটাই তো ভাবছি যে ঠাণ্ডা লাগল না, সদ্দি কফ, নাকের জল চোখের জল কিছুই নাই অথচ কেশে কেশে মরে যাচ্ছি! এ কি ভূতুড়ে ব্যাপর!
    আর ফুলু শট নেওয়া আছে তো। তারপরেও যদি ফুলু হয় তো ডাক্তারকে গিয়ে প্যাঁট করে ছুঁচ ফুটিয়ে আসব।
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২১:২৮ | 112.133.206.18
  • বাজারে ন্যাড়াদা ও অন্যান্য ঘটসকুলচূড়ামণিরা নাই?

    সত্যই কইসিলো, বাবলুদার হাত ধইর‌্যা ভাইগ্য ফিরবো। ফ্যালসে তো ফ্যালসে, অ্যাক্কেরে উননিশশো পঁচাত্তরে লইয়া ফ্যালসে!

    খ্যাক খ্যাক খ্যাক।
  • Nina | ০২ নভেম্বর ২০১১ ২১:২১ | 12.149.39.84
  • বোঝো ঃ-((
    *চিকেন স্ট্যু
  • Nina | ০২ নভেম্বর ২০১১ ২১:২০ | 12.149.39.84
  • ধ্যেতেরি * ম্যুসিনেক্স
  • Nina | ০২ নভেম্বর ২০১১ ২১:১৯ | 12.149.39.84
  • পিপি,
    ফ্লু সিজনও চলছে---ডাক্তার দেখা , অন্তত ফার্মাসিস্টকে লক্ষণগুলো বলে সাজেশান নে কোন ওষুধ কাজে লাগবে।
    ম্যুনিনেক্স ভাল ওষুধ--সর্দি বসে গিয়ে থাকলে --নইলে রাত্রে নাইক্যুইল-নাইট খেলে ঘুমটা হয়----
    সাদা বাংলায় সর্দি ওষুধ খেলে সারে ১ হপ্তায়, না খেলে সা---ত--দিন!

    দুধ , কলা এইগুলো খাসনা--আর ঠেসে রসুন দিয়ে ইকেন স্ট্যু খা----রাত্রে শোবার আগে হট-টডি
    এককাপ গরম জলে
    এক TBS লেবুর রস (সবুজ লেবু-লাইম)
    দশ ফোঁটা মেল্টেড বাটার
    গোলমরিচ গুঁড়ো একটু
    এক চামচ মধু
    এক TBS ব্র্যান্ডি --বেশিও দিতে পারিস;-)

    আমার আইরিশ বসের দেয়া টোটকা---বেশ কাজের!
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২১:১৯ | 112.133.206.18
  • পিপি, সব কিছুতেই এত ওষুধ খাইয়ো না।

    এক ডেকচি জল গরম করে তাতে অম্রুতাঞ্জন (না থাকলে কিঞ্চিৎ নুন) ফেলে চাদর চাপা দিয়ে সেই ভাপ নাও। একসময় দেখবে গলার জমাট বাঁধা কফ তরল হয়ে কাশির সাথে বেরিয়ে আসছে। মিনিট দুই যথেষ্ট। ঘন্টা দুয়েক পরপর নাও।

    দেড়দিনে লাপিয়ে পালিয়ে আবার ল্যাবে যাবে।
  • hu | ০২ নভেম্বর ২০১১ ২১:০৯ | 24.13.11.220
  • পিপি, cepacol নামে একটা সোর থ্রোটের লজেন্স পাওয়া যায়। হলস জাতীয় থ্রোট লজেন্সের চেয়ে বেশী কার্যকরী। তবে এতেও সাময়িক আরামটুকুই হয়। এই অবস্থা চলতে থাকলে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো।
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ২০:৫৩ | 112.133.206.18
  • খ্যাক খ্যাক খ্যাক খ্যাক (প্লেড ব্যাক আপটু ইনফাইনাইট লুপ)

    http://mohunbaganac.com/SEPT08/news_details.php?newsid=976

    কেশী, নাও, ধুয়ো তুলে দিলাম।
  • pipi | ০২ নভেম্বর ২০১১ ২০:৪৭ | 129.74.191.152
  • অভ্যু, কথাটা মন্দ বল নি কিন্তু বাইরেও রুগী, ঘরেও রুগী - শেষটায় হাঁফিয়ে উঠে ডাক্তার ডি-বম্ব ফাটিয়ে দিতে পারে। অতএব সাধু সাবধান।
  • aka | ০২ নভেম্বর ২০১১ ২০:৪৫ | 168.26.215.13
  • খবরে প্রকাশ উনি নাকি দেশে ফিরে এসেছেন, এখন থেকে দেশেই প্র্যাকটিশ করবেন, তাই মাধুরী নাকি আবার সিনেমা করার কথা ভাবছে।
  • Abhyu | ০২ নভেম্বর ২০১১ ২০:৪০ | 97.81.67.247
  • যা দিনকাল পড়ছে তাতে তো দেখি চান্স থাকলে একজন ডাক্তার বিয়ে করাই ভালো। এই যেমন মাধুরী করল।
  • pipi | ০২ নভেম্বর ২০১১ ২০:৩৫ | 129.74.191.152
  • কাফ নেই তো কাফ সিরাপ খেয়ে কি হবে? শুকনো কাশি তো। নুন দিয়ে গার্গল করলে জ্বালা করছে। মনে হয় কাশতে কাশতে গলা চিরে গেছে, নুন পড়লে জ্বলছেঃ-( কি জ্বালা! ডাক্তারের কাছে আমায় যেতে বলনা বাপু, একে তো ইমিডিয়েট কেয়ারে ঘন্টা খানেক কি দুই ওয়েট কর (সেই সময়টুকু আবার আমার ভেকেশন টাইম থেকে কেটে নেওয়া হবে, আমার ল্যাবের এমনই নিয়ম!) তার ওপর গলা চেপে ধরার জন্য ডাক্তার যা একখান বিল ধরাবে তার পর তাতে লিটার‌্যালি আওয়াজশূণ্য হয়ে যাব। এক ডেন্টিস্টের বিলই চোখে সর্ষে ফুল ধরিয়েছেঃ-(
  • pi | ০২ নভেম্বর ২০১১ ২০:২২ | 72.83.90.203
  • হ্যাং, ডাক্তার দেখিয়ে নাও। উইকেন্ড এসে গেলে আবার ঝামেলায় পড়ে যাবে।
  • aka | ০২ নভেম্বর ২০১১ ২০:২২ | 168.26.215.13
  • নইলে ওষুধের দোকানের ফার্মাসিস্টকে জিজ্ঞেস করলে ওষুধের নাম বলে দেবে, ওয়ালগ্রীন, সিভিএস যেকোন জায়গায়।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ২০:২২ | 72.83.90.203
  • কিছু কাফ সিরাপ তো পাওয়া যাবার কথা। নুন দিয়ে গার্গল করছো ?
  • aka | ০২ নভেম্বর ২০১১ ২০:২১ | 168.26.215.13
  • এমতবস্থায় ডাক্তারের কাছে যাওয়াই বেস্ট।
  • pipi | ০২ নভেম্বর ২০১১ ২০:১৭ | 129.74.191.152
  • হেল্প! গলা খুশখুশ আর দফায় দফায় কাশির চোটে অবস্থা দফারফাঃ-( কাশির চোটে সারারাত একটু ঘুমোতেও পারছি না। মধু খেলে দশ পনের মিনিট ঠিক থাকে আবার যে কে সেই। থ্রোট লজেন্সেও কাজ হচ্ছে না। কাশতে কাশতে গলায় এমন ব্যথা যে কিছু গেলাও মুশকিল হয়ে গেছে। তার উপর আবার আজ সকাল থেকে দেখছি কান কটকট আর ব্যথা করছে। অথচ সদ্দি ফদ্দি কিছু নাই!
    কেউ একটু মুশকিল আসান করেন। ওভার দ্য কাউন্টার কিছু পাওয়া যাবে কি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত