এমনি স্কুল নিয়ে প্রথমে কোনো উত্তরই দিস নি। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে ইদানিং কমবেশি সর্কারি-বেসরকারি নিরপেক্ষভাবে প্রায় সব স্কুলেই এইসব জিনিসগুলো চলছে। আমি যখন তোর থেকে ১২ঃ৪০এর উত্তর চাইলাম, তখন বললি, তোর নিজের স্কুলও এরকমি ছিল, শুধু মারধোর করত না। অথচ আমার আপত্তিটা ছিল কর্পোরাল পানিশমেন্ট নিয়েই। সেটা নিয়ে এখনো কোনোরকম আপত্তি তোর থেকে পই নি। কেন? ওটা কেতের স্কুল নয় বলে?
কেসি কি খেয়াল করলে যে টাইপিং স্পীড বাড়ানোর জন্যে আমি অনায়াসে লুরু যাচ্ছি?
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪৭ | 115.242.129.223
আকাদা, ভারিক্কি ভাব? মানে বেশ গ্রাম্ভারি, রাশভারি? আর যাই হও পায়াভারি হোয়ো না প্লিজ!
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪৭ | 122.167.229.192
কেতের স্কুলের ট্যাগ নিয়ে প্রশ্ন করেছি বলেই ধরে নিচ্ছিস কেন আমার গায়ে লেগেছে? কারণ আমার ছেলের স্কুল্টা লুরুর বিভিন্ন স্কুলের তুলনায় মোটেই কেতের স্কুল না। কুমারন্স, মালিয়া অদিতি, এবেনেজার, ইত্যাদি আরো অনেক স্কুল হল কেতের স্কুল। আর আমি পার্সোনালি নিতে বাধ্য, কারণ কান কামড়ে অনেকক্ষণ ধরে আমার কী করা উচিৎ, আমার ছেলের কী করা উচিৎ এগুলো বলে গেছিস। সুতরাং পার্সোনালি না নিয়ে যাই কোথায়?
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪৫ | 59.93.194.50
আকার পোস্ত পাতে পড়লেই আমার ল্যাপি কিনা স্লো হয়ে যাচ্ছে, তাই
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪৫ | 178.61.96.29
""আমার মেজাজ খিঁচড়ে গেছে। - হ্যাঁ, আমার মেজাজও খিঁচড়ে গেছে। -- চল তবে মশলা খাই' --- বাকিরা তাইলে ক্ষী করবে? ---- ওরা? ওরা আঙুল চুষুক।''
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪৪ | 198.82.23.172
ভারি হয়ে গ্যাছো ? নির্ঘাৎ কলকাতা গিয়ে ওজন বাড়িয়েছো। অচিন্ত্যদা কিনা গোয়েন্দা, পোস্ট পড়ে ধরে ফেলেছে।
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪৩ | 59.93.194.50
হুম (আকাকে)
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪৩ | 122.167.229.192
মিডলএজেড জেন্টলম্যানদের ভারিক্কি ভাব আসবে না তো, কাদের আসবে?
pi | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪৩ | 72.83.90.203
এমনি স্কুল নিয়ে উত্তর দিয়েছি তো ! মিস করে গেছো বোধহয় ঃ)
কেতের স্কুল নিয়ে কেন বলচি, তার উত্তর ও দিয়েছি, সেটাও মিস করে গেছো ঃ)
আজকের আলোচনা তোমার পোস্টের অনেক আগেই শুরু হয়েছিল। কেতের স্কুলের কথা সিকির পোস্টের প্রসঙ্গে এসেছে। সকালেই এ নিএ আমি পোস্ট করতে শুরু করেছিলাম। আজকেও সিকিকে লিখেছিলাম। আমার নিজের ভাইঝির স্কুকের কথা লিখেছি। আমি ই শুধু না, পিপি, কেসিদা ইত্যাদি আরো অনেকে লিখেছে ঃ) কেতের স্কুলের কথা উঠলে তুমি নিজে গায়ে মাখছো ক্যানো ? ঃ) মেখো না। ঃ)
আর ভেবে দেখো, এই ইঁদুর দৌড় ইত্যাদি এগুলো তো আমি শুরু করিনি আর আমি একাও লিখিনি, অনেকেই লিখেছে। তোমার পোস্ট থেকে , আর সেটা অবশ্যই শুধু আজকের নয়, এরকম ইম্প্রেশান তাহলে তৈরি হয়েছে হয়তো কোনোভাবে।
আর ওগুলো আমি সত্যি ই জানতে চেয়েছি... শুধু তুমি না, অন্যদের কাছেও । হাইপোথেটিক্যাল কেসগুলো। ইন ফ্যাক্ট আমার পোস্টটা করতে করতেই দেখি সিকি লিখে গেছে। এনিয়ে তো গত ক'দিন ধরেই কথা হচ্ছে ! এত পার্সোন্যালি নাও কেন ? নিও না ঃ)
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪২ | 59.93.194.205
আকা -- বাবা ভাল আছেন?
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪২ | 122.167.229.192
লক্ষ্য করে দেখিস, আকাও আমাকে একই কথা বলেছে, স্কুল চেঞ্জ করার কথা। আমি আমার কারণ দেখিয়েছি, আকা সেটা নিয়ে প্রেস করতে থাকে নি। কিন্তু যতবারই এটা নিয়ে কথা হয়েছে তুই তোর উদাহরণ সামনে রেখে সেই মত চলতে বলেছিস। বলেছিস কেন, সেটাও আমি জানি, কারণ তুই আমার ছেলের জন্যে কেয়ার করিস। কেয়ার না করলে বলতিস না। কিন্তু মেজাজ খিঁচড়ে থাকার অধিকার তো সবারই আছে। সুতরাং ধরে নে, আমারও তোর মতন মেজাজ খিঁচড়ে আছে।
aka | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪১ | 75.76.118.96
তবে কেমন একটা ভারিক্কি ভাব এসেছে দেখেছো অচিন্টি অবধি দাদা কইসে।
aka | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৪১ | 75.76.118.96
অচিন্টি হ্যাঁ গেল শনিবার।
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৯ | 59.93.194.50
আজ্জোদা কি আম্রিগায় ফিরে গেছেন?
aka | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৯ | 75.76.118.96
পাইকে একটা কথা বলি, হাইপোথেটিকালি সাধারণ স্কুলে পড়ানোর কথা বলা যায়, কিন্তু নিজের ছেলেমেয়ের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নেওয়া সহজ না। আউটলায়ার হওয়া অত সহজ নয়। নিজের ক্ষেত্রে যাওবা হওয়া যায় সন্তানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিন্তু তারমানে যেখানে আছে সেই সিস্টেমের সমালোচনা করা যাবে না তা নয়। সেটা আসে ফ্রাস্টেশন থেকে। ইত্যাদি ইত্যাদি।
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৮ | 59.93.194.50
নেতাই, এই লিঙ্কে তুমিও চিল হও-এর গানগুলো দেখছি না। যদি তেমন কিছু চোখে পড়ে একটু জানায়ো
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৭ | 198.82.23.172
নেত্য, কাল প্যাঁচার একখান লিং দিছিলাম। অ্যানিমেশন। দেখে নিস। লিংটা দিয়েই মনে হলো নেত্যকে ডেডিকেট করে দিলে হতো।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৭ | 59.93.194.205
নাম ধরে ডাকার চেয়ে দাদা ডাকাই সেফ।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৬ | 198.82.23.172
ঃ-)
আজ্জোদা, ঃ-))
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৬ | 122.161.154.191
একটা লাস্ট। নায়ারা নুর।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৬ | 59.93.194.205
দাদাই ডাকো না আপত্তি কিসের?
aka | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৫ | 75.76.118.96
আমরা সবাই খেলার জগতের লোক, শুধু ডিফারেন্ট বল গেম অলটুগেদার। (ফিলজফির কথা গুরুত্ব দিয়ে পড়তে হবে)
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৫ | 198.82.23.172
আরে, আমি আদর্শ এবং আবেগের যুগের বাংলা বয়েজ। বড়োদের এখনও নামটাম ধরে কথা কইতে গেলে কেয়ং লাগে। বেশ তো, সম্বোধনটা কাটিয়ে দেব। ঃ-)
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৪ | 122.167.229.192
পাই, ভালো হল কথাগুলো তুললি বলে। দ্যাখ, আমি আগেও দেখেছি, কারুর সঙ্গে তর্ক হলেই তার কী করা উচিৎ, তাকে খুঁচিয়ে খুঁচিয়ে হাইপোথেটিক্যাল প্রশ্ন করা, সে যা নিয়ে আলোচনা করতে চাইছিল, সেখান থেকে সরিয়ে অন্য দিকে নিয়ে যাওয়া এগুলো এখানে বহুবার হয়েছে। আমি আজকে স্কুলে পড়াশুনার চাপ নিয়ে একটাও কথা বলি নি। শুধু বাচ্চাদের কীভাবে চোখ আঙুল দিয়ে নিজের জায়্গাটা বোঝানো হচ্ছে, নিজে সেই বিছিরি লাগাটুকু নিয়ে কথা বলছিলাম। তারপর নীনাদির একটা পোস্টের প্রেক্ষিতে বলেছিলম, ছেলে ভবিশ্যত নিয়ে কীরকম তেনশনে থাকি সেই কথা। কিন্তু যথারীতি আলোচনাটা হয়ে দাঁড়ালো আমি অনাবশ্যক আমার ছেলেকে চাপ দিচ্ছি, ইঁদুরদৌড়ে জুতে দিচ্ছি, জাতীয় অভিযোগ। আর তার সঙ্গে প্রত্যেকের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। অথচ আমি জখন আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলো বলছি, সেগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। আজকের তর্কে প্রথম থেকেই তুই কেন সাধারণ স্কুলে না পড়িয়ে কেতের স্কুলে পড়ানো হয় এইদিকে নিয়ে গেলি। আমি যখন সাধারণ স্কুলেরও উদাহরণের লিংক দিলাম, সে নিয়ে যথারীতি কোনো কথা নেই আবার। আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করে গেছিস, এবং সেগুলো নাকি বোঝার জন্য। অথচ আমি তোকে যেই প্রশ্ন করেছি অমনি সেগুলো মুখে কথা বসানো। তোর সঙ্গে কোনোকিছু নিয়ে তর্কে যাওয়ার অভিজ্ঞতা আমারও খুব ভালো না।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৩ | 198.82.23.172
তারমানে খেলার জগতের লোক। দাদি হলে ক্রিকেট দিদা হলে ফুটবল।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩৩ | 59.93.194.205
টিম দি না দা, does it matter? ম্যাক্সিমিন নামে একজন রোমান সম্রাট ছিলেন। তিনি আপাতত ভূত।
aka | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩২ | 75.76.118.96
দুই মেশালে হয় দাদি বা দিদা। ঃ(
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩২ | 198.82.23.172
কিন্তু এই সেদিন আমরা যে একমত হলাম, ড্রপাউট না হলে কিসুই করা যায়না, সেইটার কি হলো?
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩১ | 59.93.194.205
কেসি ইজ কুল অ্যাজ আ কিউকাম্বার। সে হিসেবে কেসিকে ক।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩০ | 198.82.23.172
ম্যাক্সিমিন্দা না দি? রিমিদি সেদিন বললো দা, আবার কেশীদা কইছে দি। ঘেঁটে গেলাম।
aka | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৩০ | 75.76.118.96
অ্যানেকডোট নয় সারকমস্টেনিশিয়াল এভিডেন্স। খুব ছোট্ট ডেটা আমাদের গেরামেই এত কোচিং ক্লাস তো আগে ছিল না, এখন হয়েছে। কোচিং ক্লাসের রমরমা বেড়েছে। কারা পড়াচ্ছে স্কুলের টীচাররাই। আর আমাদের শহরটা কোন এক্সেপশন নয় কোনো অর্থেই, সারা বাংলার চিত্র বুঝতে অসুবিধা হয় না। অ্যানেকডোটের সাথে সূক্ষ্ম তফারেন্স আছে।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২৯ | 198.82.23.172
কেশীদা, খুবই ভালো লাগলো শুনে। ব্যতিক্রম আছেই, থাকবেও। কিন্তু খুব কম শুনি এরকম আজকাল। তাই বললাম মাইক্রোস্কোপ লাগে।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২৯ | 72.83.90.203
তোমার উদ্বেগ ফেল করা নিয়ে সেটা আমার বোঝার ভুল হতে পারে। 'সে যখন সাড়ে সাতটা অব্দি খেলে বাড়ি ঢোকে, আর তার বন্ধুর মা ফোন করে বলে তার ছেলে অলরেডি স্কুলের হোমোয়ার্ক শেষ করে মায়ের বানিয়ে দেওয়া প্র্যাক্টিস পেপার সলভ করছে, তখনই হাড় হিম হয়ে আসে ভয়ে, এদের সঙ্গে আমার ছেলেটা পারবে তো?' এই লেখা থেকে আমার মনে হয়েছিল এটা সেই অন্য ছেলের মত ভাল রেজাল্ট না করা নিয়ে উদ্বেগ। কারণ পাশ করার জন্য ক্লাস থ্রিতে স্কুলের হোমুয়ারক করাই যথেষ্ট মনে হয়েছে। তাছাড়াও স্কুলের পাশ ফেল তো পারসেন্টাইল দিয়ে হয়না। অন্যের মত ভাল করল না সেই চিন্তা তাই পাস ফেলের জন্য আসেনা বলেই মনে হয়েছিল।
যাই হোক, পাতা উল্টওতে গিয়ে কমঃ অপ্পনের ১১ঃ০৩ এর পোস্ট টা দেখলুম। আগে দেখিনি। ওটাতে কঃ।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২৮ | 59.93.194.205
এবারে ঘুমোতে গেলাম। পীস বি অন আর্থ।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২৬ | 59.93.194.205
কেসি বুঝি ব্যাং এর দলে? এই রে আমাকে তাহলে দল পালটাতে হয়।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২৪ | 178.61.96.29
বেঙি, তোর সঙ্গে ঝগড়া করলে ভালোই হত। কিন্তু আজকের টপিকেতো আমি তোর দলে। তাই বলে কি তুই ভোঁদাই নোস? অবশ্যই ....
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২৪ | 59.93.194.205
লুরু যাওয়ার তারিখ ঠিক করতে হবে।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২৪ | 72.83.90.203
ব্যাংঅদি, আমি আর তোমার সাথে এনিয়ে কোন কথা বলবোনা। র্যাদার এধরণের কোন তর্কেই নয়। ইন ফ্যাক্ট আগের বারের পর ই হয়তো আর বলা উচিত হয়নি। তোমাকে কেউ কিছু করতে বল্লেই তুমি এত রিঅ্যাক্ট করো কেন ? তুমি ওপেন ফোরামে কিছু সমস্যার কথা বল্লে লোকজনের জা মনে হয় তারা তো সেইরকম মতামত দেবেই। তার মানে এই নয় তো, তোমাকে সেটা করতে বাধ্য করা , না করা মানে তাই নিয়ে কিছু ভিলেন বানানো বা সবাইকে নিজের মত হতে বলা ... ব্যাপরগুলো এত পার্সোন্যালি নিয়ে নাও ক্যানো ? এভাবে ভাবো না কেন, তারা তোমার জায়গায় থাকলে কী করতো, সেরকম ভেবে বলছে, এটুকুই।
তোমার ছেলের স্কুল নিয়ে সিদ্ধান্ত একান্তভাবে তোমাদের , এ নিয়ে অন্যদের কিছু বলার ই থাকতে পারেনা। তুমি নিজে এই কথা না লিখলে কেউ বলতো ও না। এখনো যখন বলছে, সেটাকে অ্যাকাডেমিক ডিসকাশন হিসেবে নাও না। একটা কেস স্টাডি। তাছাড়া এর মধ্যে আরো অনেক ফ্যাক্টর থাকে জা বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয়। সেসব জেনে বুঝে মা বাবা যা করবেন, সেটা নিয়ে অন্য কারুর কোন প্রশ্ন তোলার প্রশ্নও ওঠেনা।
তুমি যদি ভাবো যে এগুলো তুমি জাস্ট শেয়ার করতে চাও, যাতে সবাই জাস্ট মাথা নেড়ে বলে সত্যি এটা খুব ই দুঃখের , কিছু করার নেই, সেটা তো ওপেন ফোরামে হবে না। কারুর মনে হতেই পারে, এখানে কিছু করার আছে।
আর , পামিতাদি যা বলেছে, পামিতাদিকে তার উত্তর দিয়েছি। তার পরে পামিতাদির কিছু মনে হলে সেটা পামিতাদিকেই বলতে দাওনা কেন ? ঃ)
আমি দুঃখিত, যদি আমার কথা রুড লাগে। মেজাজটা একটু খিঁচড়েই গেছে।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২৩ | 122.161.154.191
ভাগ্যিস বলে দিলেন। আমি তো ভাবলাম অভিশাপ। কলিকালে, বোঝা কি সোজা?
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২২ | 59.93.194.205
মানে আমাকেও হেল্প করে।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২২ | 178.61.96.29
আজ্জো ওইরকম উদাহরণ আজও আছে। অ্যানেকডোট নির্ভর কথা কইছ বলে বলছি, আমারই দুটো বন্ধু আছে ওরকম। একজন আবার নীপা।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২২ | 59.93.194.205
আকাকে আবার ক। 'এতে করে পড়াশুনোর কেরিয়ারে খুব সুবিধা হত তা নয়, কিন্তু জীবনের অন্য পার্সেপেক্টিভ গুলো দেখা যেত যা আমাকে এখনো সব জায়গায় হেল্প করে।'
হ্যাঁ হেল্প করে।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২১ | 122.161.154.191
চার বেডরুম? এতো বৈচিত্র আমার চাইনে। ভাগ্যিস চইনে। চাইলে মোড়ে মোড়ে ভিক্ষে করতে হবে।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২০ | 59.93.194.205
কেসি, লুরু যেতে হবে? বেশ তো লুরু যাব।
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৩:২০ | 59.93.194.50
ধন্যবাদ নেতাই। তোমার বিবাহিত জীবনের পরমায়ু ১০০ বছর হোক (এইটা আশীর্বাদ)
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১৮ | 59.93.194.50
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন