এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৩ নভেম্বর ২০১১ ১৫:১৩ | 59.93.209.111
  • আমি একটা প্‌র্‌যাকটিকাল সাজেশন দিই? নাকি দেব না?
  • Jhiki | ০৩ নভেম্বর ২০১১ ১৫:১২ | 182.253.0.99
  • তাও তো ভালো সিকি, আমাদের বিয়ের মাসদেড়েকের মধ্যে তিনি কুয়ালামপুর চলে গেলেন মাত্র এক সুটকেস জামাকাপড় নিয়ে..... তার সাত বছরের দিল্লীবাসের প্রয়োজনীয় (ফাইনাল মার্কশিট, বইপত্র, কোড ইত্যাদি) এবং অপ্রয়োজনীয় সবকিছু তার আগের বাসস্থানে ছেড়ে! ফলে দিল্লী ছড়ার আগে বাধ্য হয়ে তার বৌকে সেসব নিয়ে এসে বাছাবাছি করতে হয় ঃ-(
  • q | ০৩ নভেম্বর ২০১১ ১৫:১২ | 121.241.218.132
  • আধমরা বা সংজ্ঞাহীন হয়ে থাকলে মরার সময় কষ্ট কম হবে।
  • maximin | ০৩ নভেম্বর ২০১১ ১৫:১০ | 59.93.209.111
  • বেচারাকে বিয়ের আগেই আধমরা করে দেওয়ার তাল।
  • maximin | ০৩ নভেম্বর ২০১১ ১৫:০৮ | 59.93.209.111
  • সবাই মিলে নেতাইকে এত ভয় দেখাচ্ছে কেন (সিকি বাদে)?
  • siki | ০৩ নভেম্বর ২০১১ ১৫:০৬ | 123.242.248.130
  • কিন্তু নেতাইয়ের জন্য ডেডিকেটেড টই থাকতে এখানে এইসব আলুচানা হচ্ছে কেন?
  • Jhiki | ০৩ নভেম্বর ২০১১ ১৫:০৫ | 182.253.0.99
  • আরো টিপস দিতে পারি, দেওয়ালের রংএর কাছাকাছি রং এর পর্দা কিনলে সে এসে "ম্যাগো', "ছি', "রংকানা' এসব মন্তব্য করার বিশেষ সুযোগ পাবে না!
  • siki | ০৩ নভেম্বর ২০১১ ১৫:০৫ | 123.242.248.130
  • ধুদ্ধুর, এরা সব কী সাবধানী।

    বিয়ের পরে আমি থাকতাম ভুবনেশ্বরে, বউ থাকতো মালদায়। দুজনেই কলকাতা থেকে সাড়ে চারশো করে কিলোমিটার দূরে, দুই উল্টোদিকে।

    তাপ্পরে যখন সত্যিই টিসিএসের চগ্রি নিয়ে দিল্লি এসে পৌঁছলাম, তার ছমাস আগে বৌ পৌঁছে গেছে কেস-র চাগ্রি নিয়ে। হস্টেলে থাকত। আমাদের বিবাহিত জীবন শুরু হল নয়ডা কুড়ি সেক্টরে এক ভদ্রলোকের বাড়ির চিলেকোঠার ছাদে, মে মাসের মনোরম দুকুরে, বন্ধুদের কাছ থেকে তিরিশ হাজার টাকা ধার, একটা সুটকেশ, একটা হোল্ডঅল, আর সেই ওড়িয়া মোটরসাইকেল। টিভিটা গেঁজে গেছিল আনতে গিয়ে, প্রথম মাসের মাইনে পেয়ে সেটাকে সারাতে হল।

    সংসার শুরু কত্তে হয় এইভাবে, একেবারে জিরোও না, নেগেটিভ থেকে শুরু। ঃ)
  • q | ০৩ নভেম্বর ২০১১ ১৫:০২ | 121.241.218.132
  • নতুন বউ যদি আগে জল না খেয়ে থাকেন তাহলে নেতাই বাবুর কপালে অশেষ দুঃখ, কাজেই ভোলিনি।

    আর যদি আগে খেয়ে থাকেন, তাহলেও শেষে ভোলিনি, ব্যান্ডেড ইত্যাদি।

    লোকজনকে কাঁচের থালাবাটি দিতে বারণ করে দেবেন।
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৫:০২ | 121.241.98.225
  • বাড়ি দেখে বুক পর্যন্ত করতে পারি। বাকিটা করা সম্ভব নয়। আর ঘর বুক না করতে পারলে রুমমেট দের উচ্ছেদ করতে হবে।
  • kumu | ০৩ নভেম্বর ২০১১ ১৫:০১ | 122.160.159.184
  • আর অলাউট-এটাও কিনে রেখো।

    হায়,আমাদের নেতাই পরের ঘরে চল্ল!!
  • Jhiki | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৫৮ | 182.253.0.99
  • ওঃ, আমি ভাবলাম গন্ধে মাথাধরার জন্যে ভোলিনি ঃ-(

    তবে নেতাই একটা সিরিয়াস টিপস দিচ্ছি, বিয়ে করতে যাওয়ার আগে বাড়ী ঠিক করে, শিফ্‌ট করে সব জানালাতে সস্তা/মাঝারি দামের পর্দা লাগিয়ে যেও। দামী পছন্দসই পর্দা তিনি এসে ধীরে সুস্থে লাগাবেন।
  • kumu | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৫৮ | 122.160.159.184
  • ক্ষী ক্ষান্ড!এইমাত্র কলকাতার এট্টা বিয়ের নেমন্ত এলো,সেও ঐ কুড়ি নভেঃ-
    কেউ যেন না ভাবে আমি বানিয়ে বানিয়ে এইসব বলি।
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৫৫ | 121.241.98.225
  • ২২ তারিখ বৌভাত তো। দুখেদা দীঘা ঘুরতে এলে রথ দেখাও হবে আর কলা বেচাও।
  • pharida | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৫৩ | 61.16.232.26
  • নেতাই বাউ, কেনার কিছু নেই বললে যে - এখন লিস্ট দেখো ডিএনডি ছাড়িয়ে যাচ্ছে ঃ))
  • q | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৫০ | 121.241.218.132
  • আগে জল খেলেও বা কি না খেলেও বা কি। শেষ অবধি দুটো হাড় না ভাঙলে বা চাট্টি সেলাই না পড়লে আর কি হল? কাজেই ভোলিনি, ব্যান্ডএড, লাল ওষুধ ইত্যাদি।
  • Jhiki | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৪৬ | 182.253.0.99
  • তার মানে সে এখনও অবধি জলপান করে নি?? সে নেতু ভালো বলতে পারবে ঃ)

    আমরা তো কলেজজীবন থেকেই অল্পবিস্তর জলটল খেতাম... তবে সেকি আজকের কথা... আমার বিয়ের বয়সই তো দশ পেরিয়ে গেলো!
  • q | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৪৩ | 121.241.218.132
  • তার পরে ভোলিনি বরং বেশি করে লাগতে পারে।
  • Jhiki | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৪২ | 182.253.0.99
  • নতুন বৌকে ভেবেছেন টা কি? সে বলবে আমার জন্যও একটা বানাও, খবরদার সোডা দিও না, সুধু একটা বরফ ;)
  • pharida | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৪১ | 61.16.232.26
  • ব্যাং এর Date :03 Nov 2011 -- 02:30 PM পোস্টের প্রেক্ষিতে -

    এইজন্য ভাট এতো বেশি at home লাগে ঃ))
  • q | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৩৯ | 121.241.218.132
  • নতুন বউ "ইসে" দেখলে আবার --- তখন ভোলিনি কিনতে হবে।
  • dukhe | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৩৬ | 122.160.114.85
  • হ্যাঁ, ২২শে হতে পারে ।
    তবে একান্তই যদি করো, শপিং এর মধ্যে ভালো করে ইসে কিনে রাখো । দেখবে বিয়েফিয়ে অত গায়ে লাগবে না ।
    দীঘা কি ওনাকে নিয়ে যাচ্ছ ? না উনি তখন দার্জিলিং-এ থাকবেন ?
  • pharida | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৩৫ | 61.16.232.26
  • দুখে, বেচারার পেছোনর জায়গা থাকলে কি আর বিয়ে করতো - সোজা উল্টোমুখ হয়ে দৌড় মারত, বেচারা নেত্য!
  • Jhiki | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৩৫ | 182.253.0.99
  • তাহলে তো তুমি ভালো ছেলে! আমরা ফ্যা ফ্যা করে বিয়ে করতে চলে গেছিলাম বাড়ী ঠিক না করেই..... নিজেদের ঘরছাড়া হওয়ার ভয়ে বরের রুমমেটরাই একটা ফ্ল্যাট ঠিক করে রেখেছিল....
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৩২ | 121.241.98.225
  • দুখেদার জন্য।
    তাহলে ২২ তারিখ দীঘা ঘুরতে এসো।
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৩১ | 121.241.98.225
  • ঘর দেখছি। এখনো ঠিক হয় নি। এই নিয়ে অল্প চাপে আছি।
  • byaang | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৩০ | 122.167.229.192
  • আমি গুরুতে কেসির বৌকে যে কী ভীষো ও ও ও ওণ মিসাই, কী বলব!!!!
  • dukhe | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২৯ | 122.160.114.85
  • নেতাই, ২০ তারিখে অসুবিধে হয়ে যাচ্ছে যে । দু-একদিন পেছনো যায় না ? মানে যদি একান্তই বে কারো । ভেবে দ্যাখো । এখনও তো সময় আছে ।
  • Jhiki | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২৮ | 182.253.0.99
  • নেতাই দিল্লীতে বাড়ী ঠিক করা হয়ে গেছে?
  • kc | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২৭ | 194.126.37.78
  • আর নেত্য, খপরদার ঐ নূপুরফুপুর কিননি যেন। আমি কিনেছিলুম। আমার বউ ওটা দিয়ে আমার গলার নাপ নিয়েছিল। ১২ বছর আগে। এখনকার মেয়েরাতো আরও ডাকাবুকো, কি হতে পারে আইডিয়াও কত্তে পারবানা।
  • q | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২৭ | 121.241.218.132
  • এগুলো সব উদিক থেকে আসবে।
  • pharida | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২৬ | 61.16.232.26
  • নেতাইবাউ, সময় থাকতে একসেট ভালো দেখে (যেন বাইরে থেকে বোঝা না যায়) ইয়ার প্লাগ কিনে ফেলো - তারপর যেমন যেমন ছন্দে বৌয়ের ঠোঁট নাড়া দেখবে তেমন তেমন ছন্দে মুচোকি হাসি থেকে সিরিয়াস মুখ করে ঘাড় নাড়াবে ওপর থেকে নীচে আর নীচ থেকে ওপরে - (কখোনো অনুভূমিক দুলিয়ে ফেলো না যেন)

    (কানদুটো না থাকলে আমিও এদ্দিনে কিছু একটা করে ফেলতাম)।
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২৬ | 121.241.98.225
  • বাপরে!!!!
  • byaang | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২৫ | 122.167.229.192
  • ৭) * লাইজল
  • byaang | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২৩ | 122.167.229.192
  • কেসির লিস্টটা চাইলেই আমি এত সহজে বাড়িয়ে দিতে পারি, কী বলব!!
    ১) রান্নাঘরের ওয়াশ সিঙ্কের পাশে প্রিল লিকুইডের পাশে ডেটলের লিকুইড হ্যান্ড-ওয়াশের বোতল।
    ২) দাড়িকাটার বেসিনে ঐ মগটার পাশেই আরেকটা ডেটলের লিকুইড হ্যান্ড-ওয়াশের বোতল
    ৩) বাড়িতে যটগুলো টয়লেট আছে প্রত্যকটায় দুটো করে ডেটলের লিকুইড হ্যান্ড-ওয়াশের বোতল
    ৪) বাড়িটে যতগুলো টয়লেট আছে প্রত্যেক্টার জন্য এক বোতল করে সাদা হার্পিক ব্লিচের বোতল এবং দুটো করে হারপিক ব্লক
    ৫) প্রতিটা ঘর, কিচেন এবং বাথরুমের জন্য একটা করে এয়ারউইকের ভেপারইজার (ল্যাভেন্ডার)
    ৬) ঘরমোছার বালতির পাশে একটা বড় বোতল লাইজল (সাইট্রাস)
    ৭) প্রতিটা বাথরুমের জন্য একটা করে আইজল (ল্যাভেন্ডার)
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২২ | 121.241.98.225
  • ঃ-)
  • q | ০৩ নভেম্বর ২০১১ ১৪:২১ | 121.241.218.132
  • খবরদার ওটি দেবেন না স্যার। সাত দিনের মধ্যে বউ মুখ ঝামটা দেবে যে আপনি একটি সোনায় মোড়া জিপিএস ডিভাইস দিয়েছেন।
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৯ | 121.241.98.225
  • ঐ বাজে টা কিন্তু বাজনা বাজার বাজে। খারাপ বাজের বাজে না।
  • q | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৮ | 121.241.218.132
  • সোনা বাঁধানো বেল্ট, হীরের বাক্‌ল - লাখের কমেই হয়ে যাবে। বউও খুশী হবে।
  • Jhiki | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৮ | 182.253.0.99
  • আমি বিয়েতে বরকে একটা ট্রেনে কেনা ম্যাগনেট লাগানো লুডোর সেট দিয়েছিলাম.... মানে যখন বে করতে যাচ্ছিলাম, তখন ট্রেনে ওটা বিক্কিরি হতে দেখে কিনেছিলাম, পরে ওটাই বিয়ের গিফ্‌ট! বর আরও এক ধাপ এগিয়ে.....সে কিছুই কেনে নি, পরে শ্বাশুড়ির ঝাড় খেয়ে বৌভাতের দিন দুজনে বেরিয়ে কোনরকমে একটা আংটি কিনে এনেছিলাম.......... অবশ্য আমাদের ভাদ্দরমাসে বে হয়েছিল, তাও দিন দশেকের নোটিশে!!
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৮ | 121.241.98.225
  • হ্যাঁ, ঝুনঝুন করে হাঁটাচলা করবে আর গুনগুন করে গান গাইবে-রুনাকা ঝুনাকা মোরি পায়েল বাজে ।
  • byaang | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৭ | 122.167.229.192
  • হ্যাঁ, এই ফরিদাটা ভারি ইয়ে। খালি বাগড়া দ্যায়!!
  • kc | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৭ | 194.126.37.78
  • আম্মো শপিং লিস্টি দোব নেতাইকে। দুটো ঝাঁটা, দ্বিতীয়টা বিছানা ঝাড়ার জন্য। টয়লেটে তিনটে মগ, একটা হ্যাগসের, একটা চানের, একটা শেভিং এর। দুই সেট বালিশের ওয়্যার। বাসন মাজার জন্য আলাদা লিকুড সোপ। হার্পিক নয়। ঃ-)
  • kumu | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৬ | 122.160.159.184
  • টিকলি হোক তবে,ঐ ফুলের ডিজাইনে।
  • byaang | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৬ | 122.167.229.192
  • নেত্য, ফুলশয্যেয় সবাই বৌকে আংটি দেয়, তুই ফর আ চেঞ্জ, পায়ের নুপুর দিয়ে দেখতে পারিস। বৌ হেঁটে গেলেই কী সুন্দর রুনুঝুনু আওয়াজ হবে দেখিস!
  • kumu | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৪ | 122.160.159.184
  • খসলো!!!!!!!!!!!!!!শুভলগ্নে এ কী কথা?? মাত্র লাখ্‌খানেকের জন্য?
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৪ | 121.241.98.225
  • ব্যাংদি। কলকাতায় ২০ তারিখ।
  • byaang | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৪ | 122.167.229.192
  • বালাজোড়াটা এখনি দিয়ে দিলে, বৌয়ের বিয়ের পরের প্রথম জন্মদিনে কী দেবে শুনি?
  • Netai | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৪ | 121.241.98.225
  • কিডনি পার পিস এখন কত করে?
  • kumu | ০৩ নভেম্বর ২০১১ ১৪:১৩ | 122.160.159.184
  • আর ঐ হিরের ফুলের ডিজাইন মেন্টেন করে বালাজোড়া।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত