টিম, নাঃ দেড় বছর ধরে টানা অসুস্থ হওয়া, জ্বর্জারিতে রক্ত পরীক্ষা করতে বলা হয়নি দেখে আশ্চর্য্য হয়েছি। কারণ, আজ অব্দি প্রায় সব অভিজ্ঞতাতেই জ্বর এক হপ্তার বেশি থাকলে, ঘন ঘন হলে বা সেরকম কোন সিজনে একবার জ্বর হলেই সবার আগেই রক্ত পরীক্ষা করতে বলা হয়। বরং বেশি বেশি টেস্ট করতে বলা হয় বলে আমরা অভিযোগ করি। প্যাথো ল্যাবগুলোর সাথে অশুভ আঁতাত ইত্যাদির কথা বলি।
এই ঘটনাটা এতটাই অদ্ভুত যে সেজন্যই বলবো, অবশ্যই তদন্ত হওয়া উচিত।
আর, গ্যাসট্রিকের ওষুধ খাইয়ে রক্ত পরীক্ষা না করা ? এদেশে আমাকে দু'বছর খাওয়ানো হয়েছে। নাঃ, কোনো পরীক্ষা টরীক্ষা করা হয়নি। তারপর ব্যথা না কমে বেড়ে যাচ্ছে দেখে ডাক্তার বদলানোর পর সবার আগে ঐ ওষুধ বন্ধ করলেন। বল্লেন ঐ ডোজে ঐ ওষুধ তো দু'হপ্তা থেকে দু'মাস খেলেই হয়। ঐ ওষুধ উল্টে ক্ষতি করছিল। আর ওষুধ বন্ধ করার ঐ ঠিকঠাক চিকিৎসাটার মধ্যে তো সিটি স্ক্যানের বিপর্যয় , ভুল আÒট্রাসোনোগ্রাফি , এইসবই হয়ে গেছিলো। এই দেশে।
Tim | ০২ নভেম্বর ২০১১ ০৩:০১ | 173.163.204.9
আমার অভিজ্ঞতা মেশানো। এই যেমন ধরা যাক, আমার বাবাকে বহুদিনের এক অভিজ্ঞ ডাক্তারবাবু ভুল চিকিৎসা করে প্রায় মেরেই ফেলছিলেন আজ থেকে পনেরো বছর আগে। তারপর কলকাতারই অন্য একজন সারিয়ে তোলেন। পাই এত আশ্চর্য্য হচ্ছে, অথচ সেক্ষেত্রেও ব্লাড টেস্ট না করে লাগাতার গ্যাসট্রিকের ট্রিটমেন্ট করা যাওয়া হচ্ছিলো। পরে দেখা গ্যালো বিলিরুবিন লেভেল ১২ র কাছে চলে গ্যাছে। আর কদিন ঐ ট্রিটমেন্ট চললেই কোলাপ্স করতো। একে কি বলবো? লটারি? অন্যদিকে ভালো ডাক্তারও অনেক দেখেছি। এত ভুগেছি ছোট থেকে, যে প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, এবং যাঁদের দেখিয়েছি তাঁরা সকলেই ভালো করার চেষ্টা করেছেন। সবথেকে খারাপ হলো, কলকাতায় কখনো দুজন ডাক্তারের থিওরি এক হয়না। ডঃ ক যদি বলেন এটা জ্বর, তাইলে ডঃ খ কে বলতেই হবে পেট গরম। এইটা পাল্টালো না। আমার জন্ম এবং অনেকদিনের বাস ছিলো কলকাতায়, বাইরের কথা জানিনা। এই মুহূর্তে আমার মা স্পাইনাল কর্ডের সমস্যায় শয্যাশায়ী। তো, এমারাই করে একজন অর্থোপেডিক যে ট্রিটমেন্ট শুরু করেছেন, হাউজ ফিজিশিয়ান বলছেন সেটা দরকার নেই। এবং অন্য ডাক্তার রেফার করছেন। একজন মানুষ, যিনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, তাঁকে এতবার করে টানাটানি করার কি প্রয়োজন বুঝছিনা। আমার বন্ধুদের মধ্যেও কেউ কেউ ডাক্তার হয়েছে। তাদের যখন কারুর মতবাদ অন্যের সাথে মেলেনা। এরকম কেন হয়? অন্য ডাক্তারের প্রশংসা করা হয়ে যাবে বা পাবলিসিটি হয়ে যাবে এই ভয়?
কলকাতার এক ডাক্তার আমার বাল্যবন্ধুর মায়ের চিকিৎসা করছিলেন। বেশ কিছুদিন ধরে হার্নিয়ার চিকিৎসা হওয়ার পরে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ায় টেস্ট হলো। দেখা গেল ইন্টেসটাইনে ক্যান্সার। এবং রিসেন্টলি সেটা লিভারে ছড়িয়েছে। এখন সেই বন্ধুরা সপরিবারে মুম্বইতে।
pi | ০২ নভেম্বর ২০১১ ০৩:০০ | 128.231.22.133
গুন্নাইট !
Abhyu | ০২ নভেম্বর ২০১১ ০৩:০০ | 128.192.7.51
আজ্জোদা লিঙ্কটা সাহায্যের টইতে তুলে দাও - ভাটে হারিয়ে যাবে।
একটা সাঙ্ঘাতিক কেসের কথা জানি। সিজারিয়ানের পর সার্জিকাল টাওয়েল ভিতরে থেকে গিয়েছিল। পেশেন্ট মারা যায়। ছেলেটি বেঁচেছিল। তদন্ত হয়েছিল। ঘটনা সবাই জানত। ডকুমেন্ট ছিল। ছেলেটি অনেক চেষ্টা করেছিল ডাক্তারের যাতে শাস্তি হয়। কিন্তু শাস্তি হয়নি।
maximin | ০২ নভেম্বর ২০১১ ০২:৪৩ | 59.93.198.42
মেডিকাল কলেজ আগে বেশ ভালো ছিল। যেমন, আমি মেডিকাল কলেজে (ইডেনে) হয়েছিলাম। আমার ছেলেও ইডেনেই হয়েছিল।
maximin | ০২ নভেম্বর ২০১১ ০২:৩৭ | 59.93.198.42
বোন এখন ঠিক আছে তো?
pi | ০২ নভেম্বর ২০১১ ০২:৩৬ | 128.231.22.133
ঘটনাটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক। বারেবারে অসুস্থ হওয়া সঙ্কেÄ¡ দেড় বছরে একবারও রক্ত পরীক্ষা না করানোটা খুবই অদ্ভুত লাগলো। মানে পিটিশনে যা লেখা, সেটুকু পড়ে বেশ আশ্চর্য লাগছে। কিন্তু এরকম মাস স্কেলে ভুল একমাত্র কোলকাতাতেই হয় আর কোলকাতাতে এরকম মাস স্কেলে ভুলই হয়, এর কোনোটার সাথেই ঠিক সহমত হতে পারলাম না। কোলকাতার চিকিৎসা ব্যবস্থা নিয়ে হাজারগণ্ডা আপত্তি অভিযোগ থাকলেও। বম্বেতে তিনমাস ধরে নার্সিংহোমে ভর্তি করিয়ে মারাত্মক সব সাইড এফেক্ট ওয়ালা ই¾ট্রাভেনাস ওষুধ নিয়ে চলা, এবং সম্পূর্ণ অকারণে, এর হাত থেকে একজন অ্যাপোলোর ডাক্তারই বাঁচিয়েছিলেন। সিস্টেমেটিক্যালি সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে। সারিয়েও তুলেছিলেন। এবং এরকম অ্যানেকডোটস নিতান্ত ব্যতিক্রম নয়।
ছোটবেলায় একটানা জ্বরজারি হলে এই কোলকাতার ডাক্তাররাই তো রক্ত পরীক্ষা করাতেন। এখনও বাড়ির বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে করানো হতে দেখেছি। ব্যক্তিগতভাবে, এমনি ডাক্তারদের নিয়ে একটা দুটো খারাপ অভিজ্ঞতা বাদ দিলে ( এবং মেডিক্যাল কলেজের কিছু অসম্ভব খারাপ অভিজ্ঞতা বাদ দিলে ) , বাকিগুলো ভালোই। তবে তার অনেকজনই ছিলেন পাড়ার ডিসপেন্সারির ডাক্তারবাবু।
এট কিছুবছরের পুরানো। এখনকার হিসেবও বেশ ভয়ঙ্কর। এখানকার হেল্থ সিস্টেম নিয়ে যাঁরা দিবারাত্র নাড়াচাড়া করছেন , তাঁরা তো ক্লাসে পড়াতে এলে প্রায় রোজই এই ইস্যুটা তোলেন দেখি এবং গুচ্ছ গুচ্ছ উদাহরণ সহ।
maximin | ০২ নভেম্বর ২০১১ ০২:৩২ | 59.93.198.42
:)
aka | ০২ নভেম্বর ২০১১ ০২:২২ | 168.26.215.13
সত্যি বলছি আজ অবধি লটারি কেটে এক টাকাও পাই নি। লটারি ভাগ্য থাকলেই চান্স নিয়ে নেওয়া যায়।
aka | ০২ নভেম্বর ২০১১ ০২:২১ | 168.26.215.13
হয়ত আছে, আমার কপাল খুব খারাপ চান্সের ওপর ফেলে রাখলে সব সময় খারাপটাই কপালে জোটে।
maximin | ০২ নভেম্বর ২০১১ ০২:১৯ | 59.93.198.42
*ভালো ও আছে।
maximin | ০২ নভেম্বর ২০১১ ০২:১৭ | 59.93.198.42
একাধিকবার অ্যাসেমব্লি অফ গড চার্চের ব্লাড বিভাগে ভর্তি হয়েছি। সেই ওয়ার্ডে সকলেই রক্তের পেশেন্ট। প্রথমবারে কোনও সুপারিশ নিয়েও যাইনি। আউটডোরে গেলাম, ডাক্তার আর এন দত্ত ব্লাড রিপোর্ট দেখলেন (আউটডোরেই) তারপর সোজা ভর্তি করে নিলেন এবং এক ঘন্টার মধ্যে রক্ত চালু করে দিলেন। বোনম্যারো বায়োপসিও করলেন। সবই খারাপ নয়। ভালূ আছে।
Tim | ০২ নভেম্বর ২০১১ ০২:০৪ | 173.163.204.9
আমিও করলাম।
maximin | ০২ নভেম্বর ২০১১ ০২:০৩ | 59.93.198.42
সাইন করেছি।
aka | ০২ নভেম্বর ২০১১ ০১:৪৮ | 168.26.215.13
এই ডাক্তারদের মধ্যে একজন আমার অতি পরিচিত তাও পিটিশনটা আমি সাইন করেছি। আশা করব আপনারাও করবেন।
বিশেষত বিবি, পিএম/ক্ষ্ক্ষ ইত্যাদিদের জন্য। আবার বলি বালের জায়গায় থাকি না, বাধ্য না হলে থাকবও না। এরকম গ্রস ভুল মাস স্কেলে একমাত্র কলকাতাতেই হয়। ২০০০ সনে আমার বোনের ক্ষেত্রে প্রায় এরকমই ভুল হচ্ছিল খুব সময়মতন ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ধরা পড়েছিল যে গল স্টোন।
প্রসঙ্গত চাইল্ডহুড লিউকোমিয়া একেবারে কিওরেবল, আমার এক ভাগ্নের হয়েছিল সে এখন ক্লাস টেনের পরীক্ষা দিচ্ছে, ভালো আছে।
nk | ০১ নভেম্বর ২০১১ ২৩:৫০ | 151.141.84.194
ডানদিকে বাংলা গেছে গিয়া। কিন্তু বিপ্লবোত্তর গুরুতে সেদিন এসে দেখি গুরুশুদ্ধ লোক হাঁপুসনয়নে কানতে কানতে "গুরু ভজলি না রে মন আমার" এর সুরে গান গাইছে-
পরকীয়া কর্লি না রে মন আমার একদিন তুই দেখবি অন্ধকার। সেদিন কোথা রবে তোর বাড়ি গাড়ি কর্পোরেটের দর্পধারী- কোথা রবে রামের বাহার! পরকে কর্লি না রে মন আমা-আ-আর
আমি তো দেখেশুনে হাঁ। কিন্তু বিপ্লব গেলো কোথা? সে তো রেগে রেগে কইলো, "সব ব্যাটা পরকীয়া করে, কিন্তু বলবে কেউ????কেউ না।"
achintyarup | ০১ নভেম্বর ২০১১ ২৩:১৮ | 115.111.248.6
11:18
siki | ০১ নভেম্বর ২০১১ ২৩:১১ | 141.0.8.25
1/11/11 11:11
pi | ০১ নভেম্বর ২০১১ ২২:৫১ | 72.83.90.203
সামরুদি, জ্বর ব্যাটাকে বেশি সোনা মনা করো না, পেয়ে বসবে তো। জে্হ্হঁটিয়ে বিদেয় হচ্ছে না ?
achintyarup | ০১ নভেম্বর ২০১১ ২২:৩৯ | 115.111.248.6
ঠিকই তো
I | ০১ নভেম্বর ২০১১ ২২:১৯ | 14.96.62.33
আমার বোন দার্জিলিং গিয়ে কাঞ্চনজঙ্ঘা , ম্যাল, মহাকাল মন্দির আর তার সঙ্গে মামু-মামী ও মামাতো ভাইকে দেখে এল। সঙ্গে মামুর এক লম্বা চুল ওলা বন্ধু ছিল বলেছে। মামু বন্ধুকে বলছিল-"তুই এত কিছু করলি, রাজভবনে থাকার ব্যবস্থা করতে পারলি না ?'
maximin | ০১ নভেম্বর ২০১১ ২২:০২ | 59.93.198.42
আর ১১ টা ১১ মিনিট ১১ সেকেন্ডে ১১।১১।১১:১।১১।১১ (১১ টা ১১) ইহার কি তাতপর্য?
maximin | ০১ নভেম্বর ২০১১ ২১:৫৭ | 59.93.198.42
রাত ১১ টা ১১ মিনিটে আবার হবে ১১.১১ ১ /১১ / ১১
ppn | ০১ নভেম্বর ২০১১ ২১:৫৪ | 112.133.206.22
কেউ সম্পূর্ণা চ্যাটার্জির লেখা পড়েছে? এই বইটা হেব্বি লাগল।
বোতীন, ঝগড়া শেষ হয়না। ইহা সাসপেন্স অ্যাকাউন্টের মত ব্যাপার। যে কোনও সময়েই পুরোনো হিসেব টেনে এনে পেড়ে ফেললেই হল। আর কে না জানে ঐ বস্তাপচা কথাটা, ছুরি যেখানেই থাকুক, উপরে ক্ষি নীচে, কাটা পড়বে কিন্তু কদ্দুই।
aka | ০১ নভেম্বর ২০১১ ১৭:৩২ | 168.26.215.13
দুই ঝগড়ার মাঝের পর্বকেই শুদ্ধ বাংলায় অতীত বলে। আর বাকিটা ঘটমান বর্তমান। বোতীনের গ্রামারে গণ্ডগোল।
Bratin | ০১ নভেম্বর ২০১১ ১৭:২৮ | 122.248.183.1
kc বৌ র সাথে ঝগড়া র পর্ব শেষ হলো?
aka | ০১ নভেম্বর ২০১১ ১৭:২১ | 168.26.215.13
হ্যাঁ শুধু আমার আজকাল বড় জেটল্যাগ হচ্ছে। ওদিকেও হয়েছে, এদিকেও হয়েছে। উফফ।
kc | ০১ নভেম্বর ২০১১ ১৭:২০ | 194.126.37.78
আজ্জো সব ঠিকঠাক? কলকাতা নিয়ে লেখাগুলো নামাও শিগ্গির।
aka | ০১ নভেম্বর ২০১১ ১৭:১৫ | 168.26.215.13
সিকিকে কুড়ি দিলে পড়ে থাকে পাঁচ, জানতাম আমরা সেই পঁচানব্বই যাদের বরাদ্দ পাঁচ, যতই ঈশ্বর হোন না কেন, ভগমান মেরে রেখেছেন হিসেবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন