এ সইকত মামু নয় হে নীনা। ইনি সইকত। আদি না হলেও অকৃত্তিম। অন্যজন নিতান্তোই ঈশেন।
dd | ২৪ অক্টোবর ২০১১ ২২:৩২ | 122.167.0.152
আমার মতন একটা নেতান্তো ভীরু মানুষও বেশ কয়েকবার অহৈতুকী সাহস সঞ্চয় করে অষ্টপ্রহর কীর্ত্তন ,সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরুদ্ধে নাম ঠিকানা দিয়ে পুলিশে কমপ্লেইন করেছি ও অবিলম্বে সুফল পেয়েছি। আশীর দশকে, বাম জমানায় - খোদ বাম দুর্গে বসে। পরে ও কোনো "অসুবিধা"য় পরতে হয় নি।
Tim | ২৪ অক্টোবর ২০১১ ২২:৩০ | 198.82.20.65
উফ্ফ ভাগ্যিস আমি মেধাবী নই। নইলে নির্ঘাৎ রেগেমেগে শ্রীশুভ্রর ফালতু পোস্টে রিয়্যাক্ট করে ফেলতুম।
Du | ২৪ অক্টোবর ২০১১ ২২:২০ | 117.194.197.69
মাইকটা ভয়ংকর। আমরা কদিন আগে সহ্য করলাম। নো ওয়ান্ডার সমস্ত আর্টিস্টরা ওদেশে গিয়ে সাউন্ডের লোকেদের খালি আওয়াজ, ফীডব্যাক সব বাড়াতে বলতেন। দশটার পরে তবু অ্যাটলিস্ট সহ্য করার লেভেলে যায়।
aka | ২৪ অক্টোবর ২০১১ ২২:১৬ | 117.194.10.104
আমাদের পাড়ায় চোঙা লাগিয়েছে একেবারে আমাদের বাড়ির দিকে মুখ করে। পাগলু ইত্যাদির GUN শোনানো হল এখন বন্ধ হয়েছে। বলতে হল মার শরীর খারাপ।
sayan | ২৪ অক্টোবর ২০১১ ২১:৫৫ | 115.242.186.162
মাঝে মাঝে গা-ঘিনঘিনে ভাবটা বাড়তেই থাকে
kiki | ২৪ অক্টোবর ২০১১ ২১:০০ | 59.93.203.6
দু, হিঁক! আম্মো।ঃ)
Du | ২৪ অক্টোবর ২০১১ ২০:৫৮ | 117.194.197.69
কিকি, আমার ছেলেও তাই। একেবারে আদরগেলা। আমিই বরং সেই মৌগলির নেকড়ে মায়ের মত ভাগিয়ে দিই মাঝে মাঝে ঃ)
kiki | ২৪ অক্টোবর ২০১১ ২০:৫৫ | 59.93.203.6
অপ্পন, ঃ)
দিদিয়া, সত্যি বলতে কি আমারো দুঃখু হচ্ছে। এট্টু জড়িয়ে ধরে চটকে পটকে দিতে গেলুম কি প্রচন্ড অভিমানে আমাকে সরিয়ে দিলো।প্রসঙ্গতঃ আমার খোকাটি পুরো বিল্লি হচ্ছে।আদর খেতে একটুও লজ্জা পায় না।বরং যদি বলি তুই তো বড় হয়ে গেলি আর চটকে পটকে দেওয়া যাবে না, বল? তো কুঁই কুঁই করে কাছ ঘেঁষে আসে, আর বলে ,না, আমি তো তোমার কাছে ছোত্তই(টাইপো নয়) থাকবো।এত্ত মিত্তি।
অ! এটা আমরা কজন ক্লাব।আর আজ মাতৃমুর্তির আবরন উন্মোচন হচ্ছে।
আরেকজন হাঁটতে যাবার আগে আমায় বলেছে , মাথা ঠান্ডা করে থাকিস।আরো খারাপ কিছু আশা কর, তালে মন তৈরী থাকবে। আমি সতীর মতম পতিবাক্য মাথায় রেখে চুপচাপ বসে আছি। অ, না, কিছুক্ষন আগে ঋভুকে তুলকালাম ঝাড়লাম ভুল করে অঙ্ক মিলিয়ে দিয়েছে, বেচারী বেধরক খেলো।লাস্টে পনেরো মিনিট উত্তাল ঝাড় খাওয়ার পর কাঁদতে কাঁদতে জানালো ওখানে লিখতে ভুলেছিলো বলে স্টার দিয়ে নীচে লিখেছে, সেটা আমায় নাকি পনেরো মিনিট ধরে বলার চেষ্টা চালিয়েছিলো।
কিন্তু টিনেজার ছেলেরা এমন ভ্যাঁ ভোক্কর কাঁদে কেন কে জানে!
kiki | ২৪ অক্টোবর ২০১১ ১৯:২৯ | 59.93.203.6
তো তারপরে জানাই ছিলো কি হতে পারে।কাল সারাদিন বাড়ী ছিলাম্না। এসেই দেখি চোঙ বসে গেছে।তো বস্ত্রদান এর লাইভ শুরু হলো।সে কি খোরাক! এবার এলেন বিবেকানন্দ কলেজের আমাদের প্রিয় মাস্টারমশাই--- এই যে এই যে বৌদিরা, আপ্নারা অস্থির হবেন্না, সবাইকে দিয়ে দেওয়া হবে। এখানে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় কাউন্সিলার-- এই এই দ্যাখ দ্যাখ কি করছে! বস্ত্র দেওয়া শুরু হলো-- এবার বস্ত্র দেবেন--অ্যাই অ্যাই বাচ্চাদের সামলান।কি কান্ড! শুরু হয়েছে, সবাই পাবেন।নিজের নিজের বাচ্চাকে নিয়ে যান।অ্যায় কি হচ্ছে, এবার বস্ত্র দেবেন -- ঐ ঐ আবার! কি আশ্চর্য্য............... আমাদের পাঁচশো জনকে বস্ত্র দেওয়া হয়ে গেছে।(ও এরমধ্যে দিদিকে আশির্বাদ করার কথাও এসে গ্যাছে, তিনি এত কিছু করছেন গরীবদের জন্যে।)
আজ একটা কি হচ্ছে। এবার সারা সপ্তা ধরে এই ক্যাঁও ম্যাও চলবে।
kiki | ২৪ অক্টোবর ২০১১ ১৮:৫৭ | 59.93.203.6
দুদিন পর ঋভু ব্যাটাকে স্কুলে জমা করে দিয়ে ফিরচি।নীচে দেখি কি ক্যাচাল চলছে।ত্যামন পাত্ত দিইনি।চলে এলাম। ও তো হরবগত চলে।কিছুক্ষন পরে দেখি চাদ্দিকের বাড়ীর জানালা, বারান্দা থেকে লোকজন নাক বাড়াচ্ছে, কি হয়েছে রে? সত্যি! এসব বলছে। আমিও কান খাড়া করে শুনচি, এরা এখানে থাকে কেন? নিউআলিপুরে থাকলেই পারে। ইত্যাদি। তখন ক্রমশঃ ব্যাপারটা বুঝতে পাচ্ছি মনে হলো। আসলে আমি একটু টিউবলাইট আছি।সেই কবে আমার এক ক্লাস ফাইবের ছাত্রী এ সত্য আবিস্কার করেছিলো।তো আমাদের বিল্ডিঙের এক ছেলে উঠছিলো, তাকে জিগালাম, হ্যাঁ গা! ও কি আমায় নিয়ে হচ্ছে? আমি ........ইত্যাদি, প্রভৃতি।বললো, হ্যাঁ।
কাজেই আবার নীচে গেলাম।কত সৎ বাক্য শুনলাম। এও শুনলাম ছেলে নিয়ে একা থাকি।মিষ্টি মিষ্টি করে যা বলা হলো, ভালোই মর্মে পশিলো।তারপর সারাদিনে নানা লোকজন যাতে আমার কানে ঢোকে(বলাই বাহুল্য সেদিন আপনিই কান খাড়া ছিলো)এভাবে আমায় কিভাবে টাইট দেওয়া উচিৎ, আহা বাচ্চা ছেলেপিলেরা একদিন আনন্দ করতে চেয়েছিলো, তাও আমি সইনি এসব নিয়ে আলুচানা চালিয়েছিলো।আর বাড়ীর লোকেরা আমার গাধামো নিয়ে কান ঝালাপালা করেছিলো।পরে এও শুনেছিলাম, তারা আমাদের পৌরপিতাকেও নালিশ জানাতে গেসলো।
achintyarup | ২৪ অক্টোবর ২০১১ ১৮:৫৪ | 115.111.242.140
হুম
kiki | ২৪ অক্টোবর ২০১১ ১৮:৪২ | 59.93.203.6
এখন আমি কান মাথা ঝাঁ ঝাঁ করে আকাশভরা শুনচি।কাল নবপল্লীর মুখের কি যেন ক্লাবের বস্ত্রাগার লুন্ঠনের লাইভ শুনিচি।এই টার্মটি আরেকজনের, তিনি বৈকালিক আর সান্ধিক ভ্রমন সেরে গলদঘর্ম হয়ে এসে থমথমে মানে ঝড় আসার পুর্বাভাস লক্ষ্য করে এই রসিকতাটির চেষ্টাতে ছিলেন।আমার পছন্দ হয়েচে। আসলে এর একটি ইতিহাস আছে।
ভোটের পুর্বে আমার জানলার সামনে গাছে মাইক বেঁধে দেওয়া হয়েছিলো(এটাই দেখচি রেওয়াজ, যেহেতু এটা পাড়ার মোর)তো আমি পার্টি অফিসে গিয়ে হুদুমতাল করেছিলাম।লাভ কিছুই হয় নাই। মাথা ঠান্ডা ক্যাডারেরা আমায় বুঝিয়েছিলো যে, দিদি ও তো কয়েকঘন্টার মামলা সয়ে নিন।সইতে হয়েইছিলো।
তারপর পরিবত্তন এলো।দিদির ছেলেরা পাড়ার কোল আলো করে আমাদের বিল্ডিং এর নীচে আড্ডাস্থ হলেন।
তারপর এলো স্বাধীনতার মোচ্ছব। আমি ঋভুকে নিয়ে স্কুল থেকে ফিরচি কি দেখি আমাদের ফুচকায়ালাকে জমিচ্যুত করে সেখেনে পতাকার বাঁশ পোঁতা হচ্ছে।ইন্সট্যান্ট আমার মুখ থেকে দৈববানী হলো, হয়ে গেলো।আবার! বলাই বাহুল্য ছেলেপিলেরা শুনলো।তারমধ্যে আমারটি আরো এক কাঠি এগিয়ে গাছপালার মধ্যে চোঙ খুঁজতে লাগলো। তখনি প্রমাদ গনেছি।
ব্যাস , সন্ধেবেলাতে আমার বসার ঘরের নীচে ডেক বসে গ্যালো। পুরো ঘর জগঝম্প নেত্য জুড়লো। আর সহ্য হলো না। হাউসকোট গলিয়েই গট গট করে নেমে গেলাম। উস্কোখুস্কো আমার অমন মুর্তি দেখে ছেলেপিলেরা ঘাবরে গেসলো বোধায়, নইলে আমি এখানেই কি এটা খুব বসাবার দরকার? আমার অসুবিধা হচ্ছে! বলার সাথে সাথেই সব ডেক গুটিয়ে আরেকপ্রান্তে পাঠিয়ে দিলো।
সে তো দিলো! কিন্তু ওখেনেই কি সব মিটে গ্যালো? আপ্নেরা এখনো কলকাত্তাইয়াদের চেনেন্নাই।
Netai | ২৪ অক্টোবর ২০১১ ১৭:৫৯ | 121.241.98.225
শুধু খেলে!!! কাজু কিসমিস কিছুই কি ছিলনা?
শুধুমুদু খেলে।
kc | ২৪ অক্টোবর ২০১১ ১৫:২১ | 194.126.37.78
ব্ল্যাঙ্কিকে জিগাও। আমি সুদু খেইয়েছি। তা খেতে বেশ।
জীবন যে কেমন নাটকের চেয়েও আশ্চর্য -- কয়েকটা পার্ক করা বাসের পাস দিয়ে হাঁটতে হাঁটতে শুনলাম - 'বিজনের বৌ তো গায়ে হাত দিলে কিছু বলে না ' !
Tim | ২৪ অক্টোবর ২০১১ ১২:৪৮ | 128.173.39.127
না না ন্যাতাই ভালো করে পরকীয়ার টই মুখস্ত করে নে। অন্ধকারে আলোর রেখার মত.... সাহস বাড়বে।
Jhiki | ২৪ অক্টোবর ২০১১ ১২:০৭ | 182.253.0.99
নেতাই, পরকীয়া টই এর লেখাগুলো না পড়ে সেভ করে রেখে দাও, বছর দশেক পরে কাজে লাগবে।
prateek | ২৪ অক্টোবর ২০১১ ১১:১৯ | 180.151.34.130
জার্মানদের যদি এক্টা বাবলুও থাকত !!
মনা তো বড় ক্লাবে খেলবে বলে হেদিয়ে মলো।।।
Netai | ২৪ অক্টোবর ২০১১ ১১:০৯ | 121.241.98.225
পরকীয়ার টই খুলতেই চোখ কেমং ধাঁধিয়ে যাচ্ছে। কিছুই দেখতে পাচ্ছিনা।
Netai | ২৪ অক্টোবর ২০১১ ১১:০৮ | 121.241.98.225
রাওয়ানের টিকিট কিন্তু হেবি বিক্কিরি হচ্ছে। শত্রুদের মুখে ছাই দিয়ে।
dukhe | ২৪ অক্টোবর ২০১১ ১১:০৬ | 122.160.114.85
নেতাই, এখন পরকীয়ার টইটা ভুলেও পড়ো না ।
Netai | ২৪ অক্টোবর ২০১১ ১১:০৪ | 121.241.98.225
আজ অফিসে ঢুকবো, গেটের মুখে দেখি সুন্দর করে সাজানো গোলাপ আর রজনীগন্ধা। রিসেপসানেও তাই। আমি ভাবলাম - কই, এখনো তো অনেক দিন বাকি। তারপর শুনি না না, এসব ই নাকি দিওয়ালির জন্য।
pi | ২৪ অক্টোবর ২০১১ ০৯:৫৮ | 72.83.90.203
i mastaanদি, ঃ)) তবে লেপ টেপ সত্য সত্যই লেপের মত আচরণ করছে ! এত্ত গরম হয়ে যাচ্ছে যে কী বলি !
Abhyu | ২৪ অক্টোবর ২০১১ ০৯:২২ | 97.81.108.226
নিশিকান্ত, ওটা দুখেদা-দের টই বললে ঠিক হত ঃ)
aranya | ২৪ অক্টোবর ২০১১ ০৭:৪২ | 68.38.243.161
বাবলু কিন্তু ম্যাচ রিডিং-টা সত্যিই অনেকের চেয়ে ভাল পারে।
pi | ২৪ অক্টোবর ২০১১ ০৭:১৯ | 72.83.90.203
পড়ে গেলে আর হাসি পেত না এবং অন্যরা হাসতো ঃ)
বুনানকে জন্মদিনের শুভেচ্ছা। ছবির মত রঙচঙে সব দিন হোক।
nk | ২৪ অক্টোবর ২০১১ ০০:১৫ | 151.141.84.194
ওঃ, অভ্যুদের টইটা খুব ভালো। হাসতে হাসতে পড়ে যাচ্ছি। ঃ-)
nk | ২৩ অক্টোবর ২০১১ ২৩:২১ | 151.141.84.194
আর ভূমিকম্পের ব্যাপারটা? দ্রি কোথায়?
Tim | ২৩ অক্টোবর ২০১১ ২৩:১৩ | 173.163.204.9
মাইরি, শতাব্দীপ্রাচীন দলের ক্ষি অবস্থা! শেষে পৈলানকে হারিয়েও লাফালাফি? এই দিনও দেখতে হলো? কষ্ট লাগে, হাজার হোক এতদিনের সম্পর্ক.....
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন