চান না করার এই তঙ্কÄ শিবরাম চক্রবর্তীর থেকে নেওয়া, এক গাছা নারকেল দড়ি জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি পচে যায় কিন্তু না ভেজালে বেশি টেঁকে।
kc | ২১ অক্টোবর ২০১১ ১২:২৫ | 178.61.96.29
অবাস্তববাউ, ঐ ৪০দিন চান না করা ভদ্রলোকটি বাই এনি চান্স ইবের সাপোর্টার? নিছক কৌতুহল হচ্ছে, আর কোনও উদ্দেশ্য নাই।
Bratin | ২১ অক্টোবর ২০১১ ১২:২৫ | 122.248.183.1
আমাদের সাথে BSc তে একটা ছেলে পড়তো। রুদ্র বসু ( বাসু)। তার থিয়োরি ছিল চান করা মানে সময় নষ্ট। সে দিনের পর দিন স্নান না করে থাকতো। শীত,গ্রীষ্ম নির্বিশেষে।তবে গায়ে নানারকমের ডিও স্প্রে করতো। সে যখন কোথা থেকে ফিরতো; তার আগে মা ছাদে গিয়ে বালতি হাতে দাঁড়িয়ে থাকতো মাথায় জল ঢেলে দেবে বলে। ঃ-))
যশো দীর্ঘদিন চান না করে কাটাত । ওর থিওরি ছিল - দ্যাখ, পৃথিবীতে তুই কবার চান করবি সেটা ফিক্সড । তততবার চান করে ফেললেই তুই মরে যাবি । ঐ জন্য দেখবি মরার পর কেউ বড় একটা চানটান করে না ।
. | ২১ অক্টোবর ২০১১ ১২:১৬ | 61.95.189.252
জার্মানরা ওনাকে তাড়ালে অবশ্য ওদের আর নোংরা থাকার অধিকার থাকেনা।
kc যখন প্রসঙ্গটা তুললই তখন জানাই আই এস আই-য়ে এক ভদ্রলোক গরমে ৪০ দিন চান না করে ছিলেন। তিনি কিসে ব্যস্ত ছিলেন তা বলছি না।
de | ২১ অক্টোবর ২০১১ ১২:১৪ | 59.163.30.3
কেমং এট্টা উদাস মতো হয়ে যাচ্ছি -- সুপার কাপে জিতেও কিচ্ছু বলিনিকো, না বাড়িতে, না গুরুতে! বলতে গেলেই বাড়ির মোবা সাপোর্টারের করুণ মুখখান মনে পড়ে যাচ্ছে! না:! বয়েস হচ্ছে।
ppn | ২১ অক্টোবর ২০১১ ১২:১২ | 202.91.136.3
হ্যাঁ, খাল কেটে কেউ কুমীর আনে! ঃ)
kc | ২১ অক্টোবর ২০১১ ১২:০৯ | 178.61.96.29
ঈশেন ফুটবল হ্যাটা দিল। ঐ দ্যখো এবার অঙ্ক আসছে। আর অঙ্ক এলে, আইএসাইও এল বলে।
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১২:০৭ | 122.248.163.4
আইনস্টাইন জার্মান ছিলেন বটে। আর জার্মানরা ব্যাটাকে তাড়িয়েই ছেড়েছিল। এই না হলে জার্মান? বাঘের বাচ্চা পুরো। ঃ)
. | ২১ অক্টোবর ২০১১ ১২:০৩ | 61.95.189.252
১) নোংরা আর পরিষ্কার ব্যাপারটা আপেক্ষিক। ২) যদি কারু দুটো জামা থাকে তাহলেই তিনি আপেক্ষিকতা তঙ্কÄ মেনে অধিকতর পরিষ্কার জামাটি গায়ে দিয়ে ঘুরতে পারেন। কাচার দরকার পরবে না। ৩) সাধারণ আপেক্ষিকতা এক জার্মান ভদ্রলোকের আবিষ্কার (আইনস্টাইন জার্মাণ ছিলেন ধরে নিচ্ছি) অতএব জার্মানদের ওতে স্বাভাবিক অধিকার।
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১২:০০ | 122.248.163.3
উফ, আবার ফুটবল? কোথাও কি কোনো শান্তি নেই মা?
ppn | ২১ অক্টোবর ২০১১ ১১:৫৮ | 202.91.136.3
দাদা কি জার্মান?
dukhe | ২১ অক্টোবর ২০১১ ১১:৫৭ | 122.160.114.85
kc চাপ দিয়ে দিল ! :) আবার আপনি কেন ?
kc | ২১ অক্টোবর ২০১১ ১১:৫৬ | 178.61.96.29
দুখে, তার আগেতো জামাকাপড় পরার প্রয়োজনীতা বোঝাতে হবে জর্ম্মনদের। পারবেনতো?
dukhe | ২১ অক্টোবর ২০১১ ১১:৫৬ | 122.160.114.85
পরে ঘুরলে ভালো দেখায় না । গন্ধটাও সন্দেহজনক লাগে ।
ppn | ২১ অক্টোবর ২০১১ ১১:৫৫ | 202.91.136.3
হ্যাঁ, বুঝতে চাই। হাটের মাঝখানে বসে কাচাকাচি করলে বেশি ধবধবে দেখায় কিনা। ঃ)
dd | ২১ অক্টোবর ২০১১ ১১:৫৩ | 124.247.203.12
গড়ে দিনে চার পাঁচটা জাংক এ মেইল পাই, ঐ যে- আপুনে পাচ লক্ষ ডলার লটারীতে জিতেছেন বা আমি ট্র্যানফার কত্তে চাই,আপনেকে আদ্দেক দেবো... এই সব।
আজ একটা পেলাম তার হেডিং "are you dead or alive?? আমার জন্য ওরম লক্ষ ডলার পরেই আছে, তাই ব্যাংক ম্যানেজার বিরক্ত হয়ে লিখছেন। কোশ্চেনয়ার ও পাঠিয়েছেন, জানাও (টিক মার্ক দাও), তুমি জীবিত না মৃত?
ডিলিট করে দিলাম। য্যামন সব সময়েই দি। এখন মনে হচ্ছে এইসব মেইল গুলো সংগ্রহ করে রাখা উচিৎ।
dukhe | ২১ অক্টোবর ২০১১ ১১:৫২ | 122.160.114.85
নোংরা জামাকাপড় কাচার প্রয়োজনীয়তা জার্মানদের কেউ বোঝাতে পারবে ?
kc | ২১ অক্টোবর ২০১১ ১১:৫১ | 178.61.96.29
বোতীন, আমার শুক্কুর শনি ছুটিতো। ঃ-)
kc | ২১ অক্টোবর ২০১১ ১১:৫০ | 178.61.96.29
দুনিয়ার লোক ফেসবুকে বিভিন্ন সার্ভে টাইপের কোচ্চেনের উত্তর দিয়েই চলেছে। মাকে 'মা; বল না 'মামা'? বাবাকে 'ড্যাডি' না 'পাপা'? রাত্রে ঘুমাও না দিনে ঘুমাও? কত রকমের প্রশ্নরে বাবা!
পটি করে জল ইউজ কর? না হাগজ? নাকি কিছুই নয়? এরকম একটা প্রশ্নও দেখব বলে বসে আছি।
pharida | ২১ অক্টোবর ২০১১ ১১:৪৮ | 61.16.232.26
টিম, 'আছে" আর "ছিল"র ফারাক আমরা দেখি না সচরাচর। যখন বাধ্য হই তখনই বুঝি সেটা মাত্র এক সুতোর।
সময় লাগে অভিঘাতের পরে আবার না দেখার অবস্থায় পৌছতে - সেটা কম লাগুক এটাই চেয়ে থাকি - সচরাচর।
Bratin | ২১ অক্টোবর ২০১১ ১১:৪৮ | 122.248.183.1
kc র আজকে ছুটি নাকি?
kc | ২১ অক্টোবর ২০১১ ১১:৪৫ | 178.61.96.29
আব্বে আমি ছেলে নই। ছেলের বাপ। লোক কইতে পার।
ppn | ২১ অক্টোবর ২০১১ ১১:৪৪ | 202.91.136.3
১১ঃ৪২-এর পোস্ট রোলব্যাক।
ppn | ২১ অক্টোবর ২০১১ ১১:৪৩ | 202.91.136.3
নিজেদের নোংরা জামাকাপড় সর্বসমক্ষে কাচার ওভ্যেস ঘটিদের আর গেল না।
ppn | ২১ অক্টোবর ২০১১ ১১:৪২ | 202.91.136.3
কেসির বোধহয় ঠিক হজম হয়নি। (জানতাম সেন্সিবল ছেলে)
নইলে এমন নীরবতা পালন!
kc | ২১ অক্টোবর ২০১১ ১১:৪১ | 178.61.96.29
অন্যের ঘরে উঁকিঝুঁকি মেরে পরচর্চা করা অব্যেসটা জর্ম্মনদের আর গেলনা।
Bratin | ২১ অক্টোবর ২০১১ ১১:৪০ | 122.248.183.1
ঝিকি, আমি ক'দিন আগে গেলাম মধ্যপ্রদেশ। তবে ভূপাল,সাঁচী,ভীমবেটকা,ইন্দোর,মান্ডু,ওমকারেশ্বর,উজ্জয়িনী ও ই দিক টা। মধ্যপ্রদেশ ট্যুরিসম র হোটেল নিতে পারো। বেশ ভালো। কলকাতার ওদের আপিসে গেলে ওরা সুন্দর প্ল্যানিং করে দেয়। আমার টা ওরা প্ল্যান করে দিল।
Bratin | ২১ অক্টোবর ২০১১ ১১:৩৫ | 122.248.183.1
আম্মো আছি kc আর ন্যাড়া দার সাথে। ঃ-))
nyara | ২১ অক্টোবর ২০১১ ১১:১৪ | 203.110.238.17
আমার খ্যা খ্যার মানে হল -
দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি
নাও, কেসি, তিন তালি দিয়ে শুরু কর - ১, ২, ৩
Tim | ২১ অক্টোবর ২০১১ ১১:১৩ | 173.163.204.9
গতকাল রাতে আমাদের এক অধ্যাপক আচমকা মারা গেলেন। টিআইএফ আর এ ছিলেন একসময়। নাম ডঃ রাঘবন। পরশুদিনও দেখা হলো, নিপাট ভদ্রলোক ছিলেন। অনেকদিন পর কোন মৃত্যু এরকম ধাক্কা দিলো। অথচ সব শেষ হতে কত কম সময় লাগে, জানা কথা।
dukhe | ২১ অক্টোবর ২০১১ ১১:০৯ | 122.160.114.85
টিম কোচ বদল প্রসঙ্গে আমার তঙ্কেÄই সিলমোহর দিল । বেশ বেশ ।
Tim | ২১ অক্টোবর ২০১১ ১০:৪৮ | 173.163.204.9
আহা, কিছুই বলা যায়না। এই মরসুমেই অমল দত্তকে ধরে আনতে হতে পারে। ;-)
dukhe | ২১ অক্টোবর ২০১১ ১০:৩৫ | 122.160.114.85
আরে অপ্পন অমল দত্ত হয়ে গেল কবে থেকে ?
ppn | ২১ অক্টোবর ২০১১ ১০:৩২ | 112.133.206.22
বোঝো! মন্তব্য নিÖপ্রয়োজন। (দিল পে লাগা হ্যায়) ঃ)
kc | ২১ অক্টোবর ২০১১ ১০:২৮ | 178.61.96.29
ন্যাড়াদার সঙ্গে আম্মো হাসতে চাই। একটু বুঝিয়ে দিলে ঠিক হাসব।
nyara | ২১ অক্টোবর ২০১১ ১০:১৮ | 203.110.238.17
name: ppn mail: country:
IP Address : 112.133.206.22 Date :21 Oct 2011 -- 09:51 AM
খ্যা খ্যা খ্যা খ্যা
kd | ২১ অক্টোবর ২০১১ ১০:০৭ | 59.93.245.194
একটা কথা গুরুতে এবং এদেশে পথেঘাটে কয়েকবার দেখেছি/শুনেছি - বার্থ ওয়াটারের সাথে বেবিকে ফেলে দিও না। ভুল বলা হয় বলতে সাহস হয় না - এটা কি ইংরিজি প্রোভার্ব Don't throw the baby with the bath water এর ভারতীয় সংস্করণ?
btw, ইংরিজিটাও এসেছে অরিজিনাল জার্মান প্রোভার্ব Das kindt mit dem bad vß schitten থেকে।
Jhiki | ২১ অক্টোবর ২০১১ ১০:০৬ | 182.253.0.99
এখানে কেউ আছে যে ওরছা আর পান্না গেছে? গেলে একটু মতামত চাই, খাজুরাহো ট্রিপের সাথে জুড়বো কিনা ভাবছি।
তাতিনের জন্মদিন? হ্যাপি বাড্ডে। অনেক কবতে হোক। ঃ-)
pi | ২১ অক্টোবর ২০১১ ০৫:২৩ | 128.231.22.133
তাতিনকে জন্মদিনের শুভেচ্ছা। তোর একটু সময় হোক ঃ)
achintyarup | ২১ অক্টোবর ২০১১ ০৪:২৩ | 59.93.241.148
আকা যে সেণ্টারের কথা বলছ, সেখানে তো দেখছি ৬ রকমের ক্যান্সারের চিকিৎসা হয় -- লিভার, গল ব্লাডার, স্টমাক, প্যাংক্রিয়াস, লাং আর ইসোফেগাস। গৌতম মুখার্জী নামে একজন অঙ্কোলজিস্ট আছেন কলকাতায়। যোগাযোগ করতে চাও? (আমি অবশ্য তোমার বেশি পুরোনো পোস্ট দেখিনি এবং ডিটেলস কিছু জানি না, এর মধ্যে হয়ত যোগাযোগ করেওছ)
pi | ২১ অক্টোবর ২০১১ ০১:৩২ | 128.231.22.133
একজন ডাক্তার গুরুতে এই পোস্টগুলো পড়ে ফোন করেছিলেন। বলছিলেন, কাগজগুলোর রিপোর্টে যা লিখেছে, তার বেশিরভাগই নাকি ভুলভাল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন