এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • abastab | ১৭ অক্টোবর ২০১১ ১৩:০৬ | 61.95.189.252
  • তাস তো সবাই খেলে কিন্তু তার জন্য কি আর সবাই ডায়াকনিস ওল্টায়?
  • siki | ১৭ অক্টোবর ২০১১ ১২:৪৪ | 123.242.248.130
  • আরে ধুর! পটাশম্যামও যেমন।

    ওটাই আসল ডিডিদা। চোখ বন্ধ করে ভস্‌সা করা যায়।
  • de | ১৭ অক্টোবর ২০১১ ১২:৩৯ | 203.199.33.2
  • ডিডিদার চুলের ছবি কোতায় দেখা যাচ্ছে?

    ব্রতীনকে দেখে খুব ভালো লাগছে!
  • kumu | ১৭ অক্টোবর ২০১১ ১২:৩৮ | 122.160.159.184
  • প্রতীক্কে ঘুরিয়ে পি সাহা লেখা হল কেন?ডঃ প্রতীক লিখলেও চলত।

    না,না সব গন্ধই সন্দেহজনক।
  • Bratin | ১৭ অক্টোবর ২০১১ ১২:৩৭ | 122.248.183.11
  • না। উনি ই আসল ডি ডি দা। ছবি আর সই মিলিয়ে দেখে নিয়েছি!!
  • kumu | ১৭ অক্টোবর ২০১১ ১২:৩৪ | 122.160.159.184
  • আসল ডিডি এসেছিলেন? না আপিসের কোনো বাঙালীকে ধরে পাঠিয়ে দিলেন?কথাবাত্তা শুনে কী মনে হোলো?আসল?
  • Bratin | ১৭ অক্টোবর ২০১১ ১২:৩৪ | 122.248.183.11
  • ওহ, চিনতে পারি নাই । ডঃ সাহা কি প্রতীক?

    নেতাই ঃ)) @ ১২ঃ২৩
  • dukhe | ১৭ অক্টোবর ২০১১ ১২:৩৩ | 122.160.114.85
  • t, লিং পেলাম না । ছাপা কাগজে পড়েছি সকালে । নেটে খুঁজে পেলাম না ।
  • siki | ১৭ অক্টোবর ২০১১ ১২:২৭ | 123.242.248.130
  • ঃ) @ বারোটা সতেরো।
  • siki | ১৭ অক্টোবর ২০১১ ১২:২৬ | 123.242.248.130
  • ও হো, ও হো, এ তো আমি চিনি, আমার যাওয়া আসার রাস্তাতেই পড়ে। আমি প্রতি রোব্বার শিপ্রা সানসিটি আসি তো। হ্যাঁ মনে পড়েছে, চার্নক প্লেসের হোর্ডিংও বোধ হয় দেখেছি ওখানে।

    বুধবার একটা খ্যাঁটনের নেমন্তন্ন আছে। দেখি, খাওয়াটা ওখানে শিফট করা যায় কিনা।
  • kc | ১৭ অক্টোবর ২০১১ ১২:২৪ | 194.126.37.78
  • সব ছেলেপুলেরা কুচবিহার থেকে পাথরপ্রতিমার কালেজে যাযা করে আইএসাইএর পাবলিকেরাও তাই তাই করে। এটাই বোঝা গেল।
  • Netai | ১৭ অক্টোবর ২০১১ ১২:২৩ | 121.241.98.225
  • ডিডিদার মাথাভরা ঘন কালো চুল দেখে কে যেন আক্ষেপ করলো। ক্ষি দিনকাল। তোমার শুভাকাঙ্খীদের চিনে নাও ডিডিদা।
  • Netai | ১৭ অক্টোবর ২০১১ ১২:১৭ | 121.241.98.225
  • কাল সম্বুদ্ধদা গল্প বলছিল। হনুদার গল্প। একই পাড়ায় দুজনের বাড়ি। সিকিদার এক বছরের জুনিয়র দুজনেই।

    হনুদা সঞ্জয় দত্তের বিশাল ভক্ত। পোস্টকার্ড ফোটো যেগুলো বাজারে পাওয়া যায় সেসব ছবি সব হনুদা তিল তিল করে জমাতো।
    সম্বুদ্ধদা একদিন হনুদার বাড়িতে গিয়ে দেখে সব ছবি ছেঁড়া। মাটিতে গড়াগড়ি খাচ্ছে।-'কিরে ছবিগুলো সব ছেঁড়া কেন?'। 'বাবা ছিড়ে দিয়েছে সব'-কান্না গলায় হনুদা বললো।
    সঞ্জয় দত্তের নতুন সিনেমা বেরিয়েছে সড়ক। দেখেতে বেরোচ্ছি, বাবা বললো কি সব ছাইপাঁশ সিনেমা দেখিস, আমিও যাবো দেখতে তোর সাথে। সিনেমা শুরু হল। কোঠাবাড়ি বেশ্যাপল্লী এইসব দেখে বাবার তো মটকা গরম। দেখলাম দাঁত কিড়মিড় করছে। তারপর যেই ঝিনচ্যাক নাচ গান শুরু হল- আমার কান ধরে টানতে টানতে হিড়হিড় করে বাইরে নিয়ে এলো। চেঁচিয়ে বললো হতচ্ছাড়া দুর্মুখ। ফের যদি কোনদিন এইসব সিনেমা দেখতে ঢুকবে তো চাবকে পিঠের চামড়া তুলে দেবো। আর তারপর বাড়ি ফিরে এই ছবিগুলো সব কুটি কুটি করে ছিঁড়লো। আমার এতো দিনের কালেকশন। হায় হায়।
  • t | ১৭ অক্টোবর ২০১১ ১২:০৪ | 203.88.22.143
  • দুখে স্যার link ? মহা দেবী - বিভাস গ্রুপ বাজারে একটি সই করা চোথা ছেড়েই হাত ধুয়ে ফেলেছেন আর বাকিরা একেবারেই মৌন pro-establishment হোয়ার কত জ্বালা !
  • prateek | ১৭ অক্টোবর ২০১১ ১২:০৪ | 180.151.34.130
  • প্রচুর ভাট,প্রচুর খাওয়া, তার আগে অবশ্য প্রচুর ওয়েটিং টেম ছেল( সেটা কার জন্য বলছিনা)

    পাই কি ঘুরিয়ে আমাকে মোটা বল্লি?
  • Netai | ১৭ অক্টোবর ২০১১ ১১:৫৪ | 121.241.98.225
  • সিকিদা, পুলিয়ার নীচ দিয়ে শিপ্রার পাশের রাস্তা ধরে গেলে গোল চক্কর। বামদিক নিয়ে সোজা গেলে আরেকটা গোল চক্কর। ওখানেই বামদিকে লাগোয়া ফুডকোর্ট। ওটাই উইন্ডসর স্ট্রীট। দেখেছো নিশ্চয়।

    কাল বেজায় রাত্তিরে গেছিলাম। ১০ঃ৩০ এ। আগে থাকতে প্লান ছিলনা।
  • dukhe | ১৭ অক্টোবর ২০১১ ১১:৫২ | 122.160.114.85
  • t, আবাপতে আছে তো ।
    পাই, চাট্টি মোটা মোটা ইয়ে জুটলে তো আবার পুঃসিঃজন্ম চাই । ছাপোষা পুরুষের আক্ষেপ - আমাকে তুই আনলি কেন, ফিরিয়ে নে । বরাবর ।
  • Netai | ১৭ অক্টোবর ২০১১ ১১:৫১ | 121.241.98.225
  • কোন পাপ মন ছিল বিশ্বাস কর ব্রতীনদা। ঃ)
  • ppn | ১৭ অক্টোবর ২০১১ ১১:৫০ | 204.138.240.254
  • প্রচুর টাইপো হচ্ছে। চালশের দিকে এগোচ্ছে ব্যপারটা। ঃ(
  • ppn | ১৭ অক্টোবর ২০১১ ১১:৪৯ | 204.138.240.254
  • * চোথা
  • ppn | ১৭ অক্টোবর ২০১১ ১১:৪৮ | 204.138.240.254
  • ব্রতীনের লেখা দেখে মনে পড়ল। যদুপুরে ছেপেপুলে পরীক্ষার আগের দিনে চোথার জেরক্স করতে যেত। হাতে লিখে নিজে চোখা নামাবে, তাতেও ল্যাদ। ঃ)
  • Bratin | ১৭ অক্টোবর ২০১১ ১১:৩৮ | 122.248.183.1
  • আচ্ছা। আমার একটা প্রশ্ন অনেকক্ষন থেকে পাচ্ছে। করেই ফেলি। ভাটের ফটক দেখে এত জিনিষ থাকতে নেতাই র চোখ ঐ দিকে গেল কেন? ঃ-))
  • t | ১৭ অক্টোবর ২০১১ ১১:৩৬ | 203.88.22.147
  • কানোরিয়ার প্রফুল্ল চক্রবর্তীকে মা মাটি মানুষের সরকার খুনের চেস্টার ভুয়ো অভিযোগে গ্রেপ্তার করেচে। লন্ডনের দোতলা বাসের আনন্দে আবাপ খবরটা ব্ল্যাক আউট করেছে।
  • Bratin | ১৭ অক্টোবর ২০১১ ১১:৩৬ | 122.248.183.1
  • সবই তো বুঝলাম। কিন্তু যদুপুরে কি শিবপুরের মতো ঐতিহ্য আছে ? ( বয়েসের প্রশ্নে!!)

    ( জয় মা!! লেগে যা। নারদ নারদ!!)
  • de | ১৭ অক্টোবর ২০১১ ১১:৩১ | 59.163.30.6
  • আরে: ক্ষী ক্ষান্ড! কুমুদির জন্মদিন মিস করে গেছি -- :(( রৌরব থেকেও আমাকে টিসি দেবে!

    কুমু-দি,

    একটু বিলম্বিত, কিন্তু অনে-----ক শুভেচ্ছা তোমার জন্মদিনে! খুব ভালো থাকো, সুস্থ থাকো! নলেনগুড়ের আইসক্রীম দিলাম অনেকগুলো!
  • pi | ১৭ অক্টোবর ২০১১ ১১:২৭ | 72.83.90.203
  • বইকে ভুল ক'রে যেটা পড়েছিলাম, দুখেদা সেটাই পড়লে পারেন। ঘেন্নাটা একটু কমে যেতে পারে ঃ)
  • pi | ১৭ অক্টোবর ২০১১ ১১:২৫ | 72.83.90.203
  • এদিকে প্রতীকদাকে আমি চিনতেই পারিনি !
    একি লুরুর জল হাওয়ার খাওয়ার ফল ?
  • dukhe | ১৭ অক্টোবর ২০১১ ১১:২৫ | 122.160.114.85
  • সিকি আবার মোটা বই ধরাতে চায় কেন ? আবার পোদ্দারের কেমিস্ট্রি পড়তে হবে নাকি ? পুরুষজন্মে ঘেন্না ধরে গেল মাইরি ।
  • siki | ১৭ অক্টোবর ২০১১ ১১:২৪ | 123.242.248.130
  • আমায় ডাকলি না কেন?

    উইন্ডসর পার্কটা কোথায় আবার? এত খণ্ড তৈরি হয়েছে না ইন্দিরাপুরমে !!
  • kumu | ১৭ অক্টোবর ২০১১ ১১:২১ | 122.160.159.184
  • সবাইকে অনেক ধন্যবাদ,এত যত্নে শুভেচ্ছা জানানোর জন্য।

    কিন্তু এটা ডিডিদা??মাথাভর্তি কালো চুল,এই তরুণ???
  • Netai | ১৭ অক্টোবর ২০১১ ১০:৫৬ | 121.241.98.225
  • কাল চার্নক প্লেসে খেয়ে এলম। উইন্ডসোর স্ট্রীট, ইন্দিরাপুরম, গাজিয়াবাদ। সিকিদার বাড়ির কাছে। সাদা ভাত, মুগের ডাল, আলুভাজা, আলুপোস্ত, পটলের তরকারি, রুই মাছের ঝাল, সর্ষে ইলিশ, সন্দেশ।
    ২৫০ টাকায়।
    কেমন?
    ঃ))
  • pi | ১৭ অক্টোবর ২০১১ ১০:৪৩ | 72.83.90.203
  • প্‌প্‌ন, ঃ)

    ল্যাদ আর ভাট, এসবই থাক আমাদের জন্য ।
  • ppn | ১৭ অক্টোবর ২০১১ ১০:৪২ | 112.133.206.22
  • ধুত,

    * যাদবেরা, একটাই
  • pi | ১৭ অক্টোবর ২০১১ ১০:৪২ | 72.83.90.203
  • হ্যাঁ, এটা ঠিক কথা। দীপ্তেনদার কেসটা দিন দিন কিউরিয়াস হয়ে যাচ্ছে। কিছুদিন বাদে তো মেঘ, গুঞ্জাদের বয় ফ্রেণ্ড মনে হবে !
  • ppn | ১৭ অক্টোবর ২০১১ ১০:৪১ | 112.133.206.22
  • এর থেকে প্রমণ হয় যদুপুরই ল্যাদের জনক। বাকি কলেজের ছেলেপুলে যখন ঐ শব্দের পেটেন্ট নেবার জন্য দৌড়োদৌড়ি করছে তখন যদবেরা গুছিয়ে ল্যাদ খাচ্ছে গাছতলায় - এক ভাঁড় চা আর একটই সিগারেটের অনন্ত কাউন্টার।
  • pi | ১৭ অক্টোবর ২০১১ ১০:৪০ | 72.83.90.203
  • ভুল ক'রে বইকে লোকে সচরাচর যা পড়ে থাকে, তাই পড়েছিলুম ঃ)
  • Du | ১৭ অক্টোবর ২০১১ ১০:৪০ | 117.194.193.180
  • তেস্ট
  • siki | ১৭ অক্টোবর ২০১১ ১০:৩৮ | 123.242.248.130
  • ছবিগুলো কাল মোবাইলে দেখছিলাম, তাই দীপ্তেন্দাকে স্পট করতে পারি নি, এত কম বয়েস।

    আজ দেখলাম।
  • siki | ১৭ অক্টোবর ২০১১ ১০:৩৮ | 123.242.248.130
  • পুরুষদের জন্য টই লাগে না। চাট্টি মোটা মোটা বই পেলেই পুরুষরা খুশি হয়ে যায়।
  • pi | ১৭ অক্টোবর ২০১১ ১০:৩৫ | 72.83.90.203
  • বল্লে হবে ?

    বিবাহিত পুরুষেরা কী চায়, সংসার মানে কী - এইগুলো কাদের টই শুনি?

    আর লসাগুদা, ওগুলো তো সব ঝামেলা ওরিয়েন্টেড স্পেসিফিক টই। অমনি ধরলে বি ই কালেজের পাল্লা যে আরো কত ভারি হয়ে যাবে ! ঃ(ঃ)ঃ(
  • kc | ১৭ অক্টোবর ২০১১ ১০:২৯ | 194.126.37.78
  • আহা পাই ওরম কইতে নাই। সেতো পুরুষদের জন্যওতো কোনও টই নাই। তাই বলে কি পুরুষরা নাই নাকি?
  • lcm | ১৭ অক্টোবর ২০১১ ১০:২৫ | 69.236.162.31
  • হল তো। ঐ যে মাওবাদী, ক্যাম্পাসে ক্যামেরা, মত্ত কবি ... এসেট্রা...
  • pi | ১৭ অক্টোবর ২০১১ ১০:২২ | 72.83.90.203
  • বি ই কালেজ, আই এস আই, প্রেসি নিয়ে টই হলো, জলু নিয়ে বুবুভা, যাদবপুর নিয়ে কোনোকিছু নাই ? ঃ(
  • pi | ১৭ অক্টোবর ২০১১ ০৯:৪৬ | 72.83.90.203
  • ঃ)
  • ppn | ১৭ অক্টোবর ২০১১ ০৯:৪৪ | 112.133.206.22
  • দেশে ভলভো বাস তৈরি করে তো। তবে ওই আর কী। এমেনসির আবার দেশ হয় নাকি?
  • ppn | ১৭ অক্টোবর ২০১১ ০৯:৪২ | 112.133.206.22
  • এর জবাব কোর সেক্টরের লোকেরা দেবে। ঃ)
  • pi | ১৭ অক্টোবর ২০১১ ০৯:৪০ | 72.83.90.203
  • এই বাস দেশে তৈরি করা যায়না ? ঃ(
    ব্যাটারি চালিত বলে ?
  • abastab | ১৭ অক্টোবর ২০১১ ০৯:৩৮ | 61.95.189.252
  • নলেনগুড়ের আইসক্রীমের এত ভক্ত। আমার তো খেয়ে মনে হল নরম পাকের সন্দেশ একটু বেক করে দিয়েছে।

    সন্দেশকে আইসক্রীমের নামে চালাবার ইতালীয় ষড়যন্ত্র মনে হয়।
  • Bratin | ১৭ অক্টোবর ২০১১ ০৯:২৫ | 117.194.99.23
  • কেন Kc তুমি মোচার অপ দেখেতে পাও নাই?

    আহা অর্পন ঠিক বলেছে 'নলেনগুড়ের আইঅসক্রীম' জাস্ট যাতা। ভজহরি তে খেয়েছি। '৬ বালিগঞ্জ প্লেসে' আর ভালো পেয়েচি।

    আর ভেটকি মাছের ঐ রকম সাইড ভিয়্যু ওলা ছবি টা কে তুললো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত