আপনেরা নেতাইবাবুকে কয়েকটা গানের কালেকশন সিডি দ্যান না ক্যানো?
এই যেমন - "হায় হায় সাত পাকে বান্ধা পড়ো না" বা "আমার বউউউউউউউ আমার কথা শোনে না" বা "পান খেয়ে গাল পুড়েছে" - সব সেই অংশুমানের গাওয়া, অংশুমানের সিডি দিলেও চলে।
Jhiki | ২০ অক্টোবর ২০১১ ১৪:৩৫ | 182.253.0.99
মাসকয়েক আগে ঘোষণা হয়েছিল, যে বাড়ীতে অত স্টোরেজ স্পেস থাকা সঙ্কেÄও তাঁর নিজের জিনিস (ভগবান জানে সেটা কি, তবে সেটা জামা-জুতো-শেভিং সেট ইত্যাদি নয়, কারণ তারা খুব সুন্দর ভাবে বাড়ীতে অধিষ্ঠিত) রাখার কোন জায়গা নেই! তাঁকে আমি পুরো একটা ড্রয়ারের মালিকানা দিলাম, চাবিও তাঁর নিজ দায়িত্বে রাখতে দিলাম। তারপর আর সময় পাইনি সেসব নিয়ে মাথা ঘামাবার, পুজোর আগে আলমারী ঝাড়ার সময় বাকী সব চাবির সাথে সেই ড্রয়ারের চাবিও পেলাম, ড্রয়ার খুলে দেখলাম তা খালি....... কেন খালি জিগ্গেস করায় উত্তর এল "তোমারই তো আমার জিনিস ভরে দেওয়ার কথা ছিল!' এর পর আর নিশ্চয় বলে দিতে হবে না যে তিনি সেই ড্রয়ারের একচ্ছত্র মালিকানা হারিয়েছেন!
শুধু কম্পিউটার টেবিলটা, আর বিছানার ওয়ান থার্ড। কখনও সখনও রান্নাঘর।
সমস্ত বাওয়ালির সূত্রপাত তো ঐ কম্পিউটারের সামনে দিনরাত এক করে বসে থাকা নিয়েই ঃ-) একটু বেশি ভোগদখল করলে হয় তো অনেক শান্তিতে থাগতে পারতাম ঃ-)))
ppn | ২০ অক্টোবর ২০১১ ১৪:৩১ | 202.91.136.3
ডিডিদা ঃ)))
saikat | ২০ অক্টোবর ২০১১ ১৪:২৩ | 202.54.74.119
সিকি তো আসবাবপত্রে ওর জায়গাজমির হিসেব দিল। পুরো বাড়ীতে ক"হাত ভূমি সিকির জন্য বরাদ্দ?
siki | ২০ অক্টোবর ২০১১ ১৪:১৮ | 122.177.184.103
হায় ঝিকি। আমাদের দু ঘরে দু-দুখানা ওয়ার্ডরোব, ছাদ থেকে মেঝে পজ্জন্ত লম্বা। তার কেবলমাত্র একটি ওয়ার্ডরোবের একটি মাত্র তাকেই আমার জিনিস ধরে যায়।
ড্রেসিং টেবিলেও দেখছি তাই। চার-তাক বিশিষ্ট, এতদিন এর একটাই আমার জন্যে ডেজিগনেটেড ছিল, রেজার, ফোম, আফটার শেভ, পারফিউম ইত্যাদি কিছু তুচ্ছাতিতুচ্ছ জিনিস রাখার জন্য। রেখে জায়গাও থাকত। গত ছ বছর ধরে তাকটি এক্সক্লুসিভলো আমার জন্যেই ছিল। গেল ন'মাস যাবৎ দেখছি, আমার তাকে ফেস ওয়াশ, হ্যান ওয়াশ, ত্যান ময়েশ্চারাইজার, ইত্যাদি ধীরে ধীরে অনুপ্রবেশ ঘটাচ্ছে।
বাকি তাকগুলোর কথা আর না-ই বললাম। ঠাঁই নাই ঠাঁই নাই। ঃ)
saikat | ২০ অক্টোবর ২০১১ ১৪:১৮ | 202.54.74.119
বুঝলে নেতাই, মাপ করে জানালা খোলাটা শিখে নিও। কখনো হাফ, কখনো ফুল, কখনো পৌনে দু"ইঞ্চি ফাঁক করে - সবই শিখে রাখা ভাল।
নীতু, কুড়ির আগে আর গুরু খুলো না, তোমার সিনিয়ার দাদাগণ অতিশয় হিংসুটে, নতুন বৌয়ের কথা ভাবো বরং, ভালো ভালো ট্রাভেল-প্যাকেজ দ্যাখো, ঘুত্তে যাবার!
pharida | ২০ অক্টোবর ২০১১ ১৪:০১ | 61.16.232.26
ডিডিদা, ঃ))
dd | ২০ অক্টোবর ২০১১ ১৩:৫৯ | 124.247.203.12
আমি তো জানি। আদখানা জাল্না খুলতে নির্দেশ দিলে পু সি টি তখনই রাত জেগে ইশক্রু ড্রেইভার,হাতুড়ী ইত্যাদি নিয়ে আদখানা জাল্না উবরে খুলে ফেলেছিলেন। সারাদিন খাটাখাটুনির পর অতো বড়ো জাল্নার আদখানা খুলে ফেলাই কি চাট্টি খানি কথা।
ক্লান্তির ঝোঁকে হয়তো পুরোটা শোনে নি। স্বাভাবিক।
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:৫৬ | 122.172.243.176
খেতে যাই , মেলা বেলা হল।
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:৫৫ | 122.172.243.176
নেতাই, তুমি বুদ্ধিমান ছেলে, নিশ্চয়ই বুঝতে পারছ, এখানে কে কে তোমার প্রকৃত প্রকৃতই শুভাকাঙ্খী।
dukhe | ২০ অক্টোবর ২০১১ ১৩:৫২ | 122.160.114.85
নেতাই, বড় প্লাস্টিকের প্যাকেট আছে তো ? জাস্ট অ্যাকাডেমিক ইন্টারেস্ট । ভয় দেখাচ্ছি না ।
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:৫০ | 122.172.243.176
নেতাই, তাহলে এটাও শুনে নে , ডিক্টেটরশিপের নমুনাটা। পুরুষসিংহটিকে বলা হয়েছিল জানলাটা আধখানা না খুলে পুরোটা খুলতে। পুরুষসিংহটি আধখানা খোলা জানলা দেখিয়ে বললেন ""এটাই পুরো খোলা জানলা'', যাকে বললেন তিনি ক্ষীণ আপত্তি জানিয়েছিলেন ওটাকে পুরো খোলা জানলা বলে মেনে নিতে, আর সেই আপত্তিটিকে অভিহিত করা হল "ডিক্টেটরশিপ'' বলে।
Netai | ২০ অক্টোবর ২০১১ ১৩:৫০ | 121.241.98.225
শুনছি ঃ))
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:৪২ | 122.172.243.176
ব্রতীন ফোনটা সাইলেন্ট করে রাখা আছে। তাই শুনতে পাই নি। এখন ফোন করিসও না, মাথা গরম আছে।
dukhe | ২০ অক্টোবর ২০১১ ১৩:৪২ | 122.160.114.85
নেতাই শুনছ তো ?
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:৪০ | 122.172.243.176
কাল রাত্তিরে একজন পুরুষসিংহসদর্পে ঘোষণা করছিলেন ""তোমার ডিক্টেটরশিপ কিছুতেই মানব না'', বলেই তিনি চাদরমুড়ি দিয়ে শুয়ে পড়লেন। আজ সকালে যেই একটি প্লাস্টিকের প্যাকেটে পুরুষসিংহটির দুটি শার্ট, দুটি প্যান্ট আরো টুকিটাকি ভরে এগিয়ে দেওয়া হল নীরবে, তিনি দাড়ি কামানো ভুলে গিয়ে চমকে উঠে বললেন ""আজ সকালে আবার কী করলাম আমি!'' রাত্তিরের ঘোষণার কথা মনে করিয়ে দেওয়ামাত্রই বাথরুমে ঢুকে দুম করে দরজা বন্ধ করে দিয়ে অনেক্ক্ষণ ধরে গায়েহলুদের স্নান করতে লাগলেন।
Jhiki | ২০ অক্টোবর ২০১১ ১৩:৩৯ | 182.253.0.99
সিকি আমাদের বাড়ী তে পুরো উল্টো কেস, তাঁর জামা-জীনস-জুতোয় ঘর ভর্তি, তাও তিনি পুজোর বাজারে মাত্র তিনটে জীনস আর সাতটা টি-শার্ট কিনলেন! এছাড়া প্রতিবার দেশে গিয়ে তিন-চারটে পাঞ্জাবি তো তিনি কিনবেন-ই......... সেগুলো ও ঐ সাকুল্যে ছ ঘন্টার জন্য!!
কেন যে খালি মেয়েদের শাড়ী কেনা নিয়ে কটাক্ষ করা হয়......
Bratin | ২০ অক্টোবর ২০১১ ১৩:৩৫ | 122.248.183.1
তাছাড়া কবি বলেছেন ' এরা কোন ল মানে না । তাই তো এরা ললনা' ঃ-))
Bratin | ২০ অক্টোবর ২০১১ ১৩:৩৪ | 122.248.183.1
তবে কবি বলেছেন ' যে কোন খারাপ জিনিশের ভালো দিক থাকে'। মেয়ে দের থেকে শেখা যেতে পারে কি করে গুছিয়ে ঝগড়া করতে হয়।' আর যুক্তির লড়াই এ তাঁরা যখন হেরে যান 'তখন আছে চোখের জল' ঃ-))
ব্যাঙ, তোর ফোন বেজে গেল।
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:৩২ | 122.172.243.176
হ্যাঁ, ঠিক বলেছেন। ঐ ঝেড়ে ফেলার কাজটিও সাবলম্বী কন্যেদেরই করতে হয়, নয়তো পিঠ নুইয়ে যাওয়া, কাঁধ ঝুঁকে যাওয়া অত্যাচারিতেরা যে কিছুতেই নিজেরা নিজেদের রাস্তা দেখে নিতে পারে না।
dukhe | ২০ অক্টোবর ২০১১ ১৩:২৮ | 122.160.114.85
স্বাবলম্বী কন্যেরা তাদের সেখানেই ঝেড়ে ফেলে ।
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:২৬ | 122.172.243.176
ঝিকি, অঞ্জলি-ফঞ্জলি ছেড়ে দাও। অত দূর যেতেই হবে না। অনেক পুরুষসিংহকে দেখেছি, হবু বউকে প্রথমবার যখন নিজের বাড়ির লোকের সামনে নিয়ে যাওয়ার সাহস অর্জন করে, তখন হবু বৌটি যাতে শাড়ি পরে যায়, তার জন্য কি কাকুতিমিনতি, এমনকি নিজের বাড়িরলোকদের সেকেলে ইত্যাদি বলতেও আটকায় না তখন।
siki | ২০ অক্টোবর ২০১১ ১৩:২৪ | 122.177.184.103
সেই অপরাধবোধ থেকেই আলমারি বোঝাই হয় ঃ-) অথচ কবেই কবি বলে গেছেন চাপ লেনে কা নেহি, দেনে কা হ্যায়।
dukhe | ২০ অক্টোবর ২০১১ ১৩:২৪ | 122.160.114.85
ব্রতীন, ফাঁদে পা দিও না । সেই টইয়ের কথা গিন্নি জানতে পারলে -
Jhiki | ২০ অক্টোবর ২০১১ ১৩:২২ | 182.253.0.99
হায় সারাবছর কুল্লে ছ ঘন্টা শাড়ী পরাটাও যদি এড়ানো যেত!! তাহলে একটাও শাড়ী কিনতাম না, আমি নিজের গাঁটের কড়ি খরচ করেই নিজের জামাকাপড় কিনি, তাই আমার গায়ে বড্ড লাগে! কোন বাঙালী অনুষ্ঠানে শাড়ী পড়ে না যাওয়া বড্ড চাপের, এবার অষ্টমীর দিন অফিস থেকে বেরিয়ে অঞ্জলি দিতে গেছিলাম, শাড়ী পরা সম্ভব ছিলনা, ট্রাউজারের সাথে কুর্তি আর স্কার্ফ পরেছিলাম...... কত চেনা অচেনা মহিলাকে যে ঐ পোষাকের জন্য জবাবদিহি করতে হল!!
dukhe | ২০ অক্টোবর ২০১১ ১৩:২১ | 122.160.114.85
তৃপবুভূতে লিখলেই হয় । ওটার তো বেশ সিরিজ আছে ।
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:২১ | 122.172.243.176
তাতে কী হল ব্রতীন! তৃপবুভূর মত এই টইটাও নাহয় ১২ ছাড়িয়ে ১৩র দিকে দৌড়াবে। সাহস করে খুলেই ফেল না একটা?
Bratin | ২০ অক্টোবর ২০১১ ১৩:২০ | 122.248.183.1
একট টই এ কি হবে। অন্তঃত গোটা ১০/ ১২ । তাই আর কি? ঃ-))
dukhe | ২০ অক্টোবর ২০১১ ১৩:১৭ | 122.160.114.85
হিটলার তো দুমদাম মেরে দিত । এখন কোচ্চেন নেতাইয়ের গ্যাসচেম্বার পছন্দ না যাবজ্জীবন ।
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:১৬ | 122.172.243.176
কুমুদি, সেই যে রিমি লিখেছিল না, নিজেদের দুঃখ-কষ্ট লেখার জন্য একটা টই খোলার ধকটা শুদ্ধু এদের নেই।
পুরুষমাত্রেই শৈশবে মাতা, যৌবনে প্রেমিকা ও বার্ধক্যে ভার্যার অধীন । গিন্নির কর্তব্য অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেখা মনোবল বাড়ে কি না । থার্ড ডিগ্রির ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেখুন যদি কাজ হয় ।
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:১৩ | 122.172.243.176
শাড়ির কথা যখন উঠলো ই, তখন এই গুচরই এক বিখ্যাত পুরুষসিংহর কথা লেখার জন্য আমার হাত নিশপিশোচ্ছে। কিন্তু ওনার ব্যক্তিগত উঠোন ডিঙিয়ে যেতে পারি বলে লিখলাম না। ডিঃ ইনি ব্রতীন নন।
Jhiki | ২০ অক্টোবর ২০১১ ১৩:১২ | 182.253.0.99
ঃ)
ppn | ২০ অক্টোবর ২০১১ ১৩:১১ | 202.91.136.3
যাহ্, সবাই কি আর বোতিনের মত পুংসিংহ!
Bratin | ২০ অক্টোবর ২০১১ ১৩:১০ | 122.248.183.1
এরা কি ? শুধু শুধু ছেলে টাকে ভয় দেখাচ্ছে?
বৌ মোটেই ভয়ের জিনিশ নয়। হিটলার তো নয় ই।
ব্যাঙ বাজে বকিস নি।
siki | ২০ অক্টোবর ২০১১ ১৩:০৯ | 122.177.184.103
শাড়ির বেলায় চুপ থাকাই শ্রেয়। শাড়ির যা দাম, সারাবছরে কুল্লে ছঘণ্টা পরবে তার জন্যে কাঁড়ি কাঁড়ি টাকা খচ্চা করে আলমারি বোঝাই। কোন পুরুষ শাড়ির কথা তুলে নিজের পকেট কাটাতে চায়? ঃ-)
byaang | ২০ অক্টোবর ২০১১ ১৩:০২ | 122.172.243.176
ঝিকি, সত্যি সত্যি বিবাহিত পুরুষদের দেখলে আমার খুব কষ্ট হয়। বেচারারা আর কিছুতেই সাবলম্বী হওয়ার মতন মনোবলটুকু জোগাড় করতে পারছে না। এরা সব সময়েই মেয়েদের দ্বারা অত্যাচারিত। ছোটবেলায় নাকি এদের মায়েরা এদের ""ডাক্তার-ইঞ্জিনীয়ার হতেই হবে'' বলে অত্যাচার করেছে, মনের সুখ করে ক্লাস থ্রি-ফোর থেকে বিড়ি-সিগারেট খেতে দেয় নি, ক্লাস সিক্স থেকে পানু দেখতে দেয় নি ইত্যাদি। বিয়ের আগে নাকি প্রেমিকারা এদের অত্যাচার করেছে, ""চাকরি নেই, তাতে কী হয়েছে, বিয়ে করে নাও, আমার তো চাকরি অছে, দুজনার দিব্যি চলে যাবে'' এইসব বলে আবার সেই মানসিক অত্যাচার, ভালো করে রাজনীতি করতে দেয় নি, কবিতা লিখতে দেয় নি ইত্যাদি, আর বিয়ের পরে তো সবার বৌই হিটলার, সেই অত্যাচারের ফিরিস্তি আর আমাকে লিখতে হবে না, এনারাই মহানন্দে এখনই লিখতে বসে যাবেন। অ্যাত্তো অত্যাচার সয়েও এনারা মাথা তুলে দাঁড়াতে পারেন না, অত্যাচারের শিকল নিজেদের গলায় পরে অন্যদের শিকল পরতে দিতে চান না। তবু নিজেদের শিকলটা খুলতে চান না।
kd | ২০ অক্টোবর ২০১১ ১২:৫৭ | 59.93.243.15
না না নেতাই, এই ছেলেগুলোর কথা একদম শুনবে না। নির্ভয়ে এগিয়ে যাও। বিয়ে ইজ মোক্ষ।
আমার তো মনে হয় যারা ভয় দেখাচ্ছে তাদের সব প্রেমজ বিয়ে। লাইন মারার সময় দুনিয়ার সবকিছু প্রমিস করে এখন বৌরা যখন ক্যাশ-ইন করতে চাইছে, তখন দোষটা নিজের ওপর না নিয়ে বিয়ের ঘাড়ে চাপাচ্ছে! হুঁঃ!! সব চিকেন!
ডিঃ চিকেন বলা ঠিক হ'লো কি? চিকেনের তো স্পাইন আছে! ঃ)))
ও হ্যাঁ, নেতাই, তোমারও যদি প্রেমজ বিয়ে হয়, তবে বিয়ের পরের বিপদ এড়াতে আজ পর্যন্ত যত প্রমিস করেছো, সব উইথড্র করে নাও, মাসখানেক তো সময় আছে। তারপরে দেখবে রাস্তা পুরো স্মুদ, সেফ অ্যান্ড সাউন্ড (অবিস্যি যদি বিয়েটা শেষ পর্যন্ত হয়)।
dukhe | ২০ অক্টোবর ২০১১ ১২:৫৬ | 122.160.114.85
এইজন্যেই কুমুদি স্ত্রীপুরুষ নির্বিশেষে লুঙ্গির পক্ষে ।
pharida | ২০ অক্টোবর ২০১১ ১২:৫৬ | 61.16.232.26
নেতাই কিন্তু এই পোস্টগুলো দেখে আরো শিউরে শিউরে উঠছে - পস্টো দেকোতে পাচ্ছি।
Jhiki | ২০ অক্টোবর ২০১১ ১২:৫৩ | 182.253.0.99
আর বিয়ের সময় ধুতি পরা নিয়ে এত কথা, আর সেই মেয়েটাকে যে আইবুড়ো ভাত থেকে দিল্লী আসা পর্যন্ত প্রায় সবসময় শাড়ী পড়তে হবে তার বেলায় সবাই চুপ!
dukhe | ২০ অক্টোবর ২০১১ ১২:৫৩ | 122.160.114.85
আহা - কে আবার মন বিষোল ? আমি তো বললামই আমার এক দূরসম্পর্কের মামাতো ভাইয়ের ছোটবেলার বন্ধুর খুড়তুতো দাদার ভায়রাভাই বিয়ে করে সুখী হয়েছে ।
ppn | ২০ অক্টোবর ২০১১ ১২:৫২ | 202.91.136.3
সৈকতের পোস্টে অসুখী কথাটা আরামসে ড্রপ করে দেওয়া যায়।
Jhiki | ২০ অক্টোবর ২০১১ ১২:৪৮ | 182.253.0.99
ব্যাঙ কে ডিট্টো, এই কথাটাই আমি নেতাই এর টই-এ লিখব ভাবছিলাম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন