এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ২৩ অক্টোবর ২০১১ ২২:৪৪ | 112.133.206.18
  • ঘুমচোখে আমি টইতে পড়লাম শারদীয় পরকীয়া। ঃ(
  • ppn | ২৩ অক্টোবর ২০১১ ২২:৩৯ | 112.133.206.18
  • হ্যাপি বাড্ডে বুনান। ভালো থাকিস।
  • dukhe | ২৩ অক্টোবর ২০১১ ২২:৩৮ | 117.194.235.211
  • জার্মানদের ব্যাপারই আলাদা । পঞ্চাশোর্ধ্বদের কাছে না হারা অবধি লাফালাফি নাই । ঐ এক ম্যাচের কী একটা ওয়ার্ল্ড কাপ জিতল, কেউ একটা কথা বলল ? শুনলেন ?
  • Nina | ২৩ অক্টোবর ২০১১ ২২:১৫ | 69.141.168.183
  • সুখি জন্মদিন রে বুনুয়া----অনেক অনেক মিষ্টি খা--হাঁড়ি ভত্তি করে, বাটি ভরে পায়েস ঃ-))
    এখনও বে হোলোনি ---কি যে করিস!
  • ppn | ২৩ অক্টোবর ২০১১ ২১:৫২ | 112.133.206.18
  • অনূর্ধ্ব ২৩ দের সাথে জিতে কী নাপনাপি! শুভেচ্ছা রইল কমরেড।

    ওদিকে ম্যানিউ ঘরের মাঠে ৬-১ হেরেছে। অ্যাদ্দিনে পরাণডা জুড়াইল।
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ২১:২১ | 117.194.101.106
  • পিছিয়ে থেকে ৩-১। হ্যাট্রিক সহ। অপ্পন আর টিম কে দেখতে পাচ্ছি না। ওরা কোথায়?
  • kc | ২৩ অক্টোবর ২০১১ ২০:৪১ | 178.61.96.29
  • শুরুটা ভালই হল, হ্যাটট্রিক দিয়ে।
  • kc | ২৩ অক্টোবর ২০১১ ২০:২৯ | 178.61.96.29
  • কিন্তু আজকের ভাট-লাঞ্চে উপস্থিত জর্ম্মনগুলো ক্ষি বলল?
  • nyara | ২৩ অক্টোবর ২০১১ ২০:২৬ | 122.172.47.139
  • ইনজুরি টাইমে আর একটি ফুল ফুটিল। প্পন, টিম, দেদি ও যতেক জার্মান সবে লুচির মতন ফুলিল।
  • nyara | ২৩ অক্টোবর ২০১১ ২০:১৪ | 122.172.47.139
  • বাবলুবাবুর বাগানে দুটি ফুল ফুটেছে।
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ১৭:৫৮ | 117.194.99.252
  • 'টাকলা কে বদলা' টা গোলা!! ঃ-))
  • sayan | ২৩ অক্টোবর ২০১১ ১৫:৩৫ | 115.242.232.188
  • ধুৎ ইবে আবার একটা আলোচনা করার মত জিনিষ হল? তাচ্চেয়ে কিছু সিনেমার ভোজপুরি নাম শোনো -

    টাইটানিক - নৌকা দেলে ধোঁকা
    ঘোস্ট রাইডার - ভূত চড় গয়েল
    থ্রী ইডিয়টস - তিন ঠো বুড়বক
    গজিনি - টাকলা কে বদলা
    সাইলেন্স অফ দ্য ল্যাম্বস - বকরিয়া বোলত নাহি
    কুং-ফু পান্ডা - কুং-ফু পান্ডে
    মিশন ইম্পসিবল - ভাইয়াজি ই না হো পায়ি
    মিশন ইম্পসিবল ২ - হম ফির কহত রহি, ই না হো পায়ি বাবুয়া
    মিশন ইম্পসিবল ৩ - অব কিতনি বারি কহিবে, ই নাহি হো সকত
  • kc | ২৩ অক্টোবর ২০১১ ১৫:২৫ | 194.126.37.78
  • ইবের সমর্থকদের লাপালাপি দেখে মনে হয়, এরা যেন ৩৪ বছর ধরে সব ম্যাচই জিতছে।
  • i | ২৩ অক্টোবর ২০১১ ১৪:০২ | 124.171.42.168
  • শুভ জন্মদিন ব্ল্যাংকি!
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ১১:৩৯ | 117.194.97.79
  • আচ্ছা আমি শুনছিলাম এ বারে নাকি প্লেয়ার রা বিদ্রোহ করেছে অন্তঃত একটা ম্যাচ আমরা রেফরীর সাহায্য ছাড়া জিততে চাই, ন্যাড়া দা এ ব্যাপারে কিছু শুনেছো নাকি?
  • siki | ২৩ অক্টোবর ২০১১ ১১:৩১ | 122.177.181.116
  • ব্ল্যাঙ্কিকে হ্যাপি বাড্ডে। ব্যাটা ফোন সুইচ অফ করে বসে আছে।
  • nyara | ২৩ অক্টোবর ২০১১ ১১:২১ | 122.172.18.11
  • সেরকমই তো শুনতে পাই। প্পন, টিম, দেদি - এনারা নিশ্চয়ই আরও ভাল জানবেন। রেফারি ফান্ডের টাকা সব ওয়ার্ল্ড কাপ জিততে চলে গেল! বাকি মরসুম চলবে কেং কয়ে?
  • sayan | ২৩ অক্টোবর ২০১১ ১১:১৬ | 115.242.180.82
  • তাই! ইস্‌স্‌ব্যাঙ্গল আবার হেরেছে! এবাবা! এঃ।
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ১১:১৪ | 117.194.97.79
  • হ্যাঁ। চার্চিল নাকি ১-০ গোলে হারিয়ে দিয়েছে জার্মান দের!!
  • nyara | ২৩ অক্টোবর ২০১১ ০৯:৩০ | 122.172.18.11
  • কোন খেলা? চার্চিল আর জার্মান?
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ০৯:১৮ | 117.194.98.17
  • শিবু দা, তুমি কিন্তু দারুন জোকস বলো!! ঃ-))
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ০৯:১৭ | 117.194.98.17
  • kc কালকে ম্যাচের রেজাল্ট জানো নাকি? ও অপ্পন?
  • i mastaan | ২৩ অক্টোবর ২০১১ ০৮:২৫ | 124.168.49.37
  • আপনের সুপারি ফেরত ন্যান গো নিনাদিদি মাঠা'ন।
    চাকু হাতে সেদিন গিছিলাম .. বাড়ির বাইরে থেকে শুনি গান হচ্ছে-রাই কনক কাঁকন কাঁতি.. কি বলব মাঠান- মাথার গামছা খুলে চোখ মুছতে লেগেছি, চাকু কোথায় খসে পড়েছে কে জানে.. তো এমনি সময় তিনি বাইরে এলেন-হাতে বীণাখান দেখব ভেবেছিলাম,তা নয় অবশ্য ঐ লেপটেপ না কি বলেন গো আপনারা সেই একখান চৌকো মত -ঐ যে গো যেখানে চিঠি দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সেই যন্তর-পিছনে শান্ত মত চশমা চোখে দা বাবু ছিলেন। বড় দয়ালু মানুষ গো তাঁরা। এই বাগানে কাজে বহাল করলেন। কইলেন -বাগানে অনেক আগাছা ফুল ফলের সঙ্গে। আমি বললাম ও আগাছা সাফ করতে হবে তো? বললেন-নানা, আগাছাতেও জল দিতে হবে , এ নাকি এস্পেশাল বাগান। সেই কাজে বহাল হয়েছি। ও, নতুন গামছাও দেছেন।
  • a | ২৩ অক্টোবর ২০১১ ০৮:০৫ | 208.240.243.170
  • অপ্পনদা, ক্রিসিলিস বলে একটা নতুন স্কুল খুলেছে ভার্থুরে। ভর্তি করে দিলুম ছেলেকে ঃ)
  • pi | ২৩ অক্টোবর ২০১১ ০৭:৪০ | 72.83.90.203
  • খাইসে। টই দেখকে ঘাবড়া ভি গয়া।
    বাই।
  • pi | ২৩ অক্টোবর ২০১১ ০৭:৩৯ | 72.83.90.203
  • আরে! ডেলি বেলি তো ব্যাপক মস্তির সিনেমা !
    পাই খুশ হুয়া !
  • achintyarup | ২৩ অক্টোবর ২০১১ ০৪:৫০ | 59.93.246.151
  • মাছ কিছু খেয়ে এলাম বাংলাদেশে গিয়ে। ডাগদারও নিশ্চয়ই খেয়েছে। দেখি কি বলে
  • maximin | ২৩ অক্টোবর ২০১১ ০৪:৩৮ | 59.93.212.250
  • আর মাছ! কতদিন যে ফুলকপি দিয়ে বড় সাইজের কই মাছের ঝোল খাইনি!
  • pi | ২৩ অক্টোবর ২০১১ ০৩:৫০ | 72.83.90.203
  • ওটাকে তাও মেনে নেওয়া যায়। ওর থেকে আর তো মাছ বেরোবে না।
  • achintyarup | ২৩ অক্টোবর ২০১১ ০৩:৪৪ | 59.93.246.151
  • মাছেড্ডিম?
  • ppn | ২৩ অক্টোবর ২০১১ ০২:৪২ | 122.252.231.10
  • মাছের ডিম ফ্রিজে আছে।
  • pi | ২৩ অক্টোবর ২০১১ ০২:১৬ | 72.83.90.203
  • মাছ , মাছ ! তোমার ডিম নাই বাঙাল ? ঃ(
  • ppn | ২৩ অক্টোবর ২০১১ ০১:৩৮ | 122.252.231.10
  • কাতলার গাদা, চিংড়ি ভাপা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল এই হল আজকে জনৈক বাঙালের ডিনারের মেনু।
  • Sibu | ২৩ অক্টোবর ২০১১ ০১:১৮ | 108.23.41.126
  • বাঙালরা সকলেই ভাল। ঘটিদের মধ্যে একটু বেছে নিতে হয়। ঐ বাজারে সব্জি বাছার মত করে।

    যাই, মেয়ের ইস্কুলে যেতে হবে এবারে।
  • kc | ২৩ অক্টোবর ২০১১ ০১:১০ | 178.61.96.29
  • ঃ-)
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ০১:০৯ | 117.194.101.40
  • কেন? তুমি তো ভলো লোক। তার মানে বাঙাল দের মধ্যেও ভালো লোক আছে ঃ-))
  • Sibu | ২৩ অক্টোবর ২০১১ ০১:০৮ | 108.23.41.126
  • কেসি ঘটি? এত ভাল লোক ঘটি? এইটা বিশ্বাস হয় না।
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ০১:০৪ | 117.194.101.40
  • আরে kc বাঙাল কবে হল? দিব্বি ঘটি।
  • prateek | ২৩ অক্টোবর ২০১১ ০১:০৪ | 122.179.37.70
  • আইজ চার্চিলের লগে আমাগো কালিঘাট মিলন সমিতির খেলা আছিল। ফলাফল কি হইল বলাই বাহুল্য!
  • Sibu | ২৩ অক্টোবর ২০১১ ০১:০৩ | 108.23.41.126
  • কেসি লাউসেদ্দ খেলো? নাঃ, এটা বাঙালকুলকলঙ্ক এক্কেরে।
  • Netai | ২৩ অক্টোবর ২০১১ ০০:৪৮ | 122.161.28.217
  • কেসিদা। সর্বপ্রথম আকাদাই মনেহয় রিপ্যাট্রিয়টিত হতে চেয়েছিল। ধরতে পারলে (পারবে কিনা জানিনা, আকাদা খুব জোরে দৌড়ায়) আচ্ছা করে রিপ্যাট্রিয়ট করে দিয়ো।
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ০০:৪৬ | 117.194.101.40
  • kc কায়দা করে রেসিপি টা বলে দিলো নাতো?

    অভ্যু বুইলাম!!
  • Netai | ২৩ অক্টোবর ২০১১ ০০:৪৫ | 122.161.28.217
  • মগরাহাটের মুরগি স্বাদে গন্ধে খুব বিখ্যাত। বইপড়ে জানতে পারা যায়না অবশ্য।
  • Abhyu | ২৩ অক্টোবর ২০১১ ০০:৪৫ | 97.81.87.27
  • পান কত্তেন না বলেই মনে হয় - কারণ পরের লাইনটা - পূজাফুল না ফুটিল, দুখনিশা না কাটিল - এই টাইপের। পান করলে তো এ রকম হওয়ার কথা না?
  • kc | ২৩ অক্টোবর ২০১১ ০০:৪৪ | 178.61.96.29
  • আজকের মেনু,
    একটু ফুলকপি, ব্রকোলি, জুকিনি, সিকিভাগ পেঁয়াজ, তিন কোয়া রসুন, চারটে বিন, একটা গাজর, আদ্ধেক মুলো, দুটো মাশরুম, একমুঠো মটরশুঁটি, একটু লাউ, ঠিক চার মিনিট স্টিমে রেখে গোলমরিচের গুঁড়ো, নুন আর মাখন দিয়ে মেখে, বড় একবাটি। সঙ্গে জনি ওয়াকার ব্ল্যাক, তিন পেগ।

    ন্যাড়াদা, কাকে রিপ্যাট্রিয়েট করতে হবে?
  • gourmet | ২৩ অক্টোবর ২০১১ ০০:৩৯ | 117.226.130.73
  • আরো একটু খাওয়ার গল্প হোক তালে।
    গত বেস্পতিবার গেলাম মগরাহাট। বুনানের বারুইপুর থেকে ঐ একটু ডায়মনের দিকটায়। সেখানে প্রতি বেস্পতি আর রোব্বার মুরগির হাট বসে। এই এগারোটা থেকে দুপুর-বিকেল পর্যন্ত।
    গিয়ে দেখলাম মোরগ, মুরগি, মুরগির ছানা, পায়রা, হাঁস ইত্যাদি। অনেক রকমের।
    এক বুড়িমার কাছ থেকে কেজি দুয়েকের একটি মোরগ কিনে, বাজারে পোলট্রির দোকান থেকে কাটিয়ে নিয়ে শ্যাল্‌দা লোকালে করে বাড়ি ফেরা হল।
    আর সে যা মুর্গি দাদা! এক্কেবারে দেশি মোরগ যারে কয় তাই। দুর্দান্ত। জেম্নি দেখতে, তেম্নি খেতে!
    তবে মাঝখান থেকে মগরাহাটের পোলট্রিওলা আড়াইপোঁচে জবাই করা মোরগ খাইয়ে ধর্মনাশ করে দিল।
    তা কি আর করা যাবে।
  • Netai | ২৩ অক্টোবর ২০১১ ০০:৩৮ | 122.161.28.217
  • বারে বারে ফিরেও পান করতেন না?
    আশ্চর্য্য ক®¾ট্রাল ছিল দাদুর। আর ডিগনিটিও।
  • Bratin | ২৩ অক্টোবর ২০১১ ০০:৩৭ | 117.194.101.40
  • না না ভেঙে পড়ো না। কবিতার লাইন খেয়াল করো। ' এক বার না পারিলে দেখো শত বার' ঃ-))
  • Abhyu | ২৩ অক্টোবর ২০১১ ০০:৩৬ | 97.81.87.27
  • দাদু কিন্তু পান করতেন না - 'মোরে বারে বারে ফিরালে'
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত