এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ৩১ অক্টোবর ২০১১ ২০:৩২ | 117.194.194.220
  • মা বাবা হিসেবে একটা কথা মনে হচ্ছে। আমরা ছেলেমেয়েদের কৃতিত্বগুলোর গৌরব নিতে ভালোবাসি কিন্তু তাদের অসাফল্যের অগৌরবটুকুর ভাগীদার হতে চাই না একেবারেই? স্কুল থেকে অভিভাবককে ডেকে পাঠানো অন্ততঃ দুটি কিশোর ছেলের মৃত্যুর কারন হল -- অভিভাবকদের স্কুলে ডাকা এই অবস্থায় কতটা অর্থ রাখে? অভিভাবকদেরই হয়তো কাউন্সেলিং করা দরকার তাদের কাছে সন্তানের সমস্যা জানানোর আগে।
  • Du | ৩১ অক্টোবর ২০১১ ১৯:০৩ | 117.194.194.220
  • ২০০ টাকার টিকেট শেষ অলরেডি , ৫ তারিখের লীয়ার এর জন্য
  • Netai | ৩১ অক্টোবর ২০১১ ১৮:৩২ | 121.241.98.225
  • না। নেতাই ভালো করে জানেনা। এমনকি আবছা আবছাও বুঝতে পারছেনা।
  • kumu | ৩১ অক্টোবর ২০১১ ১৮:০২ | 122.160.159.184
  • নেতাই ভাল করেই জানে ""তাঁর"" শব্দটি দুখে ""কাঁর"" উদ্দেশ্যে প্রয়োগ করিয়াছেন!!
  • Netai | ৩১ অক্টোবর ২০১১ ১৭:৫৮ | 121.241.98.225
  • দুখেদা কি ডিডিদার উদ্দাম বাহারী চুলের উচ্ছ্বাস দ্যাখেন নাই?
  • sayan | ৩১ অক্টোবর ২০১১ ১৭:৫৭ | 160.83.96.83
  • কাল ছুটি। সামনের সোম্বার ছুটি। এমং কী তার পরের সোম্বারও ছুটি। এখন ছ'টা বাজে। বাড়ি যেতে হবে।
  • Bratin | ৩১ অক্টোবর ২০১১ ১৭:৪৩ | 122.248.183.1
  • স্পেলিং মিস্টেক করে প্রতীক ন্যাড়াদার প্রায় বারোটা বাজিয়ে দিয়েছিল। শেষে একটা 'য ফলা' এসে পরিস্থিত সামাল দেয় ঃ-))
  • maximin | ৩১ অক্টোবর ২০১১ ১৭:৩৪ | 59.93.205.143
  • এটা দারুন দিলেন কুমু।
  • kumu | ৩১ অক্টোবর ২০১১ ১৭:৩০ | 122.160.159.184
  • নেত্য যেন হেসে দুলায় দীপ্তেনের জটা-
    যেথা যে রয়, ছাড়িল পথ -----
  • kumu | ৩১ অক্টোবর ২০১১ ১৭:২৬ | 122.160.159.184
  • টইতে যান,শ্রাবণী লিখছে------
  • dukhe | ৩১ অক্টোবর ২০১১ ১৭:১৬ | 122.160.114.85
  • নেতাই, তাঁর চুল কেমন ? জটা জমবে ? প্রস্তাবটা দিয়ে দেখবে নাকি ?
  • Netai | ৩১ অক্টোবর ২০১১ ১৭:০০ | 121.241.98.225
  • সন্ন্যাসী তো ডিডিদাও হতে পারে। এমনিতেই এমন ঘন চুল, তার বাড় বাড়িয়ে বড় করে নিয়ে জট পাকিয়ে জটা বানাবে। বেশ মানাবে।
    কল্পনা করুন কবিগন।
  • maximin | ৩১ অক্টোবর ২০১১ ১৬:৪৬ | 59.93.205.143
  • য ফলা ব্যাপারটা কী ব্রতীন?
  • maximin | ৩১ অক্টোবর ২০১১ ১৬:৪৫ | 59.93.205.143
  • যা লিখছি বাজে হচ্ছে। গুরুচন্ডালিতে এত ব্রিলিয়ান্ট লোকজনের ভিড়। আমার আত্মবিশ্বাস (যেটুকুও বা ছিল) মেরে দেওয়ার তাল করছে।
  • maximin | ৩১ অক্টোবর ২০১১ ১৬:৪০ | 59.93.205.143
  • বেলা গেল। বিকেল হল। লিখতে বসি।
  • Bratin | ৩১ অক্টোবর ২০১১ ১৬:৩৫ | 122.248.183.1
  • প্রতীক, যাতা জিনিস হবে মনে হচ্ছে। কিন্তু তুমি 'য ফলা' র ব্যাপার টা চেপে গেলে তো!!
  • Bratin | ৩১ অক্টোবর ২০১১ ১৬:৩৪ | 122.248.183.1
  • কুমু দি, কালী পুজোর দিন ৭ কাপ চা খেয়ে ৩০ ঘন্টা উপোস করলুম। আর ভোর পাঁচ টার সময় গরম গরম লুচি খেলাম আলুর দম আর কপির তরকারি দিয়ে। সাথে ছিলো রসোগোল্লা।
  • dd | ৩১ অক্টোবর ২০১১ ১৬:৩৪ | 124.247.203.12
  • অল্প বয়েস,রক্তো গরোম, তাই খাওয়া আর আড্ডা নিয়ে হুলোহুলি, কিন্তু ভিতরে ভিতরে একটা টান হয়তো আছে।

    নিশুত রাতে কঠিন কঠিন অংকের কথা ভেবে ঠিক ঘুমিয়ে পরার আগেই হয়তো একটা উদাসীন আছন্নতা চেপে ধরে, না বুঝে খামোখাই এরা জেলুসিল খায়।

    বছর কুরি পরে দেখবে সব বাবাজীর দলকে, হয়তো তিলক কেটে নেড়ু মুন্ডি, খোল বাজিয়ে ববম ববম করছে।

    হাই প্রোবাবিলিটি।
  • dukhe | ৩১ অক্টোবর ২০১১ ১৬:২৮ | 122.160.114.85
  • সন্নিসী ? তা নেতাই হতেও পারে । যদি বাঁচতে চায় ।
  • kumu | ৩১ অক্টোবর ২০১১ ১৬:২৩ | 122.160.159.184
  • হুঁঃ,ডিডিদার যেমন কতা-
    খাওয়া আর আড্ডার গন্ধ পেলে দিগ্বিদিক জ্ঞান থাকে না,এরা হবে সন্নিসী---
  • kumu | ৩১ অক্টোবর ২০১১ ১৬:২১ | 122.160.159.184
  • টইটার সুর না কেটে এখানে লিখি-ব্যাং আর পারমিতা মিলে রাজীকে লুরুতে লুকিয়ে রাখে নি তো?
  • dd | ৩১ অক্টোবর ২০১১ ১৬:১৯ | 124.247.203.12
  • পড়াশুনায় খুব ভালো বিশেষতঃ অংকে চটকদারেরা একটু ক্যামন টাইপের হয়। আলাভোলা,অস্থির,

    হেথায় তো আই এস আইএর অংকোবাজেরা গিজ গিজ করছেন, কে কবে কোথায় সন্নিসী হয়ে যায় কে জানে।
  • nyara | ৩১ অক্টোবর ২০১১ ১৬:১১ | 115.241.156.202
  • মহান মিত্র দেখলাম এবার ভাটনগর পেয়েছে। আমাদের ব্যাচের ছেলে। সন্ন্যাসী হয়ে গেছে জানতাম না। ওর ভাইকে আমি ও এখানে বোধহয় অনেকেই চেনে। সেও এক স্টেলার ছেলে।
  • kumu | ৩১ অক্টোবর ২০১১ ১৫:৫৯ | 122.160.159.184
  • ন্না,ন্না,নেতাই,কাজু এরা কিসুই কয় নাই,আর কইলেও ক্ষমা কইরা দিতাম।নেতাইএর নিজেরি সামনে এতবড়----
  • nyara | ৩১ অক্টোবর ২০১১ ১৫:৫৬ | 115.241.156.202
  • অভ্যুকে ক্ক। 'আমার দিন ফুরাল' কনক দাসের পরে আর কারও শোনা ঠিক নয়।

    কী খাওয়া খাচ্ছি মাইরি। গেল আড়াই দিনে আমার এক বছরের মালের কোটা কমপ্লিট করে ফেললাম। কোলেস্টেরলেরও। বাকি ৩৬২ দিন রোস্টেড ঢ্যাঁড়স, সটেড উচ্ছে, গ্রিলড বেগুনের ওপর থাকতে হবে মনে হচ্ছে।
  • siki | ৩১ অক্টোবর ২০১১ ১৫:৫৬ | 123.242.248.130
  • আমি তো ঠিকই দেখছি।
  • maximin | ৩১ অক্টোবর ২০১১ ১৫:৪৭ | 59.93.205.143
  • এইটা কইলাম রাজা নাটক নিয়া। টই নিয়া আমারও একই অভিজ্ঞতা হইতাসে। লেখাগুলানরে চিপায় পড়া অবস্থায় দেখতাসি।
  • Netai | ৩১ অক্টোবর ২০১১ ১৫:৪১ | 121.241.98.225
  • কুমুদির মেজাজ গরম হওয়ার কি কারন? আজ তো আমি কিছু কই নাই।
  • maximin | ৩১ অক্টোবর ২০১১ ১৫:৩১ | 59.93.205.143
  • সমর্পনের আমরা কী জানি? রিসিভড ধারনা দিয়ে সমর্পণ হয় কি? আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে, চির বসন্ত যে তোমারি খোঁজে এসেছে প্রাণে, তারে বাহিরে খুঁজি মরিছ বুঝি পাগলপ্রায় আহা আজি সে আঁখি বনের পাখি বনে পালায় হায়রে হায় হায়রে হায়।
  • prateek | ৩১ অক্টোবর ২০১১ ১৫:২৫ | 180.151.34.130
  • ব্রতীন,"পাহাড়ি কাবাব" খেয়ে যা মনে হল পুদিনা/ধনেপাতা বাটা দিয়ে মেরিনেট করে হাল্কা আঁচে skew করে।আর রসুন দেয়না বলেই মনে হল।খেতে দিব্য!
  • kumu | ৩১ অক্টোবর ২০১১ ১৫:২১ | 122.160.159.184
  • মেজাজ ঠিক নাই,নইলে আম্মো যেতুম কিং লীয়র দেকতে।সবাই যাচ্চে যখন----------
  • Ishan | ৩১ অক্টোবর ২০১১ ১৪:১৩ | 117.194.40.0
  • ঠিক করে দিসি।

    কিং লিয়ারের টিকিট কোথায় পাওয়া যাচ্ছে?
  • I | ৩১ অক্টোবর ২০১১ ১৩:২৬ | 14.96.26.46
  • আম্মো তাই দেখছি। টইটা আসলেই গোলমেলে।
  • s | ৩১ অক্টোবর ২০১১ ১২:২৯ | 117.194.97.114
  • বেশ কিছুদিন ধরে ঘেঁটে যাওয়া টই দেখছি। স্ক্রিনের আদ্ধেক জুড়ে ডানধারের সব লিঙ্ক, বাঁ'দিকের লিঙ্কগুল সব সরু আর মূল লেখা এইটুকুনি জায়গায়, যেন চিপায় পড়সে। এটা কি শুধু আমিই দেখছি নাকি আসলেই ঘেঁটে আছে?
  • dukhe | ৩১ অক্টোবর ২০১১ ১১:৫০ | 122.160.114.85
  • রাজা লিয়রের শো রবীন্দ্রসদনে । ৫ এবং ৬ । কালকেই দেড় লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ।
  • Bratin | ৩১ অক্টোবর ২০১১ ১১:৩৯ | 122.248.183.1
  • অপ্পন আর উইকি অঙ্গাঙ্গীভাবে জড়িত। ঃ-))
  • Bratin | ৩১ অক্টোবর ২০১১ ১১:৩২ | 122.248.183.1
  • কর্ণাটক ডে এক দিন।
  • kumu | ৩১ অক্টোবর ২০১১ ১১:৩০ | 122.160.159.184
  • অর্পণের সোম মঙ্গল ছুটি কেন?
  • Bratin | ৩১ অক্টোবর ২০১১ ১১:২২ | 122.248.183.1
  • পাঁচ দিন পরে আপিসে এ এসে বড় ল্যাদ লাগছে!!
  • kc | ৩১ অক্টোবর ২০১১ ১০:৫৩ | 194.126.37.78
  • অভ্যু, ন্যাড়াদা, এরা নিজেদের কালেকশনগুলো একটা হার্ড ডিস্কে ভরে জনশিক্ষার্থে শেয়ার করলেওতো পারে। আর ম্যাক্সিমাম ৩০ বছর, তারপর এগুলো সব প্ল্যাটিপাস হয়ে যাবে।
  • q | ৩১ অক্টোবর ২০১১ ১০:২৯ | 121.241.218.132
  • পুজোর আগে কলকাতা মেট্রো রবিবার সকাল দশটা থেকে চালু হল কাগজে বড় করে খবর দিয়ে। আগে তিনটে নাকি দুটো থেকে চলতো। এই সকাল দশটা থেকে মেট্রো যে বন্ধ হয়ে গেছে সে খবরটা লোকজনকে জানানো হয়তো মেট্রো স্টেশনে নোটিশ লাগিয়েই সারা হয়েছে। কাগজের সেই চালু হওয়ার খবর মনে রেখে এই রবিবার সকাল দশটায় মেট্রো স্টেশনে পৌঁছে কি দুর্ভোগ।
  • dd | ৩১ অক্টোবর ২০১১ ১০:২৫ | 124.247.203.12
  • অভ্যুকে বার বার বলেছি। বলতে বলতে আমার কুনুই ব্যাথা হয়ে গ্যাছে, তাও ও শুনবে না।

    ব্যাটা এম্নি পাজী।

    বলেছি না, এই সব লিং গুলো সযত্নে গানের টইতে তুলে দিতে?
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১১ ১০:২২ | 97.81.68.121
  • কনক দাশেরটা অন্তত শুনবেন, কেমন?
    আমার মতে সবচেয়ে ভালো ওটাই, ওনার দেবরেরটা নয় ঃ)
  • dd | ৩১ অক্টোবর ২০১১ ১০:২১ | 124.247.203.12
  • পু সি শুনতেই মিষ্টি কুষ্টি, উটি আসলে পুরুষ সিংহের ছোটো ফর্ম।
  • Sibu | ৩১ অক্টোবর ২০১১ ১০:১৯ | 108.23.41.126
  • পুরুষসি'ম্‌হ মনে হয়। স্পেসটা টাইপো না।
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১১ ১০:১৫ | 97.81.68.121
  • অর্থাৎ আমি শুতে যাবো।
    gute Nacht
  • u | ৩১ অক্টোবর ২০১১ ১০:১৫ | 61.12.12.84
  • পু সি কী?
  • dd | ৩১ অক্টোবর ২০১১ ১০:১২ | 124.247.203.12
  • না, না গো না কোরো না ভাবোনা।

    পরের থেকে আবার ফাইফ ডে চালু হোলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত