তবে পিপি আর দু-কেও বলি গল্পটা আর অবিশ্যি অবিশ্যি সিকিরও এ গল্প শোনা উচিৎ। ছেলের স্কুলে অ্যাদ্দিন মার্কশীটটা পেরেন্ট-টিচার মিটিং ডেকে তখন হাতে দিত, আর কোন কোন সাবজেক্টে বেশি নজর দিতে হবে, সেটা তখন দিদিমণিরা বলে দিত। এক একটা ক্লাসের এক একদিন রেজাল্ট বেরোত আর সঙ্গে পেরেন্ট-টিচার মিটিং। মানে সোমবার ক্লাস ফোর মঙ্গলবার ক্লাস থ্রি এইভাবে হত। তো গতকাল ক্লাস ফোরের একজন মা ফোন করে বললো তাদের ক্লাস ফোরের পেরেন্ট-টিচার মিটিং পোস্টপোন হয়ে গেছে। আজকে আমার ছেলের ক্লাসের হওয়ার কথা ছিল। তো বেলা এগারোটা নাগাদ মোবাইলে এসেমেস এল (বাল্ক এসেমেস), ছেলেদের ক্লাসেরটাও অনির্দিষ্ট সময়ের জন্য পোস্টপোন করা হল। তখন অতটা পাত্তা দিই নি। আজ দুপুরবেলায় আবার আরেকটি অন্য ক্লাসের মায়ের ফোন, তাদের ছেলেদের ক্লাসে আজকে প্রিন্টেড নোটিস দিয়েছে, বিভিন্ন ছেলের বিভিন্ন দিন, বিভিন্ন সময়ে মিটিংএর সময় ধার্য্য করা হয়েছে। কিন্তু এদিকে ক্লাসে টিচার সুন্দরভাবে ব্যাখা করে ছেলেদের বুঝিয়ে দিয়েছেন যে এবার থেকে আর আগের নিয়মে এক এক দিন এক এক ক্লাস ঐভাবে হবে না। একদিন শুধু প্রতিটা সেকশনের প্রথম পাঁচজনের (মানে যারা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তাদের, পরের দিন যারা বেশ ভালো করেছে তাদের, তার পরের দিন অ্যাভারেজ রেজাল্ট করেছে যারা তাদের, এইভাবে শেষ দিনে নাকি যারা ফেল করেছে শুধু তাদের। ফলে যা হওয়ার ছিল, তাই হয়েছে, বাচ্চারা কার কোন ডেটে মিটিংএর টাইম তার থেকে নিজেরাই বুঝে নিচ্ছে, কে কোন গ্রুপে, এবং মায়েরাও একে অপরকে ফোন করে জিজ্ঞেস করতে আরম্ভ করেছে - তোকে কবে ডেকেছে রে?
পাই, চাই তো। বললাম যে, অসুখ হলে চাই। তবে দাসী নয়, বৌ চাইঃ-)
Du | ০৪ নভেম্বর ২০১১ ২০:১৯ | 117.194.195.66
ব্রতীন, আমার বাড়িতে কেউ তিলের নাড়ু পাঠালেও এক দিনের বেশি থাকে না ঃ) আর এখোনো বেলন চাকী আনা হয় নি। বাকি সব পাওয়া যাবে
pi | ০৪ নভেম্বর ২০১১ ২০:১২ | 72.83.90.203
কেশীদা, palbhowmicki জিমেইল।
pi | ০৪ নভেম্বর ২০১১ ২০:১২ | 72.83.90.203
কাশি হলে দাসীকে চাই না ?
pipi | ০৪ নভেম্বর ২০১১ ১৯:৫৬ | 129.74.191.152
অভু, ঃ-)) কিন্তুক, সত্যি একটা বৌ পেলে ভারী ভাল হয়। একটা মিষ্টিমতন বৌ, তাকে কিচ্ছুটি কত্তে হবে না, খালি রান্না করবে আর আমার অসুখে একটুক সেবা মানে এই জলপটি দেবে।
কেউ ব্যাচেলর পার্টি চাইলেই কাঁদোকাঁদো হয়ে বলছি, তোরা কি চাস এই পার্টি দিতে গিয়ে আমি ফতুর হয়ে যাই আর সারাজীবন ব্যাচেলার হয়ে কাটাই? হু হা কাজ দিচ্ছে ডায়লগটা।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৯:৩৬ | 59.93.216.74
আপাতত কাটি। টাটা।
ppn | ০৪ নভেম্বর ২০১১ ১৯:৩৩ | 216.52.215.232
বাড়ি গেলাম।
নেতাই, উইকেন্ড ভালো করে মস্তি করে কাটাও। ব্যাচেলর পার্টি কবে হচ্ছে? ;-)
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৯:৩২ | 121.241.98.225
ধরতে চাইলেই কি ধরা যায়। লোকে ধরা খেতে চেয়েও খেতে পারেনা।
ppn | ০৪ নভেম্বর ২০১১ ১৯:৩২ | 216.52.215.232
ও হ্যাঁ, সুশীল অংক যত্ত! ঃ)
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৯:৩১ | 59.93.216.74
পিপি এত করে সরি বলতে হবে না। কথা বললেন বলে খুশি হলাম।
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৯:৩১ | 121.241.98.225
সকাল সকাল শক্ত ধাঁধা সলভ করে এখন নিশ্চয় মন ফুরফুরে ?
Abhyu | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২৯ | 97.81.67.247
আমিও দিন দিন টিলা হয়ে যাচ্ছি - পিপি বলেছে - বৌ-এর যদি পছন্দ না হয়? - অনেকক্ষণ ভাবলাম - পিপির বৌ??
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২৯ | 121.241.98.225
প্পন্দা টিউবলাইট? ঃ))) না না। ঐ বাতিটা মোমবাত্তি।
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২৮ | 121.241.98.225
এইটা পিপি ঠিক বলেছে। লাল বোতল ছুড়ে মারলে রক্ত আলাদা করে চেনা যাবেনা। তার চেয়ে কিছু কাগুজে ফুল দিও। ছুঁড়ে কপাল ফাটানো যাবেনা।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২৭ | 59.93.216.74
এমনিতে চ্যাটরুমে কেউ সব কথা খেয়াল করে না সেটা আমিও জানি। কিন্তু তার আগে আমাকে চোর ধরার মত করে ধরা হয়েছিল।
ppn | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২৬ | 216.52.215.232
দুদিক মানে? টিউবলাইট নাকি?
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২৫ | 121.241.98.225
আকাদা হয়তো খ্যাল করে নাই, একটা বাতির দুদিক ফরিদাদা আগেই জ্বালিয়ে গেছিল। তা এই টা চোখে পড়েনি বলে আমি কি আকাদাকে জ্বালিয়েছি। একদম ই না।
pipi | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২৪ | 129.74.191.152
নেতাই, ঃ-) কিন্তু বৌ এর যদি বোতল না-পসন্দ হয়? তাপ্পরে যদি ঐ বোতল ছুঁড়ে মারে? না থাক, তোমার বোতলে কাম নাই।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২৪ | 59.93.216.74
নেতাই -- সেন্টু খাই নি। অফেন্স নিয়েছি।
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২২ | 121.241.98.225
এই যেমন আমি পিপিরে থ্যান্কু কই নাই। তাতে করে কি আমার কোন লাল বোতল পাওনা হয়নি? হয়েছে নিশ্চয়।
pipi | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২২ | 129.74.191.152
যাচ্চলে! ম্যাক্সিমিন, আপনার পোস্টটা খেয়াল করি নি তাই উত্তর দেওয়া হয় নি। সরি। আসলে সকালবেলায় এত কাজের মাঝখানে খুঁটিয়ে গুরু পড়ার বা লেখার সময় থাকে না, মাঝেসাঝে এসে উঁকি মেরে উপর উপর চোখ বুলিয়ে যাই। তবে এত সামান্য একটা ব্যাপারে লজ্জা পাওয়া/মাফ চাওয়া কাটিয়ে দিন। আমার ফোনের সুস্বাস্থ্যের জন্য অভিনন্দন জানিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ।
aka | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২১ | 168.26.215.13
ম্যাক্সিমিন এগুলো একটাও ইগনোর নয়, তবে সবসময় সব কথা বিভিন্ন কারণে চোখে পড়ে না, বা লোকে অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, পরে যখন ফিরে আসে তখন হয়ত টপিকই বদলে গেছে ইত্যাদি ইত্যাদি।
এই যে নেতাই কাল মোংবাতির ধাঁধাটা করলাম, কোন উত্তর কি দেছে? দেয় নাই, তাই বলে কি আমি নেতায়ের বে আটকে দিচ্ছি? না। সিম্পুল।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৯:২০ | 59.93.216.74
ব্রতীন নামের প্রথম অক্ষর নিয়ে প্রশ্ন করেছিলে। উত্তরটা আজ থাক।
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৯:১৮ | 121.241.98.225
ম্যাক্সিমিন মনে লিচ্চে সেন্টু খাইত্যাসেন। সেন্টু খায়েন না।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৯:১৪ | 59.93.216.74
আইফোন ঠিক হয়েছে বলে পিপিকেও অভিনন্দন জানিয়েছি। তারও নো রেসপন্স। লজ্জিত বোধ করছি। মাফ চাইছি।
aka | ০৪ নভেম্বর ২০১১ ১৯:১১ | 168.26.215.13
এটা কি কেউ দেখেছিল? দাদা অন গ্রেগ চ্যাপেল।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৯:১০ | 59.93.216.74
কেসি আপনি থার্ড পার্সনে কিছু বললেন। তারপর আমি আপনাকে সম্বোধন করে কিছু বলেছিলাম। উত্তর দেন নি।
pipi | ০৪ নভেম্বর ২০১১ ১৯:০৮ | 129.74.191.152
নেতাই, নাহ চালের বস্তার ক্ষমতা কেবল জল শুকোনোতেই সীমাবদ্ধ। তোমারটার জন্য ভাল দাওয়াই হচ্ছে পকেট হালকা করাঃ-)
কেসি, লিচ্চয়, লিচ্চয়। বস্তা বস্তা থ্যাঙ্কু আর বোতল বোতল লাল জলঃ-)
byaang | ০৪ নভেম্বর ২০১১ ১৮:৫৯ | 122.167.229.192
হা হা হা ব্রতীন, কেসি আমাকে তিনবার ভোঁদাই বলার কয়েক ঘন্টা আগেই আমি জনৈকা গ-দেবীকে ফেসবুকে বন্ধুনী হওয়ার নেমন্তন্ন করে এসেছি। আমি কি ডরাই কভু ...
Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৮:৫৬ | 122.248.183.1
ব্যাং ,kc তোকে তিন তিন বার ভোঁদাই বলেছে প্রানের ভয় না করেই।
kc | ০৪ নভেম্বর ২০১১ ১৮:৪৭ | 178.61.96.29
চাল খুব ভালো ডেসিকেটরের কাজ করে। জল বাষ্প শুষে নেয়।
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৮:৪০ | 121.241.98.225
চালের বস্তার ব্যাপারটা জানা ছিলনা। কিন্তু উহা কি উপায়ে রোগ সারায়? কোন দৈব প্রক্রিয়া? নাকি বিজ্ঞান সম্মত পদ্ধতিতে?
আমার মোবাইলের ডিসপ্লে গেছে। এলসিডি টাই ভেঙে গেছে। এটাও কি চালের বস্তায় জুড়ে যাবে?
byaang | ০৪ নভেম্বর ২০১১ ১৮:৩৭ | 122.167.229.192
আজকালকার স্কুলগুলোর হালচাল নিয়ে কিছু টই ছিল না, আমি নামগুলো ভুলে গেছি, একটু খোঁজ দেওয়া যায় ঐসব টইগুলোর?
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৮:৩৫ | 59.93.216.74
এবারে সত্যি করেই সবাই চুপ মেরে গেল।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৮:২৭ | 59.93.216.74
পিপি কে অভিনন্দন।
kc | ০৪ নভেম্বর ২০১১ ১৮:২৬ | 178.61.96.29
ঝিলপিপি, আমারে একবস্তা থ্যাঙ্কু দাও। আর একটা রেড ওয়াইনের ভর্তি শিশি।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৮:২৬ | 59.93.216.74
ইয়া পাপা ইয়া আলি!
pipi | ০৪ নভেম্বর ২০১১ ১৮:২৪ | 173.161.6.201
জোর খবর! জোর খবর! চালের বস্তার গুণে আমার আই ফোনটি দিব্যি টুকটুক করে হেঁটে চলে বেড়াচ্ছে!! অতএব জনগণ, চালের বস্তাকে কেউ কখনো হতচ্ছেদ্দা করবেন না! জানবেন উহাতে সত্যই লক্ষী বসত করেনঃ-)
মিতাদি, তোমার মেসেজ পেয়েছে, আজ ফোন করছি দাঁড়াও।
কলি, তোমার বাস্কেটের আইডিয়াটা সত্যি খুব সুন্দর আর ভেবে দেখতে গেলে আমার এরকম কিছুই নিয়ে যাওয়া উচিত। আফটার অল শুধু তো থ্যাঙ্কসগিভিংএ যাচ্ছি না, পুরো চারটে দিনই ওদের বাড়িতে কাটাব (এই প্রথম কোন আম্রিকি ফ্যামিলিকে এত কাছ থেকে দেখার আর তাদের সাথে সময় কাটানোর সুযোগে আমি রীতিমত এক্সাইটেড!) তাই নিজে হাতে বানান কিছু নিতে পারলে ভাল হত কিন্তু আমি তো নিয়ামত খান সাহেবা নই, আমি ব্রেড আর কুকিস বানালে বাড়ির কুত্তাও অক্কা পেয়ে যাবে সেই খেয়ে, আর মাথায় ছুঁড়ে মারলে তো কথাই নেই, যে কেউ পটল তুলবেঃ-) তার চেয়ে এক কাজ করা যাক, এখনো তো কয়েক সপ্তাহ আছে, আমি বরং একটু হাতে কলমে ঐ পাম্পকিন ব্রেড, কুকিস এসব বানানো প্র্যাকটিশ করে হাত পাকাই। কিন্তু রেসিপি দরকার তো! দেবে নাকি কিছু মণিমুক্তো?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন