কিন্তু কেসিদা, আমার বড়ো হয়ে যাওয়া ভাইবোনেরা কিন্তু সেকথা বলে না। মানে ধরো দশ-বারো বছরের তফারেন্স। তার পরের জেনারেশনে তো নিরূপায় না হলে কেউ সরকারী স্কুলে পড়ছেই না। তুলনাটাই হবেনা।
ppn | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪৮ | 122.252.231.10
টিউবলাইট ভেবেছিলাম এতদিন বের করব না। এখন দেখছি এখানে বহুত চাহিদা।
(রোশানল এইবার তুশানলে পর্যবসিত হইবেক ঃ))
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪৮ | 59.93.194.205
পাই, বেসিক বলতে ঠিক কী বোঝাতে চাইছ?
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪৬ | 122.167.229.192
একটু কম নম্বরের বাউন্ডারিটা তাহলে কী?
kc | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪৬ | 178.61.96.29
তিমি, আমাদের স্যারেরা (সবাই না, কেউ কেউ) আবেগ আদর্শ ইত্যদি নিয়ে আসতেন, এটা আমরা বলছি। সময় দাও, আমাদের চেলেপুলেরাও একই কথা বলবে। আমাদের দেখাটাই আল্টিমেট নয়।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪৬ | 122.167.229.192
পাই, এতক্ষণ তুইই বলে এসেছিস ছোটবেলায় পরীক্ষায় কম নম্বর পেলে কীই বা এল গেল। আজকাল বহু স্কুলে ৫০% এর কম পেলে ক্লাসে প্রোমোশন দেয় না। আর সেটাকেও ফেলই বলে।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪৬ | 59.93.194.205
টিমও তো তাই বলছে। কেসি মাইনরিটি।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪৪ | 72.83.90.203
আমি তো এই 'বেশি' চাপ টা না দেওয়া নিয়ে টেনশন করতে বারণ করেছিলাম মাত্র।
এই 'বেশি' চাপ না নিতে বলা মানে ফেল করতে বলা এটা একবারের জন্য ও মনে হয়নি ঃ)
মনে আছে, খুব স্পষ্ট করে লিখে দিয়েছিলাম, এই বেশি চাপ না নিলে ছোটোবেলায় পরীক্ষায় একটু কম নম্বর পেতে পারে, আর আমার মতে সেটা ম্যাটার করেনা। কারন সেই 'বেশি' চাপটা বেশিরভাগ ক্ষেত্রেই অনর্থক বলে মনে করি। পরীক্ষায় একটু কম নম্বর পাবার মানে ফেল করা সেটা জানতুম না ঃ)
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪৪ | 122.161.154.191
এদিকে মেলের বদলা মেলালুম। তার রিপ্লাই নাই। মেলালেও মেলেনা।
আবেগ কেন? আমার দেখাও একই রকম মিলে গেছে। টিচার্স রুমে বসে দুই প্রজন্মের শিক্ষকদের পাশাপাশি দেখে বলছি। সিস্টেমগুলো যে খুব এফিশিয়েন্ট ছিলোনা সেকথা কি মিথ্যে? মাষ্টারমশাইরা আদর্শ এবং আবেগ দুটো নিয়েই আসতেন সেকথা কি মিথ্যে?
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪১ | 122.161.154.191
প্পন্দা, ২ঃ৩৫ এ পাঁচ খানা পোষ্ট পড়েছে। এর মধ্যে লেখক কোথায় কাকে তুই বলেছেন তাই খুঁজে খুঁজে কবি নেতাই দিশেহারা হল।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:৪১ | 122.167.229.192
তুই যেটাকে এক্সেস প্রেশার বলছিস, সেটা ওর স্কুলের সিলেবাস, এবং সিলেবাস পড়ে না গেলে ফেল করে বলেই জানতুম অ্যাদ্দিন।
নাঃ একেবারেই অন্য সুর গাই নি। বরম তোমার ২ঃ২৬ পড়ে বমকে গেছি। ফেল করলে করুক এমন কোনো কথাই আমি কখনো বলিনি, জাস্ট বলিনি। কী বলেছি, আগের পোস্টে খুব স্পষ্ট করে লিখে দিয়েছি।
এক্সেস প্রেশার না নেওয়া মানেই ফাঁকিবাজি , আর তার মানেই ফেল করার মত অবস্থা হওয়া , এটা আমি জানতাম না।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৮ | 122.161.55.83
নতুন প্রবাদ- যে চুল বাঁধেনা সেও রাঁধে। উদাঃ কবি নেতাই
kc | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৮ | 178.61.96.29
আজ্জোর 02:35 AM এর পোস্টটা আবেগ জবজবে সেন্টু মাখান একটি স্টেটমেন্টমাত্র। এর কোনও তর্কযোগ্য ভ্যালু নাই।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৭ | 59.93.194.205
ছোটবেলায় বাচ্চারা পরীক্ষার জন্যে পড়বে না এটা হলে তো ভালো হয়। কিন্তু সেজন্যে বাড়িতে বইয়ের স্টক থাকা দরকার হয়। ঠিক ঠিক বয়েসে ঠিক ঠিক বই।
ppn | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৭ | 122.252.231.10
এই ২ঃ৩৫-এর তুই-টা কে?
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৫ | 122.167.229.192
ওর স্কুলে অন্য স্কুলের থেকে চাপ বেশি একথা সত্যি। আমার ওকে চাপ দিতে ভালো লাগে না, সেকথাও সত্যি। অন্য বাবামারা আমার থেকে অনেক বেশি চাপ দেয়, তারা ভালো করে, সেই দেখে আমি অপরাধবোধে ভুগি, একথাও সত্যি। আর এগুলৈ তো আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম। তোর শেষ পোস্টটা দেখে জাস্ট ধাঁ হয়ে গেলাম।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৫ | 72.83.90.203
প্রিভিলেজড আর আনপ্রিভিলেজড বাবা মা রা এক জায়গায় দাঁড়িয়ে নেই তো ঃ)
পামিতাদি বা কেসিদা তো বলেইছেন, অন্যত্রও ভাল আছে, সেটা হয়তো কখনো বেটার ও , তাও অনেক সময় ই বদলে যাওয়া লফ প্যাটার্নের জন্য সেটা নেওয়া সম্ভব হয় না। পিয়ার প্রেশারের জন্য হয় না। । সেটাকে তাহএ কোল্যাটারাল ড্যামেজ হিসেবেই নেওয়া ভাল।ল
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৫ | 198.82.23.172
আহা কেষ্টর জীব বলে এট্টু দয়া কল্লো?
aka | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৫ | 168.26.215.13
কেসি এখনকার সরকারী স্কুলগুলো খারাপ হয়ে গেছে কারণ মাস্টারমশাইরা বদলে গেছে। এই স্কুলগুলো কোন সিস্টেমের জন্য ভালো ছিল না, মাস্টারমশাইদের জন্য ভালো ছিল। আধুনিক মাস্টারমশাইরা খুব ভুল অর্থে প্রফেশনাল, আর আমাদের সময়ের মাস্টারমশাইরা খুব ঠিক অর্থে মাস্টারমশাই। এইটাই পার্থক্য, আর সব একই আছে বা একটু বেটার, যেমন আমাদের প্রাইমারি স্কুলে বেড়া আর টিনের চালের বদলে পাকা ঘর হয়েছে ইত্যাদি।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৫ | 178.61.96.29
নেত্য, প্রথম প্রথম ওইসব শক্তরান্নাবান্না করেই হাত পাকাতে হয়। লুন হলুদ গরম মশলা, ধনিয়া পাউডার দিয়ে রান্না, নেকস্ট লেভেলে।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৪ | 122.161.55.83
*রোষানল
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৪ | 122.161.55.83
প্পন্দা ব্যাংদির রোশানলে পড়েছে। হয়তো বা আমিও পড়তাম। ইদানিং এইসব ব্যাপারে ৮০% ডিসকাউন্ট পাচ্ছি।
ppn | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৪ | 122.252.231.10
ব্যাং আমাকে অ্যামন থ্রেট দ্যায় ক্যানো?
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩৩ | 198.82.23.172
খেলাধুলো তো আছে। আইপিএল আইসিএল এইসব কি উঠে গ্যালো?
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:৩২ | 122.167.229.192
পাই, বুঝলাম না। আমার পোস্টের বক্তব্যের সঙ্গে তোর শেষ পোস্টটার কোনো পার্থক্যই তো নেই। তুই তো আমার কথাগুলৈ বলছিস। কিন্তু আগে তো অন্য সুর গাইছিলি!
আমার বাড়ি থেকে তোর বাড়ির অটোভাড়াটা আয়ত্তের মধ্যেই আছে এখনো। খুব সাবধান।
ppn | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৯ | 122.252.231.10
বিংগো!
pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৯ | 72.83.90.203
আমর অন্তত ধারণা ছিল, ঋভু এমনি পড়াশুনা ঠিক ই করে। স্কুলের বেশি চাপ নিয়ে তোমার অসুবিধে হয়। তুমিও অনেক্বার লিখেছো তুমিও সেই চাপ দিতে চাও না। অন্য বাবা মা দেন বলে দিতে বাধ্য হও। তোমার পোস্ট পড়ে অনেক সময় ই অনেকের মনে হয়েছে, ওদের স্কুলে এক্সেস প্রেশার । সেজন্যই সবাই প্রেশার না নেওয়া নিয়ে এত কিছু লিখে গেছে মনে হয়।
এটা যদি স্রেফ ছেলের পুরো ফাঁকিবাজি নিয়ে সমস্যা হত, পড়াশুনা আদৌ করতেই না চাওয়া নিয়ে হত, তাহলে এত কথাবর্তা উঠতৈ না বোধহয় । স্কুল নিয়ে কোন কথাই আসতো না। । আমি অন্তত বলতাম না।
সেক্ষেত্রে খেলাধূলাকে কেরিয়ার করার অপশন আমাদের দেশে কেন কম এ নিয়ে কথা হত হয়তো।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৮ | 122.167.229.192
প্পণ, সাবধান কিন্তু।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৮ | 122.161.55.83
কিকরে? গোবরের বদলে ঘুঁটে বেরোবে?
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৭ | 59.93.194.205
নেতাই আমি একটু দেরি করে ঘুমৈ। পাক্কা কল্কাত্তিয়া না।
ppn | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৭ | 122.252.231.10
নেতাই বল তো একটা গোরুর কন্সটিপেশন হয়েছে কী করে বোঝা যায়?
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৭ | 198.82.23.172
নেত্য, এখন আবাজগুলো দিয়েই নি। (আঃ কঃ বাঃ) ঃ-)
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৬ | 122.167.229.192
তুই কি তাহলে বলছিস, একটা সাত-আট বছরের বাচ্চাকে শেখানো উচিৎ, - সিস্টেমটা ভুলভাল, স্কুলের পরীক্ষায় ফেল করে এস, কারণ ইভ্যালুয়েশন সিস্টেমটাও তো ঠিকঠাক নয়। কিন্তু তোমার যদি এখন বিরাট কোহলির জীবনী পড়তে ইচ্ছে করে, তাই পড়। চাপ নিও না। ফ্রিলি পড়াশুনা কর। যদি জিন্দেগি না মিলেগি দোবারার রিভিউ লিখতে ইচ্ছে করে তাই লেখ। ক্লাস টু-ঠ্রীয়ে ফেল করে আরেক্বছর ধরে একই ক্লাসে পড়লে কোনো ক্ষতি নেই। আর রোজের হোমোয়ার্কটাও রোজ করে নিয়ে যেও না। কারণ তাতেও বড় হয়ে তোমার টাকা রোজগার করতে অসুবিধে হবে না। ??? সরি, পারলাম না।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৫ | 198.82.23.172
বেসিক ঠিক রেখে ফ্রিলি পড়ে গেলে অনেক ভালো শেখা যায়, কিন্তু তাতে আইআইটি, আইএসাই বা আইআইএম এনশিওরড হয়না হে। অন্তত ক্ষণজন্মা না হলে হয়না। মোদ্দা কথা দীর্ঘদিনের পরিশ্রমে অনেক কিছুই সম্ভব। এক্ষেত্রে সেটা ""বেটার ব্র্যান্ড"" ( এটা রিলেটিভ), বা চাকরির বাজারে সেলেবিলিটি। তো, ব্র্যান্ডেরই তো দাম, সিস্টেম সেটা ডিফাইন করে দিয়েছে। চয়েস কই?
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৫ | 122.161.55.83
ম্যাক্সিমিন ও রাত জেগে? কলকেতায় থেকে এতো রাত জাগার তো নিয়ম নাই। দিল্লী লুরু বা হিল্লীতে হলে নয় অন্যরকম হত।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৩ | 178.61.96.29
আরে আমি যাকেই জিজ্ঞেস করি কিসের বেসিসে বলছেন যে এখনকার সাধারণ স্কুল খারাপ হয়ে গেছে? অমনি কোনও উত্তর পাইনা। কতগুলো অ্যানেকডোট নির্ভর গল্প শুনতে হয়। অথচ ডেটা দেখুন, উল্টো সত্যই পাবেন। আরে স্কুলে পড়ানোটা কোনও রকেট সাইন্সের মতন হাইফাই কাজ নয়। সাধারণ কাজই। আমরাও ফাঁকি অনেক মেরেছি, তাও নিজের ডিউটি মোটের উপর ঠিকঠাকই নামিয়ে দিচ্ছি। আমাদের বন্ধুরা যারা স্কুলে পড়াচ্ছে, তারাও তাই। মোটামুটি নামিয়ে দিচ্ছে। ডেটা বলছে আগের থেকে ভালোই চালাচ্ছে। আমাদের সময়েও স্কুলের মোটামুটি ভাল স্যারেদের গোয়াল থাকত, এখনও আমাদের কিছু বন্ধুর আছে। মোটের উপর জেনেরাল পড়াশোনাটা আগের মতই আছে।
কিন্তু একটু হাইঅফাই পড়াশোনাটায় আকাশপাতাল চেঞ্জ এসেছে। আর মিডিয়া ফিডিয়ার দৌলতে এই চেঞ্জটা সাধারণ লোকেরা জানতে পারছেন। তাই ইঁদুর দৌড়।
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০২:২৩ | 115.242.129.223
"জানার কোনো শেষ নাই / জানার ইচ্ছা বৃথা তাই' আর না। আজ অনেক জ্ঞান সঞ্চয় হল। আমি আমার মা-বাবার উপর চিরঋণী যে ওঁরা আমাকে সিরিয়াস কোনও টেনশন না দিয়ে মানুষ করেছেন। এমনটাই যেন নিজের সন্তানের সাথে করতে পারি। মানুষ করতে পারি।
টিম, আমি 'এক্সেস এর কথা বলেছি। ফাঁকি মেরে কোন পড়াশুনা করবে না, এরকম কোন কথা বোধহয় কেউ বলেনি। ঋভুকে নিয়ে কথা হচ্ছিলো। সাতটার সময় খেলে এসে যতটুকু যা পড়ে ইত্যাদি। স্কুলের অনেক বেশি চাপ থাকে। সেটা স্কুলের পরীক্ষায় ভালো করার জন্য হয়তো দরকারি, কিন্তু আল্টিমেটলি কতটা দরকারি, সেটা বিচার্য। সেখানে যদি কেউ এক্সেস চাপট না নিয়ে ফ্রি লি পড়াশুনা করে নিজের বেসিক টা ঠিক রাখে , তাতে ক্ষতি কী ?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন