এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:০২ | 122.248.183.1
  • অ্যাই আরেক জন এলেন!! ঃ-))
  • titli | ০৭ নভেম্বর ২০১১ ১৫:০২ | 121.241.218.132
  • অমন হয়। দুপুরে কেসিদাসের গরম রসগোল্লা হলে রাতের ঘুম মায়া হতেই পারে। ভেবে আর কী হবে।
  • Jhiki | ০৭ নভেম্বর ২০১১ ১৫:০১ | 182.253.0.99
  • সোয়ামীর কতা না শুনলে ভগমান পাপ দেন ..
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:০০ | 59.93.194.14
  • ঠিক আছে বলি। লাভ ক্ষতি দুটৈ আমার একার। (সঙ্গে পরিবার এবং মুশকিলটা এখানেই।)
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:০০ | 122.248.183.1
  • ছি ছি তুমি বরের কথা শোন? এ তো রীতিমতো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এই একবিংশ শতাব্দী তে এসে....
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫৯ | 115.184.3.135
  • রাতের ঘুম মায়া হয়েছে।
  • titli | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫৮ | 121.241.218.132
  • আম্মো আপিস। ও কুমুদি। দুঃখ করেন না।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫৭ | 59.93.194.14
  • কিন্তু আমার বর বলে দিয়েছে রাগের মাথায় কিছু বলবে না।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫৭ | 122.248.183.1
  • বলে ফ্যালো মিনি দি।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫৬ | 59.93.194.14
  • গুরুতে এসে আমার একটা বিশাল উপকার হয়েছে। বলতে খুব ইচ্ছে করছে।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫৫ | 122.248.183.1
  • করো কুমু দি করো। এই তো বয়েস। এই বেলা কাজিয়ে নাও। আমার মতন বয়েস রিলাক্স করবে।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫৩ | 122.248.183.1
  • ইয়ে, কুমু দি সবাই কি তোমার মতন বীরাঙ্গনা ? ঃ-))
  • kumu | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫৩ | 122.160.159.184
  • ছুটি?আমারো নাই।

    কর্মময় জীবন,কর্মনিমিত্তই ধরাধামে আসা।মাঝে মাঝে ভাবি রাতটুকু ফাঁকা যাচ্চে,ঐটুকুও ঘরদোর ঝাড়াঝাড়ি করে ভরে তুলি।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫৩ | 59.93.194.14
  • ও খেলা।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫২ | 122.248.183.1
  • আমি টেস্ট কেস লিখছি আর চ্যাটাচ্ছি।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৫১ | 122.248.183.1
  • বলতে বলতে সাত নম্বর উইকেটের পতন। এবারে স্যামি র শিকার অশ্বিন ঃ-((
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৪৯ | 59.93.194.14
  • সবাই কী কর?
  • siki | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৪৬ | 122.177.237.71
  • না হয় আমি মাংস রাঁধার অফার দি' নি, খেতে তো পারতাম! তাও আমায় নেমন্ত কল্লো না।

    ডিডিদা, আমার ছুটি নেই।
  • kumu | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৪৬ | 122.160.159.184
  • মহাভীতু এই গুরুর ছেলেগুলো।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৪২ | 122.248.183.1
  • ধোনী আউট। সিক্স ডাউন ঃ-((
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৪:৪০ | 122.248.183.1
  • তবে শুনুন আমার দুঃখের গল্প। ২০০০ সালের কথা । একটা দাঁত অনেক দিন থেকে চেতাবনি দিচ্ছিল। কিন্তু পাত্তা দিই নি। শেষে বিদেশে যাবার একট ব্যাপার আসতে স্টেপ নিতেই হল। আমাদের স্টেশনের পাশে ডাক্তার হীরালাল আশ আর তার ওয়াইফ। দু জনএই ডাক্তার। তিন দিন ইনি। বাকি তিন দিন উনি। আমি যেদিন গেলাম সেদিন সেদিন দেখি ওয়াইফ। যাই হোক আমাকে এক পিস ইনজেক্সন দিয়ে দিল। আমি বসে বসে ভগবানের নাম করছি। খানিক টা পরে ঠুকে ঠুকে দেখলো অবশ হয়েছে কিনা। তারপরে সেটা কে তোলার প্রাণান্তকর চেষ্টা। কিন্তু দাঁত টা তেমন একগুঁয়ে। কিছুতেই পদচ্যুত হবে না। হঠাৎ দেখি তিনি বেড়িয়ে কোথায় চলে গেলেন। আমি ভাবছি এ কি হল। তারপরে দেখি হীরালাল বাবু আসছেন হন্তদন্ত হয়ে। (উনি বর কে ফোন করতে গিয়েছিলেন)। তারপরে আরো আধ ঘন্টা ধরে চেষ্টা করে দাঁত তোলা হল। খাওয়া দাওয়া এক সপ্তাহের জন্যে মায়া।
  • dd | ০৭ নভেম্বর ২০১১ ১৩:৪৮ | 124.247.203.12
  • দাঁতের ডাক্তারদের কি পুরুষ মহিলা এমন ভেদাভেদ হয়? হলেই বা গেরোস্তের উবগারটা কি হয়?

    যখন শোয়ানো চেয়ারে চিৎ করে শুইয়ে বিরাট আলো মুখের উপর ফেলে একহাতে ভীম ইনজেকশন সিরীঞ্জ অন্য হাতে করাত নিয়ে ছুটে আসে তখন কি বা সলমান খান কিবা ঐশ্বরীয়া রাই, সব একাকার হয়ে যায়।

    ঠাকুর বলেছিলেন "ওরে পোদো, পরমব্রহ্ম আর ডেন্টিস্ট, এঁয়ারা লিংগ,জাত,বর্ণ এর উসপারে থাকে রে, কড়মড়িয়ে মিছিরি খেতে চাস তো একচক্ষেই দ্যাখ"।
  • s | ০৭ নভেম্বর ২০১১ ১৩:৩০ | 117.194.98.71
  • কাবলিদা,
    আমার এক চেনা দন্তবিশারদ আছে, কিন্তু সে ডিন্টিস্ট, --নি নয়, তোমার যদি চলে তো ঠিকানা দিয়ে দিতে পারি।

    কেসি,
    অনেক, অনেক ধন্যবাদ। আজ অব্দি এই পাকশাল থেকে সরে গিয়ে ঈদের আমোদ কত্তে কেউ কয়নি, বড় খাসিতে তোমার নেমন্ত রইল, কলকাতায় যখন আসবে, খপোর দিও।
  • dd | ০৭ নভেম্বর ২০১১ ১৩:২৯ | 124.247.203.12
  • সবার জন্নে ছুটি, ঘরে ঘরে পাঁটার সুবাস।
    পুরানো গান শোনো, পেট ভরে খাও আর নস্টালজি মেখে ঘুমাও।

    সন্দে হলে মালটিপ্লেক্ষে সিনেমা, বা বাড়ীতেই সিডি এনে হাই তুলে তুলে সিনেমা দেখুন। রাত্রে ও আবার জমাটি খ্যাঁট।

    সিরীয়াস মনষ্কদের অন্য ব্যাপার, তাদের খোঁয়ারি কাটতে কাটতেই মংগোল বার এসে পরবে। ভোর ভঁই।

    আর আমি ? শ্রীছেন্নাইতে। ফেক্টরীতে।

    ঠাকুরের একচোখামী দেখে আমি হাঁ হয়ে যাই। মাইরী।
  • kd | ০৭ নভেম্বর ২০১১ ১৩:০০ | 59.93.246.185
  • দাঁতের এফার্সিএস। ঃ)
    আমি ওর কাছেই যাই। কিন্তু এখন গেলে কি রাতে মাংস চিবোতে পারবো?
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১২:৫৮ | 115.184.3.135
  • রাস্তাঘাটে গাড়িঘোড়া কত্ত কম আজ। এদিকে প্রায় একটা বেজে গেল। তার মানে কেসিদাসে গরম রসোগোল্লা আসবার টাইম। যাই নিয়ে আসি।

    হেপ্পি ঈদ সব্বাইকে।
  • kd | ০৭ নভেম্বর ২০১১ ১২:৫৬ | 59.93.246.185
  • কে? অবন্তীকা মুকুজ্জে? ও আমাদের পাড়ার বউ।
  • kumu | ০৭ নভেম্বর ২০১১ ১২:২২ | 122.160.159.184
  • ঢাকুরিয়া, বাকী জানি না।
    খোঁজ নেব?
  • nyara | ০৭ নভেম্বর ২০১১ ১২:২১ | 122.172.28.92
  • ও বলতে ভুলে গেছি, আজ ছুটি।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১২:১৮ | 122.248.183.1
  • দুখে , আমি স্টার্ট করছি। তুমি ও চলে এসে। ১ঃ৩০ মিটিং আছে।
  • nyara | ০৭ নভেম্বর ২০১১ ১২:১৬ | 122.172.28.92
  • ইস্নিপ্স-এ আমার একটি পাবলিক ফোল্ডার আছে। পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে গান তোলার জন্যে যেই আপলোড সেকশনে যাচ্ছি, অ্যাভেলেবল ফোল্ডার লিস্ট থেকে তিনি বেমালুম হাওয়া হয়ে যাচ্ছে। কী গেরো!
  • dukhe | ০৭ নভেম্বর ২০১১ ১২:১৫ | 122.160.114.85
  • কোন amri ? সল্টলেক না ঢাকুরিয়া ? মাহিষ্য না মাঙ্গলিক ? বিপাতে আটান্ন হাজার না দেড়শো ? বিশদে লিখুন ।
  • Tim | ০৭ নভেম্বর ২০১১ ১২:১৫ | 173.163.204.9
  • পারদর্শী = যিনি পার দেখতে পান?

    এপার ওপার কোনপারে জানিনা....

    সকলকে ঈদের শুভেচ্ছা।
  • kumu | ০৭ নভেম্বর ২০১১ ১২:১০ | 122.160.159.184
  • মানুষের দুঃখ কষ্ট নিয়ে ইয়ার্কি মার্তে নাই।

    আমার চেনা একজন সুন্দরী ও পারদর্শী ডেন্টিস্ট আছেন,হলদিয়াতে।কল্কেতা থেকে বেশী দূর নয়।amri তেও একজন পরমা সুন্দরী ডেন্টিস্ট দেখেছিলাম।

    দুখের প্রেসক্রিপশনও ভাল,খুবি ভাল,আমার ল্যাবেই আচে।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১২:০৮ | 122.248.183.1
  • এই যে কাজু, চাকরী পাওয়া র খাওয়া খাইয়ে যেও বাপু। লোকের খাওয়া এইভাবে মেরে দেওয়া মোটেই ভালো কথা নয়।
  • Kaju | ০৭ নভেম্বর ২০১১ ১২:০৪ | 59.93.216.55
  • কাব্লেদা যেমন চাইছেন, আমার চেনাজানা একজন অল্পবয়স্কা ডেন্টিস্টনী আছেন এঁড়েদায়। তবে ওনার হাতে তোলা একটু রিস্কের ব্যাপার। আমার এক জেঠুর দাঁত তুলতে গিয়ে পাশের দাঁতটা নড়ে গিছিল, কদিন পরে সেটা তুলতে গিয়ে আরেকটা, এমনিভাবে... শেষ অব্দি বাঁধানো দন্তই ভরসা তাঁহার।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১২:০১ | 122.248.183.1
  • দুখে, ধন্যবাদ। কথা বললুম। আছে। তবে এই সময় ফোনে বুকিং হবে না। আলিপুরে গিয়ে করেতে হবে।
  • dukhe | ০৭ নভেম্বর ২০১১ ১২:০০ | 122.160.114.85
  • ডেন্টিস্ট লাগবে কেন ? হোমিওপ্যাথিতেই হবে । লাগবে একজন কেমিস্ট । কুমুদি, kd দার দাঁতে দু ফোঁটা ডাই নাইট্রো টেট্রা মিথাইল কালাশনিকভ দিয়ে দিন তো ।
  • kc | ০৭ নভেম্বর ২০১১ ১১:৫৬ | 178.61.96.29
  • আমি যদি কইলকেতায় থাগতাম তাইলে সামুদির বাড়ি গিয়ে বলতাম, আপনি সরেন, ঈদের আমোদ আহলাদ করেন। পাকশালের কাজটা আমিই করতেছি। আমি একটুও সামুদিকে কাজ কত্তে দিতেমনা। সে যতইনা আমি লোভি হই। কিন্তু হায় আজ কইলকাতায় নাই, সামুদিও আমারে ডাকে নাই। ডাকবে কেমনে? সামুদি আমারে চিনেইনা।

    হেপ্পি ঈদ।
  • kd | ০৭ নভেম্বর ২০১১ ১১:৫৫ | 59.93.246.185
  • কুমুদিদি, খুঁজছি তো, পাচ্ছি কোথায়? মানে একজন কমবয়সী ভালো ডেন্টিস্টনী। ঃ)

    (মানে মরতেই যদি হয়, এক সুন্দরীর পাণিপীড়নে মরাই ভালো না?)
  • kumu | ০৭ নভেম্বর ২০১১ ১১:৪২ | 122.160.159.184
  • সকলকে ঈদের শুভেচ্ছা।

    কেডিদা,দাঁতের জন্য ডাগদার দেখান।সামরান নাহয় পরে আবার খাওয়াবে।
  • kd | ০৭ নভেম্বর ২০১১ ১১:৩৩ | 59.93.246.185
  • আরে দূর!!! সামুর বাড়ি ইদের নেমন্ত কিন্তু দাঁতে হেব্বি যন্তন্না - চোকের সামনে অন্যেরা সামুর রাঁধা বড় খাসি সাঁটবে আর আমি জুল্‌জুল করে দেকবো, তা হয় না। হার্ট এমনিতেই উইক!

    বুড়ো হতে নেই। একটা একটা করে অর্গান ফেল করচে। ব্রেনটা গ্যাচে, তা যাক, খুব বেশী কাজে লাগতো না। কিন্তু দাঁত? দাঁত ছাড়া কী করে বাঁচবো? আমার নোলার কথা তো তোমরা জানো। ঃ(
  • dukhe | ০৭ নভেম্বর ২০১১ ১১:২০ | 122.160.114.85
  • ব্রতীন, আমরা বিভূতিবিহারে ছিলাম । শহরের এট্টু বাইরে । খাসা ব্যবস্থা ।
  • s | ০৭ নভেম্বর ২০১১ ১১:১৯ | 117.194.98.71
  • গুরু এবং চণ্ডাল, সপা এবং নীপা সব্বাইকে ঈদের শুভেচ্ছা
  • kc | ০৭ নভেম্বর ২০১১ ১১:১৪ | 178.61.96.29
  • বোতীন, সবার সঙ্গে যেন সঠিক পরিচয়পত্র থাকে।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১১:০৯ | 122.248.183.1
  • /ফান্ডা
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১১:০৮ | 122.248.183.1
  • আমি ৩০ শে ডিসে থেকে ১ জানু ঘাটশিলা যাবো ৫ পিস ফ্যামিলি মিলে। আমাকে কেউ ফান্দা দেবে? হোটেল এই সবের ব্যাপারে?
  • dukhe | ০৭ নভেম্বর ২০১১ ১১:০২ | 122.160.114.85
  • লিয়র জমল না । ঢুকেই দেখি বেশ অন্যরকম একটা স্টেজ বিনা পর্দায় দর্শকের সামনে । ভাবলাম একটা দারুণ কিছু দেখতে চলেছি । কিন্তু হায় । কোর অ্যাক্টিং এত্ত স্টিরিওটাইপড । সৌমিত্রকে পর্যন্ত বড়জোর মিনিট দশেক সৌমিত্র বলে মনে হয় । টিকটিকিতে সৌমিত্রকে দেখে যেমন চোখ ফেরানো যেত না, এটায় তার ধারেকাছে নেই ।
    বাজনা গ্‌র্‌যাঞ্জারমুখী ওবং আলো অর্ডিনারি । অভিনয়ের মত এগুলোতেও সুক্ষ্মতা বলে কিছু নেই ।
    হ্যাঁ, সুমন চেষ্টা করেছেন তরুণদের দিয়ে টিমওয়ার্কে জমানোর । কিন্তু উহা প্রধানতঃ ক্লিশে এবং দেখনশোভা ।
  • dd | ০৭ নভেম্বর ২০১১ ১১:০০ | 124.247.203.12
  • প্যাঁজের ডাবোল কারি রাঁদছে বোধয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত