এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ০৯ নভেম্বর ২০১১ ১৭:০৭ | 203.199.33.2
  • ভামছালের কি? কতগুলো ভামের কুরবানী হবে? :))
  • m | ০৯ নভেম্বর ২০১১ ১৭:০২ | 117.194.38.231
  • আরেকটা কথা। গুরুর জন্য নীরবে হুতো যা করে/করেছে সে জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১৭:০০ | 122.160.159.184
  • তাই বলছিলুম,নিতান্তই যদি দেবে ভালবেসে তবে ভামছালই দিও।
  • dukhe | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৫৯ | 122.160.114.85
  • বাঘছালের মত শাড়ি হয় না । যা হয় তাকে পরিভাষায় লুঙ্গি বলে ।
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৫৭ | 122.248.183.1
  • শিবের পোশাক নিয়ে একটাই চাপ । কখন খুলে যায়। সাপ কি ভালো বেল্ট হাতে পারে?
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৫৬ | 122.160.159.184
  • দে,আমার বাঘছালের মত একটা শাড়ি আছে-কত্তা এই অপরূপ জিনিসটি সিঙ্গাপুর থেকে এনেছিলেন।তবে নাটকের প্রয়োজনে ব্যবহৃত,ব্যবহৃত হয়ে তার অবস্থা করুণ।

    আর কে কইল কাঠবেড়ালী দিয়ে কানঢাকা বানাতে?সত্যি,এদের মনে কি দয়া/ মায়া/ ভালবাসা কিছুই অবশিষ্ট নাই?
  • m | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৫৩ | 117.194.38.231
  • হুতো, পেছনের পাতা উলটে দেখে গতকাল ৩-৪৪ এর পোস্ট টা একটু খোলসা করে বলে দেবার প্রয়োজন মনে করলাম।

    কাবলিদা লিখেছিলো,ভলান্টিয়ার চাই... হুতো এবার মিসিং-ভেবেছিলাম তোমার শারীরিক উপস্থিতি নিয়ে কথা হচ্ছে,তাই তার উত্তরে লিখেছিলাম যে গত বইমেলায় তুমি একদিন বাদে আসতে পারোনি। আমি তোমার 'অনুপস্থিতি'র উল্লেখ করেছিলাম- তোমার গুরুর জন্যে জানপ্রাণ দিয়ে লড়া প্রসঙ্গে আমার কোনো বক্তব্য ছিলো না।

    আশাকরি আমার কথা বোঝাতে পারলাম।
  • dd | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৫১ | 124.247.203.12
  • অ্যাকচুয়ালি, এই শিবের পোষাক আষাক নিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই।

    নিতান্ত স্বজাতি প্রীতির জন্য বাধ্য হয়ে আলোচনা যাতে ভামেদের ছাল চামড়ার প্রতি ধাবমান না হয়, তার জন্য এই ডেস্পারেট (কিন্তু দৃষ্টিনন্দন, সেটা মানবেন)প্রচেষ্টা।

    কিন্তু ভবী দাজ নট ফর্গেট। সেই ভামের ছালের জন্য আকুলি বিকুলি চলছেই।

    আমি সিঁটিয়ে থাকি।
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৪৮ | 122.160.159.184
  • ক্ষী ভয়ানক!!
    রে রে অকালকুষ্মান্ড,হিড়িম্বের দল,আমি কোন ফেশন প্যারেডের কতা কয়েচি?কোথায় কয়েচি যে দুপাতা জুড়ে এইসব আজেবাজে লিখে রেখেচেন?
    হাতে পেলে সব কটাকে ন্যাড়া করে মাতায় অ্যাকোয়ারিজিয়াডিক্টিনিয়াম ঢেলে দিতুম।

    বলছিলুম,এট্টা ত্রিশূল পেলে বসের্গলায় ছুঁইয়ে রেকে ২/৩ দিনের ছুটি চাইতাম।
  • de | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৪৭ | 59.163.30.3
  • :))))

    ন্যাড়াবাবুর জন্য --
    বাঘছালের পরিবর্তে সবুজ-মেরুন হাফপ্যান্টও চলবে, সঙ্গে অবশ্যই একটা ফুটবল (ত্রিশূলে বেঁধানো)!

    কুমু-দি হলে --

    ভামের ছালে চলবে না, বেশ কয়েকটা জোড়া দেওয়া বাঘছাল চাই!
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৪৭ | 122.248.183.1
  • এর ওপর একটা চন্দ্রানী পার্লসের মুক্তাহারে জমে যাবে কিন্তু?
  • kd | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৩৬ | 59.93.198.120
  • কল্পনা করার চেষ্টা করছি - ন্যাড়ার মাথায় জটা!!!

    এ কী ভগবানের পরিহাস ঃ(
  • m | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৩৫ | 117.194.38.231
  • এরসঙ্গে মোষের শিং এর ওপর ঠুসে দেওয়া সোনার পাতে হালকা ফিলিগ্রি করা গয়নাই সব চে ভালো, শিং এর অভাবে বকের ঠোঁট এর ওপর তারের কাজ- দুই ই মানানসই।
  • dd | ০৯ নভেম্বর ২০১১ ১৬:৩২ | 124.247.203.12
  • তিন রঙের তিনটি নেত্র,কালো,নীল আর সবুজ। মাথায় ফন ফন করছে লাইল্যাক কালারের চাঁদ। কপাল ময় ফ্লুরেসেন্ট হলুদ বিভুতির একে বারে চালচিত্র।

    পায়ের কাছে ডোরাকাটা (স্কারলেটের উপর শকিং পিংক) নন্দী আর অজস্র রং বেরংএর শামুক।
    দেখুন, অরিজিন্যালি শামুকের তো থাকবার কথা নয়। কিন্তু একটু তো থিম ফিম কিছু করতে হবে।

    গয়না নিয়ে কিছু বলি নি, মাইন্ড ইট।
  • titli | ০৯ নভেম্বর ২০১১ ১৬:২০ | 121.241.218.132
  • লুঙ্গী , কাঠবেড়ালী .. কুমুদি ফিরলে সব প্রাণে বাঁচলে হয়!
  • m | ০৯ নভেম্বর ২০১১ ১৬:১৭ | 117.194.38.231
  • এই রংচেতনা চেন্নাইবাসের ফল।
  • dd | ০৯ নভেম্বর ২০১১ ১৬:১২ | 124.247.203.12
  • গলায় একটি মোটামুটি কোঁৎকা গাঢ় বাদামী রংএর সাপ, সারা গায়ে সাদা বুটি বুটি, ফনাতে পুরো ম্যাজেন্টা কালারের চক্কর। শীতের সময় মাফলারের কাজ করে, গলা ভালো থাকে।

    স্বাস্থ্যের কারনে দুটি কান ঢাকা কাঠ বিড়ালীও চলতে পারে তবে রঙীন হওয়া বাঞ্ছনীয়। ম্যাটম্যাটে পাটকিলে রং চলবে না।

    ইয়েস, জটাতে অবশ্যই পার্পল আর গুলাবী স্ট্রীক থাকবে।
  • m | ০৯ নভেম্বর ২০১১ ১৬:০৮ | 117.194.38.231
  • বাঘছাল!!! ভামছালে অত নক্‌শা করার স্পেস কই? কষ্টেসৃষ্টে বসার কাজটুক চলে যাবে।
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১৬:০৩ | 122.248.183.1
  • তাতে কি কাঠবেড়ালীর ছবি থাকবে?
  • dd | ০৯ নভেম্বর ২০১১ ১৬:০২ | 124.247.203.12
  • নাঃ। আমার সাজেসসন হচ্ছে গাঢ় কমলা রঙের জমি, তাতে হাল্কা নীল প্রজাপতি আর বেগনের রংএর মাছের মোটিফ, আর নীচে জড়ির ধাক্কা পাড়, অমন বাঘছালই প্রশস্ত।
  • m | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৫৯ | 117.194.38.231
  • কুমি কে একটা পাটকিলে ছাল দেওয়া যেতে পারে- তাতে ব্রতীন সাদা ছাপ ছাপ ছোপ মেরে দেবেখন।
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৫৫ | 122.248.183.1
  • বোঝো!! ঃ-))
  • de | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৫৪ | 203.197.30.2
  • কচি না বুড়ো সেতো কুমুদি বা ন্যাড়াবাবু বলবেন -- ওনাদের ত্রিশূলের চাহিদা থেকেই তো এসব এলো!
  • de | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৫২ | 203.197.30.2
  • এছাড়াও শশীকলা চাই -- বদলে অর্দ্ধচন্দ্রেও চলবে -- :))

    আমাদের এক ম্যাডামের এই শশীকলা নামটি কতিপয় বঙ্গপুঙ্গবের হাতে পড়ে শশাকলা হয়েচে!
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৫২ | 122.248.183.1
  • মিঠু কি একটু কাস্টিমাইজ করে দেবে নাকি?
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৫২ | 122.248.183.1
  • ভাম টাম ঠিক আছে। বেশী বুড়ো না হলেই হল....
  • m | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৫২ | 117.194.38.231
  • কিরম চাই বুড়ো না কচি? কচি ছালে অবশ্যি একটা শতরঞ্চি গোছের এফেক্ট আসবে- চাহিদামাফিক মিলে যাবেঃ)
  • dd | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৫১ | 124.247.203.12
  • কি জানি বাবা, ভামেদের নিয়ে এরকম হিংস্র কথা শুনলে একটু অস্বস্তিতে পরি।

    বাঘ টাঘ ঠিকাছে।
  • de | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৪৯ | 203.197.30.2
  • ভামের বয়স কতো? :)
  • m | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৪৬ | 117.194.38.231
  • ভামের ছাল চলবে? এখান খুব সুলভে পাওয়া যাচ্ছেঃ)
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৩৯ | 122.248.183.1
  • ইয়ার্কি হচ্ছে? বাঘছল হল মহার্ঘ্য জিনিস । ও তো বড় পাওয়া যাবে না।
  • ppn | ০৯ নভেম্বর ২০১১ ১৫:১৬ | 216.52.215.232
  • শুধু ত্রিশূলই নয়, বাঘছালটাকেও লুঙ্গির মতন করে পরতে হয়।
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১৪:৫৮ | 122.160.159.184
  • জটা?নিজের চুলেই বানাতে পারি,অভিজ্ঞতা আছে, তবে কুটকুট কর্বে তো-আসল/নকল যাই হোক।

    একখানা ত্রিশূল হাতে আপিসে ঢুকে দেখতাম কী হয়!
  • de | ০৯ নভেম্বর ২০১১ ১৪:৪৬ | 59.163.30.3
  • শুধু ত্রিশূলে কি হবে? সঙ্গে জটাও ফ্রীতে দেয় কি? :))
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১৪:৩৯ | 122.160.159.184
  • ন্যাড়াবাবু কি আজকাল ত্রিশূল নিয়ে ঘোরেন?
    কোত্থেকে ত্রিশূল কিনেছেন,কীরকম দাম?
  • ppn | ০৯ নভেম্বর ২০১১ ১৪:৩১ | 216.52.215.232
  • রেসিডেন্ট ক্রিকেটবোদ্ধা তো একজনই। কমঃ গোলদার।

    সোংবারের খেলা আমি ঘরে বসে দেখেছি বাপু। ক্যাজুয়ালি খেলতে গিয়ে সব হস্তীরা আউট হয়েছে। টিটো ছেলেছোকরারা ভবিষ্যতে কী করবে জানি না, তবে এই বুড়োর দল একই ম্যাচে এক ভুল দুবার করবে না।
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১৪:০৯ | 122.248.183.1
  • ওহে অপ্পন আমরা হলাম গিয়ে ঘরপোড়া ঘরু , সিঁদুরে মেঘ দেখে ডরাই ঃ-)))
  • kc | ০৯ নভেম্বর ২০১১ ১৩:৪১ | 178.61.96.29
  • জিতে গেছে বলে দেখতে ভালোই লাগছে। তবে ব্যথা কিন্তু ভালোই ছিল বাপু। আজকেও সকাল সকাল লক্ষ্মণ পড়ে গেলেই সব রেসিডেন্ট ক্রিকেট বোদ্ধারা নেমে পড়তেন।
  • I | ০৯ নভেম্বর ২০১১ ১৩:৩৫ | 115.117.253.199
  • ব্রহ্মকপির দল। ত্রিশূলের খোঁচা তো খাওনি পশ্চাদ্দেশে ! ন্যাড়া হচ্ছে রুদ্রের আরেক নাম, শিবপুরাণে আছে। সোহং রুদ্র ভুতনাথঃ যোহং ন্যাড়া যোহং ন্যাড়া।

    বিশ্বেস না হলে ডিডিরে জিগাও।
  • ppn | ০৯ নভেম্বর ২০১১ ১৩:৩৪ | 216.52.215.232
  • ছোঃ! এদের এত আত্মবিশ্বাসের অভাব। কালকেই বলে রেখেছিলাম জিতছে। ২৭৬ টার্গেট সেট হবার পরে পরেই।

    আর ন্যাড়াদার ক্রিকেট সম্পর্কে প্রেডিকশন অনেকটা পেলের ফুটবল সম্পর্কে প্রেডিকশনের মত। কোনবারেই মেলে না। ঃ)
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১২:৫০ | 122.248.183.1
  • বললে বিশ্বাস করবে না প্রতীক, আমিও কপি করে রেখেছিলাম ঃ-))
  • prateek | ০৯ নভেম্বর ২০১১ ১২:৪৪ | 180.151.34.130
  • India Wins-- ন্যাড়াদা,আছ??

    কপি করে রেখেছিলাম,ব্রাক্ষ্মুহূর্তে ছাড়ব বলে।

    পেস্ট
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১২:৪৪ | 122.248.183.1
  • জিতেছে জিতেছে । ভারতবর্ষ জিতেছে ঃ--))
  • Jhiki | ০৯ নভেম্বর ২০১১ ১২:১৩ | 182.253.0.99
  • বাচ্চার কাশি হলে আমি কিছু খাওয়ার পরিবর্তন করি - যেমন বাচ্চার খাবার থেকে যতটা সম্ভব চিকেন, ডিম বাদ দিই আর পারলে দু বেলায় পাতলা মুগের ডালের খিচুড়ী খাওয়াই। কর্নফ্লেক্স ও বাদ, ওটস দিই দুধের সাথে.... এছাড়া ওষুধ, ভিটামিন তো আছেই। আমার ছেলেটাও খুব সোনা, এসব খেতে সে ভালো ই বাসে!
  • Jhiki | ০৯ নভেম্বর ২০১১ ১২:০৫ | 182.253.0.99
  • কুমুদি, (কালকের কথার প্রেক্ষিতে) আমি ডঃ কল্যাণ ব্যানার্জীকে কখনও দেখাই নি, দরকার পড়ে নি। প্রত্যেকবার দিল্লী গেলে ছেলেকে ওনার কাছে নিয়ে যাই, আর সারা বছরের কমন সর্দি-কাশি-পেটখারাপ ইত্যাদির ওষুধ নিয়ে আসি, দরকার মত সেগুলো আমরাও খাই, একই ডোজে, উনি সেটা বলেও দেন। তাই এখানে সারাবছর আমদের বিশেষ ডাক্তারমুখো হওয়ার দরকার পরে না (মেডিকাল লিভ নিতে ইচ্ছে হলে ডাক্তারের কাছে যাই)।
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১১:৫৭ | 122.160.159.184
  • একটি সামান্য কথা ছিল-
    ছেলে জানাল আমার ফেসবুকে নাকি প্রচুর প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট জমে আছে।আসলে সময়াভাবে আমি ফেসবুক খুলে উঠতে পারি না,আপিসে বসে মাঝে মাঝে গুরু/রেডিফ খুলি,সেও চুরি করে।
    গুরুরা কেউ আমাকে ফেসবুকে অনুরোধ পাঠিয়ে থাকলে দয়া করে অপরাধ নিয়েন্না।
  • Jhiki | ০৯ নভেম্বর ২০১১ ১১:৫৪ | 182.253.0.99
  • পিনাকী গুরু কি "নেট' নয়?
  • pinaki | ০৯ নভেম্বর ২০১১ ১১:৪৯ | 122.164.163.111
  • গুড। ১৮০০ টাকা খসানোর আগে দিশি টোটকা অ্যাপ্লাই করে দেখি। থ্যাংকু পিপি আর ডিডিদাকে। নেটেও সেম সলিউশন দিতে দেখলাম অনেককে।
  • siki | ০৯ নভেম্বর ২০১১ ১১:৩৩ | 123.242.248.130
  • কেহ খবর পাই নাই।
  • de | ০৯ নভেম্বর ২০১১ ১১:২৯ | 59.163.30.3
  • পাই কেনো নাই -- দুদিন ধরে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত