এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০০:০৪ | 59.93.245.219
  • শুনলাম দেশ। খুব সুন্দর গায়।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০০:০৩ | 12.149.39.84
  • পাই এর গান পাইনা বহুদিনঃ-((
    কেসি ও তাই--নতুন গান কই? কই?
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০০:০২ | 12.149.39.84
  • অজয় চক্কোত্তি গেয়েছিলেন এক ঘরোয়া আসরে--বলেছিলেন রেকর্ডও আছে।
    m&m তুমি লাইজা আহমেদ শুনেছ????
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০০:০১ | 198.82.29.117
  • হুঁ পাই বেজায় ভালো গায়। মামুও বেশ ভালো গায়ক, তবে কম গায়।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০০:০০ | 59.93.245.219
  • ওমা অজয় চক্কোত্তির আছে বুঝি? কী মজা। আমি এক বন্ধুর গলায় শুনেছিলাম।
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫৯ | 12.149.39.84
  • ঃ-)) হুচি
    তুই বড় মিত্তি মেয়ে ---সব আগডুম-বাগডুমগুলো--হে হে
  • kd | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫৯ | 59.93.208.245
  • এমঅ্যান্ডএম, এটা দিয়ে শুরু করো।

    পাইদিদির গানঃ http://www.esnips.com/thumbnails.php?album=1948753

    আমার মুড অফ থাকলেই শুনি - দিল খুশ হয়ে যায়।
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫৮ | 12.149.39.84
  • পন্ডিত অজয় চক্কোর গাওয়া--m&m?
  • hu | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫৮ | 12.34.246.73
  • নীনাদি, কদিন আগে আরেকটা লিখেছিলে - সেই যে খুব নেশা করত, যাকে তুমি বাবার কোট দিয়েছিলে - তারপর তোমার বিয়ের সময় এসেছিল সে - সেটা পড়েও খুব ভালো লেগেছিল। অনেকসময় টাইপ করতে আলিস্যি লাগে। জানানো হয় না। তোমার এইরকম গল্পগুলো আরো লিখো।
  • Tim | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫৭ | 198.82.29.117
  • লিখবো লিখবো... এখন তো পিথিবি গদ্যময় ঃ-(
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫৭ | 12.149.39.84
  • আরে হলুদ বুট পরা মেয়ের রিভ্যু নেত্য লিখবে কবে? সিন্মাটা দ্যাখে নাই??
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫৬ | 59.93.245.219
  • ভালো না বাসিবে যদি বাসিতে দিও, গানটা শুনেছ?
  • hu | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫৫ | 12.34.246.73
  • হলুদ পাথর নিয়ে লিখতে বলেছিলাম। সেটাও লেখেনি।
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫৩ | 12.149.39.84
  • টিমটিমাটিম টিম--বড্ড ভাল লেখে---যাই লেখে। অনেকি্‌দন গল্প লেখে নি--কেন রে তিমি?
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২৩:৫১ | 12.149.39.84
  • আবার এলাম।
    আরে m&m পাই কেসি & ন্যাড়ার গান শোনো নাই? শুনে ফ্যালো---দারুণ।

    হুচি (নজ্জা স্মাইলি) শ শ শ !
  • hu | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪৯ | 12.34.246.73
  • আরে ঐ উত্তরে পাই-কে সম্বোধন করা হয়েছে। পাই ঐ প্রশ্নের সাবজেক্ট নয়।

    কেউ একজন পাই-এর গান m&mকে দিক। না শুনলে জীবন বৃথা।
  • hu | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪৭ | 12.34.246.73
  • m&m নামটা নীনাদির থেকে ধার নিলাম। নীনাদি, টইতে লিখে তাল কাটতে ইচ্ছে করছে না। তোমার লেখাটা পড়ে খুব ভালো লাগল। সায়ন, পিপি আর টিমের লেখাও খুব ভালো হয়েছে।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪৬ | 59.93.245.219
  • hu না পাইয়ের গানও শুনি নি।
  • aka | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪৬ | 168.26.215.13
  • যাঃ প্রশ্নের আগে উত্তর আসিল কেমনে?
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪৫ | 59.93.245.219
  • কুইজটা ভালো ছিল কিনা।
  • hu | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪৫ | 12.34.246.73
  • m&m পাই-এর গান শুনেছেন?
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪৩ | 59.93.245.219
  • না পাই শোনা হয়নি।
  • hu | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪২ | 12.34.246.73
  • এটা তো সিনেমার দৃশ্যটাই বেশী মনে অছে। অভয়া ও শ্রীকান্ত।
  • I | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪২ | 14.99.35.112
  • শ্রীকান্ত, ম্যাক্সিদিদি। বর্মার ঘটনা। কমন পড়ে গেছে।
  • kc | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 178.61.96.29
  • পুরনো বালাতে সৈকত বন্দ্যোর একখান গল্প ছিল। আমার খুব প্রিয় গল্প। টু এর চায়ের দোকানের গল্প। অনেককাল আগে বেড়িয়েছিল। এবার ভোটে হারবার পর আলিমুদ্দিনের এক বড়কর্তাকে গল্পটা পড়িয়েছিলাম। উনি গল্পটা পড়ে গম্ভীর হয়ে গেছিলেন। আমার কাছে প্রিন্ট আউটও নিয়েছিলেন। সব যদি কালের গর্ভে হারিয়ে গিয়ে থাকে তবে ঐ গল্পটা এই সাইটে তোলা হোক। মামুর কাছে নিশ্চয় কপি আছে।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 59.93.245.219
  • বাঙালিদের শুনিয়ে শুনিয়ে এইসব বলছে।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:৩৮ | 59.93.245.219
  • একটি বাঙালী একটি অবাঙালি মেয়েকে নিয়ে বাংলায় পরিহাস করছে -- ওরে আমি তো তোকে ছেড়ে চললাম রে (কেটে পড়লাম রে) তোর দেওয়া এই আঙটিখানা বেচে দেব (হাত তুলে আঙটি দেখিয়ে) ছেলেটি জাহাজে মেয়েটি তীরে দাঁড়িয়ে। কোন উপন্যাস?
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:৩৫ | 59.93.245.219
  • ভাই ইন্দ্র আমার স্টকে সব আদ্যিকালের উপন্যাস।
  • I | ১০ নভেম্বর ২০১১ ২৩:২৪ | 14.96.184.27
  • আরে নিশি দেখি সব মুখস্ত কইরা রাখসো ঐপাড়ার বৃত্তান্ত !
    শোনো নিশি, অহনে গান শুনতাসি -তোমরা জয় দেও গো চম্পকের নারী/চন্দ্রধরে করে পূজা জয় বিষহরি।
    অহন পরণকথাডি লিখমু ক্যামনে !
  • Bratin | ১০ নভেম্বর ২০১১ ২৩:২৪ | 117.194.100.23
  • হ্যাঁ মিনি দি বাংলা উপন্যাস নিয়ে কুইজ হোক
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 151.141.84.194
  • খুব রেগে রেগে গাইতে হয়, অনেক পরিশ্রম।
    ঃ-)
  • Bratin | ১০ নভেম্বর ২০১১ ২৩:২২ | 117.194.100.23
  • kc রাগপ্রধান ( মানে শুনলেই রাগ হবে) ঃ-))

    জোকস অ্যাপার্ট

    খুব সুন্দর গলা। যদিও গানের ব্যাকরন জানি/বুঝি না। তবু শুনতে বেশ লাগে।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২৩:২১ | 203.110.237.2
  • ন্যাড়াদার আর কেসির গান গাওয়াকে এক সেনটেন্সে রাখলে বাপু? ধর্মে সইবে? কেসি পনেরো না পঁচিশ না পঁয়তিরিশ বছর গলাবাজী করছে - রীতিমতন নাড়া বেঁধে। নিয়মিত রেওয়াজ করে। বাইশটা শ্রুতি ধরে ধরে দেখাতে পারে।
  • I | ১০ নভেম্বর ২০১১ ২৩:২১ | 14.96.184.27
  • ম্যাক্সিদিদি আর কয়েকটা ধাঁধা ধরুন না বাংলা উপন্যাস নিয়ে ! আপনার দুপুরের ধাঁধা'র উত্তরটা আম্মো জানতাম, কিন্তু আমাকে কেউ চান্সই দিল না। ভেরি ভেরি আনফেয়ার।
  • pi | ১০ নভেম্বর ২০১১ ২৩:২১ | 128.231.22.133
  • কেসিদার গানেরও।
  • pi | ১০ নভেম্বর ২০১১ ২৩:২১ | 128.231.22.133
  • ম্যাক্সিদিকে ন্যাড়াদার গানের লিংক দিয়েছিলাম যে। শোনোনি ?
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২৩:২০ | 151.141.84.194
  • বড়াই, পরণকথার কী হলো?
    আমি কতগুলো লিংক পেয়ে সেদিন ন্যাড়া আর কেসির গান শুনলাম। দারুণ ভালো।
  • I | ১০ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 14.96.184.27
  • ম্যাক্সিদিদি,
    এদের কথা একদম বিশ্বাস করবেন না। ন্যাড়াদা, কেশী এঁরা দুজনেই খুব ভালো গান করেন।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 203.110.237.2
  • বাজাই। ক্যাসেট প্লেয়ার।

    কেসি, এনাদের সময়টা তো আলাদা। জগদীশপ্রসাদের গল্পটা হয়তো কিছুটা ঠিক। ভীষ্মদেবের সময়ে জ্ঞান গোস্বামী ছাড়া কলকাতায় বুক বাজাবার মত আর কোন কালোয়াত ছিল না। কনফারেন্সের অত চল ছিল না। কিন্তু পরবর্তীকালে কনফারেন্স, রেকর্ড, এস আর এর দৌলতে বাঙালী অনেক ভাল গান শুনে ফেলেছে।
  • Paramita | ১০ নভেম্বর ২০১১ ২৩:১৩ | 198.95.226.40
  • "মেদিনীপুরের লোকেরা ঘটি বাঙালের ঊর্ধে" - লাখ কথার এক কথা।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 59.93.245.219
  • ন্যাড়া কি গান করেন? অথবা বাজান?
  • kc | ১০ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 178.61.96.29
  • ভীষ্মদেবকে নিয়ে বাঙালি তবুও অনেক আহ্লাদ করেছে। বিন্দুমাত্র আহ্লাদ করলনা, মুনব্বর আলি খান কে নিয়ে, ভদ্রলোকের কবরখানাকে দেখলে লিটেরালি কান্না পাবে। একফোঁটা আহ্লাদ করলনা জগদীশ প্রসাদ কে নিয়ে, কি সব গান গেয়ে গেছেন, ভাবা যায়না।
    আমার আত্মজীবনীতে এই দুজনকে নিয়ে তিনটে করে চ্যাপ্টার রাখব।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 59.93.245.219
  • হ্যাঁ ঐ এল পি টা আমাদের বাড়িতেও আছে। ভীষ্মদেবের বেশিরভাগ গানের লিরিসিস্ট কি অজয় ভটচাজ?
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২৩:০৫ | 203.110.237.2
  • ওটা তো নিখিল বন্দোকে নিয়ে স্বপন বন্দোর বইটা না? দেশে ধারাবাহিক বেইয়েছিল। এই জঁরার বই অনেক আছে।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২৩:০৩ | 59.93.245.219
  • আরেকটা বই আছে - তার ছিঁড়ে গেছে কবে।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২৩:০৩ | 203.110.237.2
  • বলিনু যে, 'স্মরণ বেদনার বরণে আঁকা' সুরেশ চক্রবর্তীর লেখা। ইনিও ভীষ্মদেবের ছাত্র ছিলেন।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২৩:০২ | 203.110.237.2
  • ভীষ্মদেবের ঐ বাংলা এলপিতে দুটো হিন্দি গান ছিল। তিলক কামোদে 'দুখ হমে ক্যায়সে কঁহু মোরি সজনী' আর ভৈরবীতে 'ভাল মোরা মন ভাদি মুরুলী বাজায়ে' ইন্টারেস্টিংলি দুটোই পরে বাংলা হল। অখিলবন্ধু করলেন প্রথমটার প্রায় আক্ষরিক অনুবাদে 'কেমনে জানাব বল শ্যামরাই ব্যাথা মোর' আর শচীন কর্তা করলেন 'ভালা মোরার' বাংলা 'জাগো মম সহেলী গো রজনী পোহায়'। শচীন কর্তা ভীষ্মদেবের ছাত্রও ছিলেন।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 59.93.245.219
  • স্মরণ বেদনার বরণে আঁকা কার লেখা? বইয়ের নাম দেওয়ার বেলায় সবাই রবি ঠাকুর।
  • Bratin | ১০ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 117.194.100.23
  • সবই তো বুঝলুম । কিন্তু সুকুমার রায়ের ওনাকে নিয়ে ঐ রকম নেকা কি ঠিক হলো? ঃ-((
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 59.93.245.219
  • স্মৃতির অতলে আমার আছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত