এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:২১ | 117.194.33.242
  • রোজ ই কি ব্যাং আমাকে হেব্বাল লেকে নিয়ে যাবে? কেন? কেন?
  • Abhyu | ১১ নভেম্বর ২০১১ ২৩:২১ | 97.81.74.73
  • অবশ্য শাশুড়ি স্কুলের দিদিমণি হলে আগের অভ্যাসমতো অমুকদি বলে ডাকাটা একটু চাপের। তবে পাড়ার কাকিমা বিয়ের পরে শাশুড়ি হয়েও কাকিমা থেকে যান, অব্বেস !
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:২১ | 12.149.39.84
  • কিম্বা দাদার নাম বাবু হলে?
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:২১ | 128.231.22.133
  • অভ্যু, প্রয়োজনবোধ করিনি ঃ)
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:২১ | 12.149.39.84
  • আর দাদার নাম রাম হলে ঃ-০
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:২০ | 122.167.68.167
  • হবু ভাইবৌ এক্ষুনি ফোনে নালিশ করল, ভাইকে ফোন করলেই নাকি ভাই খিটখিট করে ""আর কতবার ফোন করবে?'' বলে। আমিও বল্লুম ""এরকম কথা বললেই ফোন কেটে দিবি। নিজের থেকে আর ফোন করবি না। যেই ও আবার ফোন করবে। আরো একবার ফোনটা কেটে দিবি। কোনোভাবেই মাথায় চড়ে বসতে দিবি না।'' সেই শুনে শিউরে উঠল।
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২৩:২০ | 198.95.226.40
  • রাঙা তো ব্যাকরণসিদ্ধ। বড়, মেজো, সেজো, রাঙা, ন, ছোট।
  • lcm | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৯ | 69.236.160.8
  • যদি দাদার নাম মণি হয়.... তাহলে বৌদিমণি - একটা প্যাটার্ন। সঞ্জয়দার বৌ হবে বৌদিসঞ্জয়... কুমারদার বৌ কে ডাকা হবে বৌদিকুমার বলে,
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৮ | 128.231.22.133
  • তবে আমার বিয়ের পর বাঙাল শ্বশুরবাড়িতেও ননদদের এই চাপ দেওয়া হয়েছিল কিন্তু। এটা নিগ্‌ঘাত ঘটিদের থেকে ক্যাপচার করেছে। তবে তারা কোনোভাবেই প্রভাবিত না হয়ে আমাকে দিদিই ডেকে চলে ঃ)
  • Abhyu | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৮ | 97.81.74.73
  • তা, পাই, ব্রতীনের প্রশ্নের উত্তর যদি দিলেই, টইতে দিলেই পারতে ঃ)
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 198.95.226.40
  • ব্যাঙের বাড়ি থেকে হেব্বাল লেক পোচুর দূর। সৈকতের খুব লম্বা কমিউট হবে। তাচ্চেয়ে মাঝামাঝি জায়গায় থাকা ভালো। যেমন শাজ্জাপুর।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 12.149.39.84
  • ঐ ছোট্ট "দা" দিয়ে নিন্দুকের কথা কটা জাবে ভেবেছিস? নাহ!
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 117.194.33.242
  • পারমিতা, দিল্লাগি!! আমাদের বাড়িতে বাঘদের মাসিরা মনিমা, রাঙামা, মামমাম ঃ)
    সৈকতদের বাড়িতেও তাই।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 128.231.22.133
  • তবে ডাকেতে এই চিনি ঢালাটা একটু সমস্যার বটে।
    বিয়ের পর পর বৌদিকে বৌদি ডাকতেই আমার কী সমস্যা হচ্ছে, অত বছর ধরে সঙ্ঘমিত্রাদি দেকে এলুম। তো, লোকজন আমাকে কী চাপ দ্যায়, বৌদিমণি, বৌমণি এইসব ডাকতে !!
  • lcm | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 69.236.160.8
  • জয় বাঙাল-দের জয়!!
    ফুটবল, রান্না.... এসব ক্লিশে টপিক ছেড়ে এবার হবে যুদ্ধ ডাকনাম নিয়ে.... পারমিতা স্টার্ট দিয়েছে।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 12.149.39.84
  • পামিতাঃ-)
    আর নতুন, গোরি বল্লেনা ?
    কিন্তু বাঙালরাই তো শুদ্ধ কথা বেশি বলে
    মন (মোন নয়) নুতন, সুবিধা

    তো অরাই কাকু ডাক ঝেঁপে দেয়নি তো?
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৫ | 122.167.68.167
  • মিঠু সাতদিনে লুরু বেড়ানোর সবচেয়ে ভালো আইডিয়া হল আমার বাড়িতে থাকা। সারাদিন পায়ে চাকা লাগিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়াব আমরা। ঃ-)
    লুরুকে বেস করে আশপাশে প্রচুর বেড়ানোর জায়গা আছে। সাতদিনে কুলোবে না।
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 198.95.226.40
  • আমি কোন ভাই বৌটৌ-এর সঙ্গে ফোনে নেই তবু আমায় কেউ জিগায় না ক্যান।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 128.231.22.133
  • নিনাদি, মাঝে দা টা না থাকলে ঐ কেলো হত ঃ)
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৩ | 117.194.33.242
  • একটা ভালো খবর দেওয়া হয় নি- ছেলের ইশকুলের বাৎসরিক টাকা তোলার পার্টিতে একখান লাকি ড্র হয়েছিলো- হিরের আংটিখান না উঠলেও দ্বিতীয় প্রাইজখানি (একটা ইয়াব্বড়ো গিফট হ্যাম্পার) পেয়েছি- আইটিসি ওটা স্পন্সর করেছিলো। একটা পারফিউমের দাম ই টিকিটের দামের প্রায় সমান। মনটা আনন্দে ভরে আছেঃ)
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২৩:১৩ | 198.95.226.40
  • ঘটিরা আবার ডাকগুলোকে একটু ইদিক উদিক করে মধুর ডাকার পক্ষপাতী। কাকিমা হীরেমণি। মাসি হোলো আবুজা। দাদু দিল্লাগি। সেইভাবে বাঙালদের মুখের কাকু-টা কানে মিষ্টি শুনিয়েছে, ওমনি পটাশ করে তুলে নিয়েছে।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:১২ | 12.149.39.84
  • তাইলে পরশ্রিকাতর বাঙালী জিগাইবে--
    অ--তোমার মেজ্‌দা-বাবা ছোড়দা বাবারা কই?
    কি বলবি তখন?
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:১২ | 122.167.68.167
  • হে ভগবান, নীনাদি লিখতে গিয়ে মিঠুদি লিখে ফেললাম। ঃ-((
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:১১ | 128.231.22.133
  • ছোড়দাকাকু, মেজদাকাকু হলে বড়দাবাবাই তো হয়, টেকনিক্যালি।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:১১ | 12.149.39.84
  • আরে m&m কিধর? খুব গান শুনছে বুঝি??
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:১১ | 122.167.68.167
  • হানিমুনের টই কোনটা মিঠুদি?
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:১০ | 12.149.39.84
  • আমার না ঐ হানিমুনের টইতে খুব লিখতে লোভ হচ্ছে --কিন্তু সব্বাই এত্তো সাফ-সুথরা জোলো সব লিখছে --ধ্যুস! হনিমুন না ছাই ওটা ফানিমুন-টই
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 12.149.39.84
  • পাই ঃ-))
    বাবারও বাবা থাকে--কিন্তু তাই বলে বড়দা-ববা?!
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:০৭ | 122.167.68.167
  • মিঠু, এট্টু রোসো, হবু ভ্রাতৃবধূকে ফোনে বুদ্ধি দিচ্ছি, ক্যামোন করে আমার ভাইটিকে শায়েস্তা করা যায়।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 128.231.22.133
  • আমি আবার ডাকি ছোড়দাকাকু, মেজদাকাকু, সেজদাকাকু বলে। দাদার শুনে শুনে । মানে, কাকাদের ছোটকাকু আর পিসিরা যা বলে ডাকতো দাদাও তাই ডাকতো। পরে কাকু টা জুড়ে যায়।
    একটু বড় হয়ে দাদাকে জিগিয়েছিলাম, বাবাকে কেন বড়দাবাবা বলতো না। কোন সদুত্তর পায়নি। বল্লে ভালো হত। আমিও তাই ডাকতে পারতাম। বাবার থেকে শুনতে অনেক বেটার। ডাকতেও।
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:০৫ | 117.194.33.242
  • ব্যাং, সাতদিনে ব্যাঙ্গালোর বেড়ানোর একটা ভালো প্ল্যান বাতাও।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:০৫ | 12.149.39.84
  • হায় রে পাই !! তোর সুত্র য়ানে কি সুতো কাল বল্ল শিশুটিকে ১৪/১৫ বার ন্যাড়া করে দেবে তাহলে নাকি তার পোচ্চুর চুল হবে মাথায়--ঃ-) তো ঐ সুতোয় পাওয়া খবরে যদি তুই ভস্‌সা করিস তো কি আর বলি!!
  • sayan | ১১ নভেম্বর ২০১১ ২৩:০৪ | 115.184.8.196
  • আমার কপাল এবং কোয়ালিফিকেশন - দুইই দায়ী। ব্লেম দেম। ঃ-(
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:০২ | 128.231.22.133
  • নিনাদি , ইচ্ছা তো আছে ঃ)

    আর এবার গেলে কিন্তু তোমার গান শুনবো । বিশ্বস্ত সূত্রে তোমার খুব ভাল গান গাওয়ার খবরও পেয়ে গেছি ঃ)
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২৩:০২ | 198.95.226.40
  • সব এক্ষোসেপশন
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২৩:০২ | 12.149.39.84
  • হ্যাঁরে সান্দা ঘোর শীতে ছাড়া তুই এদিকপানে আসিসনা কেন রে?
  • sayan | ১১ নভেম্বর ২০১১ ২৩:০০ | 115.184.8.196
  • নীনাদি, থাংকু! ওদিকে মানে জার্সি যাবো সামনের মাসে, ঠিক নাই। তবে ফ্র্যাঙ্কফর্ট যাবো সাম্নের ফেব, কনফার্মড।
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:০০ | 122.167.68.167
  • নীনাদি, আমি আসি বা না আসি, সাধক জীবন সমগ্র তুমি পাবেই পাবে।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৯ | 12.149.39.84
  • পাই ২৪ শে আসছিস তো? সুতোর টানে?
  • m | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৯ | 117.194.33.242
  • আমারো লিখে হাসি পেয়ে গেলোঃ)
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 12.149.39.84
  • ঐ যে মিঠাই, তুমি কানে সুড়সুড়ি দিলে --তাই বেঙি হাসে---বেঙির হাসিটা খুব সুন্দর--বিয়ের ছবিগুলোতে কি হাসি কি হাসি বেঙির
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 122.167.68.167
  • মিঠু, কানে কানে বলার কথা শুনে হাসি পেয়ে গেল।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 128.231.22.133
  • কাকুই বা নেই কেমনে?

    আর মনাও হ্যাজ। মণিও।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 128.231.22.133
  • ব্যাংদি, টিনটিনের রিভ্যু চাই। রিভুর রিভ্যু ঃ)
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 12.149.39.84
  • বেঙি আমার বইটা মনে আছে তো? ডিসেম্বরে কি আসবি কোল্কেতে?
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৬ | 12.149.39.84
  • সান্দা
    ভাল আছিস? কোবতে গুলো বড্ড ভাল লিখছিস রে ---আবার কবে আসবি ইধর??
  • Bratin | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৬ | 14.99.39.165
  • আমরা কাকা বলি আর জেঠু।
  • m | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 117.194.33.242
  • ব্যাং হাসে ক্যান!
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 122.167.68.167
  • নীনাদি, ঠিক আছি।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 12.149.39.84
  • এই পামিতা বল্লেই হল? আমাদের বাড়ীতে পোচ্চুর জেঠু আছে --মনা নাই? তিনি কে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত