এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ১২:২৩ | 122.172.196.164
  • কুমুদি, কেসির টোটকাটা হল মাঝরাত্তিরে ঘুমন্ত বৌয়ের চোখে টর্চের আলো মেরে জাগিয়ে বৌকে হাসি হাসি মুখে বলতে হবে ""অ্যাত্তো বছর ধরে, প্রায় তুমি একই রকম আছ'' (প্রায় শব্দটার ব্যবহারটাও নোট করে নিতে ভুলো না কিন্তু) তাহলে নাকি দুহপ্তা ধরে বৌ নাগাড়ে জলখাবারে লুচিমাংস বানিয়ে দেবে।
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:২২ | 97.81.99.2
  • এখানে শুধু কুঙ্কুই বলছে - কিন্তু সেবন্তী নামটা আমার চেনা। একটু দেখে বোলো তো
    http://punchkepedia.wikidot.com/bn:sadashiv
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ১২:২০ | 122.172.196.164
  • অজ্জিনাল সদাশিবে (শরদিন্দুর) সেবন্তী থেকে থাকতে পারে, আনন্দমেলায় কুঙ্কুই ছিল নাম।
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:১৯ | 97.81.99.2
  • আমার মনে পড়েছে - সদাশিবের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল তখন সেবন্তী নাম বলেছিল। ওর পাজি একটা মামা না কাকা কে ছিল। তাহলে কুঙ্কু ডাক নামই হবে।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১২:১৭ | 122.172.2.76
  • সব না - একটাই তো কদ্দিন আগে নামলো। এখনও ঢোকে নি। সাধারণতঃ ঐতিহাসিক আর ব্যোমকেশের রিভিশান হতেই থাকে।
  • sayan | ১২ নভেম্বর ২০১১ ১২:১৪ | 115.184.99.33
  • শরদিন্দুকে টঙে তুলে রেখেছে! ঃ-))
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১২:১৩ | 122.172.2.76
  • সে অনেক ওপর থেকে নামাতে হবে। কালকের মধ্যে জানাবো।
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:১২ | 97.81.99.2
  • দেশে শরদিন্দু নেই? একটু দ্যাখো না?
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১২:১২ | 122.172.2.76
  • শরদিন্দুর অরিজিনালটা দেখতে হবে।
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:১১ | 97.81.99.2
  • নাপ। ঐ জেনারেশনেই। সেবন্তী ছিল। আমি পড়েছি।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১২:১১ | 122.172.2.76
  • কোথাও একটা ভুল হচ্ছে। কুঙ্কুর ভালো নাম সেবন্তী - এ কি সম্ভব? তাহলে ঐ দুবিনুনি ঘাগড়া ইমেজটাই মাঠে মারা যাবে।
  • sayan | ১২ নভেম্বর ২০১১ ১২:১০ | 115.184.99.33
  • অভ্যুদা, আগেই জানতাম, আ গ্রেট ম্যান ঃ-)
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১২:০৯ | 122.172.2.76
  • তালে সে বোধহয় পরের জেনারেশনের সদাশিব।
  • sayan | ১২ নভেম্বর ২০১১ ১২:০৯ | 115.184.99.33
  • এক হতে পারে কুঙ্কু ডাকনাম ছিল। ঃ-)
    এবার সত্যি সত্যি উঠলাম। টাটা।
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:০৯ | 97.81.99.2
  • সম্ভবত সেবন্তীর ডাকনাম কুঙ্কু। কুঙ্কু নামটাও চেনা, সেবন্তীও পড়েছি।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ১২:০৯ | 122.172.196.164
  • পামিতা, আমি কিছুতেই সেবন্তী নামে কারুর কথা সদাশিবের কমিক্সে পড়েছি বলে মনে করতে পারছি না। কুঙ্কুকে দেখে দেখে আমার এত পছন্দ ছিল যে মাকে অনুরোধ করতাম আমার নাম পাল্টে কুম্‌কু রাখার জন্যে।
  • sayan | ১২ নভেম্বর ২০১১ ১২:০৭ | 115.184.99.33
  • দুবিনুনি কুঙ্কু একদম ঠিক। কিন্তু সেবন্তী একজন ছিল বৈকি। অভ্যুদাও সেকন্ড করলো তো!
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১২:০৬ | 122.172.2.76
  • ব্যাঙ, রাইট কুংকু। এরা সেবন্তী ফেবন্তী কি বলছে?
  • sayan | ১২ নভেম্বর ২০১১ ১২:০৫ | 115.184.99.33
  • পাই, মেল দেখলাম। পরে রিপ্লাবো। এখন উঠলাম।
  • pi | ১২ নভেম্বর ২০১১ ১২:০৫ | 72.83.90.203
  • হ্যাঁ, কুঙ্কু। কিন্তু কেমন যেন অ্যানিমিক আর মাছ মাছ দেখতে ছিল ঃ(

    তবে ও মতন ঘাগরা পরার কী যে শখ ছিল আমার !
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১২:০৫ | 122.172.2.76
  • ইশে ব্যাঙ, লুচি তৈরীর ব্যাপারে আমার মানে কেউ ঠিক ভরসা করবে বলে মনে হয় না। তবে লুচি পরিচালনার দক্ষতায় কোন সন্দেহ নেই বলেই মনে হয় নেমন্ত করেছে।
  • sayan | ১২ নভেম্বর ২০১১ ১২:০৪ | 115.184.99.33
  • স্মৃতি বিশ্বাসঘাতকতা না করলে সেবন্তীই। বেঙীদি কনফার্ম করতে পারবে।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ১২:০৩ | 122.172.196.164
  • দুবিনুনির নাম কুঙ্কু।
  • kumu | ১২ নভেম্বর ২০১১ ১২:০৩ | 122.160.159.184
  • একনজরে মনে হল কাল রাতে চমৎকার ভাট হয়েছে,পড়ছি পরে।
    কেসির একটা টোটকার উল্লেখ দেখলাম -শুধু ঐটে যদি কেউ লিখে দিত,বা পাতার রেফারেন্স।
    পিনাকী,লুরু গিয়ে বসে আছেন কেন,দিল্লী আসুন,সিকি করিমসে খাওয়াবে।হ্যাঁ,লুচিও হবে বইকি।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ১২:০২ | 122.172.196.164
  • থোঁতা মুখ ভোঁতা কীসের র‌্যা!! তাও মেনে নিতুম যদি কিনা তোর ন্যাড়াদা আর প্পণ নিজে হাতে ময়ান দিয়ে ময়দা মেখে লুচি বেলে এবং ভেজে তোকে খাওয়াবে বলতো! আমার কিনা বৌ নেই, তাই কিনা আমার থোঁতা মুখ ভোঁতা!! সে তো আমিও তোকে নেমন্তন্ন করতে পারি - ""চলে আয়, ভজহরির লুচি আলুরদম খাওয়াবো'' বলে।
  • pi | ১২ নভেম্বর ২০১১ ১২:০২ | 72.83.90.203
  • ভাত শেষ হলেই বা কী ? ম্যাগি হ্যায় না।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১২:০২ | 122.172.2.76
  • সদাশিবের গার্লফেরেন্ড সেবন্তী ? হার ইউ শিওর? এমন নাম শুনেছি বলেই মনে পড়ে না। ঐ দু বিনুনী করা মেয়েটার নাম পেটে আসছে মুখে আসছে না।
  • sayan | ১২ নভেম্বর ২০১১ ১২:০০ | 115.184.99.33
  • অভ্যুদা!!! মমির অভিশাপ! জ্জিওঃ!
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১২:০০ | 122.172.2.76
  • ভাত শেষ? এমা, না খেয়েই ঘুনু কব্বে?
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৫৮ | 97.81.99.2
  • আজকের ভাত শেষ? আমি ঘুনু কোব্বো?
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:৫২ | 122.172.2.76
  • না বোধহয়। সবই মায়া ইনভিটেশন আর মায়া ধন্যবাদ।
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৫২ | 97.81.99.2
  • না না লুচিটা বড়ো ভালো জিনিস। সাদা তেলে ভাজা ফুলকো নুচি।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:৫১ | 122.172.2.76
  • পিনাকী লুরুতে?
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৫১ | 97.81.99.2
  • সেবন্তী - ঠিক!
  • pinaki | ১২ নভেম্বর ২০১১ ১১:৫০ | 122.164.146.237
  • এঃ, দাঁতটা মাজতে এট্টু দেরী হয়ে গেল বলে অপ্পনের লুচির অফারটা মিস করে গেলাম আজ। ঠিক হ্যায়, কৈ বাত নেহি। আজ নেহি তো কাল হোগা।

    প্পন আর ন্যাড়াদাকে অসংখ্য ধন্যবাদ। যত না আমাকে লুচি খেতে ইনভাইট করার জন্য, তার চেয়েও বেশী একজনের থোঁতা মুখ ভোঁতা করার জন্য। ঃ-)

    তবে আর বেশী পাঙ্গা নেব না। এরপর হয়তো লুরু আসছি শুনলে গোয়েন্দা লাগিয়ে প্লেনের টাইম জেনে এয়ারপোর্টে গিয়ে কেলিয়ে আসবে। ঃ-)

    আজ আর ভাট নয়। পোচুর কাজ। সংসার বলে কথা। হুঁ হুঁ বাওয়া।
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৫০ | 97.81.99.2
  • হ্যাঁ এদের লিস্টিতে পুরোনো গল্প কম মনে হচ্ছে। আর ছড়া নেই, ছড়া? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কলকাতাতে বান। ঝাঁকামুটের ঝাঁকায় চড়ে তিনটি বাবু যান?
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:৫০ | 122.172.2.76
  • ফাইনাল কিস্তি (আমার তখন নবম শ্রেণীও নয় আর অতএব এগুলো একটাও পড়ি নি)

    অতীন বন্দ্যো - হিংসুটে
    হর্ষ দত্ত - হরিণ শিকারির বাড়ি
    সমরেশ মজুমদার - অর্জুন হতভম্ব
    বিমল কর - কেউ কি এসেছিলেন
    শীর্ষেন্দু - হরিমতির বাগান
    বিমল কর - মজাদার এক ফুটবল ম্যাচ আর দানাপুরি
    সুচিত্রা ভট্টা - চারুহাসিনীর দেওয়াল সিন্দুক
    তিলোত্তমা মজুমদার - বন্ধু।

    শেষ।।
  • sayan | ১২ নভেম্বর ২০১১ ১১:৪৯ | 115.184.123.141
  • ওটায় কী আছে? দেখছি। তার আগে সদাশিবের গার্লফ্রেন্ডের নামটা মনে পড়েছে লিখে রাখি, সেবন্তী।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:৪৬ | 122.172.2.76
  • আমি শেষ করেই ছাড়বো।

    প্রেমেন মিত্তির - তুরুপের তাস চুরি
    আশাপূর্ণা দেবী - নিখোজ নিরুদ্ধেশ হতে গেলে
    বাণী বসু - রুপোর গাছ
    ক্ষিতীন্দ্র না ভ - বনঝাউয়ার রহস্য
    সমরেশ বসু - জ্বরের ঘোরে শোনা
    সুনীল - একটু লাল লঙ্কা
    আশাপূর্ণা দেবী - টিকটিকি, অতীন্দ্রিয় শক্তি ও বেদান্ত বর্ধন
    রূপক সাহা - নদুস্কোপ
    শীর্ষেস্‌ন্‌দু - আতাপুরের দৈত্য
    অতীন বন্দ্যো - নিখোঁজ চারু
    দুলেন্দ্র ভৌ - গাবু
    আশাপূর্ণা দেবী - কপালের নাম গোপাল
    ষষ্ঠীপদ চট্টো - শিমুলতলার মাধবী লজ
    শৈলেন ঘোষ - কানকাটা বাঘ
    ..
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৪৬ | 97.81.99.2
  • সায়ন্দা এটা দ্যাখো তো
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৪২ | 97.81.99.2
  • সদাশিবটা এত্তো মিত্তি ছিল।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:৪১ | 122.172.2.76
  • সমরেশ মজুমদার - খুনি
    হরিনারায়ন চট্টো - বনকুঠির রহস্য
    সত্যজিত রায় - তারিণীখুড়ো, অবর সেন অম্‌তর্ধান, গঙ্গারামের কপাল
    সুকুমার সেন - দেবতার ভত
    আশাপূর্ণা - মজারু মামা
    লীলা মজুমদার - দুঃখহরা বড়ির নিশি
    সমরেশ বসু - গোরক্ষনাথ বাবুর নোটবুক
    বিমল কর - ভুনিকাকার চৌরশতম্‌
    সত্যজিৎ রায় - অনুকূল
    নীরেন চক্কোত্তি - ক্যাপ্টেন
    ..
  • sayan | ১২ নভেম্বর ২০১১ ১১:৪১ | 115.184.123.141
  • না না বোম্বেটে জাহাজই বোধহয়। কেন না সেটা রামের উল্লেখ অবশ্যই ছিল। তবে রামন জারাতে একাধিক গল্পে উল্লিখিত হয়েছে। আমি যেটা বলছি সেটায় স্টেজে উঠে ছোরার খেলা দ্যাখানোর কী একটা ছিল।

    আকাদা, ইয়েস ডানকান।

    আর সদাশীব। কয়েকদিন আগেও লিখেছিলাম। বিমল দাসের আঁকা ঐ ছবিগুলো এত্ত জ্যান্ত ছিল। সদাশীবের জন্য খাবার আনত ঘাঘরা পরে সেই বাচ্চামতন মেয়েটার নাম কী ছিল?
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৩৯ | 97.81.99.2
  • ঘন্টা কর্ণ ছাড়া আর কোনোটা মনে পড়ছে না। রুকু সুকু তো প্রচুর আছে। একটা গল্পে ছিল - 'গাছটা ফুরিয়ে গেল মা'

    কেডিদা নাকি অঙ্কে ভালো ছিলেন এবং সখ করে মেটালার্জি পড়েছিলেন ঃ)
  • kumu | ১২ নভেম্বর ২০১১ ১১:৩৮ | 122.160.159.184
  • দুঃখিত,পোস্টের নিচে এতটা স্পেস নষ্ট করার জন্য,যদিও জানি না কিভাবে হল।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:৩৬ | 122.172.2.76
  • হ্যাঁ এটাই।
    লিস্টি চাও?
    প্রেমেন মিত্তির - ভারত যুদ্ধে পিঁপড়ে
    নীহাররঞ্জন গুপ্ত - বিড়ালের চোখ
    শিবরাম - শরচ্চন্দ্রের সন্ধিভেদ
    সুনীল - ঝুনুমাসির বিড়াল
    শীর্ষেন্দু - লালটেম
    প্রেমেন মিত্তির - তেনারা
    লীলা মজুমদার - অশরীরী
    সুনীল - রাজপুত্রের অসুখ
    প্রেমেন মিত্তির - ভুতেরা বড় মিথ্যুক
    সঞ্জীব - রুকু সুকু
    বিমল মিত্তির - রাত তখন এগারোটা
    বিমল কর - ম্যাজিশিয়ান
    মনোজ বসু - ঘন্টাকর্ণের কান গেল

    ..
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৩৫ | 97.81.99.2
  • সেই সময় শুকতারাও খুব ভালো ছিলো। নাথুর গল্প ওখানেই প্রথম বেরিয়েছিল।
  • kumu | ১২ নভেম্বর ২০১১ ১১:৩৪ | 122.160.159.184
  • ও কেডিদা গো-ও-ও,
    ১৮৪৮১ পাতায় জুলি ও পৈশাচিক হাসি দেখে মনে হল ইনি কি অসীমাদির মেয়ে?

    আমি পড়েছি তো অসীমাদির কেলাসে,ওনার অযোগ্য ছাত্রছাত্রীদের মধ্যে একজন।
    কেডিদা তবে কেমিস্ট্রির লোক!!!!!!আর অ্যাদ্দিন টের পাই নি!!!
    আনন্দাশ্রু বহিয়া ল্যাবকোট ভিজিয়া যাওন!!
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৩৩ | 97.81.99.2
  • না না ভুল বললাম। মমির অভিশাপ আর সূর্যদেবের বন্দী।
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:৩৩ | 97.81.99.2
  • ব্ল্যাকি বোধ হয়। রয়ের পরেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট লোক ছিল।

    হ্যাঁ রামন জারাতে লাল বোম্বেটের গুপ্তধনে খেলা দেখাতো। বই হয়ে বেরিয়েছে। আগে বোধ হয় নাম ছিল বোম্বেটে জাহাজ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত