এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫৯ | 59.93.255.112
  • *poya.
  • maximin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 59.93.255.112
  • আমার আশীর্বাদ মোটের ওপরে প। :)
  • Bratin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 14.96.214.236
  • মিনি দি, আপিসের র কাজ এগিয়ে রাখছি। যদি বুধ বার একটা ছুটি ম্যানেজ করতে পারি ম্যাচ দেখতে যাবো।ঃ-))
  • Bratin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫৬ | 14.96.214.236
  • নেতাই, এদের কথায় কান দেবে না। আমি বলছি শোনো কোনো চাপ নেই। ঃ-))
  • maximin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫৬ | 59.93.255.112
  • ব্রতীন কেমন আছ?
  • Netai | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 122.161.42.76
  • মাথায় করে রাখলাম ম্যাক্সিদি। আপনার আশীর্বাদ।
  • Bratin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 14.96.214.236
  • ajkjdhdjcdygcyfrifgbbvjfvofj , আমার সাথে যা হয়েছে, তারপরে অমি আর এই সাইটে কখনও ই আর লিখতাম না এখানের অনেক শুভার্থী বলা সঙ্কেÄও। কিন্তু গুরু র সঙ্গে যুক্ত এক বিশেষ জন আমাকে ফোন করায় আমি লিখতে শুরু করি।
  • maximin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫৪ | 59.93.255.112
  • এ সপ্তায় বিয়ে? আশীর্বাদটা এখানেই করে রাখি।
  • Netai | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫৪ | 122.161.42.76
  • আর লিখতে পারিনা বলতে কুল্যে ঐ একটাই লিখেছিলাম। বানানো নয়, শোনা গল্প।
  • Netai | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫২ | 122.161.42.76
  • না, আমি আর গল্প লিখতে পারিনা। তাই লেখা ছেড়ে দিয়েছি।
    আমি এখন প্রসিদ্ধ সিনেমা সমালোচক।

    ঃ)))
  • maximin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫০ | 59.93.255.112
  • পাঁচ নম্বরের জন্যে লেখা দিয়েছ?
  • maximin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 59.93.255.112
  • নিশ্চয়ই পড়েছিলাম। বললে ভালো হল। আরেক বার পড়ে নেব।
  • Netai | ১৩ নভেম্বর ২০১১ ২২:৪৮ | 122.161.42.76
  • আওয়াজ পাচ্ছি কেসিদা। কিসের আওয়াজ জানিনা।
  • maximin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৪৭ | 59.93.255.112
  • দুলুনি ভাব সে আর এমন কী কথা? মেয়েদের তো খুব করে কাঁদতে হয়। সেটাই নিয়ম। নইলে ভালো দেখায় না।
  • Netai | ১৩ নভেম্বর ২০১১ ২২:৪৬ | 122.161.42.76
  • ঃ-)
    ম্যাক্সিদি। রসাতলের ঐ তৃতীয় সংখ্যায় আপনার লেখার সাথে আমারো একটা গল্প ছিল। প্রসেনজিৎ ছদ্মনামে।

    আমি স্পেসিমেন কপি পেয়েছিলাম। দান করে ফেলেছি। আমার গল্পের মত, আপনার লেখাও তাই দেখতে পারছিনা আর।
  • kc | ১৩ নভেম্বর ২০১১ ২২:৪৩ | 178.61.96.29
  • কালিপুজোর সময়, শেষরাতে যখন পাঁঠাবলি শুরু হয় তখন ঢাকের বাজনার বোলটা এক্কেরে অন্যরকম হয়। কিরকম একটা দুলুনি ভাব থাকে। নেতাই ক্ষি এখন মনে মনে ওই বাজনাটা শুনতে পাচ্ছ?
    খিল্লি দিচ্ছিনা। আমি পেয়েছিলাম। ১০ বছরের পুরোন জিএফের সঙ্গে বিয়ে হচ্ছিল, তাও।
  • maximin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৪২ | 59.93.255.112
  • ক্ষমা করে দিলাম নেত্য।
  • Netai | ১৩ নভেম্বর ২০১১ ২২:৩৮ | 122.161.42.76
  • aর (অয়নদার?) কথা টেনে বলি, আমি ঝগড়ায় না জড়ালেও মানসিক ভাবে এফেক্টেড হই। ভালোলাগার মানুষরা নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়লে। বিশেষ করে ঐ তিক্ত অনুভুতি যখন তারা রেখেই দেন একে অপরের সম্পর্কে। আমি জানি ইহা ভার্চুয়াল ওয়ার্ল্ড। মন মানে কই?

    আমার শেষ স্বাধীন রোব্বার। কয় পিন্ট গিলে আছি। নইলে বলতাম না। ক্ষমাঘেন্না করে দেন।
  • maximin | ১৩ নভেম্বর ২০১১ ২২:৩৬ | 59.93.255.112
  • কেসির গান আম্মো শুনতে পাই নাই। থ্রেডের লিং খোলে নাই।
  • kc | ১৩ নভেম্বর ২০১১ ২২:৩৩ | 178.61.96.29
  • ন্যাড়াদা, গানগুলোতো আছে, কিন্তু সেদিন একটা ফাইলে তুলতে গেলাম, কী করে পুরো ফোল্ডারটাই প্রাইভেট হয়ে গেল। কিছুতেই পাবলিক হয়না। তোমারে আমি মেল করে দোব। সঙ্গে একটা বড়ে গোলাম আলির কেদার, গান শেখাতে শেখাতে, শ্যামল বোস তবলাতে। আমি নিশ্চিত তোমার ভালো লাগবে।
  • ajkjdhdjcdygcyfrifgbbvjfvofj | ১৩ নভেম্বর ২০১১ ২২:৩৩ | 122.172.251.117
  • the secret of the unicorn সম্ভাবত এটা থেকেই বানানো হয়েছে শুনেছিলাম যেন ।
  • sayan | ১৩ নভেম্বর ২০১১ ২২:৩২ | 115.241.46.97
  • কেশীদা, সিক্রেট অফ দি ইউনিকর্ণ, লাল বোম্বেটের গুপ্তধন।
  • nyara | ১৩ নভেম্বর ২০১১ ২২:২৮ | 122.172.2.76
  • কিন্তু কেসি, তোর গানগুলো কোথায় গেল?
  • kc | ১৩ নভেম্বর ২০১১ ২২:২৮ | 178.61.96.29
  • শমীক, টিনটিনের কোন গল্পটা সিনেমা হয়েছে? সামনের উইকএন্ডে যাব।
  • ajkjdhdjcdygcyfrifgbbvjfvofj | ১৩ নভেম্বর ২০১১ ২২:২৪ | 122.172.251.117
  • আবদ্ধ ***
  • ajkjdhdjcdygcyfrifgbbvjfvofj | ১৩ নভেম্বর ২০১১ ২২:২৩ | 122.172.251.117
  • আমার পছন্দ অপছন্দের কথা আসছেনা । তবে আপনি কৃতজ্ঞতার বন্ধনে আবধ চরিত্রে ছিলেন হয়ত [ বইমেলা তে আপনার বই বিক্রিতে বা আন্দমান যাত্রার আগের দিন কেডির বাড়িতে রাত্রিবাস !] এই সব কি ভোলা যায় বলুন ?
  • siki | ১৩ নভেম্বর ২০১১ ২২:১৭ | 122.177.237.71
  • ajkjdhdjcdygcyfrifgbbvjfvofj,

    পছন্দ না হলে প্রতিবাদ করুন, প্রতিবাদের রাস্তা তো খোলাই আছে। ঃ)

    আমি মঞ্চে ছিলাম কিনা, কোথায় কোন চরিত্রে ছিলাম, সব কি আর আপনি জানেন কত্তা?
  • ajkjdhdjcdygcyfrifgbbvjfvofj | ১৩ নভেম্বর ২০১১ ২২:১৫ | 122.172.251.117
  • সিকি ও তো বালক সুলভ আচরন করো ! ব্রতীনের সাথে যখন কেডি এবং সামরান এর গন্ডোগোল বাধলো,তখন তুমি তো মঞ্চে ছিলেইনা ,কিন্তু ব্রতীনের সাথে আড়ি করে দিলে । এখানে কার দোষ সেই প্রসঙ্গে যাচ্ছিনা [ ব্রতীন দের কথা বলছি ] । ব্রতীন ও তখন বলেছিলো আর আসবেনা এখানে, যাকগে সে সেই সব মনে না রেখে এখানে আসছে ।
  • Bratin | ১৩ নভেম্বর ২০১১ ২২:১৩ | 14.96.214.236
  • না লুচি ভাজা হয়ে গেছে। মা ডাকছে। খেয়ে আসছি আবার।
  • Bratin | ১৩ নভেম্বর ২০১১ ২২:১২ | 14.96.214.236
  • কে তোমাকে চিমটি কেটেছে খালি নাম টা দাও। বাড়ি থেকে তুলে আনছি কালকে। ঃ-))
  • siki | ১৩ নভেম্বর ২০১১ ২২:১২ | 122.177.237.71
  • টিনতিন থ্রিডি দেখে এলাম। স্পিলবার্গ রকস এগেইন। দলে দলে যান ও দেখে আসুন। অবশ্যই থ্রিডি।
  • kc | ১৩ নভেম্বর ২০১১ ২২:০৯ | 178.61.96.29
  • আড্ডাতো ভালোই লাগে। কিন্তু মাঝে মাঝে আড্ডার নামে চিমটা চিমটি হলে ক্ষি আর ভাল লাগে?
  • Bratin | ১৩ নভেম্বর ২০১১ ২২:০৯ | 14.96.214.236
  • এবারের ইডেন টেস্ট টা সোমবার শুরু হচ্ছে । কোন মানে হয়। এক দিন ও যাওয়া যাবে না। কালকে PM কে একটু ম্যানেজ করতে হবে। টিকেট পাওয়া নিয়ে তেমন চাপ নেই মনে হয়।
  • sayan | ১৩ নভেম্বর ২০১১ ২২:০৭ | 115.241.46.97
  • পিং
  • Bratin | ১৩ নভেম্বর ২০১১ ২২:০৫ | 14.96.214.236
  • kc খবর কি? আজকাল তুমি বড্ড ফাঁকি দিচ্ছো আড্ডা মারাতে....
  • kc | ১৩ নভেম্বর ২০১১ ২১:৫৯ | 178.61.96.29
  • উপস্থিত।
  • Bratin | ১৩ নভেম্বর ২০১১ ২১:৫৩ | 14.96.214.236
  • প্রেজেন্ট প্লিজ
  • r2h | ১৩ নভেম্বর ২০১১ ২১:৪৭ | 68.46.95.16
  • ঢংঢংঢংঢংঢংঢংঢংঢং
  • ppn | ১৩ নভেম্বর ২০১১ ২১:৩৮ | 112.133.206.22
  • টাং
  • Netai | ১৩ নভেম্বর ২০১১ ২১:২৫ | 122.161.50.75
  • টুং
  • a | ১৩ নভেম্বর ২০১১ ১৪:২১ | 208.240.243.170
  • সিকি,
    আমি খুব খুব কম লিখি, একান্ত টাইম পেলে। এখানে ঝগড়ায় জড়ালে সেটা মানসিকভাবে ইফেক্ট করে, সেই experience আছে বলেই চট করে মন্তব্যে যাই না, একান্ত নির্দোষ না হলে (শুশুদিবস টাইপের)। আর সেটা সচেতনভাবেই করি।

    পাইদির বিষয়ে যা বলার বলেছি, মজা আর ক্ষোভ মিশিয়েই, কিন্তু রেগে নয়।

    কেডিবাবুর সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু সেরকম তো ঘটেই। ওনার বয়েসের সাপেক্ষে দুর্বিনীত বলছ কি?
  • siki | ১৩ নভেম্বর ২০১১ ১১:৫৬ | 122.177.237.71
  • রিসেন্টলি কেউ ফ্রিজ কিনেছেন? শার্পের ফ্রিজ নিয়ে কারুর কোনও বক্তব্য আছে? মার্কেটে কোনও রিভিউ পেলাম না। দোকানদার বলছে এলজি স্যামসুংয়ের থেকে নাকি শার্প ভালো হবে।
  • siki | ১৩ নভেম্বর ২০১১ ১০:৩৩ | 122.177.237.71
  • a,

    তুমি যখনই আসো, একবুক আগুন নিয়ে আসো। বড্ড রেগে থাকো মনে হয় সবসময়ে। তোমার লেখা পড়ে একটা ইমপ্রেশন হয়, তুমি বোধ হয় হাসতে জানো না, সুস্থ বিতর্কে অংশ নিতে জানো না, ইন শর্ট তোমার খুব পেট খারাপের বাতিক আছে।

    খোলাপাতা, যা ইচ্ছে যখন ইচ্ছে লিখতেই পারো, তোমার সম্পূর্ণ স্বাধীনতা, কিন্তু আমারও স্বাধীনতা আছে এটা বলার যে, তোমার রিসেন্ট পোস্টগুলো আমার কিছুমাত্রায় উদ্ধত এবং দুর্বিনীত লেগেছে। ব্যক্তিগত মতামত জানালাম।
  • pi | ১৩ নভেম্বর ২০১১ ১০:২৮ | 71.206.15.47
  • t1, t2 র মতন ধীরগতিতে হলে বেশি ভালো লাগতো।
  • Lama | ১৩ নভেম্বর ২০১১ ০৭:৪৯ | 117.194.229.217
  • একটু আগে খুঁজে পেলাম- কিশোর জ্ঞান বিজ্ঞান ১৯৮২ পূজাবার্ষিকীর শেষ দিকের দুটো ছেঁড়া পাতা।
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৬:৪৯ | 97.81.107.241
  • কোনটা বেটার? (আরেকটা লাইভ রেকর্ডিং আছে, কিন্তু সেটা দেওয়া গেল না, অনেকদিন আগে ইউকে তে গাওয়া, ওফ 'মরণ রে' কী অসাধারণ গেয়েছিলেন সেখানে)

    http://www.stat.uga.edu/]amandal/personal/t1.mp3
    http://www.stat.uga.edu/]amandal/personal/t2.mp3

  • i | ১৩ নভেম্বর ২০১১ ০৫:২৭ | 124.169.154.153
  • কবে যেন আপনারা বলছিলেন বান্‌গ্‌লা লাইভ আর্কাইভের হাওয়া হয়ে যাওয়ার কথা। দুঃখুও করছিলেন কেমন। খবর পেয়েছি, নতুন মাসিমা আর্কাইভ ফিরিয়ে আনার গণ আবেদন পেলে বিবেচনা করবেন। অতয়েব আগ্রহী জনতা এডিতরকে মেইল করুন। মেইল আই ডি নিগ্‌ঘাত সাইটে আছে। না পেলে জানাবেন।
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৪:৪৮ | 97.81.107.241
  • সে সময় বেশ ভালো কল্পবিজ্ঞানের গল্প পাওয়া যেত, হোক না অনুবাদ। কতো যে আইজ্যাক অ্যাসিমভ আর আর্থার সি ক্লার্ক আর জুল ভার্ণ পড়েছি।

    আর কিশোর জ্ঞান বিজ্ঞানে বেরোতো ঘনাদা। সে কি ছবি। আনন্দ পাবিলিশার্স ছবিগুলো বাদ দিয়ে মজা আদ্দেক মাটি করেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত