কেসি পালং শাকের রেসিপিটা আর একবার পাওয়া যাবে? কালের গহ্বরে হারায়ে গেছে।
pi | ১২ নভেম্বর ২০১১ ২২:৫৩ | 72.83.90.203
হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এখন কোন পোস্ট করলে একটু ব্যাকাপ রেখে দিন।
dri | ১২ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 117.194.231.155
টইয়ে কি কিছু গোলমাল হয়েছে? নেমলিস্ট আপডেট হচ্ছেনা।
kiki | ১২ নভেম্বর ২০১১ ২২:১৫ | 59.93.246.186
আজ একটু আগে ফিরছিলুম, ট্রামডিপোয় ,খাদিমসের কাছে দেখলুম এক মহিলা একটা লোককে উদুম ক্যালাচ্ছে। সঙ্গে তার ঋভুর বয়সী এক মেয়ে রয়েছে। সে বেচারী ভ্যাবাচ্যাকা হয়ে গেছে। এদিকে লোক জমছে, আর বদ লোকের যা স্বভাব, বদমায়েসি করে ভাবে রোয়াব নেবে। তো জিগালো কি করেছি হ্যাঁ? মারছেন কেন? সঙ্গে সঙ্গে সে মহিলা -- বলতে হবে, বুঝছেন্না? এমনি এমনি মারছি নাকি! বলে সদ্য কেনা খাদিমের জুতোর প্যাকেট মুঠো করে ধরে আবার দুড়ুম দাড়াম মারতে লাগলো। আমিও টেনসন খাচ্ছিলুম মহিলা কারন বলতে না পেরে ঘাবরে না যায়। দেখলাম ঘাবরায় নি। আমিও শন্তিতে বাড়ীতে চলে এলুম।
kk | ১২ নভেম্বর ২০১১ ২১:১১ | 107.3.242.43
হ্যাঁ হ্যাঁ। সে অনেক গল্পেই আছে। মমির অভিশাপ, বিপ্লবীদের দঙ্গলে টিনটিন,কানভাঙা মূর্তি।
ppn | ১২ নভেম্বর ২০১১ ২০:৪৬ | 112.133.206.22
রামোন জারাতেই তো জেনারেল আলকাজার?
kk | ১২ নভেম্বর ২০১১ ২০:৪০ | 107.3.242.43
কুঙ্কু সদাশিবের ছোটবেলার বন্ধু। আর সেবন্তী তো ছিলো একটা পরিত্যক্ত গ্রামের বিঠ্ঠলের মন্দিরের পুরোহিতের মেয়ে। সেবন্তীর কথা আছে সদাশিবের দৌড়োদৌড়ি কান্ডে।
pi | ১২ নভেম্বর ২০১১ ২০:৩৯ | 72.83.90.203
একজন জানতে চেয়েছেন, গুরুতে ঈশ্বরচন্দ্র গুপ্তকে নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা, বা ওঁর লেখা নিয়ে কারুর যদি কিছু লেখার থাকে ...
kd | ১২ নভেম্বর ২০১১ ২০:০৩ | 59.93.255.8
কুমুদিদির অনেক পুরোনো পোস্টের উত্তর - না আমি বি ই কলেজের মেটালার্জি - ৬৬তে পাশ করেছি (৬১ উমা)। বরদাবাবুর ছাত্র। ওনারা কলেজ ক্যাম্পাসেই থাকতেন। ওনাদের মেয়ে জুলি আমাদেরই বয়সী বা একটু ছোট।
আজ সইয়ের বিষম খাবার দিন। আমি এই মাত্র নাম করে এলুম, এসেই দেখি ডিডিদাদাও তেকোনা নিয়ে পরেছেন।ঃ)
sayan | ১২ নভেম্বর ২০১১ ১৫:০৮ | 115.241.45.226
তো সদাশিবে সেবন্তীর উল্লেখ পাওয়া গেল? এবাবা বেঙীদি যে এত্ত দৃঢ়তার সাথে ছড়ালো যে ঐ নামে সদাশিবে কেউ নাই! এবাবা!
dd | ১২ নভেম্বর ২০১১ ১৫:০১ | 124.247.203.12
একটি ছানা এসে গদগদ ভাবে "এই ন্যান, আপ্নে একটা সামোসা খান" বলে তেকোনা একটা জিনিস দিয়ে গ্যালো। "হিঁ হিঁ হিঁ, স্যাটার্ডে স্পেশাল স্যার, খান।"
এরম কদর্য্য, কাঁচা প্যাঁজে ভর্ত্তি, বীন ও গাজরে পরিপুর্ন একটি আখাম্বা তেকোনা দাঁত ভাঙানিয়া জিনিসের মুলাকাৎ আগে হয় নি। কপাল ভালো যে সামনে ছিলো না, তাই বেশীর্টাই থু থু করে ওয়েস্ট পেপার বিনে ফেলে তার উপর কাগজ ছিটিয়ে দিয়েছি।
ছেন্নাইতে বাস করা যে কি বিপদ সংকুল তা আপনেরা চিন্তাও করতে পারবেন না।
lcm | ১২ নভেম্বর ২০১১ ১৪:৪১ | 69.236.160.8
গরমে লে/লাদাখ .... থ্রি ইডিয়ট্স-এর সেই লেক...
দিল্লী থেকে প্লেনে ১ ঘন্টা ১৫ মিনিট লে। জেট এয়ারওয়েস-এ যাতায়াত ২০০ ডলারের মধ্যে। কিংফিশার বেশী। ইন্ডিয়ান এয়ারলাইন্স ও আছে। লে থেকে প্যাংগংগ লেক - ভারন/চীন বর্ডারে - সাড়ে চার ঘন্টা (১৫০ কিমি) জিপে - পারমিট কিনতে হবে। অভারতীয় হলে গাইড+পারমিট চাই - দুইই লে তে পাওয়া যায়। একদিন লেক, আর দেড়দিন - প্যালেস, স্তূপ, কয়েকটা মোনাস্ট্রি। তিনদিনের মধ্যে ঘুরে ব্যাক টু দিল্লী।
nyara | ১২ নভেম্বর ২০১১ ১৪:২৫ | 203.83.248.37
হ্যাঁ, রসিয়া হো না যাও। সেই সঙ্গে বার বার মনে আসছে লতাদেবীর 'তুম তো পেয়ার হো'।
kc | ১২ নভেম্বর ২০১১ ১৪:১১ | 178.61.96.29
ন্যাড়াদা, কেসরীবাইয়ের কোনটা? রসিয়া হো না যাও? ওটা বুয়ারও আছে। হেব্বি।
এই রে! আমাকে এসব প্রশ্ন একেবারে করবে না। আমি একেবারে ডডনং -সিংহচর্মাবৃত গর্দভ।
কাল বড়ে গুলামের বেহাগ শুনছিলাম। সেখানেও কীরকম মারু বেহাগের ছায়া পাচ্ছিলাম। বড়ে গুলামের গানের রাগরূপ অক্ষুণ্ন থাকবে না, এটা ভাবতে পারিনা। কাজেই কোথায় যে বেহাগ আর মারু বেহাগ তফাত হয়ে যাচ্ছে, আমার পক্ষে বোঝা মুশকিল।
pi | ১২ নভেম্বর ২০১১ ১৩:৪৪ | 72.83.90.203
ন্যাড়াদা, একটা প্রশ্ন ছি। বিহাগকে তো অনেকেই কল্যাণ ঠাটের মানে। কল্যাণ অঙ্গের বিহাগের থেকে মাড়ু বিহাগ আলাদা কীসে ? ঐ নি স গ হ্ম ম প র চলনে ? এত কম তফাত, অথচ একটা বিকেলের রাগ , আরেকটা রাতের ?
pi | ১২ নভেম্বর ২০১১ ১৩:৩৯ | 72.83.90.203
না, পিয়া তোরা।
l | ১২ নভেম্বর ২০১১ ১৩:৩৮ | 59.164.189.199
কোথায় গুরুভোজন, ঘুম থেকে উঠলুম একটু আগে, এবার দাঁত মাজবো।
kumu | ১২ নভেম্বর ২০১১ ১৩:৩৮ | 122.160.159.184
ডিডিদা দুক্ষু কর্বেন্না এত। অনেকেই শনিবারে আপিস করে,এমনকি কুমুও। তবে ডিডিবৌদি ও মেয়েরা লুরুতে,সেটা অবশ্য পয়েন্ট।
Netai | ১২ নভেম্বর ২০১১ ১৩:৩২ | 122.161.144.12
মথুরা নগরপতি?
pi | ১২ নভেম্বর ২০১১ ১৩:২৬ | 72.83.90.203
রেইনকোটের মাড়ু বিহাগ শুনতে গিয়ে আমার রাতের ঘুম উড়লো।
byaang | ১২ নভেম্বর ২০১১ ১৩:২৩ | 122.172.196.164
আকা, গা না গান! কে মানা করেছে? তবে শুনছেটাই বা কে? ঃ-)))
dd | ১২ নভেম্বর ২০১১ ১৩:২২ | 124.247.203.12
দেশের লোকেরা খেতে গ্যালো বোধয়? তা একটা বেজে গ্যাছে, তায় গুরুভোজোন, খেয়ে দুপুরের সাধের নিদ্রাটি। সময় আছে না কি নষ্ট করার। আশাকরি আপনেদের লাঞ্চের কাবাবগুলি মোলায়েম, ভাজাগুলি সুস্বাদু, পোলাউটি ধোঁয়া ওঠা গরম আর বীয়ারটি বরোপশীতল।
আর আমি কি গিলে এলাম ফেকটরীর ক্যান্টিনে ভালো করে আইডেন্টিফাই পর্যন্ত্য করতে পারি না। একটা বেগুন জাতীয় আর একটা ছিলো সাদা ও হলদেটে,কচকচে। এখন কাজাচ্ছি।
আরে, আমার কথা বাদ্দিন। হাঃ, আমি আবার একটা মানুষ তার আবার উইকেন্ড। ধুর ধুর।
byaang | ১২ নভেম্বর ২০১১ ১৩:২১ | 122.172.196.164
খিঁক খিঁক। গ্রেট মেন ইত্যাদি।
byaang | ১২ নভেম্বর ২০১১ ১৩:২০ | 122.172.196.164
প্পনের দেওয়া লিংকের ইতিহাসের গল্প এখনো আনন্দর বইঘরে কিনতে পাওয়া যায়। মানে কেউ কিনতে আগ্রহী হলে তাদের জন্য জানিয়ে রাখলাম। বসুবাড়িও কিনতে পাওয়া যায় ঐ একই দোকানে।
অভ্যু আমার বানানো এবং পরিচালন করা দুটো দক্ষতাই সমান আছে। তাই বলে সংযুক্তা পানিগ্রাহীকে "নাচ তো দেখি'' বললেই নেচে দেখাবে নাকি?
byaang | ১২ নভেম্বর ২০১১ ১২:৩৩ | 122.172.196.164
তোকে বলেছি তো নোলেদা সমগ্র আর ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু সমগ্র দেব। একটু তো সবুর করবি। হুতোকে দেখে শেখ, ও কি নোলেদার জন্য অমন হ্যাংলামি আর করে!
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:৩৩ | 97.81.99.2
ব্যাঙদি আমার ১২ঃ২৬-এর কোশ্নো?
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:৩২ | 97.81.99.2
আরে আমারই কলকাতা যাওয়ার সময় হয়ে এলো। তারপর আবার সুন্দরবন, একটু বীরভূম, একটা বিয়ে (করতে না, খেতে), একটা কনফারেন্স...
byaang | ১২ নভেম্বর ২০১১ ১২:৩১ | 122.172.196.164
ওহে নেত্য, তোমার কেসিদাকে কোট করছ, তা কোরো, তবে তার পদাঙ্ক অনুসরণ কোরো না। ধনেপ্রাণে মারা পড়বে।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:৩০ | 97.81.99.2
আচ্ছা আমাকে ক্রেডিট দেওয়া হয় না কেন? আজকের ভাটটা তো আমি 'নেমন্তন্ন? আমার জন্য?' না বললে হতই না? অথচ পাই একটুও কৃতজ্ঞতা জানায় না।
byaang | ১২ নভেম্বর ২০১১ ১২:২৯ | 122.172.196.164
নোলেদা তো মেল করলে না, মানে কি? বলেছি তো আমি যখন কোলকাতা যাব, তখন নোলেদাগুলো হাতে পাব, তবে তোরা হাতে পাবি।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:২৭ | 97.81.99.2
কিন্তুক নোলেদা তো মেল করলে না?
byaang | ১২ নভেম্বর ২০১১ ১২:২৬ | 122.172.196.164
দাঁড়া রে অভ্যু, নিমাই গড়াইকে সদাশিবকান্ডর কমিক্স সমগ্র নামাতে বালে এসেছি। ভদ্রলোক কটা আনন্দমেলা জোগাড় করতে পারেন, সেটাই দেখার। আমার ভদ্রলোককে হেব্বি লাগে, কেমন আইডিয়া দিলেই বই বার করে ফেলেন, সেতো নোলেদার ক্ষেত্রেই দেখলি।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১২:২৬ | 97.81.99.2
একটা ইন্নোসেন্ট কোশ্নো করি - ব্যাঙদি কি লুচি মাংস বানাতে পারে?
Netai | ১২ নভেম্বর ২০১১ ১২:২৪ | 122.161.144.12
name: kc mail: country:
IP Address : 178.61.96.29 Date :12 Nov 2011 -- 12:37 AM
অ, বউয়েরা বিলিয়ে দিতে চাইছে বুঝি? তা এই টোটকাটা ট্রাই মাডি।
কোনও এক গভীর রাতে, বেড ল্যাম্পটা জ্বালিয়ে, বোকাবোকা হাসিহাসি মুখে (ফিঁচলেমি হাসি যেন একটুও না থাকে) বউএর দিকে তাকিয়ে থাকুন। তেনার ঘুম না ভাঙ্গলে একটু জোরে শ্বাস নিন। তিনি চোখ মেলবেন। মেলেই জিজ্ঞেস করবেন, 'কী হয়েছে?' আপনি কিছু বলবেন না। শুধু বলবেন ''তোমাকে দেখছিলাম, প্রায় একইরকম আছ।'' এর পরের একমাস লুচি-মাংস না চাইতেই পাবেন। বিনা পরিশ্রমেই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন