আমি কী করব? আমার কাছে যে বানান এসেছে আমি সেটাই দিয়ে দিয়েছি ঃ(
সন্ধ্যের আগে হবে না। আপিস থেকে অ্যাক্সেস নাই।
i | ১৫ নভেম্বর ২০১১ ১০:৪৬ | 137.157.8.253
অনেককিছু হয়ে গেছে তো। পিছিয়ে পড়েছি আমি... মহাস্থবির জাতক? ট্রিভিয়ায় জন্য। ওখানে পোস্ট করতে পারলাম না।
kc | ১৫ নভেম্বর ২০১১ ১০:৩৮ | 194.126.37.78
ও পাইদিদি, ও শমীক, মল্হারকে বাংলায় মল্লার বলে। ঃ-)
Du | ১৫ নভেম্বর ২০১১ ১০:২৯ | 117.194.201.73
আমার মামীশাশুড়ির গল্পটাও আর লিখি নি। সেটাতে পুলিশ বদলে গেল। পুরোনো রিপোর্ট বাতিল করে নতুন পুলিশ এলো থানা থেকে, তারা অভিযুক্তের বাড়িতেই গিয়ে সাক্ষ্য নিলো তাদের সাঙ্গোপাঙ্গোদের এবং সেই রিপোর্টে হামলার (ইট ছোঁড়া, ডগ এইন নিয়ে বাড়িতে ঢুকে মারতে যাওয়া) উল্লেখমাত্র নেই, শুধুমাত্র একটি ঝগড়ার ঘটনা হিসেবে লেখা হল। তারপর ম্যাজিস্ট্রেটের কোর্টে নির্দ্দিষ্ট দিনে, নির্দ্দিষ্ট সময়ে মামাশ্শুর গিয়ে বসে রইলেন, কিন্তু আমাদের উকিলই দর্শন দিলেন না। কেস ডিসমিস হয়ে গেল।
siki | ১৫ নভেম্বর ২০১১ ১০:২৩ | 123.242.248.130
তাইলে আবার রিস্টার্ট মারতে হবে।
কেউ আছে? আমি তো আপিস থেকে পারব না।
dd | ১৫ নভেম্বর ২০১১ ১০:২০ | 124.247.203.12
হ্যাঁ,হ্যাঁ। সেরকমই হচ্ছে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম ওটা বুঝি সুদু আমার ক্ষেত্রেই হচ্ছে, তা তো নয়। ইউনিভার্সাল।
q | ১৫ নভেম্বর ২০১১ ১০:১৫ | 121.241.218.132
@ সিকি - ফের তো সেই একই কান্ড হচ্ছে। এই মাত্র পোস্ট করলাম, সেটা এলো, কিন্তু লিস্ট আপডেট হল না।
dd | ১৫ নভেম্বর ২০১১ ০৯:৫১ | 124.247.203.12
হ্যাঁ, এই মিনুর গল্পোটা লিখো,মনে করে।
এই অকিঞ্চিতকর ফোরামে লিখলে কি ই বা হবে - এরম ভেবো না। না লিখলে তো কিছুই হবে না।
r2h | ১৫ নভেম্বর ২০১১ ০৮:২৬ | 68.46.95.16
না, জামিনে- এই বাইশে আদালতের তার্খ আছে আবার।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ০৮:২১ | 173.163.204.9
এখন মিনুদের কি স্ট্যাটাস? ঝামেলা এখনও চলছে না "" প্রায়শ্চিত্ত""র পরে জীবন স্বাভাবিক হয়েছে?
Tim | ১৫ নভেম্বর ২০১১ ০৮:১৩ | 173.163.204.9
মিডিয়ার মমতাপুজো বন্ধ হবে কেন? সামনে কি ভোট? অন্য পার্টি কি পহা দিয়েছে? নিদেন কোন সুবিধাটুবিধা? বিদ্বজনেরা কি কাঁধে হাত রেখে বলেছেন, যে এরম কত্তে হয়? মিনু আর মাওবাদীরাদের জন্য পুজো বন্ধ হলে তো স্বর্গ থেকে পুষ্পবিষ্টি হবে।
r2h | ১৫ নভেম্বর ২০১১ ০৮:১০ | 68.46.95.16
এই প্রসঙ্গে সুতোকে খুব থানা জেল আদালত এইসব দৌড়তে হয়েছে, তো তখন তৃণনেতাদের প্রশ্নশীলতা ও অন্যান্য ফর্মা দেখে, কলকাতায় থাকাকালীন প্রকাশ্য ফোরামে এসব আলোচনা করার সাহস সুতো করেনি। সুতোর কাছে বর্ণনা শুনে আমিও সাহস করিনি।
প্রসঙ্গতঃ, গুরুর সূত্রে পরিচিত কয়েকজনের কাছে এই বিষয়ে অনেক সাহায্য পাওয়া গেছিল, যা না পেলে হয়তো মিনুর বরকে এখনো আলিপুর সে¾ট্রাল জেলেই থাকতে হতো। হয়তো কিছু আসবে যাবেনা, তবু তাঁদের নাম লিখতে চাইছি না।
r2h | ১৫ নভেম্বর ২০১১ ০৮:০০ | 68.46.95.16
মিনুর বর মাঝে সাঝে সিপিয়েমের পাড়াস্তরীয় নেতাদের রিক্সায় ফ্রী রাইড দিত। তো ভোটের পর সিপিয়েম ঘনিষ্ঠতার জন্যে প্রাথমিক ভাবে তার ত্রিশহাজার টাকা জরিমানা ধার্য করা হয়, পরে বস্তি ক্যামেরডারি ডিসকাউন্ট দিয়ে দশে নামে। তো ওরা সেটা দেয়নি। সামর্থ্যও ছিলনা স্বাভাবিকভাবেই, তবে হয়তো চেয়ে চিন্তে জোগাড় করা যেত। সেটাও ওরা করেনি।? নেতাদের দোষ নাই, তারা আগেই বলেছিলেন, পহা না দিলে হাজতে যেতে হবে। তাদের এককথা, একেবারে ভদ্রলোকসুলভ।
aka | ১৫ নভেম্বর ২০১১ ০৭:৫২ | 75.76.118.96
মাওবাদীদের সৎপথে ফেরানোর কথাটা হেবি হাসি পেল। কি সুন্দর মাওবাদীরা আর চম্বলের ডাকাতেরা এক হয়ে গেল। মিডিয়ার মমতা পুজো কবে বন্ধ হবে?
r2h | ১৫ নভেম্বর ২০১১ ০৭:২৩ | 68.46.95.16
ঝোড়ো বস্তি, গল্ফ ক্লাবের কাছে। পুরনো গল্প তো, ভোটের ঠিক পরেই। সেই জে চার দিকে খুব অস্ত্র উদ্ধার হচ্ছিল, সেই সময়।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ০৬:১৪ | 173.163.204.9
হুতোদা, টালিগঞ্জের কোন এলাকা?
pi | ১৫ নভেম্বর ২০১১ ০৫:০৮ | 72.83.76.29
প্যাথেটিক।
r2h | ১৫ নভেম্বর ২০১১ ০৪:৫০ | 198.175.62.19
ভেতরের খবর পড়িনি অবশ্য (নতুন আর কি থাকবে), শুধু শিরোনাম পড়লাম। ইনোভেটিভ কিছু নয় যদিও। আর, এরকম তো কতই হয়। যোগসাজশ, মদত দেওয়া, এসব প্রমান করা খুবই সোজা।
সংক্ষেপে হলো, মিনুর বর ধরা পড়েছিল বোমা তৈরীতে মদত দেওয়ার অভিযোগে। তারপর শোনা গেল সে বোমা পাচার করছিল। পরবর্তী ভার্সনে সে নিজেই বোমা বানাচ্ছিল ঘরে বসে, মাল মশলা সমেত ধরা পড়েছিল। আর থানায় তদ্বির করতে যাওয়া সুতোকে স্থানীয় তিনোমূল নেতা সন্দিগ্ধ প্রশ্ন করেছিল, এ এতদূর টালিগঞ্জ থেকে আপনার বাড়িতে কাজ করতে আসে কেন? আসলে সমাজের প্রতি দায়বদ্ধ তো, তাই যোগসাজশ খুঁজছিল আরকি। আর থানায় জিজ্ঞাসাবাদও নেতারাই করছিল, পুলিশের অনেক কাজের চাপ তো। পুলিশের অসহায়তার গল্প সিনেমায় টিনেমায় দেখা যায়, মিনুর ঘটনায় প্রত্যক্ষ জানা গেল।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ০৪:৪২ | 198.82.22.57
কিন্তু এইযে তোমার উচ্চকোটির শিল্প সমালোচককে ঘাড় ধরে পোশোংসা করিয়ে নিচ্ছে, সেইটা তো ডকুমেন্টেড থাকলো না। পীড়ের থানে সিন্নি দাও। তোমার সময়টা ভালো যাচ্ছে না।
pi | ১৫ নভেম্বর ২০১১ ০৪:৪১ | 72.83.76.29
ব্যাকাপ ছিলোনা। আমি তো এটা ভাট থেকে পেস্টালুম। ঃ)
r2h | ১৫ নভেম্বর ২০১১ ০৪:৩৯ | 198.175.62.19
পড়ে নিয়েছি। প্রশংসা আমি চট করে পড়ে নিইঃ)
Tim | ১৫ নভেম্বর ২০১১ ০৪:৩৭ | 198.82.22.57
আরেকটা পোস্টে হুতোদাকে আরো একটু পোশোংসা করেছিলাম। টই গিলে নিয়েছে।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ০৪:৩৫ | 198.82.22.57
একি! আমার পোস্টটা কোথায় গ্যালো? ঃ-(
pi | ১৫ নভেম্বর ২০১১ ০৪:৩৩ | 72.83.76.29
টই ঠিক হয়ে গেছে।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ০৪:১৪ | 198.82.22.57
এক্ষেত্রে রিস্টার্ট মাডি না কি একটা বলে। কিন্তু যেহেতু সেইটা শুনলেই আমার পিত্তি জ্বলে যায়, তাই আমি কিসুই বল্লাম না।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ০৪:০৬ | 198.82.22.57
গাড়ির অয়েল চেঞ্জ করাতে গেলাম। বল্লো আধঘন্টা দাঁড়ান। আমি খানিক উইন্ডো শপিং করে টরে এসে দেখি দোকান চুপচাপ। আমাকে দেখে পোচোন্ডো বিনয়ের সঙ্গে একজন এগিয়ে এলো। - কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ( ""বিজণাপনের"" বাংলা)? -গাড়ি নিতে এসেছি -কিন্তু গাড়ি তো আমরা বিক্রি করিনা, খালি সারাই। -কি মুশকিল! গাড়ি সারাতেই তো দিলাম। - (অত্যন্ত অপ্রস্তুত হয়ে) সরি সরি! আচ্ছা দেখছি।
এরপর তিনি দৌড়ে বেরিয়ে গেলেন, ফিরে এসে চাবিটাবি দিয়ে একগাদা ডিসকাউন্ট দিয়ে দিলেন। হাফদামে হয়ে গেল। উল্টে আমিই অপ্রস্তুত।
aka | ১৫ নভেম্বর ২০১১ ০৩:২১ | 168.26.215.13
পিপি পাশ করা ডাক্তার বা নার্স দেখাও গুরু ফ্রি সার্ভিসে বিশ্বাস না রাখাই ভালো। ;)
pipi | ১৫ নভেম্বর ২০১১ ০৩:১৭ | 129.74.191.152
একজন বাদে আমার কোন বন্ধুই ধূমপায়ী নয়। তবে এখানকার অনেক ক্লাব/বারেই ধূমপান অ্যালাউড, সেই থেকে কিছু হল কিনা জানি না। কিন্তুক আমি তো হপ্তাখানেক হল ও মুখোই হই নি তাহলে কমছে না কেন?
pipi | ১৫ নভেম্বর ২০১১ ০৩:১৪ | 129.74.191.152
আকা, আমার ডাক্তারকে ফোন করাতে এক হপ্তা পরে অ্যাপো দিতে পারে বলেছেঃ-( তাহলে আর এমন ডাক্তার রেখে ফায়দা কি। আর্জেন্ট কেয়ারেই যাই আপাতত।
rimi | ১৫ নভেম্বর ২০১১ ০৩:১৩ | 168.26.205.19
পিপির এইটা হল এখানকার বিশেষ ধরণের কোনো জার্মস আর ধূমপায়ী বন্ধুদের সাহচর্য্যের যুগপৎ ফল। আমিও ভুক্তভোগী। এক সময়ে এই অদ্ভুত কাশির প্রকোপে প্রচুর ভুগেছি। সবচেয়ে বাজে ব্যপার হল, অন্য কারুর প্রেজেন্টেশন কিম্বা লেকচারের সময়েই আমার যত কাশি এসে উপস্থিত হত। দীর্ঘ তিন বছর বাদে আবার হল। ঠিক এরকম গলা ব্যথা, আর ঘুমের মধ্যে বাবাগো মাগো করে উঠে বসা। হিসেব করে দেখলাম, তিন বছর বাদে কিছু কিছু ঘনিষ্ঠ বন্ধুর ধূমপানও আবার বেড়েছে।
এই এক্ষপার্ট মতামত দিয়ে বাড়ি গেলাম।
Nina | ১৫ নভেম্বর ২০১১ ০৩:০৩ | 12.149.39.84
পিপি এবার আমার বেশ চিন্তা হচ্ছে। কাশি পুরোনো করতে নেই। ভাল করে ডাক্তার অবশ্যই দেখা---আর এটা ইয়ার্কি নয়---i am serious!
aka | ১৫ নভেম্বর ২০১১ ০২:৫৫ | 168.26.215.13
কবে থেকে কইছি ডাক্তার দেখাও। তোমার এমনি ডাক্তার নাই? আর্জেন্ট কেয়ারে মূলত বেশিরভাগই নার্সরা থাকে। যদিও নার্সরাও বেশ ভালো।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ০২:৫২ | 129.74.191.152
না আমার কাশি সারছে না। অথচ কফ পিত্ত কিসুই নাই। টনসিলও ফোলা না। দুদিন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিলো না। আর তার সাথে জুড়েছে গলা ব্যাথা। সে যে কি যন্তন্না, কিছুটি গিলতে পারি না, ঢোকও না। খাওয়া দাওয়া তো লাটে উঠেছে কবেই, গরম জল আর গ্রীন টি খেয়ে দিন কাটছে কিন্তুক রাত্তিরে দুচোখের পাতা এক কত্তে পাচ্ছি না এইটে বড় জ্বালাচ্ছে। হয় কাশি আর নয়তো ঘুমের ঘোরে ঢোক গিললেই বাবাগো মাগো করে উঠে বসতে হচ্ছে। সিভিএস তো ফেল মেরে গেল। দেখি আজ আর্জেন্ট কেয়ারে যাই একবার গুটিগুটি।
maximin | ১৫ নভেম্বর ২০১১ ০২:৪৮ | 59.93.240.82
চলো টাটা সবাই।
maximin | ১৫ নভেম্বর ২০১১ ০২:৪৮ | 59.93.240.82
থ্যাঙ্ক ইউ নীনা।
maximin | ১৫ নভেম্বর ২০১১ ০২:৪৫ | 59.93.240.82
ছোট থেকে সারাক্ষণ দেখলাম সবাই ঝগড়া করে। বিষয় মূলত কংগ্রেস 'গবমেন্ট'। ওটা না হলে আরাম পাইনা।
Nina | ১৫ নভেম্বর ২০১১ ০২:৪২ | 12.149.39.84
have a safe and happy journey m&m 2nd honeymoon নাকি গো? ;-)
Nina | ১৫ নভেম্বর ২০১১ ০২:৪১ | 12.149.39.84
ওরে বাবা ঝগড়া কেন হে? এক এক সময় থামতেই চায়না একেবারে হিন্দী-চিনি ঠাঁইঠাঁই হয়ে যায়
maximin | ১৫ নভেম্বর ২০১১ ০২:৪০ | 59.93.240.82
বেস্ট অফ লাক টু অল।
maximin | ১৫ নভেম্বর ২০১১ ০২:৩৯ | 59.93.240.82
ফিরে এসে যেন দেখি টইতে টইতে ঝগড়া চলছে।
Nina | ১৫ নভেম্বর ২০১১ ০২:৩৯ | 12.149.39.84
লুরু খুব ভাল লাগবে--ঝাঁ-চকচক---আর দীপমে যদি যাও--আহা কি বাহার ঃ-)
maximin | ১৫ নভেম্বর ২০১১ ০২:৩৬ | 59.93.240.82
লুরু আমি যাইনি। আশা করি ভালো লাগবে। লুকিং ফরোয়ার্ড।
maximin | ১৫ নভেম্বর ২০১১ ০২:৩৪ | 59.93.240.82
একা তো আর যাচ্ছিনা আকা। জিনিস চুরি যাবে না।
Nina | ১৫ নভেম্বর ২০১১ ০২:৩৩ | 12.149.39.84
আকা--পেপেসিতে যেন কি সব দিচ্ছে, চায়ে দিচ্ছে--খাবটা কি??
maximin | ১৫ নভেম্বর ২০১১ ০২:৩২ | 59.93.240.82
পিপির কাশিটা সারছে না?
aka | ১৫ নভেম্বর ২০১১ ০২:৩২ | 168.26.215.13
এরপর জিনিষপত্তর চুরি গেলে আমাদের দোষ দিবেন না। আজকাল চায়ে ঘুমের ওষুধ দিচ্ছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন