নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকলে সেটা একরকম ভরসা তো। নির্ভরতা তো। নিরাপত্তাহীনতা খুবই সাবজেক্টিভ। আমি টালিগঞ্জের ( রাজনৈতিক কারণে) কুখ্যাত অঞ্চলের বাসিন্দা, যেখানে একদা রাত আটটার পরে ট্যাক্সি ঢুকতো না। সেইসময় প্রচন্ড ভয়ে ভয়ে লোকে বাড়ি ফিরতো। বাবার অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হলে সক্কলকে অস্থির হয়ে উঠতে দেখেছি। সেইরকম আমি এদেশেও ডাউনটাউনে সন্দেহজনক চেহারার লোক দেখলে ভয় কি পাই না? ডেফিনিটলি পাই, এবং পাই যেকারণে বল্লো সেই কারণেই পাই। কিন্তু তবু একটা ভরসাও কাজ করে, যে তিনটে নম্বর ডায়াল করে কিছুক্ষণ টিকে থাকলে একটা চান্স আছে। দেশে যেখানে পুলিশ শুধু নুন ছেটানোর জন্যই বসে থাকে।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২২:৫২ | 168.26.215.13
আমি এলএ তে কোনদিন সিফুড খাই নি। ইনফ্যাক্ট সিফুডের টেস্টটা অনেকবাদে ডেভলপ করেছে।
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৫২ | 129.74.191.152
না পাই, আমার মনে হয় তুমিই নিজের জায়গায় অনড় হয়ে থাকতে চাইছ তাই অন্যদের কথা শুনতে বা বুঝতে চাইছ না। এনিওয়ে এই আলোচনা থেকে আমি হাত তুললাম। তোমরা চালাও। আমার অভিজ্ঞতার বেসিসে দেশে আমি নিরাপত্তাহীনতায় ভুগি জাস্ট একজন মেয়ে বলে। এদেশে এখনো অবধি আমি অত আনসেফ ফিল করি না। পিরিয়ড।
ppn | ১৭ নভেম্বর ২০১১ ২২:৫১ | 112.133.206.18
হায় হায়, আমরা কিনা ফিশ এন চিপ্স খেয়ে চলে এসেছিলাম। ঃ(
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৫১ | 72.83.76.29
পিপি, দিল্লি নিয়ে কী লিখেছি, পড়ে নিও ঃ)
aka | ১৭ নভেম্বর ২০১১ ২২:৫০ | 168.26.215.13
তারপর গান হবে
দিল্লি বদনাম হুয়ি সিকিকে ব্লাড মে।
nyara | ১৭ নভেম্বর ২০১১ ২২:৫০ | 115.184.18.98
Cioppino স্যান ফ্র্যান্সিসকো স্পেশালটি। ইটালিয়ান বলে চলে, তবে উইকি বলছে ইটালিতে কেউ এটার খবর জানে না। নর্থ বিচের পর্টুগিজ আর ইটালিয়ান মাঝিমাল্লারা ঊনবিংশ শতাব্দির শেষে এই অমৃতটি আবিষ্কার করেন।
স্যান ফ্র্যান্সিসকোর ফিশারম্যান্স ওয়ার্ফের মোটামুটি সব রেঁস্তোরায় পাবে। তবে লসাগু যা বলল, স্বাদের তফাত আছে। স্যান ফ্র্যান্সিসকো থেকে ছড়িয়ে মোটামুটি নর্দার্ন ক্যালিফোর্নিয়ার সব টুরিস্ট জায়গাতেই পাওয়া যাবে, বিশেষতঃ সমুদ্রের ধারে আর সীফুড রেঁস্তোরায়। যেমন যাবে সাওয়ারডো-র বাটিতে ক্ল্যাম চাউডার। আরেকটি স্যান ফ্র্যান স্পেশালটি। (সীফুড রেঁস্তোরায় অবশ্য সাওয়ারডো-র বাটি খুঁজো না।)
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 72.83.76.29
পিপি, খারাপ অভিজ্ঞতা হয়নি ? কে বল্লো ? এখানেই লিখেছি। কোল্কাতার ট্যাক্সিতে হয়েছে। এবার শাটলে হয়েছে। দিল্লিতে পরিচিত লোকজনের হয়েছে।
নাঃ, এবার কাটবো। একি কথা বারবার লিখে চলেছি ঃ(
aka | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 168.26.215.13
পাই নিরাপত্তা ব্যবস্থা নিয়েই যদি প্রশ্ন না হয় তাহলে নীচের পোস্টগুলোর মানে কি?
যদিও তুমি আপাতত আমার ওপর রেগে আছো এবং ইগনোর করছ। কিন্তু ডিডিদা বলেছেন সত্যের পথে অবিচল থাকতে।
ppn | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 112.133.206.18
আমি সিকিকে কেলাবো। দিল্লিতে গিয়ে। দিল্লির আরো খানিকটা বদনাম হবে। ঃ)
aka | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৮ | 168.26.215.13
name: pi mail: country:
IP Address : 72.83.76.29 Date :15 Nov 2011 -- 06:00 PM
তবে কোথাকার ঘটনাঅ নিয়ে আর কী বলবো। আমার নিজের গোটা সুটকেস ছিনতাই হয়েছে এদেশে। তারপর পুলিশের সে যা বিচিত্র অভিজ্ঞতা , সে পরে লিখবো খন খখনো। বাড়ির সামনের বাসস্টপ থেকে একদিন আমাদের ইন্সটিটুটের একজনের মোবাইল আর ল্যাপটপ ছিনতাই হল। এমনকি এরি মধ্যে ইন্সটিট্যুটের ভিতর, যেখানে ঢোকার এত্ত কড়াকড়ি সেখান থেকেও চুরি, এবং একজনের ক্ষেত্রে তো পার্সটা চুরি করে গাড়ি অব্দি চুরি।
আরেক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন নিজেই হলাম। এই নিয়ে বার তিনেক। আমি সাধারণতঃ হেঁটে যাতায়াত করি।অআগে রাতেও তাই করতাম। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে লোকজন হঠাৎ করে জিগায় গাড়িতে উঠবো কিনা। এবং না বল্লেও ছাড়ে না ! দুবাঅর রীতিমতন ছুট মেরেছি। এখন রাতে আর হেঁটে ফিরি না। একাও না ফেরার চেষ্টা করি।
IP Address : 72.83.76.29 Date :15 Nov 2011 -- 05:47 PM
প্রচুর পোস্টের ভীড়ে সিকির বড় পোস্টটাই পড়লাম। এবং আঁতকে উঠলাম, বলাই বাহুল্য। দিল্লিতে নিরাপত্তর এতই অভাব ? আমার এক বান্ধবী বলছিল, আপিস থেকে ফিরতে হলে সন্ধে ছটার মধ্যে ফেরে। একটু দেরি হয়ে গেলে অন্য কোন ব্যবস্থা নিতে হয়। আর তারপর তো বাড়ি থেকেই বেরোতে পারেনা।
আর এই পুলিশ কেসের ঘটনায় হাসপাতালের এই আচরণ খুবই খারাপ হলেও ঘটনা হল এটাই প্রায় সর্বত্র হয়।( সেই মুন্নাভাইও মনে পড়ে যাচ্ছে) এধরণের রোগী গেলেই ট্রিট করতে হবে, এরকম কোন আইন কি নেই ?
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৭ | 72.83.76.29
পিপি, তাহলে আমার পোস্টগুলো তুমি ভাল করে পড়োনি।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৭ | 168.26.215.13
বাল্টিমোরে ক্যালাবো না আটলান্টায় ডিপেন্ড করছে। ঃ)
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৭ | 129.74.191.152
পাই কিছু মনে কর না, তোমার কোনদিন দেশে খারাপ অভিজ্ঞতা হয় নি। কিন্তু আমার গুচ্ছের (বোল্ড অ্যাণ্ড আন্ডারলাইন) অভিজ্ঞতা হয়েছে। ব্লেড দিয়ে গা চিরে দেওয়া তো লিখেছি এছাড়াও আরো কিছু যা লিখতে তো দূর, মনে করতেও প্রাণ চায় না। তো এবার বল - এই দিয়ে কি কিছু প্রমাণ করা যাবে?
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৬ | 72.83.76.29
নিরাপত্তা ব্যবস্থার টেস্টিং এর কোন প্রশ্নই উঠছে না। কারণ, আমি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন প্রশ্ন ই তুলিনি ঃ)
হ্যাঁ, বন্দুকের 'সংস্কৃতি' ই ।
আর বল্লাম তো, জায়গা থেকে জায়গা এত তফাত হবে, যে এক্ষপি র তফাত তো হবেই। সেটাই পিপিকে বল্লাম।
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৬ | 198.82.18.154
বোতিন্দাকে কেউ ক্যালাও। দেশে নিরাপত্তা বেশি হলে এদেশে এনে ক্যালাও।
Bratin | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৪ | 117.194.101.218
হ্যাঁ বাইনমোয়িয়াল বা । বড় n আর ছোট p , কিন্তু n*p finite জন্যে পঁয়সা।
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৪ | 129.74.191.152
তাই? কিন্তু পাই গত দুদিনের আলোচনায় তোমার পোস্ট গুলো থেকে কিন্তু বারবার মনে হয়েছে তুমি কিছু স্পেসিফিক জায়গার উদাহরণ দিয়ে দুটো দেশের তুলনা টানছ যেটা আমার মনে হয় করা দুস্কর। আর প্রশ্নটা তো উঠেছিল স্পেসিফিক্যালি মেয়েদের নিরাপত্তা নিয়ে। সেদিক থেকে দেখতে গেলে এ দেশট যে অনেক সেফ এটা অস্বীকার করা যায় কি?
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৪ | 72.83.76.29
পিপি, আরো উদাঃ দি।
বিয়ের পর বেশ কিছুদিন হপ্তান্তে বম্বে থেকে ঔরঙ্গাবাদ করেছি। ট্রেনে ও বাসে। ওভারনাইট। একা। ভয় লাগেনি। এখানেও বেশ কয়েকবার করেছি। গ্রে হাউণ্ডে। র্যালে কি ন্যু ইয়র্ক থেকে ডিসি । প্রায় ওভারনাইট। একা। ভয় করেছে। আর পরিচিত লোকজন অনেক বেশি ভয় দেখিয়েওছে।
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪৪ | 198.82.18.154
পাইয়ের ভুল হচ্ছে। বন্দুকের সহজলভ্যতা নয়, বন্দুকের সংস্কৃতি। নইলে দেশেও খুব সহজে এবং কাগজপত্তর ছাড়াই বন্দুক পাওয়া যায়।
এবং ""অনেকটাই"" নেগেট মোটেই করেনা। ""কিছুটা"" করে। যদিও এগুলো তর্কে ব্যবহারযোগ্য টার্ম হতে পারেনা। স্ট্যাটিস্টিক্স ছাড়া মনে হয় গতি নেই।
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪১ | 198.82.18.154
অ্যানেকডোট দিয়ে দিয়ে নিরাপত্তা ব্যবস্থার টেস্টিং হয়? তাইলে তো আমিও এরকম গুচ্ছ গুচ্ছ লোকেদের নাম বলতে পারি, যারা দীর্ঘদিন এদেশে আছে এবং কোনদিন কোন খারাপ অভিজ্ঞতা নাই।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪১ | 168.26.215.13
বোতিন, ক্রাইম রেট মানে প্রতি x সংখ্যক লোকে কত ক্রাইম ঘটছে?
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৪০ | 72.83.76.29
পিপি, উত্তর দিয়ে দিয়েছি তো !
জায়গার উপর ডিপেন্ড করছে।
আর আমি ক্রাইম রেটের কোন তুলনা করিনি। করতে চাইও নি। বন্দুকের সহজলভ্যতা এখানের বেটার আইন শৃঙ্খলা সিস্টেমকে অনেকটাই নেগেট করে দ্যায়, এটাই আমার মূল বক্তব্য।
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৩৮ | 72.83.76.29
হ্যাঁ, হায়দ্রাবাদের সিসিএমবি তেও কিছুদিন কাজের জন্য ছিলাম। বাস , ট্রেন ঠেঙিয়ে অনেক দূরেই ফিরতাম। তবে সে প্রায় বছর সাত আটেক আগের কথা।
কোলকাতায় আই আই সি বি তে রিসার্চ করা আমার বান্ধবী শেষ মেট্রোতে রেগুলার ফিরতো । বাড়ি দূরেই ছিল। কোনোদিন ভয়ে ভয়ে ফিরেছে বলে তার মনে পড়েনা ( ভীড় বাসের ঘটনার বিরক্তির সাথে ভয় কে এক করা হচ্ছেনা)। দেরি হয়ে গেলে কাছাকাছি আত্মীয়ের বাড়ি থাকতো। কিন্তু সেখানে যেতেও ঐ অটো, রিক্সা ইত্যাদি নিতে হতো। অসুবিধে হয়নি। তার ল্যাবের ছেলেরা অনেকেই আরো অনেক রাতে ফিরতো। শেষ ট্রেন ধরতো টরতো কি কাছে যাদবপুরের হোস্টেলে বন্ধুদের ঘরে চলে যেত কি কারুর মেসে। অনেক রাতে সেখানে যেতেও কারুর কোনোদিন অসুবিধে হয়েছে বা কেউ ভয় পেয়েছে বলে শোনেনি।
Bratin | ১৭ নভেম্বর ২০১১ ২২:৩৭ | 117.194.101.218
না । আমেরিকার ক্রাইম রেট (p1) বনাম ভারতের ক্রাইম রেট (p2) এই লাইনে?
aka | ১৭ নভেম্বর ২০১১ ২২:৩৭ | 168.26.215.13
ন্যাড়াদা এই কাপিনো মালটা কোথায় পাওয়া যায়? সিফুড না ইতালিয়ান? নাকি মেক্সিকান? মাইরি কোনদিন খাই নি, এমনকি চোখেও দেখি নি।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২২:৩৫ | 168.26.215.13
না বোতিন ব্যক্তিগত অনুভূতির কোনো হাইপোথিসিস হয় না।
যেমন ন্যাড়াদার কাপিনো ভালো লাগে। ল্যাদোষদার লাগে না। এর কি টেস্টিং কিই বা হাইপোথিসিস?
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৩৫ | 129.74.191.152
পাই, সরি কিন্তু আমার প্রশ্নের জবাব পেলাম না। তুমি দেশে বা বিদেশের কোন শহরে কি অভিজ্ঞতা হয়েছে সেই বেসিসে কোন শহরে মফস্বলে কিরম নিরাপদ ফিল কর এটা আমার প্রশ্ন ছিল না। পারলে এককথায় উত্তর দাও প্লীজ। আমেরিকার তুলনায় দেশে তুমি নিরাপদ ফিল কর - হ্যাঁ বা না। আমেরিকায় তুমি নিরাপত্তাহীনতায় ভোগ - হ্যাঁ অথবা না।
nyara | ১৭ নভেম্বর ২০১১ ২২:৩১ | 115.184.18.98
আমি কনসলিডেটেড কোন লিস্ট দেখিনি। যাকগে কাটাও।
Bratin | ১৭ নভেম্বর ২০১১ ২২:২৯ | 117.194.101.218
আকা এই সমস্যা র সমাধানে কি 'টেস্টিং অফ হাইপোথেসিস' লাগানো যাবে?
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:২৭ | 72.83.76.29
ন্যাড়াদা, নামগুলো তো অনেকবার লিখেছি।
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:২৭ | 72.83.76.29
দেশে বহু জায়গাতেই নিরাপদ বোধ করি। দিল্লিতে হয়তো কোনোদিন ও করবো না। কোলকাতার ঐ নিউটাউন অঞ্চলে করবো না। কিন্তু বনহুগলী, শ্যামবাজার কি উত্তরপাড়া, যেখানে এবারেও অনেক অনেক রাতে একা ফিরেছি, বাড়ির ও পাড়ার অনেক মেয়েরাই দৈনন্দিন ফিরছে, কোনোদিনও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেখানে নিরাপত্তাহীনতায় ভুগিনা। এখানে হপকিন্সে গেলে কি ইউনি অব মেরিল্যান্ডে রাতে যেতে হলে নিরাপত্তহীনতা বোধ করি তো। মেইন ক্যাম্পাস থেকে ফিরতে রাত হয়ে গেলেও করি। রাতে ল্যাব থেকে একা ফিরতে হলেও করি। দেশের একাডেমিক ক্যাম্পাসে এগুলো মনে হতনা। আর এটা আমার একার কথা নয়, অনেকেরই কথা। রিমিদির ক'দিন আগের পোস্টটা পড়ো। এর মানে আবার এই নয়, সব জায়গা এমন হবে। সেটা দেশ ও এদেশ দু জায়গার জন্যই প্রযোজ্য।
পাই, আজ অব্দি কোন কোন ইনস্টিটিউটে পড়েছ বা সঙ্গে যুক্ত ছিলে?
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২২:২১ | 129.74.191.152
ব্যাংদি আছো? তুমি মনে হয় এখানে লিখেছিলে যে তোমার ভালই লেগেছে তাই সাহসে ভর করে কাল দেখলাম ZNMD. ইয়ে, বলতে নেই আমারও বেশ ভালই লাগল, খারাপ লাগল না।
Bratin | ১৭ নভেম্বর ২০১১ ২২:২১ | 117.194.101.218
অ। তাহলে ঠিক আছে। রিমি কে জিগিয়ে নেবো ঃ-))
aka | ১৭ নভেম্বর ২০১১ ২২:১৮ | 168.26.215.13
না না বোতিন আমার এক্সপেক্টেশন বরাবরই খুব বেশি। আগে তোমার সাথে ব্যাটে বলে হয় নি বলে জানতে পারতে না। ঃ)
Bratin | ১৭ নভেম্বর ২০১১ ২২:১৬ | 117.194.101.218
আকা, দেখো আমরা যখন অনেক দিন বাইরে থাকি তখন আমদের এক্সপেক্টশন গুলো একটু বেড়ে যায়। অবচেতন মনে এখানের কোন কিছুর সাথে বিদেশের একটা অদৃশ্য ম্যাপিং কিন্তু আমরা করতে থাকি। অনেক দিন পরে দেশে ফিরে আমি নিজেও সেটা করেছি। আশা করি বোঝাতে পারলাম।
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২২:১৪ | 129.74.191.152
এবার আমিই কনফ্যুসড হয়ে গেলাম। পাই কি বলতে চাও এক কথায় বলো। দেশে তুমি অনেক নিরাপদ ফিল আর আমেরিকায় নিরাপতাহীনতায় ভোগ, এটাই বলতে চাও কি?
Bratin | ১৭ নভেম্বর ২০১১ ২২:১৪ | 117.194.101.218
আজকে হাকা তে খেতে গিয়ে বাইনারী দা,বৌদি আর ক্যামেলিয়া র সাথে দেখা হয়ে গেল।
সিকোর কোন ঘটনাগুলো ফার ফেচড লেগেছে ? এখানে না হোক, মেইলে বলবেন ? আমার ইন্সট্রাকটর জানতে খুব আগ্রহী। কারণ ওঁর মতে, এবং আমার মতেও , এগুলো সবই তো এখানকার সত্য ঘটনা। ফার ফেচ করার সুযোগ কোথায় ?
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:০২ | 72.83.76.29
*বলিনি।
pi | ১৭ নভেম্বর ২০১১ ২২:০১ | 72.83.76.29
S, বম্বে নিয়ে আমার পোস্টিং গুলো দেখেছিলেন ? টি আই এফ আর , আই আই টি র কথাই যদি বলি, আমি শুধু তাদের মধ্যে ঘোরার কথাই বলিনি। একটার থেকে আরেকটাতেও নিয়মিত যেতাম। প্রতি হপ্তায়। রাত এগারোটার পর বেরিয়ে। একা। নিয়মিত লোকজন বাইরে থেকে প্রচুর রাত করে ফিরতো।
এবার কোলকাতার কথা। যাদবপুরে দশটার মধ্যে হোস্টেলে ঢুকে পড়তে হত। কিন্তু ঐ দশটা অব্দি কী ক্যাম্পাস , কি ক্যাম্পাসের বাইরে, কোনোখানেই একা চলাফেরা করতে কোন সমস্যাঅ হয়নি। রাত দশটায় ফেরার জন্য ট্রান্সপোর্ট পেতেও সেরকম কিছুই অসুবিধে হয়নি। ছেলেদের অনেকে তার পরেও ফিরতো। এবার মাঝ রাত অব্দি ওখানে কাজ করলে ফেরার সমস্যা কি কারুর বাড়িতে মাঝরাত অব্দি থাকলে ফেরার সমস্যা নিয়ে আমার বক্তব্য, সেতো এখানেও আছে। নিজেদের গাড়ি না থাকলে। নিজেদের গাড়ি না থাকলে এখানে সমস্যা যে অনেকই বেশি, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম দেশে অনেক বেটার সেটা বলার জন্য তো দেশভক্ত হবার দরকার পড়ে না বরম উল্টোটা বল্লে অন্ধ আম্রিগাভক্তি বলতে হয় ঃ) ( ডিঃ এটা কাউকে স্পেসিফিক্যালি বলিনি )
আমাদের মূল ক্যাম্পাসে ঢোকার প্রচুর কড়াকড়ি। সিকিওর্ড। আমরা অফ ক্যাম্পাসে। সেখানেও সিকিওরিটি। আর সেখান থেকে ল্যাপটপ থেকে পার্স, গাড়ি, বাড়ির চাবি থেকে গাড়ি ইস্তক চুরি হয়েছে। কমন্মেইল ছিল। হয়তো আমাদের অফ ক্যাম্পাসের আলাদা মেলিং গ্রুপ আছে। সেটাও তেমন কথা বা আমার ভয়ের কারণ না। কিন্তু সিকিওরিটি অর নো সিকিওরিটি, এই বন্দুক থাকাটা যেকোন মুহূর্তেই সব ওলোট্পালোট করে দিতে পারে। সিকিওরিটি আসার আগেই। আর সেটা হয়ও। আমার নিরাপত্তাহীনতার বোধ সেখান থেকে আসে। বারেবারেই বলছি। এদেশের আইন শৃঙ্খলাব্যবস্থা নিয়ে প্রশ্ন নাই, আপত্তি আছে, ভয় আছে, এই বন্দুকের সহজলভ্যতা নিয়ে।
আর ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার সুবিধের কথা বলছিলেন না ? গাড়ি থাকলে সুবিধে তো আছেই। কিন্তু তাও, ক্রাইমেরেকটা বড় অংশই হয় পার্কিংলটে। আপনার ওখানে হয়না কিন্তু অন্যত্র হয়। এখানেই ইউনি অব মেরিল্যান্ডে ( ঘনিষ্ঠ অনেকে সেখানে কাজ করায় তার খবরাখবর সবই পাই), প্রচুর এমন ঘটনা আছে। আর গাড়ি না থাকলে ? আমাকেইপ্রায়শ ঃ মেইন ক্যাম্পাস থেকে রাত এগারোটা বারোটায় ফিরতে হয়। লাস্ট মেট্রোও ধরেছি অনেক। বর গাড়িতে পিকাপ করলেও রাস্তার যেখানে অপেক্ষা করতে হয়, ক্যাম্পাসের কাছে কি বাড়্র কাছে মেট্রো স্টেশনে, নাঃ, সে জায়গা আদৌ নিরাপদ লাগেনা। সেখানে কোনো সিকিওরিটির গাড়ি ঘুরতে দেখিনি। এতো রাতের কথা। দিন দুপুরে কিছু কিছু বাস স্ট্যান্ডে যেধরণের মন্তব্য শুনতে হয়েছে ( এবং আমি একা ছিলাম না) তাও ভয় ধরানোর জন্য যথেষ্ট। এখানে আসার ক'দিন পরের ঘটনা। প্রথম হ্যালুইন। এক ঘন্টার মধ্যে সব চকোলেট শেষ ! এর মধ্যে দুটি পুঁচকে চলোলেট নিয়ে বেরিয়েই সিঁড়ির নিচে মুখের মধ্যে সব গপগপাগপ পুরে আবার পরে গ্রুপের সাথে আবার হাজির হচ্ছিল বটে, কিন্তু তা না হলেও শেষ হত। আশপাশে এত্ত এত্ত বাচ্চা জানতামই না ! সে যা হোক, আমরা বেরিয়েছি, আবার চকোলেট কিনতে। দশ পএন্র মিনিটের হাঁটা পথেই শপিং মল। গিয়ে দেখি থিকথিক করছে পুলিশ। গতকাল যেখান থেকে কিনেছিলাম, তার কাউন্টারের একজনকে গুলি করে দিয়েছে। কোন কাস্টমার। কী নাকি বচসা হয়েছিল। সামান্যই বচসা নাকি। ভয় ধরে গেছিল। আর এটাতেই ভয় লাগে। লোকজনের সাথে মতান্ত্র, মনান্তর, বচসা এসব তো হতেই পারে। বিরক্তি, রাগ ও হয়। নিজেদেরও হয়না কি ? কিন্তু সাথে একটা বন্দুক থাকলে বোধহয় অনেক তফাত হয়ে যায়। বা, অন্তত তফাত হয়ে যাবার ভয়টা থাকে। আর এই লোকজন যে কেউ হতে পারে। নট নেসেসারিলি রাত্তিরবেলায় একা রাস্তায় যাকে এনকাউণ্তার করবো, তিনি, এটা যে কেউ হতে পারেন। এমনকি আমার কলিগ, আমার ক্লাসমেট ! ভয়টা আরো এখানে। সেটাকেই আমি এখানের নিরাপত্তহীনতর অনুভব বলেছি। নিরাপত্তা ব্যবস্থার অভাব আছে, এটা বকিনি।
তবে পামিতাদির খ্ড়গ্পুর পড়ে কানপুর নিয়ে অনেক কথা মনে পড়ে গেলো। অনেক ডিট্টো স্মৃতি আছে। আরো অনেক কিছু। সময় পেলে পরে লিখবো কখনো।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২১:১৭ | 168.26.215.13
নাঃ পাই এখনো রেগে আছে।
তাহলে আরও বুঝিয়ে বলি। পাই, এই আম্রিগা বনাম ভারত তুলনা এখানে বেশ কিছুদিন ধরে চলছে। যেমন আমি বললাম দেশে ইন্সিওরেন্সের জন্য হেলথ কেয়ার কস্ট খুব বেড়ে গিয়েছে। তুমি আমাকে বললে সিকো দেখেছি কিনা। দেশে বা বলা ভালো কলকাতার হেলথ কেয়ার নিয়ে আমার প্রতিটা উদাহরণে তুমি একটি করে এখানকার অ্যাবারেশনের উদাহরণ দিয়েছ। তো, দেশের সাথে আম্রিগার তুলনা করার আমার বিন্দুমাত্র নেই। সেটা যেকোন সময়ে বাতুলতা। কিন্তু এইভাবে তুলনা করার প্রয়াসটায় অনেক সময়েই মনে হয়েছে এই যারা বিদেশি ট্যাঁশ তার দুদিন আম্রিগায় থেকে বালিশকে তাকিয়া বলছে, আসলে ঘটনাটা হল আম্রিগায় এমন কিছু সেফ, হেলথকেয়ারের স্বর্গরাজ্য নয়। যারা এদেশে থাকে তারা নিজেদের থাকাটাকে যাস্টিফাই করার জন্য আম্রিগার সব কিছু ক্ষমাসুন্দর চোখে দেখে। তা এটা কনসিস্টেন্টলি এতবার ঘটেছে যে কিঞ্চিৎ বিরক্তিকর। তার বেশি কিছু না। হতে পারে আমার বোঝার ভুল কিন্তু শিক্ষা, হেলথকেয়ার, নিরাপত্তা প্রতিটি বিষয়ে তোমার স্ট্যাণ্ডটা এরকমই ছিল বলে আমার মনে হয়েছে।
আর বিজেপি বলে তোমাকে ট্যাগাই নি। কারণ দীর্ঘদিন তোমার সাথে কথাবার্তা বলার পরে, তোমার লেখালেখি দেখার পরে, রাজনৈতিক অবস্থান জানার পরে সেটা করলে আমার মানসিক স্থিতি নিয়েই প্রশ্ন তোলা উচিত। ওটা নেহাতই মজা ছিল হ্যাঁ খানিকটা বিরক্তি মিশে। তা তোমার খারাপ লেগেছে তো আমার উচিত ঐ কথাটা উইথড্র করে নেওয়া।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন